Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তবল্লক Bengali definition [তবল্‌লক্‌] (বিশেষণ) আভিজাত্যসূচক; শৌখিন কারুকার্যময় (তবর্রক ছাঁদে বসন পিঁধে-চণ্ডীদাস)। {(আরবি)তবর্রুক}
  • Bengali Word তবহি, তবহিঁ, তবহু, তবহুঁ Bengali definition তব১
  • Bengali Word তবাদি Bengali definition তবধি
  • Bengali Word তবাহি Bengali definition তাবা
  • Bengali Word তবিব, তবীব Bengali definition [তোবির্‌] (বিশেষ্য) চিকিৎসক; হাকিম; তিব্বি; চিকিৎসাশাস্ত্রবিদ (এমরান খেদমত করে, দাওয়া পানি তবিব আনিয়া-সৈয়দ হামজা)। {(আরবি)তবীব}
  • Bengali Word তবিল Bengali definition তহবিল
  • Bengali Word তবিয়ত, তবিয়ৎ, তবীয়ত Bengali definition [তোবিয়ত্‌] (বিশেষ্য) ১ স্বাস্থ্য শারীরিক অবস্থা (আপনার তবিয়ত ভাল তো-কাজী ইমদাদুল হক)। ২ মেজাজ; মর্জি; মানসিক অবস্থা (এ সব দেখে তবিয়ত খোশ হয়ে যায়)। বাহাল তবিয়তে (বিশেষ্য) সুস্থ দেহে ও স্বজ্ঞানে; আনন্দের সঙ্গে (খোস পোষাকে সজ্জা করি বহাল তবিয়ত-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(আরবি)তবী‘আত}
  • Bengali Word তবীব Bengali definition তবিব
  • Bengali Word তবু, তবুও Bengali definition [তোবু, তোবুয়ো] (অব্যয়) তথাপি; তা হলেও। {(তৎসম বা সংস্কৃত) তথাপি>}
  • Bengali Word তবে, তবেঁ Bengali definition (-প্রাচীন বাংলা) [তবে, তবেঁ] (অব্যয়) ১ শর্তসাপেক্ষ বোঝাতে; তা হলে (যদি তুমি না আসো তবে আমিও তোমার বাড়ি যাবো না)। ২ অতঃপর (তবে চলি বা তবে আসি)। ৩ তারপর; তখন (আগে অভাবে পড় তবে পয়সা চিনবে)। ৪ কিন্তু (করতে বলি না তবে যদি কর বাধা দেবো না)। ৫ আক্রমণাত্মক ভাববাচক (তবে রে)। {(তৎসম বা সংস্কৃত) তদা>}
  • Bengali Word তবেঁস, তবেঁসি, তবেসি Bengali definition (-প্রাচীন বাংলা) [তবেঁস, তবেঁসি, তবেসি] (অব্যয়) তবেই (তবেসি নেলিব-বড়ু চণ্ডীদাস)। {পাব. তবেঁস} তভোঁ, তঁভোহো [তভোঁ, তঁভোহো] (অব্যয়) তথাপি; তথাজি (তভেঁহো নিলজ কাহ্নাঞিঁ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {তুর.(হিন্দি) তবহুঁ}
  • Bengali Word তম, তমঃ Bengali definition [তমো, তমহ্‌] (বিশেষ্য) ১ অন্ধকার; তমসা; তিমির (রাখি তম নিশির নিকট-সৈয়দ আলাওল)। ২ তমোগুণ; তামসিকভাব। ৩ অজ্ঞান। ৪ অহংকার। ৫ পাপ। {(তৎসম বা সংস্কৃত) √তম্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word তমগা, তমঘা, তকমা, তখমা Bengali definition তমগা, তমঘা, তকমা, তখমা [তম্‌গা, তমঘা, তক্‌মা, তখ্‌মা] (বিশেষ্য) মেডেল; পদক; সম্মানসূচক খেতাব। তমগা-তাবিজ (বিশেষ্য) পরিচয়পত্র; পদবি; certificate। (ভদ্রলোকের তকমা-তাবিজ ছিঁড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তুর্কি)তম্‌গা}
  • Bengali Word তমদ্দুন Bengali definition [তমোদ্‌দুন] (বিশেষ্য) ১ নাগরিকতা; নগর-সভ্যতা; সভ্যতা-সংস্কৃতি। ২ মদিনা (শহর); শহুরে আচার-সংস্কৃতি। {(আরবি)তামাদ্দুন }
  • Bengali Word তমবীহ Bengali definition তম্বি
  • Bengali Word তমস Bengali definition [তমোশ্‌] (বিশেষ্য) অন্ধকার। তামস বিণ। {(তৎসম বা সংস্কৃত) তমস্‌}
  • Bengali Word তমসা Bengali definition [তমোশা] (বিশেষ্য) ১ অন্ধকার (যে যে স্থলে তমসা নিবিড়তম-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ একটি নদীর নাম। তমসাচ্ছন্ন, তমসাবৃত (বিশেষণ) অন্ধকারে আচ্ছন্ন বা আবৃত; অন্ধকারাচ্ছন্ন। {(তৎসম বা সংস্কৃত) তমস্‌+আ(টাপ্‌)}
  • Bengali Word তমসুক Bengali definition [তমশুক্‌] (বিশেষ্য) ঋণ-স্বীকারপত্র; খত। বন্ধকি তমসুক (বিশেষ্য) বন্ধকনামা; বন্ধকি খত; mortgage deed। {(আরবি)তমস্‌সুক}
  • Bengali Word তমস্ত্রস্নু Bengali definition [তমোস্‌ত্রোশ্‌নু] (বিশেষণ) নিদ্রাচ্ছন্ন (মুদিব না অবসাদে তমস্ত্রস্নু আঁখি-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) তমঃ+ত্রস্নু}
  • Bengali Word তমস্বিনী Bengali definition [তমোশ্‌শিনি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) অন্ধকার রাত্রি (কি রহস্য ধেয়াইছে দিগন্ত শয়নে, জ্যোতির্ময়ী তমস্বিনী বিনিদ্র নয়নে-মোহিতলাল মজুমদার)। □ (বিশেষণ) অন্ধকারাচ্ছন্ন। {(তৎসম বা সংস্কৃত) তমস্‌+বিন্‌(বিনি)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word তমস্বী Bengali definition [তমোশ্‌শি] (বিশেষণ) অন্ধকারময়; তমোযুক্ত। □ (বিশেষ্য) হরিদ্রা। {(তৎসম বা সংস্কৃত) তমস্‌+বিন্‌(বিনি)}
  • Bengali Word তমা Bengali definition [তমা] (বিশেষ্য) রাত্রি; নিশা; যামিনী। {(তৎসম বা সংস্কৃত) তমঃ+ (বাংলা) আ}
  • Bengali Word তমাদি Bengali definition তামাদি
  • Bengali Word তমাম Bengali definition তামাম
  • Bengali Word তমাল Bengali definition [তমাল্‌] (বিশেষ্য) গাবজাতীয় এক প্রকার কালো রঙের গাছ (আমার পূর্ব-বাংলা একগুচ্ছ স্নিগ্ধ অন্ধকারের তমাল-সৈয়দ আলী আহসান)। তমালক (বিশেষ্য) শাকবিশেষ; সুষনি শাক; তেজপাতা। তমালিকা, তমালিনী (বিশেষণ) ১ তমাল বৃক্ষ অধ্যুষিত স্থান; তমলুক। ২ ভুঁই আমলা। তমালী (বিশেষ্য) বরুণ গাছ। {(তৎসম বা সংস্কৃত) তমাল}
  • Bengali Word তমি, তমী Bengali definition [তোমি] (বিশেষ্য) রাত্রি (এই যে অষ্টমী পণ্যদাত্রতমী অন্নদার ব্রততিথি-ভারতচন্দ্র রায়গুণাকর)। তমিনাথ (বিশেষ্য) নিশাপতি; চন্দ্র; চাঁদ। {(তৎসম বা সংস্কৃত) তম+ই(ইন্‌), ঈ}
  • Bengali Word তমিজ Bengali definition তমিজ [তোমিজ্‌] (বিশেষ্য) বিবেচনা; সম্ভ্রমবোধ; ভদ্র ব্যবহার (মুসলমান পরিবারে এসে আদব, কায়দা, লেহাজ, তমিজ, তাহজিব, আখলাক শিখে সভ্য হয়ে যায়-ইসমাইল হোসেন শিরাজী)। {(আরবি)তমীজ}
  • Bengali Word তমিস্র Bengali definition [তোমিস্‌স্রো] (বিশেষ্য) অন্ধকার; তিমির; তমসা (এই মহাতমিস্র সাগর-সত্যেন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষণ) অন্ধকারময়। তমিস্রা (বিশেষণ) অন্ধকারাচ্ছন্ন (ঘনায়িত তমিস্রা তুহিনের-ফররুখ আহমদ)। □ (বিশেষ্য) ঘন অন্ধকার রাত্রি; ঘোর অন্ধকার। তমিস্র পক্ষ (বিশেষ্য) কৃষ্ণপক্ষ; আঁধার পক্ষ। {(তৎসম বা সংস্কৃত) তমস্‌+র}
  • Bengali Word তমী Bengali definition তমি
  • Bengali Word তমীয Bengali definition তমিজ