Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তড়িচ্চুম্বক Bengali definition [তোড়িচ্‌চম্‌বক্‌] (বিশেষ্য) তড়িৎ প্রবাহ দ্বারা চৌম্বক শক্তি দান করা হয়েছে এমন লৌহখণ্ড; electro-magnet। {(তৎসম বা সংস্কৃত) তড়িৎ+চুম্বক}
  • Bengali Word তড়িত্তরল Bengali definition [তোড়িত্‌তরোল্‌] (বিশেষণ) তড়িতের বা বিদ্যুতের ন্যায় তরল (ঊর্ধ্বোৎক্ষিপ্ত মুখের উপর তড়িত্তরল দুটি চক্ষুর মধ্যে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) তড়িৎ+তরল}
  • Bengali Word তড়িত্বান, তড়িদ্‌গর্ভ Bengali definition [তোড়িত্‌তান্‌, তোড়িদ্‌গর্‌ভো] (বিশেষ্য) (বিশেষণ) মেঘ। {(তৎসম বা সংস্কৃত) তড়িৎ+বৎ (বতুপ্‌)=তড়িত্বান্‌, তড়িৎ+গর্ভ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word তড়িদ্দাম Bengali definition [তোড়িদ্‌দাম্‌] (বিশেষ্য) বিদ্যুৎ-রেখা। {(তৎসম বা সংস্কৃত) তড়িৎ+দাম; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তড়িদ্বীক্ষণ Bengali definition [তোড়িদ্‌বিক্‌খন্‌] (বিশেষ্য) তড়িৎ-প্রবাহ পরীক্ষা করার যন্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) তড়িৎ+বীক্ষণ, (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word তড়িদ্‌দ্বার Bengali definition [তোড়িদ্‌দার্‌] (বিশেষ্য) বৈদ্যুতিক তারের উভয় প্রান্ত; electrode। {(তৎসম বা সংস্কৃত) তড়িৎ+দ্বার; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তড়িদ্‌বিশ্লেষণ Bengali definition [তোড়িদ্‌বিশ্‌লেশন্‌] (বিশেষ্য) তড়িৎ-প্রবাহের দ্বারা বা সহায়তায় রাসায়নিক বিশ্লেষণ; electrolysis। {(তৎসম বা সংস্কৃত) তড়িৎ+বিশ্লেষণ; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তড়িন্ময় Bengali definition [তোড়িন্‌ময়্‌] (বিশেষণ) তড়িৎস্বরূপ। {(তৎসম বা সংস্কৃত) তড়িৎ+ময় (ময়ট্‌)}
  • Bengali Word তড়িৎ Bengali definition [তড়িত্‌] কি বিদ্যুৎ; ক্ষণপ্রভা। তড়িৎ শিখা (বিশেষ্য) বিদ্যুৎ ঝলক; বিদ্যুতের ‍উজ্জ্বলতা। {(তৎসম বা সংস্কৃত) √তড়্‌+ইৎ (ইতি)}
  • Bengali Word তড়ে Bengali definition [তোড়ে] (ক্রিয়াবিশেষণ) চড়ার উপর দিয়ে হেঁটে (চিন্তা নাই অনায়াসে পার হবে তড়ে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) তট>+এ}
  • Bengali Word তয় ১ Bengali definition [তয়্‌] (বিশেষ্য) ১ সমাপ্তি; নিষ্পত্তি; শেষ। ২ ভাঁজ; পাট (কাপড়-চোপড় তয় করে করে রাখা। {(ফারসি) তহ্‌ }
  • Bengali Word তয় ২ Bengali definition [তয়্‌] (অব্যয়) তবে; তারপর (আরেক ‍কুড়ি তয় সে কথা কইল হাসি হাসি-জসীমউদ্‌দীন)। {তবে>}
  • Bengali Word তয়খানা Bengali definition তহখানা
  • Bengali Word তয়নাত Bengali definition [তয়নাত্‌] (বিশেষ্য) ১ নিয়োগ। ২ সিপাহি; সৈন্যদল। তয়নাত করা (ক্রিয়া) ১ নিয়োগ করা; নিযুক্ত করা। ২ নির্ধারিতকরা। তয়নাতি (বিশেষ্য) ১ কর্মে নিয়োগ। ২ নির্ধারিত কর্ম। ৩ নিযুক্ত সৈন্যদল। {(আরবি)তয়ীনাত}
  • Bengali Word তয়ফা, তায়ফা Bengali definition [তয়্‌ফা, তায়ফা] (বিশেষ্য) নাচওয়ালির দল; নর্তকীদল। □ (বিশেষণ) নর্তকীসুলভ (তারে ঘিরে অপ্সরীর তয়ফা নেচে যায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। তয়ফাওয়ালি (বিশেষ্য) নর্তকী; নাচওয়ালি (কেহ বলে তয়ফাওয়ালী কি মজা দিলি-ভবানী)। {(আরবি)তা’ইফাহ}
  • Bengali Word তয়ম্মুম, তৈয়াম্মুম, তৈয়াম্মম Bengali definition [তয়োম্‌মুম্‌, তোইয়াম্‌মুম, তোইয়াম্‌মম্‌] (বিশেষ্য) পানির অভাবে বা অসুস্থতার কারণে পানির শীতল স্পর্শে শরীরের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকলে পানি দিয়ে অজুর পরিবর্তে ধুলাবালি দ্বারা বিধিমতে পবিত্র হওয়া (তাহাদেরি সেই খাকেতে খালেদ করিয়া; তয়ম্মুম, বাহিরিয়া এস-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)তায়াম্মুম}
  • Bengali Word তয়ে Bengali definition [তয়ে] (অব্যয়) পর্যন্ত; অবধি; ধ’রে (সেই ভাগ্যের মৃত্যুস্মৃতি আমায় বয়ে বেড়াতে হবে সারাটা জিন্দেগী তয়ে-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) তহ্‌}
  • Bengali Word তয়ের Bengali definition তৈয়ার