Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আমানত Bengali definition [আমানত্] (বিশেষ্য) গচ্ছিত বস্তু (সমর্পিত তার হাতে নবীজীর পুণ্য আমানত-ইসমাইল হোসেন শিরাজী)। □ (বিশেষণ) গচ্ছিত; জমা (সেগুলিতে টাকাকড়ি আমানত রাখা চলতো-আবদুল মওদুদ)। আমানতি বিণ। আমানতকরা (ক্রিয়া) জমা দেওয়া; মজুদ করা। আমানতদার ( বিশেষ্য) যার কাছে গচ্ছিত রাখা হয়। আমানতরাখা (ক্রিয়া) গচ্ছিত রাখা (এক বৎসরের খরচ তাহার বাটীতে আমানত রাখিয়া থাকে-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। {(আরবি)আমানত}
  • Bengali Word আমানি Bengali definition [আমানি] (বিশেষ্য) কাঞ্জি; কাঁজি; পান্তা ভাতের পানি (দুধের বদল ঝিনুক দিয়ে আমনি দেয় মায়ে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অম্ল + পানীয়> অম্মআনি> আমানি}
  • Bengali Word আমান্ন Bengali definition [আমান্‌নো] (বিশেষ্য) অপক্ব অন্ন; অসিদ্ধ খাদ্য; কাঁচা বা অসিদ্ধ চাউল। ২ চাউল। {আম+অন্ন}
  • Bengali Word আমামা Bengali definition [আমামা] (বিশেষ্য) পাগড়ি; শিরস্ত্রাণ (বাজিছে দামামা, বাঁধরে আমামা-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)আমমাহ্}
  • Bengali Word আমার Bengali definition [আমার্] সর্ব মদীয়; নিজের। {(তৎসম বা সংস্কৃত) অস্মদীয়>}
  • Bengali Word আমারার (অপপ্রয়োগ) Bengali definition [আমারার্] সর্ব আমাদের। {(তৎসম বা সংস্কৃত) অস্মদ>}
  • Bengali Word আমারি , আম্ভারি ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [আমারি, আম্‌ভারি] (বিশেষ্য) হাতি বা উটের পিঠের আসন বিশেষ; হাওদা (শোভাকর দ্বার অতি উচ্চ আমারি সহিত হস্তী বরাবর যাইতে পারে-রামরাম বসুরাম বসু; হাতীর আমারী ঘরে বসিয়া আমীর-ভারতচন্দ্র রায়গুণাকর; বস্ত্রাবৃত আম্বারী পৃষ্ঠে করিয়া উষ্ট্র সকল...প্রবেশ করিল-মীর মশাররফ হোসেন; আম্বারিতে নারীগণ হইলেন্ত আরোহণ-সৈয়দ সুলতান)। {(আরবি)ইমারি}
  • Bengali Word আমাশয় Bengali definition [আমাশয়্] (বিশেষ্য) উদরস্থ শ্লেষ্মাযুক্ত এক প্রকার উদরাময়; আমাতিসার রোগ। ২ আমস্থলী; পাকস্থলী। {(তৎসম বা সংস্কৃত) আম+আশয়; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word আমি Bengali definition [আমি] সর্ব বক্তা নিজে। □ (বিশেষ্য) ১ আত্মা বা সত্তা (সকল খেলায় করব খেলা এই আমি-রবীন্দ্রনাথ ঠাকুর) ২ অহমিকা; আমিত্ব (আমি যাবে মলে)। ৩ (ব্যাকরণ) উত্তম পুরুষ; বাক্যে বক্তা। {(তৎসম বা সংস্কৃত) অস্মাভিঃ>অম্‌হাহি>আহ্মি>আমি; (তৎসম বা সংস্কৃত)অহম>(প্রাকৃত) অম্‌হি>}
  • Bengali Word আমিন ১ , আমীন ১ Bengali definition [আমিন্] (বিশেষ্য) জমি জরিপকারী কর্মচারীবিশেষ। ২ তত্ত্বাবধায়ক; তদারককারী। ৩ সত্যবাদী; বিশ্বস্ত (যুবক নবীরে আমিন বলিয়া ডাকিত-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)আমিন}
  • Bengali Word আমিন ২ , আমীন ২ , আমেন Bengali definition [আমিন্, আমিন্‌, আমেন্] (অব্যয়) প্রার্থনা পূর্ণ হোক; তাহাই হোক; (সকলেই আমিন আমিন বলিয়া... অশ্বারোহণে রাজপথে আসিয়া উপস্থিত হইলেন-মীর মশাররফ হোসেন; আমরাও দু’হাত তুলে ‘আমেন আমেন’ (তথাস্তু তথাস্তু) বললুম-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি)আমিন; হিব্রু. ও (গ্রিক) আমেন}
  • Bengali Word আমিনি Bengali definition [আমিনি] (বিশেষ্য) জমি জরিপের কাজ। {(আরবি)আমিন+ (বাংলা) ই}
  • Bengali Word আমিনী ( মধ্যযুগীয় বাংলা ) Bengali definition [আমিনি] (বিশেষ্য) কামিনী; সেবিকা (সোল স আমিনী মেলি এহি-চন্দন খুরি-রামাই পণ্ডিত [ শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) কামিনী>}
  • Bengali Word আমির , আমীর Bengali definition [আমির্] (বিশেষ্য) ১ বড়োলোক; ধনী; বিত্তবান; সম্ভ্রান্ত ব্যক্তি (কে আমীর তুমি নওয়াব বাদ্‌শা বালাখানার-কাজী নজরুল ইসলাম)। ২ সম্পদশালী সম্ভ্রান্ত মুসলমান। ৩ কাবুলের বাদশাহের উপাধি। আমির ওমরা (বিশেষ্য) ১ বড়ো লোক; ধনী লোক। ২ উচ্চপদস্থ কর্মচারী। ৩ বাদশাহি দরবারের সভাসদ। আমিরজাদা (বিশেষ্য) সম্পদশালী সম্ভ্রান্ত ব্যক্তির সন্তান। □ (বিশেষণ) আলস্যপরায়ণ; কর্মবিমুখ। আমিরানা (বিশেষ্য) বড়োলোকি; নবাবি। আমিরি, আমীরি (বিশেষ্য) নবাবি; বড়ো মানুষি (আমার মত গরীবের পক্ষে অতটা আমীরি পোষায় না-কাজী ইমদাদুল হক)। □ (বিশেষণ) ১ আমিরের ন্যায়; আমিরসুলভ। ২ আমির সম্বন্ধীয়। {(আরবি)আমীর; (বহুব্রীহি সমাস) উমারা}
  • Bengali Word আমিরুল মোমেনিন , আমিরুল মুমেনীন Bengali definition [আমিরুল্ মোমেনিন্, আমিরুল্‌ মুমেনিন্‌] (বিশেষ্য) মুমিন বা বিশ্বাসীদের নেতা; হজরত মুহম্মদ (সাঃ) –এর স্থলবর্তী খলিফা। {(আরবি)আমীরুল মু’মিনীন}
  • Bengali Word আমিল Bengali definition [আমিল্] (বিশেষ্য) কর্মচারী (ঢাকায় দেওয়ান বকসীর আমিলরূপে কাটাইয়া চিত্রিসারের গৃহে ফিরিলেন-গোপাল হালদার)। {(আরবি)আমিল}
  • Bengali Word আমিষ Bengali definition [আমিশ্] (বিশেষ্য) ১ মাংস। ২ মাছ মাংস ডিম প্রভৃতি জৈবখাদ্য, protein । ৩ পুষ্টি বিজ্ঞান) একপ্রকার খাদ্যপ্রাণ বা vitamin(মাছ, মাংস, ডিম, ডাল, শিমের বিচি, দুধ ইত্যাদিতে প্রচুর পরিমাণে আমিষ জাতীয় খাদ্যপ্রাণ থাকে)। আমিষ প্রিয় (বিশেষণ) মাছ মাংস ডিম খেতে ভালোবাসে এমন। আমিষ লেলুপ (বিশেষণ) আমিষ সম্বন্ধে লোভ আছে এমন। আমিষাশী (বিশেষণ) ১ মাংসভোজী (হরিণ খেয়েছে তার আমিষাশী শিকারীর হৃদয়কে ছিঁড়ে-জীবনানন্দ দাশ)। ২ মাছ মাংস ডিম আহারকারী। {(তৎসম বা সংস্কৃত) Öঅম্+ইষ(টিষচ্)}
  • Bengali Word আমীলিত Bengali definition [আমিলিতো] (বিশেষণ) ঈষৎ উন্মুক্ত; সামান্য খোলা (কেশরলালের আমীলিত ওষ্ঠাধরের মধ্যে জমা দিতে লাগিলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öমিল্+ ত(ক্ত)}
  • Bengali Word আমুদে Bengali definition আমোদ
  • Bengali Word আমূল Bengali definition [আমুল্] (ক্রিয়াবিশেষণ) মূল অবধি; গোড়া থেকে (ঘোড়ের চুল আমূল ছাঁটা-রাজশেখর বসু (পরশু))। □ (বিশেষণ) সম্পূর্ণ; আগাগোড়া। {(তৎসম বা সংস্কৃত) আ+মূল; অব্যয়ী}
  • Bengali Word আমৃত্যু Bengali definition [আমৃত্‌তু] (ক্রিয়াবিশেষণ) মৃত্যু পর্যন্ত; মরণ অবধি (তাহাদের স্ত্রীর কাছেও আমৃত্যু এ খবর ধরা পড়ে না-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+মুত্যু; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word আমেজ Bengali definition [আমেজ্] (বিশেষ্য) ১ ঈষৎ প্রকাশ; আদরা; আভাস। ২ আভা (নীলের আমেজ)। ৩ স্পর্শ; রেশ (গাঢ় শ্যাম ছায়াময় স্বপ্ন এক আমেজ লাগায় তৃষ্ণার্ত নয়ন মনে-সুফী মোতাহার হোসেন)। ৪ মিশ্রণ। {(ফারসি) আমিজ}
  • Bengali Word আমেন Bengali definition আমিন২
  • Bengali Word আমোদ Bengali definition [আমোদ্] (বিশেষ্য) ১ হর্ষ; আহ্লাদ; আনন্দ। ২ উৎসব; ক্রীড়াকৌতুক। ৩ কৌতুক; মজা। ৪ সুগন্ধ (আমেfদ অগুরুমেদ মৃগমদবেশ-সৈয়দ আলাওল)। □ (বিশেষণ) সুগন্ধপূর্ণ; সৌরভযুক্ত; সুরভিত (গন্ধে আমোদ করেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আমোদ আহ্লাদ, আমোদ প্রমোদ (বিশেষ্য) আনন্দ-উৎসব; ক্রীড়াকৌতুক। আমোদপ্রিয়, আমুদে (বিশেষণ) কৌতুকপ্রিয়; স্ফূর্তিবাজ। আমোদন (বিশেষ্য) ১ বিনোদন; সন্তোষকরণ। ২ সৌরভ-সম্পাদন; আমোদকরণ। আমোদিত (বিশেষণ) ১ হৃষ্ট; আনন্দিত। ২ সুরভিত; সুভাষিত। আমোদী (বিশেষণ) আনন্দিত; হর্ণযুক্ত। ২ সৌরভযুক্ত; সুগন্ধি। {আ+ Öমুদ্+অ(ঘঞ্)}
  • Bengali Word আমোয়াল Bengali definition [আমোয়াল্] (বিশেষ্য) ধনসম্পদ; সম্পত্তি; পণ্য-দ্রব্যাদি। {(আরবি)আম্‌রাল; (একবচন) মাল}
  • Bengali Word আম্নায় Bengali definition [আম্‌নায়্] (বিশেষ্য) শ্রুতি; বেদ; আগম। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öম্না+অ(ঘঞ্)}
  • Bengali Word আম্বর Bengali definition [আম্‌বোর্] (বিশেষ্য) সুগন্ধি দ্রব্যবিশেষ; amber। {(আরবি)আম্বর; (তৎসম বা সংস্কৃত)অম্বর>}
  • Bengali Word আম্বরী Bengali definition [আম্‌বোরি] (বিশেষণ) সুগন্ধি (আম্বরী তামাক)। {(আরবি)আন্‌বরী}
  • Bengali Word আম্বা Bengali definition [আম্‌বা] (বিশেষ্য) ১ স্পর্ধা; বড়াই (এ পঞ্চ ফোড়ন দিলা মহা আড়ম্বরে; আম্বা করি পুনঃ ঢালিলা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ দুরাকাঙ্ক্ষা। {(তৎসম বা সংস্কৃত) অহম্ভাব>}
  • Bengali Word আম্বিয়া Bengali definition [আম্‌বিয়া] (বিশেষ্য) নবীগণ; পয়গম্বরগণ (কত আম্বিয়া আউলিয়া বাদশা ফকির-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)আম্‌বিয়া; (একবচন) নবী}