Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তর্জমা Bengali definition তরজমা
  • Bengali Word তর্জমান Bengali definition [তর্‌জোমান্‌] (বিশেষ্য) অনুবাদক; ব্যাখ্যাতা; interpreter (নিজকে চেনো, হও তুমি ভাই আল্লাতালার তর্জমান-গোলাম মোস্তফা)। {(আরবি)তর্জুমান}
  • Bengali Word তর্জা Bengali definition তরজা
  • Bengali Word তর্জানো, তর্জান Bengali definition [তর্‌জানো] (ক্রিয়াবিশেষণ) তর্জন করা; আস্ফালন করা; গর্জন করা; শাসন করা। □ (বিশেষ্য) গর্জন। {(তৎসম বা সংস্কৃত) √তর্জ+আনো}
  • Bengali Word তর্জিত Bengali definition [তোর্‌জিতো] (বিশেষণ) ১ তীব্রভাবে ভর্ৎসিত বা তিরস্কৃত। ২ তাড়িত। ৩ ভীতি প্রদর্শিত। □ (বিশেষ্য) উপরোক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √তর্জ+ত(ক্ত)}
  • Bengali Word তর্তিব Bengali definition তরতিব
  • Bengali Word তর্পন Bengali definition [তররপোন্‌] (বিশেষ্য) ১ হিন্দুমতে মৃত পূর্বপুরুষের সন্তুষ্টির জন্য জীবিত বংশধর কর্তৃক জলদান; সন্তোষদান; তৃপ্তিদান। ২ তৃপ্তিসাধন। তর্পিত (বিশেষণ) ১ তর্পণ করা হয়েছে এমন। ২ তৃপ্তিপ্রাপ্ত; সন্তোষিত; তোষিত। {(তৎসম বা সংস্কৃত) √তৃপ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word তর্পী Bengali definition (-পিন্‌) [তোর্‌পি] (বিশেষণ) ১ তর্পণকারী। ২ তৃপ্তিকারক; তর্পক। (স্ত্রীলিঙ্গ) তর্পিণী। {(তৎসম বা সংস্কৃত) √তৃপ্‌+ইন্‌(ইনি)}
  • Bengali Word তল Bengali definition [তল্‌] (বিশেষ্য) ১ অধোভাগ; নিম্নদেশ; যে অংশ নীচে অবস্থিত (পদতল)। ২ মুল (বৃক্ষতল)। ৩ পুকুর নদী সাগর প্রভৃতির জলের নিম্নস্থ ভূমি (নদীতল)। ৪ উপরিভাগ; উপরের অংশ (ধরাতল)। ৫ ক্ষেত্র (স্থান, সমতল)। ৬ হাতের চেটো (করতল)। ৭ গৃহাদির তলা (ত্রিতল)। তলপেট (বিশেষ্য) উদরের নিম্নাংশ; নাভি ও মূত্রাশয়ের মধ্যবর্তী দেহাংশ। তল প্রহার (বিশেষ্য) চড়; চপেটাঘাত। তলেতলে (ক্রিয়াবিশেষণ) গোপনে; নিজেকে গোপন করে; গুপ্তভাবে। {(তৎসম বা সংস্কৃত) √তল্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word তলওয়ার Bengali definition তলোয়ার
  • Bengali Word তলক Bengali definition [তলোক্‌] (বিশেষণ) ঝাঁঝালো; কড়া; তীব্র (তলক তামাক)। {(ফারসি) তল্‌খ্‌}
  • Bengali Word তলতল Bengali definition [তল্‌তল্‌] (অব্যয়) অত্যধিক নরম অবস্থা; প্রায় গলা অবস্থা; তুলতুল (তলতল করা)। তলতলে (বিশেষণ) অত্যন্ত নরম; প্রায় গলিত; তুলতুলে। {ভাবাত্মক শব্দ, টলটল>; (তৎসম বা সংস্কৃত) √তল্‌>}
  • Bengali Word তলতা, তলদা, তল্লা Bengali definition [তল্‌তা, তল্‌দা, তল্‌লা] (বিশেষ্য) এক জাতীয় সরু নরম ফাঁপা বাঁশ (পাঁজরের সমস্ত হাড়গুলো তলতা বাঁশের বাঁশির মত করুণ সুরে সহসা বেজে উঠল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) তরল>}
  • Bengali Word তলত্র Bengali definition [তালোত্‌ত্রো] (বিশেষ্য) দস্তানা; করতলত্র। {(তৎসম বা সংস্কৃত) তল+√উত্র+অ}
  • Bengali Word তলপি, তলপী, তল্পি, তল্পী Bengali definition [তোল্‌পি] (বিশেষ্য) ১ গাঁটরি; বোঁচকা (তাই হইয়াছে নুড়ো-মুখ যত বুড়োর তল্পীবাহক?-কাজী নজরুল ইসলাম)। ২ বিছানাপত্র বা অন্যান্য জিনিসের গাঁটরি। তলপি-তলপা/তলপি-তল্পা, তলপা-তলপি/তল্পা-তলপি (বিশেষ্য) বিছানা-পত্র বা অন্যান্য জিনিসপত্রের বোঁচকা; বাস করবার ইচ্ছায় যেসব দ্রব্য সঙ্গে থাকে বা আনা হয় (সঙ্গে সঙ্গে আমাদের তল্পিতল্পা গুটাইবার তোড়জোড় চলিতে লাগিল-বেগম শামসুন্‌নাহার মাহমুদ)। তলপিদার (বিশেষ্য) তলপিবাহক; ভৃত্য; মোটবাহী চাকর; মুটে। তলপিবাহক (বিশেষ্য) মোটবাহী চাকর; অনুচর; ভৃত্য (শ্বশুরবাড়ি অভিমুখে তলপি-বাহকসহ রওয়ানা হইতেন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) তল্প+(বাংলা) ই=তলপি}
  • Bengali Word তলব, তলপ Bengali definition (বিরল) [তলোব্‌, তলোপ্‌] (বিশেষ্য) ১ ডেকে পাঠানো; হাজির হবার আদেশ; ডাক; আহ্বান (হয়ত ফৌজ তলব করতে হবে-জগলুল হায়দার আফরিক)। ২ বেতন (এজন্য তলব কিছুই মিলত না-শেখ হবিব)। {(আরবি)তলব}
  • Bengali Word তলবানা Bengali definition [তল্‌বানা] (বিশেষ্য) আদালতে উপস্থিত হবার আদেশ বা সমন; সমন জারি করার খরচা। {(আরবি)তলব}
  • Bengali Word তলা Bengali definition [তলা] (বিশেষ্য) ১ নিম্নস্থান; তলদেশ; অধোভাগ (পায়ের তলা)। ২ মূল (গাছতলা)। ৩ স্থান; জায়গা (কলতলা, রথতলা)। ৪ গৃহের তল; এক বা একাধিক তলবিশিষ্ট অট্টালিকার ছাদসহ এক একটি অংশ (পাঁচতলা)। তলাখাঁকতি (বিশেষণ) অভাবগ্রস্ত। তলাগুছি (বিশেষ্য) ভিতরে ভিতরে সাহায্য। তলাচোঁয়া (বিশেষ্য) ১ তলা ছিদ্র হওয়ার দরুণ যা থেকে জল পড়ে যায়। ২ সম্বলহীন; দরিদ্র। তলাফাঁক (বিশেষণ) ১ নিঃসম্বল; দরিদ্র। ২ ঋণগ্রস্ত। তলাফেলা (ক্রিয়া) চারা উৎপাটন করার জন্য জমি প্রস্তুত করে বীজ ফেলা। তলায় তলায় (ক্রিয়াবিশেষণ) ভিতরে ভিতরে; গোপনে গোপনে। তলারসা (বিশেষণ) ভিতরে রস আছে যার; অবস্থাপন্ন। তলশূন্য (বা তলাহীন) ঝুড়ি ১ যে ঝুড়ির তলদেশ নেই; botomless basket। ২ ((আলঙ্কারিক)) প্রচুর অর্থ দান করেও যে দুর্গতকে উদ্ধার করা অসম্ভব। {(তৎসম বা সংস্কৃত) তল+(বাংলা) আ}
  • Bengali Word তলাই, তালাই Bengali definition [তলাই, তালাই] (বিশেষ্য) চাটাই; চেটাই; দর্মা। {(তৎসম বা সংস্কৃত) তল+(বাংলা) আই}
  • Bengali Word তলাট, তল্লাট, তল্লাটি Bengali definition [তলাট্‌, তল্‌লাট্‌, তল্‌লাটি] (বিশেষ্য) অঞ্চল; ভূভাগ; প্রদেশ; বহুদূরব্যাপী স্থান (ধন্য সে নারী তলাটে নাহিক আর-চণ্ডীদাস; এ তল্লাটে একজনও ডাক্তার নেই; তখন এ তল্লাটি ঝোপ-জঙ্গলে ঘেরা-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) তল+(বাংলা) অট}
  • Bengali Word তলাতল Bengali definition [তলাতল্‌] (বিশেষ্য) ১ হিন্দু পুরাণোক্ত সাতটি পাতালের একটি। ২ পাতাল। ৩ রসাতল। {(তৎসম বা সংস্কৃত) তল+অতল}
  • Bengali Word তলানি Bengali definition [তলানি] (বিশেষ্য) গাদ; কাইট; ক্বাথ; যা থিতিয়ে নিচে পড়ে। {তলা+আনি}
  • Bengali Word তলানো Bengali definition [তলানো] (ক্রিয়া) ১ ডোবা; ডুবে যাওয়া; জলের নিচে চলে যাওয়া (নদীতে তলিয়ে যাওয়া)। ২ কোনো কিছুর মধ্যে নিমজ্জিত হওয়া। ৩ হৃদয়ে প্রবেশ করা; স্পষ্টভাবে উপলব্ধি করা; তাৎপর্য বা গূঢ় মর্ম উপলব্ধি করা (কথা তলিয়ে বোঝা; বাঁধা রঙ ও রূপের পাথারে তলিয়ে নিয়ে চলাই রেখার কাজ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত সকল অর্থে। পেটে তলানো (ক্রিয়া) পরিপাক হওয়া; পেটে থাকা; বমি হয়ে বের না হওয়া (তার পেটে কোন কিছু তলাচ্ছে না, যা খাচ্ছে তাই উঠে আসছে)। {(তৎসম বা সংস্কৃত) তল+(বাংলা) আনো}
  • Bengali Word তলাপাত্র Bengali definition [তলাপাত্‌ত্রো] (বিশেষ্য) হিন্দু রাঢ়ীয় ব্রাহ্মণের উপাধিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) তলাপাত্র}
  • Bengali Word তলাব, তালাব, তলাও, তালাও Bengali definition [তলাব্‌, তালাব্‌, তলাও, তালাও] (বিশেষ্য) পুকুর; দিঘি (ভরিয়া উঠিবে তলাব-পূর্ববঙ্গ গীতিকা; পুরান তালাবের ভাঙ্গা ঘাটলায়-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(ফারসি) তালাব}
  • Bengali Word তলাভিঘাত Bengali definition [তলাভিঘাত্‌] (বিশেষ্য) চড়; চাপড়। {(তৎসম বা সংস্কৃত) তলা+অভিঘাত}
  • Bengali Word তলাড়ু Bengali definition [তলাড়ু] (বিশেষ্য) পরাজিত। ২ বাজিতে হেরে যাওয়া। {তলা+ড়ু}
  • Bengali Word তলিত Bengali definition [তোলিতো] (বিশেষণ) ভাজা; তেলে বা ঘিরে-ভাজা (বড় বড় ইছা মাছ করিল তলিত-বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) √তল্‌+ (বাংলা) ইত}
  • Bengali Word তলোয়ার, তলওয়ার, তরওয়াল, তরবার Bengali definition [তলোয়ার্‌, তল্‌ওয়ার্‌, তর্‌ওয়াল্‌, তরোবার্‌] (বিশেষ্য) তরবারি; অসি (পেয়ালায় হেথা শহীদী খুন; তলোয়ার চোঁয়া তাজা তরুণ-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) তরবারি>}
  • Bengali Word তল্প Bengali definition [তল্‌পো] (বিশেষ্য) ১ শয্যা; বিছানা। ২ গৃহ; ঘর। ৩ ভার্যা (গুরু তলাশ)। ৪ শয্যা। তল্পক (বিশেষ্য) ১ শয্যা প্রস্তুতকারক। ২ ফরাশ। তল্পকীট (বিশেষ্য) ছারপোকা। {(তৎসম বা সংস্কৃত) √তল্‌+প(পক্‌)}