Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তনাদি Bengali definition [তনাদি] (বিশেষ্য) (ব্যাকরণ) সংস্কৃত ধাতুর গণবিশেষ, ‘তন্‌’ ইত্যাদি ধাতু। {(তৎসম বা সংস্কৃত) তন্‌+আদি}
  • Bengali Word তনিমা Bengali definition (-মন্‌) [তোনিমা] (বিশেষ্য) দেহের শোভনক্ষীণতা; কৃশতা; সূক্ষ্মতা (গোধূলি তরল সেই হরিণের তনিমা-ফররুখ আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) তনু+ইমন্‌(ইমনিচ্‌)}
  • Bengali Word তনু, তনূ Bengali definition (বিরল) [তোনু] (বিশেষ্য) দেহ; শরীর। □ (বিশেষণ) শোভন ও কৃশ; নমনীয়; কমনীয় (তনু দেহ)। তনুচ্ছদ, তনুত্র, তনুত্রাণ (বিশেষ্য) দেহাবরণ; বর্ম; সাঁজোয়া (গাত্র হইতে তনুত্রাণ উদ্‌ঘাটন করিব না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। তনুজ (বিশেষ্য) তনয়; পুত্র; ছেলে। তনুজা (বিশেষ্য) কন্যা; মেয়ে। তনুতা (বিশেষ্য) সূক্ষ্মতা; কোমলতা (গীতাঞ্জলির তনুতা দেখেই তিনি পুলকিত হয়েছিলেন-প্রমথনাথ বিশী)। ২ কৃশতা; সূক্ষ্মতা। তনুমধ্যা (বিশেষ্য) ১ (স্ত্রীলিঙ্গ) ক্ষীণকটিযুক্তা স্ত্রীলোক। ২ একটি সংস্কৃত ছন্দ। তনুমধ্য পুং.। তনুয়া (বিশেষ্য) দেহ; অঙ্গ (এই ননুয়া ..... তনুয়াদেরি-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। তনুরুচি (বিশেষ্য) দেহলাবণ্য; দেহের কান্তি। তনুরুহ (বিশেষ্য) ১ দেহ থেকে উৎপন্ন লোম। ২ পাখির পালক। ৩ সন্তান। তনুল (বিশেষণ) বিস্তার করা হয়েছে এমন; বিস্তৃত। তনুলীলা (বিশেষ্য) লীলাত্মক দেহ; লীলাতনু (দিনে দিনে বাঢ়ে তনুলীলা-বড়ু চণ্ডীদাস)। তনূদ্ভব (বিশেষ্য) তনু হতে যে বা যা উদ্ভূত হয়; পুত্র। তনূদ্ভবা (বিশেষ্য) কন্যা। তনূনপাৎ (বিশেষ্য) অগ্নি। {(তৎসম বা সংস্কৃত) √তন্‌ + উ, (তুলনীয়) (ফারসি) তন}
  • Bengali Word তন্তু Bengali definition [তোন্‌তু] (বিশেষ্য) ১ সুতা। ২ আঁশ। ৩ যা দ্বারা কাপড় বোনা হয়। তন্তুকীট (বিশেষ্য) গুটিপোকা। তন্তুনাভ (বিশেষ্য) ঊর্ণনাভ; মাকড়সা। তন্তুপর্ব (বিশেষ্য) শ্রাবণ পূর্ণিমা। তন্তুপ্রসূত (বিশেষণ) সুতি (অধিকাংশ বাঙ্গালি মাঞ্চেষ্টরের তন্তুপ্রসূত বস্ত্র পরিধান করে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। তন্তুবায় (বিশেষ্য) তাঁতি; তাঁত বোনে যে। তন্তুশালা (বিশেষ্য) তন্তুগৃহ; তাঁত-ঘর; যে ঘরে বস্ত্র বয়ন করা হয়। তন্তুসার (বিশেষ্য) যে গাছের সারাংশ তন্তুময়; সুপারি গাছ। □ (বিশেষণ) তন্তুসর্বস্ব; অতি কৃশ। {(তৎসম বা সংস্কৃত) √তন্‌+তু(তুন্‌)}
  • Bengali Word তন্ত্র Bengali definition [তন্‌ত্রো] (বিশেষ্য) ১ উপাসনা বিধিসংক্রান্ত শাস্ত্র; যে শাস্ত্রে সাধন প্রণালি বর্ণিত থাকে। ২ আগম; নিগম; বেদের একটি শাখা। ৩ রাষ্ট্রশাসন পদ্ধতি (প্রজাতন্ত্র, শাসনতন্ত্র)। ৪ বিদ্যা; শাস্ত্র (চিকিৎসাতন্ত্র)। ৫ কোনো বিশেষ মতে বা বিষয়ে প্রাধান্য স্থাপন (বস্তুতন্ত্র, জড়তন্ত্র)। ৬ মন্ত্রবিদ্যা; ঝাড়ফুঁক। ৭ সাধনপ্রণালি। ৮ পন্থা; পথ; উপায়। ৯ সিদ্ধান্ত; মীমাংসা। ১০ অধ্যায়; পরিচ্ছেদ। ১১ তাঁত; বয়নযন্ত্র। ১২ পশুর অস্ত্র। ১৩ তার (বীণাতন্ত্র)। □ (বিশেষণ) অধীন; আয়ত্ত (রাজতন্ত্র, প্রজাতন্ত্র)। তন্ত্রকাষ্ঠ (বিশেষ্য) তাঁত বোনার মাকু। তন্ত্রতা (বিশেষ্য) ১ অধীনতা। ২ ষড়যন্ত্র। ৩ কৌশল। ৪ ঘনিষ্ঠতা; সান্নিধ্য; সম্বন্ধ। ৫ একসঙ্গে বহু কার্যের প্রারম্ভকরণ; এক কর্মের পরিবর্তে অন্য কর্মকরণ। তন্ত্রধারক (বিশেষণ) ক্রিয়াকাণ্ডের সময়ে যে ব্রাহ্মণ কর্মকর্তাকে মন্ত্রপাঠ করান। তন্ত্রবাপ, তন্ত্রবায় (বিশেষ্য) তন্তুবায়; তাঁতি। তন্ত্রসংস্থিতি (বিশেষ্য) রাজ্যশাসন ব্যবস্থা। {(তৎসম বা সংস্কৃত) √তন্‌+ত্র(ষ্ট্রন্‌)}
  • Bengali Word তন্ত্রাবাপ Bengali definition [তন্‌ত্রাবাপ্‌] (বিশেষ্য) স্বরাজ্যের ও পররাজ্যের নীতি সম্পর্কে চিন্তা। {(তৎসম বা সংস্কৃত) তন্ত্র+আবাপ; (দ্বন্দ্ব সমাস)}
  • Bengali Word তন্ত্রী Bengali definition [তোন্‌ত্রি] (বিশেষ্য) ১ বীণা ইত্যাদি বাদ্যযন্ত্রের তার (মনের বীণার সহস্র তন্ত্রীতে সুরের স্পন্দন অনুভব করে)। ২ বীণা (তন্ত্রী বাজাই স্বপনেতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সম্প্রদায়ের অন্তর্ভূক্ত (শৈবতন্ত্রী)। {(তৎসম বা সংস্কৃত) তন্ত্র+ ইন্‌(ইনি)}
  • Bengali Word তন্দুর Bengali definition [তোন্‌দুর্‌] (বিশেষ্য) রুটি, পাউরুটি, বিস্কুট, প্রভৃতি উত্তাপ দিয়ে খাদ্যের উপযুক্ত করার চুল্লি (তন্দুরে পাকায় রুটি নূহুর ঘরণী-হেয়াত মাহমুদ)। {(আরবি)>(ফারসি) তনুর }
  • Bengali Word তন্দুরস্ত Bengali definition [তোন্‌দুরস্‌ত্‌] (বিশেষণ) সুস্থ; নীরোগ (উভয়েই তন্দুবস্ত শরীর-শওকত ওসমান)। {(ফারসি) তনদুরুস্ত}
  • Bengali Word তন্দুরস্তি Bengali definition (বিশেষ্য) ১ স্বাস্থ্য। ২ সুস্থতা। {(ফারসি) তন্‌দুরুস্তী}
  • Bengali Word তন্দ্রা Bengali definition [তন্‌দ্রা] (বিশেষ্য) নিন্দ্রার আবেশ বা ঘোর; ঘুমের ঝোঁক; ঘুম ঘুম ভাব; পাতলা ঘুম (কেহ কেহ ঢলি পড়ে, কায় হয় তন্দ্রা-সৈয়দ আলাওল)। তন্দ্রাবিষ্ট (বিশেষণ) তন্দ্রাতুর; ঘুমবিজড়িত তন্দ্রাবিষ্ট চোখে-রবীন্দ্রনাথ ঠাকুর)। তন্দ্রাবেশ (বিশেষ্য) ১ ঘুমের ঝোঁক; নিদ্রাবেশ। ২ আলস্য। তন্দ্রালু (বিশেষণ) ঘুমাতে চায় এমন; নিদ্রালু। তন্দ্রিত (বিশেষণ) ১ তন্দ্রাবেশযুক্ত; তন্দ্রাবিষ্ট। ২ অবসাদগ্রস্ত। {(তৎসম বা সংস্কৃত) √তন্দ্র্‌+অ+আ(টাপ্‌)}
  • Bengali Word তন্নতন্ন Bengali definition [তন্‌নোতন্‌নো] (ক্রিয়াবিশেষণ) (অব্যয়) পুঙ্খানুপুঙ্খ; অনুপুঙ্খ; কোনো কিছু বাদ না দিয়ে; সমস্ত কিছু আঁতিপাতি (তন্ন তন্ন করে দেখা)। {(তৎসম বা সংস্কৃত) তৎ+ন+তৎ+ন}
  • Bengali Word তন্নিবন্ধন Bengali definition [তন্‌নিবন্‌ধন্‌] (ক্রিয়াবিশেষণ) সে নিবন্ধন; সে কারণ; সে জন্য। {(তৎসম বা সংস্কৃত) তৎ+নিবন্ধন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word তন্বঙ্গী Bengali definition [তন্‌নঙ্‌গি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) তন্বী বা ক্ষীণ অঙ্গবিশিষ্ট; সুগঠিত লঘু দেহযুক্ত (দীর্ঘ তন্বঙ্গী চিনারের ঘন পল্লবের ফাঁকে ফাঁকে দেখবেন অস্বচ্চ ফিরোজা আকাশ-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) তনু+অঙ্গ+ইন(ইনি); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word তন্বী Bengali definition [তোন্‌নি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ক্ষীণ ও সুগঠিত অঙ্গবিশিষ্টা। {(তৎসম বা সংস্কৃত) তনু+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word তন্মন Bengali definition [তন্‌মন্‌] (বিশেষণ) তন্মনস্ক; তন্ময়; অনন্যমনা। {(তৎসম বা সংস্কৃত) তৎ+মন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word তন্মনাঃ, তন্মনা, তন্মনস্ক Bengali definition [তন্‌মনাহ্‌, তন্‌মনা, তনমনস্‌কো] (বিশেষণ) তাতেই নিবিষ্টচিত্ত; তদ্‌গতচিত্ত; একাগ্রচিত্ত; অভিনিবিষ্ট; তন্ময়। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+মনাঃ, মনস্ক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word তন্মাত্র ১ Bengali definition [তন্‌মাত্‌ত্রো] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) ১ কেবল; শুধু; সেটুকুই; খুব অল্প (তন্মাত্র দেখিয়াছি)। ২ শুধু; সে পরিমাণ (তম্মাত্র বস্তু)। □ (বিশেষ্য) তৎস্বরূপ; প্রকৃত রূপ (অক্ষরই বাংলা ছন্দের তন্মাত্র-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) তৎ+মাত্র; (বহুব্রীহি সমাস); (নিত্য সমাস)}
  • Bengali Word তন্মাত্র ২ Bengali definition [তনমাত্‌ত্রো] (বিশেষ্য) ১ প্রাচীনমতে ক্ষিতি, অপ্‌, তেজঃ, মরুৎ, ব্যোম-এই পঞ্চভূত। ২ শব্দ স্পর্শ, রূপ, রস, গন্ধ-এই পাঁচটি গুণ। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+মাত্র; (নিত্য সমাস)}
  • Bengali Word তন্ময় Bengali definition [তন্‌ময়্‌] (বিশেষ্য) তদ্‌গতচিত্ত; তন্মনস্ক; তাতেই নিবিষ্টচিত্ত (ভানু তন্ময় হইয়া শুনিল-আবু জাফর শামসুদ্দীন)। তন্ময়তা, তন্ময়ত্ব (বিশেষ্য) তদ্‌গতচিত্ততা; একগ্রাচিত্ততা। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+ময়(ময়ট্‌)}
  • Bengali Word তনয় Bengali definition [তনয়] (বিশেষ্য) পুত্র; ছেলে; সন্তান। তনয়া (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কন্যা; মেয়ে। {(তৎসম বা সংস্কৃত) √তন্‌+অয়(কয়ন্‌)}
  • Bengali Word তপ ১ Bengali definition [তপো] (বিশেষ্য) ১ তপন; সূর্য। ২ আতপ রৌদ্র। ৩ গ্রীষ্মকাল। □ (বিশেষণ) তাপদায়ক। {(তৎসম বা সংস্কৃত) তপ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word তপ ২, তপঃ Bengali definition [তপো, তপোহ্‌; বিসর্গযুক্ত সন্ধিবদ্ধ শব্দের ক্ষেত্রে বিসর্গের পরবর্তী বর্ণের দ্বিত্ব উচ্চারণ হয়] (বিশেষ্য) ১ কঠোর সাধনা; তপস্যা (অলঙ্কারই তাহাদিগের জপ, অলঙ্কারই তাহাদিগের তপ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ ব্রত। তপঃকর (বিশেষণ) যে তপস্যা করে; তপস্বী। তপঃক্লেশ (বিশেষ্য) তপস্যার কষ্ট। তপঃপ্রভাব, তপোবল (বিশেষ্য) ১ তপস্যার্জিত শক্তি। ২ যোগবল। তপঃসাধন, তপশ্চরণ, তপশ্চর্যা, তপশ্চারণ (বিশেষ্য) তপস্যা; তপস্যাকরণ। তপঃস্থলী (বিশেষ্য) ১ তপস্যার স্থান। ২ বারণসী; কাশীক্ষেত্র। {(তৎসম বা সংস্কৃত) √তপ্‌+অস্‌}
  • Bengali Word তপতী Bengali definition [তপোতি] (বিশেষ্য) ১ সূর্যের স্ত্রী; ছায়াদেবী। ২ সূর্যের কন্যা। ৩ তাপ্তী নদী। {(তৎসম বা সংস্কৃত) √তপ্‌+অৎ+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word তপন Bengali definition [তপোন্‌] (বিশেষ্য) ১ সূর্য; আদিত্য; দিবাকর; ভানু; ভাস্কর; মার্তণ্ড; মিহির; রবি; বিবস্বান; সবিতা (নিভে গেছে কত তপন চাঁদ-কাজী নজরুল ইসলাম)। ২ সূর্যকান্তমণি। ৩ গ্রীষ্মকাল। ৪ আকন্দ গাছ। তপন তনয়া (বিশেষ্য) ১ যমুনা নদী। ২ শমীবৃক্ষ। তপন তপ্ত (বিশেষণ) রৌদ্রে উত্তপ্ত (সেই প্রখর তপনতপ্ত ঘর্মাক্ত ললাট-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। তপন তাপন (বিশেষ্য) রবিকিরণ; সূর্যকর। তপনমণি (বিশেষ্য) ১ সূর্যকান্তমণি। ২ আতশি কাচ। {(তৎসম বা সংস্কৃত) √তপ্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word তপনীয় Bengali definition [তপোনিয়ো] (বিশেষণ) ১ যাকে অগ্নি দ্বারা সন্তপ্ত করা হয়। ২ উত্তপ্ত করার উপযুক্ত; উত্তপ্ত করা উচিত বা আবশ্যক এমন। □ (বিশেষ্য) স্বর্ণ। {(তৎসম বা সংস্কৃত) √তপ্‌+অনীয়}
  • Bengali Word তপসি, তপসী, তপসে Bengali definition [তোপ্‌শি, তপসী, তপশে] (বিশেষ্য) সুস্বাদু ছোট মাছবিশেষ; mangofish। {(তৎসম বা সংস্কৃত) তপস্বী>}
  • Bengali Word তপসিল Bengali definition তফসিল
  • Bengali Word তপস্বী Bengali definition (-স্বিন্‌) [তপোশ্‌শি] (বিশেষ্য) (বিশেষণ) ১ সংসারত্যাগী; বনবাসী ও কঠোর সাধনারত ব্যক্তি; তাপস; মুনি; ঋষি। ২ তপসে মাছ। তপস্বিনী (বিশেষ্য) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (হব না তাপস, নিশ্চয়, যদি না মেলে তপস্বিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। বিড়াল তপস্বী (বিশেষণ) ১ বাইরে তাপস্বীর আকার, কিন্তু অন্তরে যার ষড়রিপুর প্রাধান্য। □ (বিশেষ্য) প্রবঞ্চক; ভণ্ড। {(তৎসম বা সংস্কৃত) তপস্‌+বিন্‌(বিনি)+ঈ(ঙীপ্‌)}
  • Bengali Word তপস্যা Bengali definition [তপোশ্‌শা] (বিশেষ্য) তপ; সাধনা; কৃচ্ছ সাধনা; পাপক্ষয় বা অন্য উদ্দেশ্য সাধন নিমিত্ত কষ্টসাধ্য সাধন। {(তৎসম বা সংস্কৃত) তপস্‌+য(ক্যঙ্‌)+অ+আ(টোপ্‌)}