Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আরঙ্গ Bengali definition আড়ং
  • Bengali Word আরজ , আরয Bengali definition [আরজ্] (বিশেষ্য) আবেদন; প্রার্থনা (সে যাইয়া আরজ করিল-রামরাম বসুরাম বসু)। আরজগুজার (বিশেষণ) আবেদনকারী; নিবেদক। আরজদাস্ত (বিশেষ্য) দরখাস্ত; আবেদনপত্র (পুত্রের আরজদাস্ত অনুযায়ী কাননগো দপ্তরে মুহরিগিরিতে পদার্পণ হইলেন-রামরাম বসুরাম বসু)। আরজবেগ, আরজবেগী (বিশেষ্য) আদালতের পেশকার; যে ব্যক্তি রাজা বা বিচারপতির সম্মুখে দরখাস্ত দাখিল বা পাঠ করে (রাজার হীরার বাক্যে হইল সংশয়, আরজবেগীরে কহে লহ পরিচয় -ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি)আরদ্}
  • Bengali Word আরজা Bengali definition [আর্‌জা] (বিশেষণ) সস্তা; অল্পমূল্য। {(ফারসি) আর্‌জা}
  • Bengali Word আরজি , আর্জি Bengali definition [আর্‌জি] (বিশেষণ) ১ আবেদনপত্র; দরখাস্ত। ২ প্রার্থনা; অনুরোধ (নিষ্ঠুর করুণ সে আরজী কানে না শুনলে ঠাওর করা অসম্ভব-শওকত ওসমান)। { (আরবি)আরদী +(ফারসি)}
  • Bengali Word আরজু Bengali definition [আর্‌জু] (বিশেষ্য) বাসনা; ইচ্ছা (তাদের মনের আরজু সকল বলল ছেলের ঠাঁই-রওশন ইজদানী)। {(ফারসি) আর্‌জু }
  • Bengali Word আরণ্য Bengali definition [আরোন্‌নো] (বিশেষণ) বনজাত; বন্য (এক আরণ্য গজ রাজার রথদর্শনে শঙ্কিত হইয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আরণ্যক (বিশেষণ) বনসম্বন্ধীয় (আরণ্যক আমার যৌবন-সুধীন্দ্রনাথ দত্ত)। □ (বিশেষ্য) হিন্দুধর্মগ্রন্থ (বেদের অন্তর্গত ব্রাহ্মণের উপসংহার ভাগ। (তৎসম বা সংস্কৃত) অরণ্য+অ(অণ্‌)
  • Bengali Word আরত Bengali definition [আরতো] (বিশেষণ) ১ অনুরক্ত; আসক্ত। ২ রত। ৩ রতিক্ষম; রতিকর্মে দক্ষ (মুঞি অতি বালি সো আরত নাই-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öরম্+ত(ক্ত)}
  • Bengali Word আরতি ১ Bengali definition [আরোতি] (বিশেষ্য) ১ বিরতি; নিবৃত্তি। ২ আসক্তি; অনুরাগ (পূরিব সকল বাঞ্ছা মনের আরতি-কাজী দৌলত)। ৩ আদেশ; আজ্ঞা (বিষম আরতি দিল নরপতি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৪ আগ্রহ (আরতি না কর কানু-বিদ্যাপতি)। ৫ আহ্বান; নিয়োগ (সাজে মেঘনাদ পেয়ে বাপের আরতি -কৃত্তিবাস ওঝা)। ৬ আশা; আকাঙ্ক্ষা; প্রার্থনা (ধনকা আরতি না পূরল-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) আ+ রম+তি(ক্তি)}
  • Bengali Word আরতি ২ Bengali definition [আরোতি] (বিশেষ্য) নীরাজনা; প্রদীপ ধূপ ধুনা ইত্যাদি দ্বারা দেবমূর্তি বরণ করার হিন্দু ধর্মীয় বিধি। {(তৎসম বা সংস্কৃত) আরাত্রিক>}
  • Bengali Word আরতি ৩ Bengali definition আর্তি
  • Bengali Word আরদালি , আর্দালি Bengali definition [আর্‌দালি] (বিশেষ্য) চাপরাশি; পিয়ন; পেয়াদা (উহাদিগকে আমাদের আরদালি করিয়া রাখিব-আবুল মনসুর আহমদ; ডাক হাঁকিতেই নাজেম আরদালী জোড়হস্তে হুজুরে খাড়া হইল-মীর মশাররফ হোসেন)। {(ইংরেজি) orderly}
  • Bengali Word আরদাশ Bengali definition আর্দাশ
  • Bengali Word আরফাত , আরাফাত Bengali definition [আর্‌ফাত্, আরাফাত্] (বিশেষ্য) ১ মক্কা থেকে প্রায় বারো মাইল পূর্বে অবস্থিত প্রসিদ্ধ ময়দান-প্রতি বৎসর জিলহজ্জ চাঁদের নয় তারিখে হাজীগণের এই ময়দানে সমবেত হওয়া হজ্জের অবিচ্ছেদ্য অঙ্গ। ২ মাঠ; ময়দান (এই বাঙলায় তোমরা আনিও মুক্তির আরফাত-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)‘আরাফাহ}
  • Bengali Word আরব ১ Bengali definition [আরোব্] (বিশেষ্য) ১ একটি দেশের নাম। ২ জাতি বিশেষ। ৩ ঐ দেশের অধিবাসী। আরবি (বিশেষ্য) ১ আরব দেশের ভাষা (আরবে আরবী ভাষে পাইল ইমান -সৈয়দ সুলতান)। ২ আরব দেশের অধিবাসী; আরব জাতি। □ (বিশেষণ) ১ আরব দেশজ; আরব দেশে জাত (আরবি ঘোড়া)। ২ আরব দেশ সম্বন্ধীয়। ৩ আরবদেশ সংলগ্ন (আরবি দরিয়া-কাজী নজরুল ইসলাম)। আরব্য (বিশেষণ) ১ আরব দেশীয়; আরব দেশে জাত (তেজস্বী আরব্য অশ্ব-ইসমাইল হোসেন শিরাজী)। ২ আরবদেশ সম্বন্ধীয়। {(আরবি)‘আরব}
  • Bengali Word আরব ২ Bengali definition আরাব
  • Bengali Word আরবার Bengali definition আর
  • Bengali Word আরবি Bengali definition আরব১
  • Bengali Word আরব্ধ Bengali definition [আরোব্‌ধো] (বিশেষণ) শুরু করা হয়েছে এমন; অনুষ্ঠিত। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öরভ্+ত(ক্ত)}
  • Bengali Word আরব্য Bengali definition আরব১
  • Bengali Word আরমান Bengali definition [আর্‌মান্] (বিশেষ্য) ১ বাসনা; অভিলাষ; আকাঙ্ক্ষা (বাদশা বলে কহ বাবা দেলের আরমান-সৈয়দ হামজা)। ২ দুঃখ আফসোস (মা জান্ ... কত আরমান করতে লাগলেন-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) আর্‌মান্}
  • Bengali Word আরমানি , আরমানী Bengali definition [আর্‌মানি] (বিশেষ্য) আরমেনিয়া দেশের অধিবাসী (আরমানি অলন্দাজ দিনেমার ইংরাজ-সৈয়দ আলাওল)। □ (বিশেষণ) আরমেনিয়া দেশীয় আরমেনিয়া দেশ জাত। {(ইংরেজি) Armenian}
  • Bengali Word আরম্ভ Bengali definition [আরোম্‌ভো] (বিশেষণ) ১ শুরু; সূত্রপাত; সূচনা। ২ উপক্রম; উদ্যোগ। ৩ উৎপত্তি। ৪ প্রস্তাবনা (গ্রন্থারম্ভ)। আরম্ভক (বিশেষ্য), (বিশেষণ) আরম্ভকারী। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öরভ্+অ(ঘঞ্)}
  • Bengali Word আরয Bengali definition আরজ
  • Bengali Word আরশ , আরস Bengali definition [আরোশ্] (বিশেষণ) ১ সর্বব্যাপী খোদার আসন; বেহেশ্‌তের উচ্চতম অবস্থান। (আরশে থাকিয়া হাসিলেন খোদা-কাজী নজরুল ইসলাম)। ২ রাজাসন; সিংহাসন। { (আরবি)‘আরশ্}
  • Bengali Word আরশি , আরসি Bengali definition [আর্‌শি] (বিশেষ্য) আয়না; মুকুর; দর্পণ (হে সরসী! তুমি তারার আরসী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) আদর্শিকা>আরশিআ>}
  • Bengali Word আরশোলা , আরসোলা, আরসুলা Bengali definition [আর্‌শোলা, আর্‌শোলা, আর্‌শুলা] (বিশেষ্য) তেলাপোকা (উড়ি উড়ি আরসুলা দেয় তুড়ি লাফ-সত্যেন্দ্রনাথ দত্ত)। আরশোলা আবার পাখি-তেলাপোকা পোকাই, পাকি নয়-ক্ষুদ্র মহতের, নীচ উচ্চের, অনুপযুক্ত উপযুক্তের মর্যাদা লাভে অক্ষম। {(তৎসম বা সংস্কৃত) অস্রপদা>}
  • Bengali Word আরস Bengali definition আরশ
  • Bengali Word আরা ১ , আড়া Bengali definition [আরা, আড়া] (বিশেষ্য) ১ করাত। ২ চর্মকারের সেলাইয়ের যন্ত্র; awl । {(ফারসি) আর্‌রহ্; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত)আরা}
  • Bengali Word আরা ২ Bengali definition [আরা] (বিশেষ্য) গাড়ির চাকার নাভি থেকে নেমি পর্যন্ত যে দণ্ড থাকে; চাকার পাখি; spokes। {(তৎসম বা সংস্কৃত) অর>আর+আ (বিশিষ্টার্থে)}
  • Bengali Word আরা ৩ Bengali definition (ব্রজবুলি) [আরা] (অব্যয়) অন্য (তুয়া বিনু গতি নাহি আরা-বিদ্যাপতি)। {(হিন্দি) ঔর; আউর}