Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word আবড়া - খাবড়া Bengali definition এবড়ো খেবড়ো
 • Bengali Word আভ Bengali definition আব৩
 • Bengali Word আভরণ ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [আভোরন্] (বিশেষ্য) ভুষণ; অলঙ্কার; গহনা। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öভৃ+অন}
 • Bengali Word আভা Bengali definition [আভা] (বিশেষ্য) ১ দীপ্তি; প্রভা; ছটা। ২ শোভা; সৌন্দর্য (হায়রে বর্তুল যথা রম্ভাবন আভা-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ বর্ণ (স্বর্ণার্ভ)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öভা+অ(অঙ্)+ আ(টাপ্)}
 • Bengali Word আভাং , আভাঙ্গ Bengali definition [আভাঙ্, আভাঙ্‌গ] (বিশেষ্য) অঙ্গ-প্রত্যঙ্গে তৈলাদি মর্দন। {(তৎসম বা সংস্কৃত) অভ্যঙ্গ>}
 • Bengali Word আভাঙা , আভাঙ্গা Bengali definition [আভাঙা, আভাঙ্‌গা] (বিশেষণ) ১ অভঙ্গ; অখণ্ড; চূর্ণিত নয় এমন। ২ অটুট (আভাঙা আলস্য-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৩ অব্যবহৃত; এখনও ব্যবহার করা হয়নি এরূপ (আভাঙ্গা জমি)। {(তৎসম বা সংস্কৃত) Öভন্‌জ> ভাঙ্গ্ +আ}
 • Bengali Word আভাষ Bengali definition [আভাশ্] (বিশেষ্য) ১ ভূমিকা; মুখবন্ধ। ২ আলাপ; সম্ভাষণ। আভাষণ (বিশেষ্য) ১ আলাপ; কথোপকথন; সম্ভাষণ। ২ উক্তি (আমার হৃদয়ে যে কথা লুকানো তার আভাষণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ অভিভাষণ; বক্তৃতা। আভাষিত ( বিশেষ্য) কথিত; উক্ত। {(তৎসম বা সংস্কৃত) আ+Öভাষ্+অ(ঘঞ্)}
 • Bengali Word আভাস Bengali definition [আভাশ্] (বিশেষ্য) ১ ইঙ্গিত (আসল ঘটনার আভাস পাওয়া গিয়াছে)। ২ অস্পষ্ট বা অসম্পূর্ণ প্রকাশ (আভাসে দাও দেখা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ সাদৃশ্য; আদল (ছেলের মুখে পিতার মুখের আভাস)। ৪ ছায়া; প্রতিবিম্ব। ৫ জ্যোতি; দীপ্তি; আভা।আভাসমান (বিশেষণ) প্রকাশমান; দীপ্যমান; প্রতীয়মান। আভাসি (অসমাপিকা ক্রিয়া)প্রকাশিত উদ্ভাসিত বা দীপ্ত হয়ে (নয়নে উঠে গো আভাসি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öভাস্+অ(ঘঞ্)}
 • Bengali Word আভিজমন Bengali definition [আভিজন্] (বিশেষ্য) ১ অভিযোজনের ভাব; কৌলীন্য। ২ পদবি। {(তৎসম বা সংস্কৃত ) অভিজন+অ(অণ্)}
 • Bengali Word আভিজাতিক Bengali definition [আভিজাতিক্] (বিশেষণ) ১ অভিজাত সম্বন্ধীয়; বংশমর্যাদা বিষয়ক। ২ কুল বা বংশ পরিচায়ক (আপনি নিজ আভিজাতিক চিহ্নের বর্ণনা না করিলে মুদ্রা পাইবেন না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আভিজাত্য (বিশেষ্য) কৌলীন্য; বংশমর্যাদা (আপনি মিথ্যা আভিজাত্যের মোহে আচ্ছন্ন হয়ে আছেন-রখাঁ)। {(তৎসম বা সংস্কৃত) অভিজাত+ইক(ঠঞ্)}
 • Bengali Word আভিধানিক Bengali definition অভিধান
 • Bengali Word আভিমুখ্য Bengali definition [আভিমুক্‌খো] (বিশেষ্য) ১ অভিমুখিতা। ২ মুখোমুখি অবস্থা। ৩ আনুকূল্য; সহায়তা। {(তৎসম বা সংস্কৃত) অভিমুখ+য(ষ্যঞ্)}
 • Bengali Word আভীর Bengali definition [আভির্] (বিশেষ্য) গোপজাতিবিশেষ; আহীর (আভীর বালারা দুধাল গাভীরে দোহায় না-কাজী নজরুল ইসলাম)। আভীরী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আ+ভী+Öরা+অ(ক)}
 • Bengali Word আভূতল Bengali definition [আভুতল্] (ক্রিয়াবিশেষণ) মাটি পর্যন্ত; মৃত্তিকা স্পর্শ করে (নিবেদিল আভূতল নত করি শির-নবীনচন্দ্র সেন)। {(তৎসম বা সংস্কৃত) আ+ভূতল; (অব্যয়ীভাব সমাস)}
 • Bengali Word আভোগ Bengali definition [আভোগ্] (বিশেষ্য) ১ গানের ভণিতাযুক্ত পদ। ২ সঙ্গীতের চতুর্থ চরণ বা অংশ; সঙ্গীতের শেষ অংশ। ৩ পরিপূর্ণতা; বিস্তার। ৪ সম্যক ভোগ; উপভোগ। {(তৎসম বা সংস্কৃত) আ+ভোগ}
 • Bengali Word আভ্যন্তর , আভ্যন্তরিক , আভ্যন্তরীণ Bengali definition অভ্যন্তর
 • Bengali Word আভ্যাসিক Bengali definition [আভ্‌ভাশিক্] (বিশেষণ) ১ অভ্যাস সম্বন্ধীয়। ২ অভ্যাসমতো; অভ্যাসানুযায়ী। {(তৎসম বা সংস্কৃত) অভ্যাস+ইক(ঠক্)}
 • Bengali Word আভ্যুদয়িক Bengali definition [আভ্‌ভুদোয়িক্] (বিশেষণ) ১ অভ্যুদয় সম্বন্ধীয়। ২ শুভজনক; উন্নতিপ্রদ; সমৃদ্ধিসাধক। □ (বিশেষ্য) হিন্দু বিবাহাদি উপলক্ষে করণীয় শ্রাদ্ধবিশেষ (বারবরদারী, আভ্যুদয়িকের খরচ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {( তৎসম বা সংস্কৃত) অভ্যুদয় + ইক(ঠক্)}
 • Bengali Word আম ১ Bengali definition [আম্‌] (বিশেষ্য) ফলবিশেষ; আম্রফল। আম আচার, আমের আচার (বিশেষ্য) বিভিন্ন মসলাযোগে প্রস্তুত কাঁচা আমের চাটনি। আম-আদা (বিশেষ্য) আমের গন্ধযুক্ত মূল বা শটিবিশেষ।আমসি, আমশি (বিশেষ্য) কাঁচা আমের শুকনা ফালী (সেগুলি কুটিয়া ‍লুন মাখিয়া আমসি করাই ভাল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। □ (বিশেষণ) শুষ্ক; নীরস (শুখিয়ে আমসি হয়ে গেছে-রাজশেখর বসু (পরশু))। আমতা২, আমসত্ত্ব (বিশেষ্য) পাকা আমের রস শুকিয়ে প্রস্তুত অম্লমধুর খাদ্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত ) আম্র> অম্ব>}
 • Bengali Word আম ২ , আওয়াম Bengali definition [আম্, আওয়াম্] (বিশেষ্য) জনসাধারণ (আলিম পাইল মর্ম আমে না পাইল-সৈয়দ আলাওল)। □ (বিশেষণ) সাধারণ ও বিশিষ্ট; ছোটবড়। আমরাস্তা (বিশেষ্য) সর্বসাধারণের ব্যবহারযোগ্য পথ; রাজপথ। আমলোক, আমলোগ (বিশেষ্য) সাধারণ লোক। {(আরবি)আমুন; ( বহুবচন) আরাম}
 • Bengali Word আম ৩ Bengali definition [আম্] (বিশেষ্য) ১ উদরস্থ শ্লেষ্মা বা কফ। ২ আমাশয়; অন্ত্রের রোগবিশেষ (তার কিছু আম দোষ আছে)। আমরক্ত (বিশেষ্য) রক্ত-আমশয়; রক্তাতিসার। আমশূল (বিশেষ্য) আমাশয় জনিত পেটের বেদনা। {( তৎসম বা সংস্কৃত) আ+ Öঅম্+ অ(ঘঞ্)}
 • Bengali Word আম ৪ Bengali definition [আম্] (বিশেষণ) ১ কাঁচা; অপক্ব [আর্যজাতি এককালে ছিল আম মাংসভোজী-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ আপোড়া; অদগ্ধ (আম সরা)। আমগন্ধী (-ন্ধিন্) (বিশেষণ) ১ কাঁচা গন্ধযুক্ত; অপক্ব দ্রব্যের গন্ধের ন্যায় গন্ধবিশিষ্ট। ২ দুর্গন্ধযক্ত। {(তৎসম বা সংস্কৃত) আ+Öঅম্+ঘঞ্>অ}
 • Bengali Word আমখাস Bengali definition আম২
 • Bengali Word আমজাম Bengali definition আঞ্জাম
 • Bengali Word আমট Bengali definition [আমোট্] (বিশেষ্য) আমসত্ত্ব। {(তৎসম বা সংস্কৃত) আমাবর্ত>আমাবট্ট>আমট}
 • Bengali Word আমতা ১ , আমতা আমতা Bengali definition [আম্‌তা, আম্‌তা আম্‌তা] (ক্রিয়াবিশেষণ) ইতস্তত স্বীকার অস্বীকারের অস্পষ্টতাসূচকভাবে (আমতা আমতা করা)। {আমি+তা}
 • Bengali Word আমদানি Bengali definition [আম্‌দানি] (বিশেষণ) বিদেশ থেকে আনীত (হালের আমদানি বিলাতি ছিটের জ্যাকেট-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) ১ স্থানান্তর বা দেশান্তর থেকে বাণিজ্য দ্রব্য আনয়ন। ২ বিক্রয়ের পরিমাণ; আয় (আজকের আমদানি কতো)। ৩ আগমন; উপস্থিতি (ধনের আমদানি হইলেই লোকের আমদানি হয়-প্যারি)। আমদানি রপ্তানি (বিশেষ্য) পণ্যদ্রব্য বিদেশ থেকে আনয়ন এবং স্বদেশ থেকে বিদেশে চালান পাঠানো; import and export। আমদানি শুমার ( বিশেষ্য) মোট আয়। {(ফারসি) আমাদানী}
 • Bengali Word আমদ্ ‌ রপ্ত Bengali definition [আম্‌দ্‌রপ্‌ত্] (বিশেষ্য) ১ আমদানি রপ্তানি। ২ আসা-যাওয়া। {(ফারসি) আমদ্‌ + রফত}
 • Bengali Word আমন Bengali definition [আমোন্] (বিশেষণ) হৈমন্তিক; হেমন্তকালীন (আমনধান)। □ (বিশেষ্য) হেমন্তকালে জাত ধান; শালি ধান। { (তৎসম বা সংস্কৃত) হৈমন>}
 • Bengali Word আমন্ত্রণ Bengali definition [আমোন্‌ত্রন্] (বিশেষ্য) ১ আহ্বান; নিয়ন্ত্রণ। ২ সম্বোধন। ৩ নিয়োগ। আমন্ত্রয়িতা (-তৃ) (বিশেষ্য) আমন্ত্রণকারী। আমন্ত্রয়িত্রী (স্ত্রীলিঙ্গ)। আমন্ত্রিত বিন ১ নিমন্ত্রিত; অভ্যাগত; আহূত। ২ অভিনন্দিত; সংবর্ধিত। ৩ নিয়োজিত। আমন্ত্রিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öমন্ত্র্+অন(ল্যুট্)}