Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তমু Bengali definition ((মধ্যযুগীয় বাংলা)) [তোমু] (অব্যয়) তথাপি; তবু। তমুত ((মধ্যযুগীয় বাংলা)) (অব্যয়) তবুও (তমুত পিতৃশোক নিবারণ নাহি তাতে-রামরাম বসুকৃষ্ণ রায়)। {তবু>}
  • Bengali Word তমোগুণ Bengali definition [তমোগুন্‌] (বিশেষ্য) প্রকৃতির নিকৃষ্টতম গুণ (সত্ত্ব গুণ সে তমোগুণ এবং রজোগুণের মাঝামাঝি-প্রমথনাথ বিশী)। {(তৎসম বা সংস্কৃত) তমঃ+গুণ}
  • Bengali Word তমোঘ্ন, তমোহর Bengali definition [তমোঘ্‌নো, তমোহরো] (বিশেষণ) অন্ধকারনাশক; অন্ধকার দূরকারী। □ (বিশেষ্য) ১ চন্দ্র; শশাঙ্ক। ২ সূর্য। ৩ অগ্নি; তপন। দীপ; প্রদীপ। ৫ জ্ঞান। {(তৎসম বা সংস্কৃত) তমঃ+ঘ্ন, হর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word তমোজ্যোতি, তমোজ্যোতিঃ Bengali definition [তমোজ্‌জোতি, তমোজ্‌জোতিহ্] (বিশেষ্য) জোনাকি পোকা; খাদ্যোত। {(তৎসম বা সংস্কৃত) তমঃ+জ্যোতিঃ; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তমোমণি Bengali definition [তমোমোনি] (বিশেষ্য) ১ জোনাকি; খদ্যোত। ২ গোমেদ মণি। {(তৎসম বা সংস্কৃত) তমঃ+মণি}
  • Bengali Word তমোময় Bengali definition [তমোময়্‌] (বিশেষণ) ১ তমসাপূর্ণ; অন্ধকার পূর্ণ। ২ তমোভাবে পূর্ণ। {(তৎসম বা সংস্কৃত) তমঃ+ময়}
  • Bengali Word তমোহর Bengali definition তমোঘ্ন
  • Bengali Word তমোহা Bengali definition [তমোহা] (বিশেষণ) অন্ধকার-বিনাশক; তমোঘ্ন (দিনান্তে শিবের রত্ন তমোহা মিহিরে দিনদেব-মাইকেল মধুষূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) তমস্‌+হন্‌+ক্বিপ্‌}
  • Bengali Word তম্বি, তম্বী, তম্বিহ, তমবীহ Bengali definition [তোম্‌বি, তোম্‌বি, তোম্‌বিহ্‌, তোম্‌বিহ্‌] (বিশেষ্য) ১ ভর্ৎসনা; তিরস্কার; তর্জন-গর্জন (আমাকে বহুৎ তম্বিহ করেন-মুহম্মদ মনসুরউদ্দীন)। ২ জুলুম; তাড়না; শাসন। তম্বিতম্বা, তম্বিতাম্বি (বিশেষ্য) ভর্ৎসনা; তর্জন-গর্জন (অনেক তিম্বিতম্বার পর একে একে সমস্ত কথা বাহির হইয়া পড়িল-সুকুমার রায়)। {(আরবি)তাম্বীহ্‌ }
  • Bengali Word তম্বু Bengali definition তাঁবু
  • Bengali Word তম্বুর, তম্বুরা, তাম্বুরা, তম্বুরি Bengali definition [তোম্‌বুর্‌, তোম্‌বুরা, তামবুরা, তোম্‌বুরি] (বিশেষ্য) তানপুরা; mandoline; প্রাচীন বাদ্যযন্ত্রবিশেষ (পুরাতন তম্বুরাটিতে গেলাপ পরাইয়া বন্ধুহীন বৃহৎ সংসারে বাহির হইয়া পড়িলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) তন্‌বূরা}
  • Bengali Word তযদিক Bengali definition তজদিগ
  • Bengali Word তর তর Bengali definition [তরোতরো] (বিশেষণ) নানা প্রকার; বিচিত্র রঙের যেনো কত তর তর মালা-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word তর ১ Bengali definition [তর্‌] (বিশেষণ) ১ বিভোর; নিমগ্ন; চুর (এই শরাবের পিয়ালা দিয়ে তর করি দিল্‌-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) তর্‌}
  • Bengali Word তর ২ Bengali definition [তর্‌] (বিশেষ্য) বিলম্ব; দেরি; অপেক্ষা (তর সহেনাক একটি তিল-আমোকা; তর সয় না বর, দিনেই বিয়া কর-ছড়া)। {(তৎসম বা সংস্কৃত) ত্বরা>}
  • Bengali Word তর ৩, তরো Bengali definition [তরো] (বিশেষণ) প্রকারের; ধরনের; শ্রেণির (কেমনতর লোক)। তরো-বেতরো (বিশেষণ) বিভিন্ন প্রকারের; নানা ধরনের; হরেক রকম (আলোর নিশেন ঝুলছে-চৌকো লম্বা চওড়া সরু তরো-বেতরো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। বেতর (বিশেষণ) খারাপ ধরনের; খারাপ; দুষ্ট; বেয়াড়া। {(আরবি)তরহ}
  • Bengali Word তর ৪ Bengali definition [তর্‌] (বিশেষ্য) উত্তরণ; পার; গমন; অতিক্রমণ (দুস্তর গিরি-কাজী নজরুল ইসলাম)। তরপণ্য (বিশেষ্য) পারানি; খেয়ার কড়ি। তরমাণ (বিশেষণ) যে পার হচ্ছে; সন্তরণশীল। তরস্থান (বিশেষ্য) খেয়াঘাট। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+অ(অপ্‌)}
  • Bengali Word তর-জল Bengali definition [তর্‌জল্‌] (বিশেষণ) তৃপ্ত; পরিতৃপ্ত (চা-টা দেখেই জানটা তরজল হয়ে গেল-সৈয়দ মুর্তাজা আলী)। {(ফারসি) তর্‌+(তৎসম বা সংস্কৃত) জল}
  • Bengali Word তর-তম Bengali definition [তরোতমো] (বিশেষ্য) ১ ন্যূনাধিক; তুলনামূলক; পরিমাণ বোঝাতে ব্যবহৃত; কমবেশি। ২ তারতম্য; পার্থক্য (দুয়ের মধ্যে তর-তম করা)। {তর+তম}
  • Bengali Word তরই, তরুই Bengali definition [তরই, তোরুই] (বিশেষ্য) ১ ঝিঙ্গাজাতীয় তরকারিবিশেষ; acutangula। ২ ঢেঁড়স। {(তুলনীয়) (হিন্দি) তুরঈ}
  • Bengali Word তরইতে Bengali definition ((ব্রজবুলি)) [তরইতে] (অসমাপিকা ক্রিয়া)পার হতে; উত্তীর্ণ হতে (অব মঝু তরইতে চাই-পদাবলী)। {(তৎসম বা সংস্কৃত) √তৃ>}
  • Bengali Word তরওয়াল, তরোয়াল Bengali definition তলোয়ার
  • Bengali Word তরক Bengali definition [তর্‌ক্‌] (বিশেষ্য) লঙ্ঘন; পরিত্যাগ (ঘুম থেকে তাহাজ্জদের নামায তরক্‌ করিতে লাগিল-মুহম্মদ মনসুরউদ্দীন)। {(আরবি)তর্‌ক্‌}
  • Bengali Word তরকশ, তোরকস, তরকচ Bengali definition [তর্‌কোশ্‌, তোর্‌কশ্‌, তরকচ্‌] (বিশেষণ) তূণ; তূণীর; বাণাধার; যার ভিতর তীর থাকে (নেজা গোর্জ্জ কামান তোরকস ভরা তীর-সৈয়দ হামজা)। {(ফারসি) তীরকশ্‌}
  • Bengali Word তরকারি, তরকারী, তরি-তরকারি Bengali definition [তর্‌কারি, তর্‌কারি, তরি-তর্‌কারি] (বিশেষ্য) ১ আনাজ; ব্যঞ্জন রন্ধনের উপুক্ত শাকসবজি ইত্যাদি; vegetable; ফলমুল। ২ ব্যঞ্জন; রাঁধা তরকারি। {(ফারসি) তরহ্‌, তা. কারি}
  • Bengali Word তরকিব, তরকীব Bengali definition [তর্‌কিব্‌] (বিশেষ্য) কৌশল; প্রণালি; ব্যবস্থা; একাধিক বস্তুর সংযোগে অন্য বস্তুর প্রস্তুত ব্যবস্থা (মওলানা সাহেবের এলহাম-প্রাপ্ত তরকিবের কথা বলা হইল-মুহম্মদ মনসুরউদ্দীন)। {(আরবি)তারকীব}
  • Bengali Word তরকে মাওয়ালাত Bengali definition [তর্‌কে মাওয়ালাত্‌] (বিশেষ্য) অসহযোগিতা; mon-cooperation (শরীফ ঘরের মুসলমানদের উচিত অন্তঃপক্ষে তাঁর সঙ্গে তর্‌কে মাওয়ালাত করা-কাজী ইমদাদুল হক)। {(আরবি)তর্‌কে মুরালাত}
  • Bengali Word তরক্কি, তরক্কী Bengali definition [তরোক্‌কি] (বিশেষ্য) উন্নতি (সমাজের তরক্কির জন্য দরকার তিনটি জিনিষের-মোহাম্মদ ওয়াজেদ আলী)। {(আরবি)তারাক্কী}
  • Bengali Word তরক্ষু, তর্ক্ষু Bengali definition [তরোক্‌খু, তোর্‌ক্‌খু] (বিশেষ্য) নেকড়ে বাঘ; হায়েনা (বৃদ্ধ শার্দূলের পাছে তরক্ষের মতো-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) তরক্ষু}
  • Bengali Word তরঙ্গ Bengali definition [তরোঙ্‌গো] (বিশেষ্য) ১ ঊর্মি; পানির ঢেউ; মওজ; লহরি (তরঙ্গাহত নৌকা)। ২ ঢেউয়ের মতো ক্রমাগত প্রবহমান বস্তু (চিন্তাতরঙ্গ, বিদ্যুৎতরঙ্গ)। তরঙ্গভঙ্গ (বিশেষ্য) ঊর্মিক্রীড়া ঢেউয়ের খেলা। তরঙ্গমালা (বিশেষ্য) মালার মতো গাঁথা একটির পর একটি ঢেউ। তরঙ্গাকুল, তরঙ্গ-সঙ্কুল (বিশেষণ) অতিশয় প্রবল ও উচ্চ ঢেউ বা ঝটিকা বিক্ষুব্ধ; ঝড় উঠেছে এমন (বাদশাহ তখন তরঙ্গসঙ্কুল চিন্তার সাগরে ভাসমান-আবুল ফজল)। তরঙ্গাভিঘাত (বিশেষ্য) ঢেউয়ের ধাক্কা; তরঙ্গের আঘাত। তরঙ্গায়িত (বিশেষণ) ঢেউপূর্ণ; কল্লোলিত; বিক্ষুব্ধ (তরঙ্গিত এ হৃদয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ভঙ্গিমাপূর্ণ। তরঙ্গিম (বিশেষণ) তরঙ্গ শোভাযুক্ত। তরঙ্গোচ্ছ্বাস (বিশেষ্য) বিশাল ঢেউসমূহের উত্থান পতন। {(তৎসম বা সংস্কৃত) √তৃ+অঙ্গ (অঙ্গচ্‌)}