Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আবর্ত Bengali definition [আবর্‌তো] (বিশেষ্য) ১ ঘূর্ণি; কুণ্ডলী (দক্ষিণাবর্ত)। ২ ঘূর্ণিজল; ঘূর্ণিপাক; জলের পাক (যমুনা আবর্তশালী বিষয় করালী-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ আবর্তন; ধূর্ণন। ৪ আবর্ত মেঘ; মেঘবিশেষের নাম (আবর্ত পুষ্কর মেঘ ডাকিতে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। □ (বিশেষণ) ঘূর্ণায়মান (আবর্তগতি)। আবর্তিত (বিশেষণ)। আবর্ত বাত্যা (বিশেষ্য) ঘূর্ণিবায়ু, cyclone । আবর্তন (বিশেষ্য) ১ ঘূর্ণন; পরিভ্রমণ; চক্রাকারে ভ্রমণ। ২ পুর্নরাগমন; প্রত্যাবর্তন। ৩ আলোড়ন; আওটান; ঘোটন। ৪ পুনঃপুন অনুষ্ঠান। ৫ বেষ্টন। আবর্তনী, আবর্তদণ্ড (বিশেষ্য) ঘোটনকাঠি; মন্থনদণ্ড। আবর্তমান (বিশেষণ) আবর্তন করছে এমন; বারবার ঘুরে বা ফিরে আসছে এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবৃৎ+অ(ঘঞ্)}
  • Bengali Word আবলক , আবলুক Bengali definition [আব্‌লক, আব্‌লুক্] (বিশেষণ) চিত্রবিচিত্র; সাদা-কালো মিশ্রিত (মুখ কালা অঙ্গ ধলা স্বরূপে আবলক-হেয়াত মাহমুদ)। □ (বিশেষ্য) মুখের একদিকে লালবর্ণ যুক্ত সাদা পায়রা। {(আরবি)আব্‌লক্‌}
  • Bengali Word আবলতাবল Bengali definition আবোলতাবোল
  • Bengali Word আবলি , আবলী Bengali definition [আবোলি] (বিশেষ্য) ১ পঙ্‌ক্তি; সারি; শ্রেনি (তুঙ্গ-শৃঙ্গধরাকারে তরঙ্গ আবলী-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সমষ্টি; সমূহ (গ্রস্থাবলি)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবল্+ই, ঈ}
  • Bengali Word আবলুক Bengali definition আবলক
  • Bengali Word আবলুশ , আবনুস Bengali definition [আবলুশ্‌, আবনুশ্‌] (বিশেষ্য) কালোবর্ণ ভারী ও শক্ত কাঠবিশেষ; ebony (আড়াশ আবনূশ কাটে বড় গোয়ালা-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) আব্‌নূশ}
  • Bengali Word আবল্য , আবল্লি Bengali definition [আবোল্‌লো, আবোল্‌লি] (বিশেষ্য) ১ দুর্বলতা; বলহীনতা। ২ জড়তা; আলস্য (কিসে যাবে এ ঘোর আবল্য-ইসমাইল হোসেন শিরাজী)। ৩ অবসাদজনিত তন্দ্রার ভাব (যেন একটু আবল্লির মত এসেছে-অমৃতলাল বসু)। {(তৎসম বা সংস্কৃত) অবল+য}
  • Bengali Word আবশ্যক Bengali definition [আবোশ্‌শোক্] (বিশেষ্য) প্রয়োজন; দরকার। □ ((বিশেষণ)) ১ প্রয়োজনীয়; দরকারি। ২ অপরিহার্য। আবশ্যকতা ((বিশেষ্য)) প্রয়োজনীয়তা। আবশ্যকীয় ((বিশেষণ)) প্রয়োজনীয়; দরকারি। {(তৎসম বা সংস্কৃত) অবশ্যম্+অক(বুঞ্)}
  • Bengali Word আবশ্যিক Bengali definition [আবোশ্‌শিক্] (বিশেষণ) আবশ্যকরণীয়; বাধ্যতামূলক; compulsory (আবশ্যিক বিসংবাদে বারংবার হই পণ্ডশ্রম-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অবশ্য+ষ্ণিক>ইক}
  • Bengali Word আবহ Bengali definition [আবহো] (বিশেষণ) ১ বহনকারী; ধারক (শোকবহ)। ২ উৎপাদক; জনক (ভয়াবহ)। □ (বিশেষ্য) ১ সপ্তবায়ুর অন্যতম বায়ুবিশেষ; ভূ-বায়ু। ২ চতুর্দিকের বায়ুমণ্ডল। ৩ চারপাশের ভাব-পরিমণ্ডল; atmosphere। বিজ্ঞান, আবহবিদ্যা (বিশেষ্য) আবহাওয়া সংক্রান্ত বিজ্ঞান; বায়ুমণ্ডল বিদ্যা, meteoroloty। আবহসংবাদ (বিশেষ্য) ঝড়বৃষ্টি বায়ু ইত্যাদির গতি ও অবস্থা সম্বন্ধীয় খবর; meteoro-logical report । আবহসঙ্গীত (বিশেষ্য) নাটকাদি অভিনয়কালে দর্শকদের অন্তরালে নির্বাহিত নাটকীয় ঘটনার অনুষঙ্গী সঙ্গীত; background music । আবহমান (বিশেষণ) ক্রমাগত; চিরপ্রচলিত; নিরবচ্ছিন্ন আবহমানকাল (ক্রিয়াবিশেষণ) চিরকাল; অনাদিকাল। {(তৎসম বা সংস্কৃত) আ+Öবহ্+অ (ঘঞ্)}
  • Bengali Word আবহাওয়া Bengali definition [আব্‌হাওয়া] (বিশেষ্য) জলবায়ু; climate। {(ফারসি) আবরহারা}
  • Bengali Word আবাগা Bengali definition আবাগে
  • Bengali Word আবাগি , আবাগী Bengali definition [আবাগি] (বিশেষণ), (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ভাগ্যহীনা; হতভাগিনী (কোন্ চোখখাগী আবাগীর বেটির বুকে বসে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অভাগী>}
  • Bengali Word আবাগে , আবাগা Bengali definition [আবাগে, আবাগা] (বিশেষণ), (বিশেষ্য) হতভাগা; ভাগ্যহীন; পোড়াকপালে (আবাগে কাকের কথা ভেবে কার কী হবে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অভাগ্য>}
  • Bengali Word আবাছা Bengali definition [আবাছা] (বিশেষণ) বাছা হয়নি এমন; ভালোমন্দ মিশানো। { (বাংলা) আ(নঞ্) +Öবাছ্ + আ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word আবাজ Bengali definition আওয়াজ
  • Bengali Word আবাটা Bengali definition [আবাটা] (বিশেষণ) বাটা বা পেষা হয়নি এমন। { (বাংলা) আ(নঞ্) + Öবাট্+আ; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word আবাথাবা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [আবাথাবা] (ক্রিয়াবিশেষণ) যে কোনো প্রকারে (আবাথাবা করে বাবা তুঞি সের‌্যা রে-শিবায়ন কাব্য)। {(তৎসম বা সংস্কৃত) অবিস্তার>অবিথার>}
  • Bengali Word আবাদ Bengali definition [আবাদ্] (বিশেষ্য) ১ কৃষিকর্ম; চাষ (ধানের আবাদ উঠিয়ে দিয়ে ফসল হ’ল গঞ্জিকা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ কর্ষিত বা চর্ষা জমি। ৩ জনপদ; বসতি; বাসযোগ্য স্থান। আবাদকরা (ক্রিয়া) ১ চাষ করা। ২ জঙ্গলাদি পরিষ্কার করে চাষ বা লোকবসতির উপযুক্ত করা (পৈত্রিক ভিটেটা আবাদ করার মত যথেষ্ট অর্থ সঞ্চয় করতে সক্ষম হয়নি-শাহাদাত হোসেন)। আবাদি (বিশেষণ) ১ চাষযোগ্য; আবাদের উপযোগী। ২ কর্ষিত; চষা হয়েছে এমন। □ (বিশেষ্য) গ্রামের উপকণ্ঠ; বাসস্থান। {(ফারসি) আবাদ}
  • Bengali Word আবাধাঁ Bengali definition [আবাঁধা] (বিশেষণ) ১ অবিন্যস্ত; উন্মুক্ত; খোলা (মেয়েটির আবাঁধা চুলের সঙ্গে শাড়ি ওড়ে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ অগোছালো (আবাঁধা সংসার)। ৩ মলাট দিয়ে বাঁধা বা সেলাই করা হয়নি এমন (আবাঁধা খাতা)। {আ+বাঁধা}
  • Bengali Word আবাবিল , আবাবীল Bengali definition [আবাবিল্] (বিশেষ্য) বাবুই জাতীয় পাখিবিশেষ (খোদার সৈন্য আবাবিল তারে ধ্বংস করিল অতর্কিতে-গোলাম মোস্তফা)। ২ ঝাঁকসমূহ-অর্থে ব্যবহৃত (একবচন)চনহীন আরবি শব্দ। {(আরবি)আবাবীল্ }
  • Bengali Word আবার Bengali definition [আবার্] (ক্রিয়াবিশেষণ) পুনরায়; পুনর্বার। □ (অব্যয়) ১ অধিকন্তু; আরও; এতদ্ব্যতীত। ২ অবিশ্বাস ও অনিশ্চয়তা বোঝাতে এবং নেতিসূচক প্রশ্নে (ফকিরের আবার ঘর; কী আবার করবে?)। { (বাংলা) আর+বার= আরবার>আবার (‘র’-লোপে)}
  • Bengali Word আবাল ১ Bengali definition [আবাল্] (বিশেষ্য), (বিশেষণ) অপ্রাপ্তবয়স্ক; নাবালক (অবোধ বা অসহায়) ছেলে মানুষ (পন্থে বল যারে যবেঁ আবাল কাহনঞিঁ-বড়ু চণ্ডীদাস)। □ ( বিশেষ্য) ১ কিশোরবয়স্ক (আবাল গরু)। □ (বিশেষ্য) ১ মূর্খ লোক (আবালের সঙ্গে বসতি)। ২ উট। {(আরবি)আবাল্}
  • Bengali Word আবাল ২ Bengali definition [আবাল্] (অব্যয়) বাল্যবধি। আবালবৃদ্ধ (বিশেষ্য) বালক থেকে বৃদ্ধ পর্যন্ত সকলেই। আবালবৃদ্ধবনিতা, আবাল বৃদ্ধরমণী (বিশেষ্য) বালক থেকে বৃদ্ধ এবং স্ত্রীলোক পর্যন্ত সকলেই (খুলেছে জীবনযজ্ঞ রুদ্র আবালবৃদ্ধরমণী-রবীন্দ্রনাথ ঠাকুর)। আবালি, আবালী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অপ্রাপ্তবয়স্কা নাবালিকা বা অবোধ বালিকা (আজলী রাধা তোঁ আবালী বড়ী-বড়ু চণ্ডীদাস)। □ (অব্যয়) ১ বালিকা পর্যন্ত। ২ বালিকা বয়স অবধি (আহ্ম আবালি সতী-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) আ+বাল; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word আবাল্য Bengali definition [আবাল্‌লো] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) বাল্য থেকে; শৈশবাবধি। {(তৎসম বা সংস্কৃত) আ+বাল্য; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word আবাস Bengali definition [আবাশ্] (বিশেষ্য) বাসস্থান; গৃহ; বাটী; বাসা। ভূমি, আবাসস্থল (বিশেষ্য) বাস করার স্থান; থাকার জায়গা বা বাসা। { (তৎসম বা সংস্কৃত)আ+ Öবস্+অ(ঘঞ্)}
  • Bengali Word আবাসিক Bengali definition [আবাশিক্] (বিশেষণ) ১ ছাত্রাবাসে বাসকারী; resident (আবাসিক ছাত্র)। □ (বিশেষ্য) রক্ষণাবেক্ষণের ভারপ্রাপ্ত ব্যক্তি; care-taker। আবাসিক বিদ্যায়তন, আবাসিক বিদ্যালয় (বিশেষ্য) যে বিদ্যালয়ের অধিকাংশ ছাত্র আবাসিক; residential educational institution (প্রথম শ্রেণির একটি আবাসিক বিদ্যালয়-এ(তৎসম বা সংস্কৃত) ওয়াজেদ আলী)। আবাসিক বিশ্ববিদ্যালয় (বিশেষ্য) যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রগণ অধিকাংশই সংলগ্ন ছাত্রাবাসে থাকে; residential university। আবাসিক বৃত্তি (বিশেষ্য) ছাত্রাবাসে বাসকারী ছাত্রদের জন্য নির্ধারিত অর্থ সাহায্য। {(তৎসম বা সংস্কৃত) আবাস+ইক(ঠক্)}
  • Bengali Word আবাহন Bengali definition [আবাহন্/ আবাহোন] (বিশেষ্য) ১ আমন্ত্রণ; নিমন্ত্রণ। ২ ডাক; আহ্বান। আবাহিত (বিশেষণ)। আবাহনী (বিশেষণ) আবাহন বিষয়ক (আবাহনী সঙ্গীত)। □ (বিশেষ্য) আবাহনের জন্য রচিত স্তুতি-গীত; অভ্যর্থনা সঙ্গীত। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öবহ্+ ণিচ্+অন(ল্যুট্)}
  • Bengali Word আবিদ , আবেদ Bengali definition [আবিদ্, আবেদ] (বিশেষণ) উপাসনাকারী; এবাদকারী; ভক্ত (আবিদ অধিক প্রভু নিকটে মহৎ-সৈয়দ আলাওল)। {(আরবি)আবিদ}
  • Bengali Word আবিদ্ধ Bengali definition [আবিদ্‌ধো] (বিশেষণ) ১ বিদ্ধ। ২ ছিদ্রিত। {(তৎসম বা সংস্কৃত) আ+বিদ্ধ}