Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তপাত্যয় Bengali definition [তপাত্‌তয়্‌] (বিশেষ্য) বর্ষাকাল। {(তৎসম বা সংস্কৃত) তপ+অত্যয়; (বহুব্রীহি সমাস); ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তপাস Bengali definition [তপাশ্‌] (বিশেষ্য) খোঁজ; অন্বেষণ; অনুসন্ধান; তালাশ (খুল্লানা চলিল যদি দুধের তপাসে-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(আরবি)তাফাহ্‌হুস}
  • Bengali Word তপোধন, তপোনিধি Bengali definition [তপোধন্‌, তপোনিধি] (বিশেষ্য) তপস্যাই যার রত্ন বা সম্পদ; মুনি; ঋষি; তপস্বী। {(তৎসম বা সংস্কৃত) তপস্‌+ধন, নিধি; (বহুব্রীহি সমাস), ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তপোবন Bengali definition [তপোবন্‌] (বিশেষ্য) ১ যে বনে মুনি-ঋষিগণ তপস্যার জন্য বসবাস করেন; মুনি-ঋষিদের আশ্রম। ২ তপোবন নামক তীর্থবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) তপস্‌+বন; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তপোবল Bengali definition তপঃ
  • Bengali Word তপোভঙ্গ Bengali definition [তপোভঙ্‌গো] (বিশেষ্য) ১ তপস্যার শেষ। ২ সাধনাচ্যুতি; তপস্যায় বিঘ্ন। {(তৎসম বা সংস্কৃত) তপস্‌+ভঙ্গ; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তপোমূর্তি Bengali definition [তপোমুর্‌তি] (বিশেষ্য) ১ তপস্যার ফলে প্রাপ্ত দেহের জ্যোতির্ময় কৃশ রূপ। ২ তপস্বী; ঋষি। {(তৎসম বা সংস্কৃত) তপস্‌ + মূর্তি; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word তপোময় Bengali definition [তপোময়্‌] (বিশেষ্য) ১ তপঃপ্রধান। ২ পরমেশ্বর। {(তৎসম বা সংস্কৃত) তপস্‌+ময়(ময়ট্‌)}
  • Bengali Word তপোলোক Bengali definition [তপোলোক্‌] (বিশেষ্য) পুরাণে কথিত সপ্ত ভুবনের একটি। {(তৎসম বা সংস্কৃত) তপঃ+লোক; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word তপ্ত Bengali definition [তপ্‌তো] (বিশেষণ) ১ তাপময়; গরম; ‍উষ্ণ; উত্তপ্ত। ২ রুষ্ট; ক্রোধান্বিত; উত্তেজিত (তপ্ত বাক্য)। ৩ রোধে আরক্ত; ক্রোধে লাল (তপ্ত আঁখি)। ৪ অগ্নি দ্বারা দগ্ধ হওয়ায় উজ্জ্বল; দগ্ধ (তপ্ত কাঞ্চন)। ৫ সদ্য (তপ্ত রাণ্ড-যে সদ্য বিধবা হইয়াছে)। তপ্তকাঞ্চনসন্নিভ (বিশেষণ) অগ্নিদগ্ধ স্বর্ণের মতো শ্বেতবর্ণ; স্বর্ণের তুল্য উজ্জ্বল। {(তৎসম বা সংস্কৃত) √তপ্‌+ত(ক্ত)} তপ্তপোষ, তপ্তাপোষ [তপ্‌তোপোশ্‌, তপ্‌তাপোশ] (বিশেষ্য) তক্তপোষ; কাষ্ঠময় শয্যাধারবিশেষ (কোণেতে জড়ানো দেখি তপ্তাপোষের পাটি-দ্বিজেন্দ্রলাল রায়)। {(ফারসি) তাপতাহপোশ}
  • Bengali Word তফছির, তফছীর Bengali definition তফসির
  • Bengali Word তফরা Bengali definition [তফ্‌রা] (অব্যয়) তড়পানো; আছাড় পিছাড়; অস্থিরতা; উল্লস্ফন; লাফালাফি; দাপাদাপি (প্রলয় তুফানে জেলে ডিঙ্গির তফরা খাওয়ার মত-কালীপ্রসন্ন সিংহ)। {(আরবি)তফ্‌রাহ}
  • Bengali Word তফসির, তফছির, তফছীর Bengali definition [তফসির্‌] (বিশেষ্য) ব্যাখ্যা (তাঁহার জীবনী কোরআন শরিফের একটি বৃহৎ তফছিরস্বরূপ-আহছানুল্লাহ্‌)। {(আরবি)তাফ্‌সীর }
  • Bengali Word তফসিল, তফসীল, তফশিল, তপসিল Bengali definition [তফ্‌সিল্‌, তফ্‌সিল্‌, তফ্‌সিল্‌, তপ্‌সিল্‌] (বিশেষ্য) তালিকা; বৃত্তান্ত; বিবরণ (সুরার উসুল তহসিল সুমার তফশিল ওয়াকিফ হএন-রামরাম বসু)। তফসিলি (বিশেষণ) ১ তফসিলভুক্ত; তালিকাভুক্ত। তফসিলি সম্প্রদায়। {(আরবি)তাফসীল }
  • Bengali Word তফাত, তফাৎ Bengali definition [তফাত্‌] (বিশেষ্য) ১ দূরত্ব; দূরবর্তী স্থান (প্রায় ২০ জন লোক দশ হাত তফাত থেকে সাঁ সাঁ করে চলে গেল-মীর মশাররফ হোসেন)। ২ পার্থক্য; প্রভেদ; ব্যবধান; অন্তর (বংশে বংশে নাহিক তফাৎ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ পৃথক (যতনের খাটুনি অযতনের খাটুনি দুয়ের ফল তফাৎ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ দূরগত (তফাত যাওয়া)। ৫ পৃথক (তফাত করা আনারসগুলো)। {(আরবি)তাফারুত}
  • Bengali Word তব ১ Bengali definition [তবো] (সর্বনাম) ((পদ্যে ব্যবহৃত)) তোমার। {(তৎসম বা সংস্কৃত) যুষ্মদ্‌+৬ষ্ঠী (একবচন)}
  • Bengali Word তব ২ ((ব্রজবুলি)) Bengali definition [তব] (অব্যয়) ১ তখন (মাগয়ে তব পরিরম্ভ-বিদ্যাপতি)। ২ তবে (জানিস তব কাহে করসি পুছার-বিদ্যাপতি)। তবহি, তবহিঁ ((ব্রজবুলি)) (অব্যয়) তৎক্ষণাৎ; সেই মুহূর্তে। তবহু, তবহুঁ ((ব্রজবুলি)) (অব্যয়) তথাপি। {(তুলনীয়) (হিন্দি) তব্‌}
  • Bengali Word তবক ১ Bengali definition [তবোক্‌] (বিশেষ্য) ১ স্তবক; স্তর (তার ঝালরে তবকে তবকে পদ্মমালা-দীনবন্ধু মিত্র)। ২ স্তর; থাক (নামে জিল্‌কদ রাতের শাজাদী তের তবকের চাঁদ-ফররুখ আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) স্তবক>}
  • Bengali Word তবক ২ Bengali definition [তবোক্‌] (বিশেষ্য) ১ স্বর্ণ রৌপ্যের পাতলা পাত (সুগন্ধি পান তৈয়ার করিয়া সোনার তবকে মোড়াইয়া-ইসমাইল হোসেন শিরাজী)। {(আরবি)তবক, (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) স্তবক}
  • Bengali Word তবক ৩ Bengali definition [তবোক্‌] (বিশেষ্য) বন্দুক (মুটকির তেজ যেন তবকের গুলি-কবি কঙ্কণ কুমুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) তোপক}
  • Bengali Word তবকি, তবকী, তাবকি, তাবকী Bengali definition [তব্‌কি, তব্‌কি, তাব্‌কি, তাব্‌কি] (বিশেষ্য) বন্দুকধারী যোদ্ধা; musketeer (আসোয়ার লক্ষার্ধ তবকি তোবচিন ইত্যাদি দেড়লক্ষ-রামরাম বসু)। {(ফারসি) তুপক + (তুর্কি)চী >}
  • Bengali Word তবধরি Bengali definition ((ব্রজবুলি)) [তবধোরি] (অব্যয়) তদবধি; তখন থেকে (তবধরি দগধে অনঙ্গ-বিদ্যাপতি)। {(হিন্দি) তব্‌+(বাংলা) ধরি}
  • Bengali Word তবধি, তবাদি Bengali definition [তবোধি, তবাদি] (অব্যয়) ১ তদবধি; তখন থেকে (তাহাকে দেখিয়া তবধি আর নগর গমনের কথাও মুখে আনেন না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ পর্যন্ত (অ্যাকন তবাদি অক্ত কোজাবি দিয়ে পড়চে-দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) তদবধি>}
  • Bengali Word তবন Bengali definition [তবোন্‌] (বিশেষ্য) তহবন্দ; লুঙ্গি (স্বামীর পরনে মারকিনের তবন-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) তহবন্দ}
  • Bengali Word তবররক, তবররুক Bengali definition [তবর্‌রক্‌, তবররুক] (বিশেষ্য) প্রসাদ; পুণ্যবান ব্যক্তির স্পর্শ-পূত খাদ্যাদি (ভক্ষণ আমি করেছিও, তবে সে তবররক জ্ঞানে-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(আরবি)তবর্রুক্‌}
  • Bengali Word তবল ১ Bengali definition [তবোল্‌] (বিশেষ্য) কুড়াল; কুঠার। তবলদার (বিশেষ্য) কুঠারী; কাষ্ঠ ছেদনকারী; কাষ্ঠছেদক; কাঠুরিয়া। {(ফারসি) তবর; (পালি) তবরদার}
  • Bengali Word তবলচি, তবলচী Bengali definition [তবোল্‌চি] (বিশেষ্য) গানের সঙ্গে তবলা বাজায় যে; তবলবাদক; ঢুলি। {(আরবি)তব্‌ল্‌+ (তুর্কি)চী }
  • Bengali Word তবলা, তবল ২ Bengali definition [তব্‌লা, তবোল্‌] (বিশেষ্য) ১ একদিকে চর্মাবৃত এক প্রকার বাদ্যযন্ত্রবিশেষ। ২ বৃহদাকার ঢাকবিশেষ। তবলা-বাঁয়া (বিশেষ্য) তবলা এবং তবলার সহচররূপে বাম হস্তে বাজাবার জন্য ব্যবহৃত তবলার মতোই আর একটি বাদ্যযন্ত্র (তবলা বাঁয়া কোলেতে টেনে বাদ্যে ভরপুর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি)তব্‌লাহ}
  • Bengali Word তবলিগ, তবলীগ Bengali definition [তব্‌লিগ্‌] (বিশেষ্য) প্রচার; ধর্মপ্রচার (শিক্ষা প্রচারকে তাঁরা তবলীগের কাজ মনে করতেন-ইব্রাহীম খা, প্রিন্সিপাল)। {(আরবি)তাব্‌লীগ}
  • Bengali Word তবলিয়া Bengali definition [তব্‌লিয়া] (বিশেষ্য) তবলচি; তবলা-বাদক। {তবলা+ইয়া}