Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আহেল, আহেলা, আহেলি, আহলে, আহল Bengali definition [আহেল্, আহেলা, আহেলি, আহলে, আহল্] (বিশেষণ) ১ খাঁটি খাস; অমিশ্র; আসল (আহেল বিলেতি ইঙ্গ বঙ্গদের মতে-প্রথম চৌধুরী; আহেলা বিলেতি শিক্ষার মোহে-প্রথম চৌধুরী; আহেলী বিলাতি বোল-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ২ আনকোরা; নতুন। □ (বিশেষ্য) ১ পরিবার। ২ অধিবাসী (আহলে আরব)। আহেল বিলাত, আহেলা বেলাত (বিশেষণ) বিদেশ থেকে নবাগত এবং নতুন দেশ সম্পর্কে অভিজ্ঞ (আহেল বিলাত নবিশ সাহেব ধর্ম অবতার-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। □ (বিশেষ্য) নতুন দেশ; নতুন রাজ্য (আহেল বেলাত খাস করেছো বাস-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আহেলে ইসলাম (বিশেষ্য) ইসলামের অন্তর্ভুক্ত লোক; মুসলিম। আহেলে কেতাব (বিশেষণ) ১ প্রত্যাদিষ্ট ধর্মগ্রন্থ অনুসারী। ২ কেতাবি। □ (বিশেষ্য) ইহুদিও খ্রিস্টান। আহেলে জবান (বিশেষণ) মাতৃভাষাভাষী। □ (বিশেষ্য) ভাষাবিশেষজ্ঞ লোক (আহলে-জবানের মতো উর্দু বলেন)। {(আরবি)আহল্ }
  • Bengali Word আহেড়িয়া Bengali definition আহের
  • Bengali Word আহোয়াল Bengali definition আহওয়াল
  • Bengali Word আহ্নিক Bengali definition [আন্‌হিক্] (বিশেষণ) প্রাত্যহিক; দৈনিক। □ (বিশেষ্য) হিন্দুদের প্রতিদিনের ধর্মকর্ম। আহ্নিক গতি পৃথিবীর ২৪ ঘন্টার বা প্রতিদিনের আবর্তন। {(তৎসম বা সংস্কৃত) অহ্ন+ইক(ঠঞ্)}
  • Bengali Word আহ্বান Bengali definition [আওভান্] (বিশেষ্য) ১ আমন্ত্রণ; নিমন্ত্রণ (সভা আহ্বান করা)। ২ সম্বোধন; ডাক (রণে আমি আহ্বানিরে তোরে-মাইকেল মধুসূদন দত্ত)। আহ্বায়ক (বিশেষ্য), (বিশেষণ) আহ্বানকারী। আহ্বায়িকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öহ্বে+অন(ল্যুট্)}
  • Bengali Word আহ্মা, আহ্মি, আহ্মো (প্রাচীন বাংলা) Bengali definition [আম্‌হা, আম্‌হি, আম্‌হো] সর্ব আমি। আহ্মাক-আমার। আহ্মাকে-আমাকে; আমার; আমা থেকে। আহ্মাতে-আমায়। আহ্মার-আমার। আহ্মারা-আমরা। {(তৎসম বা সংস্কৃত) অস্মাকম্>(প্রাকৃত) অম্‌হ (বর্ণবিপর্যয়ে)>; (তৎসম বা সংস্কৃত) অহম্‌> (প্রাকৃত) আম্‌হি (বর্ণবিপর্যয়ে)>অহ্ম>আহ্ম>}
  • Bengali Word আহ্লাদ Bengali definition [আল্‌হাদ্] (বিশেষ্য) ১ হর্ষ; আনন্দ; আমোদ। ২ আশকারা (আহ্লাদ দিয়ে ছেলেটার মাথা খেয়েছো)। আহ্লাদিত (বিশেষণ) প্রীত; হৃষ্ট; আনন্দিত। আহ্লাদী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অতিরিক্ত আমোদপ্রিয়া; হৃষ্টস্বভাবা; আমুদে; আদুরে। □ (বিশেষ্য), (বিশেষণ) কারণে অকারণে আহ্লাদ প্রকাশ করে বা আদর করে এমন। আহ্লাদে, আহ্লাদে আটখাট (বিশেষণ) উল্লাসে আত্মাহারা; খুশিতে ফেটে পড়ে এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+Öহ্লাদ্+অ(ঘঞ্)}
  • Bengali Word আহড় Bengali definition [আহড়্‌] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) আড়াল; অন্তরাল (আহড়ে থাকিয়া রম্বা জামাতা নেহারে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। আহড় বিহড় (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) আড়াল; আবডাল; আনাচকানাচ (আহড়ে বিহড়ে থাকি মারয়ে ভাবকী-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অন্তরাল>}
  • Bengali Word আড় ১ Bengali definition [আড়্] (বিশেষ্য) আড়াল; অন্তরাল (ঐ গাছে আড়ে চলতি রাস্তার বামপাশ্বে-মীর মশাররফ হোসেন; লুকায় মেঘের আড়ে পলাতক শীর্ণ ম্লান শশী-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) অন্তরাল}
  • Bengali Word আড় ২ Bengali definition [আড়্] (বিশেষণ) ১ তির্যক; বাঁকা; তেরছা। ২ অর্ধেক; আধ (আড় পাগলা)। আড়কালা (বিশেষণ) এককানে শোনে না এমন; আধকালা।আড়কোলা (বিশেষ্য) পিঠ ও জানুদ্বয়ের নিচে ধরে কোলে করার অবস্থা (তাহাকে বলপূর্বক আড়কোলা করিয়া তুলিয়া লইয়া গেল-রবীন্দ্রনাথ ঠাকুর)।আড়চোখ, আড়নয়ন (বিশেষ্য) বাঁকা দৃষ্টি; চোরা কটাক্ষ। আড়পাগলা (বিশেষণ) আধ পাগলা; ক্ষেপাটে।আড়বাঁশি (বিশেষ্য) আড়ভাবে ধরে নিচের ঠোঁটে লাগিয়ে ফুঁ দিয়ে বাজানো হয় যে বাঁশি; মুরলী। আড়বুঝ, আড়বুঝা, আড়বুঝো (বিশেষণ) ১ বিপরীত বুদ্ধি; বাঁকা বুদ্ধি; উল্টা বোঝে এমন। ২ গোঁয়ার; একগুঁয়ে। আড়ভাঙ্গা (ক্রিয়া) সোজা করা। □ (বিশেষ্য) জড়তা বা আলস্য ভাঙা। আড়মোড়া ভাঙা (ক্রিয়া) জড়তা দূর করা; আলস্য ভাঙা (হাই তুলে আড়মোড়া ভাঙব-রাজশেখর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ>(প্রাকৃত) অড্‌ঢ >আঢ>আড়}
  • Bengali Word আড় ৩ Bengali definition [আড়্] (বিশেষ্য) ১ প্রস্থ ও চওড়া (আড়ে তিন মাইল)। ২ জড়তা; আড়ষ্টতা (জিহবার আড়)। ৩ পার্শ্ব; পাশ। ৪ কাপড় রাখার দণ্ড; দাঁড়।আড়কাঠ, আড়কাঠা (বিশেষ্য) কড়ি-কাঠ; ছাদ বা চালের নিচের প্রস্থের কাঠ।আড়খেয়া (বিশেষ্য) সরাসরি পারাপারের ছোট খেয়া বিশেষ (আড়খেয়া পাটুনীরা সিকি পয়সায় ও আধপয়সায় পার কত্তে লাগলো-কালীপ্রসন্ন সিংহ)। আড়পার (বিশেষ্য) অপর তীর; পরপার (পেনেটির আড়পার কোন্নগর-রাজশেখর বসু (পরশু))। আড়ে (ক্রিয়াবিশেষণ) প্রস্থের দিকে। { (হিন্দি) ওয়ার>}
  • Bengali Word আড় ৪ Bengali definition আইড়
  • Bengali Word আড়ং , আরঙ্গ (বিরল) Bengali definition [আড়োঙ্, আরঙ্‌গো] (বিশেষ্য) ১ হাট; গঞ্জ; ক্রয়-বিক্রয়ের প্রধান স্থান। ২ মেলা (আড়ঙের দিনে পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই-জসীমউদ্‌দীন; ভাদ্দর মাসের আরঙ্গটি বড় ধুমে হইয়া যাবে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ কারখানা; গোলাঘর। আড়ং ঘাটা ( বিশেষ্য) নৌকায় আরোহণ করার ঘাট বা স্থান। আড়ংছাঁটা (বিশেষণ) বিক্রয়ের জন্য ছাঁটা; সাধারণভাবে পরিষ্কৃত; ঢেঁকি-ছাঁটা নয় এমন। আড়ংধোপ, আড়ংধোলাই ( বিশেষ্য) কোরা কাপড়ের রং ও মাড় উঠিয়ে সাদাকরণ। {(ফারসি) আবরঙ্গ >আড়ং}
  • Bengali Word আড়ং , ওড়ন Bengali definition [ওড়ঙ্‌, ওড়ন্‌] (বিশেষ্য) নারকেল মালার তৈরি হাতা বিশেষ। {(তৎসম বা সংস্কৃত ) উদঙ্ক >উডঙ্ক>ওড়ং; (তুলনীয়) (পালি) ‘উলঙ্ক’}
  • Bengali Word আড়কাটি Bengali definition আড়কাঠি
  • Bengali Word আড়কাঠি , আরকাটি Bengali definition [আড়্‌কাঠি, আর্‌কাটি] (বিশেষ্য) ১ কুলি বা মজুর সংগ্রাহক; কুলির ঠিকাদার; recruiter (চা বাগানের আড়কাঠি যেন চালান করছি কুলি-কাজী নজরুল ইসলাম; নির্বিরোধী ভারতপ্রজা আড়কাটিদের অত্যাচারে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ কর্ণধার; বন্দরের নিকটবর্তী নদীতে বা মোহনায় অপ্রশস্ত পথে জাহাজ চালনাকারী; pilot। ৩ মাকু; বস্ত্রবয়নের উপকরণ বিশেষ। ৪ কেন্দ্র; উপলক্ষ (এইবার মাগীরা মেজ বৌকে আরকাঠি করে সব বৌঝিকে খেরেস্তান করে তুলবে-কাজী নজরুল ইসলাম)। {( ইংরেজি) recruiter-এর সাদৃশ্যে গঠিত}
  • Bengali Word আড়খেমটা Bengali definition [আড়্‌কেম্‌টা] (বিশেষ্য) সঙ্গীত ও নৃত্যের তালবিশেষ। {(তৎসম বা সংস্কৃত ) অর্ধ>আড়+খেমটা}
  • Bengali Word আড়গড়া , আড়গাড়া Bengali definition [আড়্‌গড়া, আড়্‌গাড়া] (বিশেষ্য) ১ কাঠগড়া; বেষ্টিত স্থান; বেষ্টন (কাস্‌টম্‌সের আড়গড়া অনতিপরেই-মনোজ বসু)। ২ আস্তাবল; ঘোড়ার গাড়ির আড্ডা (আড়তে না আড়গড়ায় কিছুই ঠিক-ঠিকানা নেই-অচিন্ত্যকুমার সেনগুপ্ত; নয়াবাজারের আব্বাস কোচম্যানের আড়গাড়াতেই তাঁর গাড়ি-আবুল মনসুর আহমদ)। {(হিন্দি) আড়গাড়া (<আড্ডাঘোড়া), আড়গড়া (কাঠঘরা)}
  • Bengali Word আড়ত , আড়ৎ Bengali definition [আড়োত্] (বিশেষ্য) ক্রয়-বিক্রয়ের বড়ো কেন্দ্র; কারবারের স্থান; গঞ্জ; গোলা; depot। আড়তদার (বিশেষ্য) যে অন্যের মাল নিজের গোলায় রাখে এবং দালালি বা কমিশন নিয়ে বিক্রি করে দেয় (রাত্রে এক শালের আড়তদার নিয়ন্ত্রণ করেছিলেন- মনোজ বসু)। আড়তদারি (বিশেষ্য) ১ আড়তদারের ব্যবসায় বা পেশা (হঠাৎ সে-দেশ আড়তদারি ফেঁদে বসল কিসে?-মনোজ বসু)। ২ আড়তদারের দস্তুরি বা কমিশন। □ (বিশেষণ) আড়তদারের পেশা বা দস্তুরি সংক্রান্ত। {(তুলনীয়) (হিন্দি) আঢ়ৎ}
  • Bengali Word আড়ম্বর Bengali definition [আড়োম্‌বর্] (বিশেষ) ১ জাঁকজমক; সমারোহ; ঘটা; শান শওকত। ২ বাহুল্য; আতিশষ্য। ৩ মেঘগর্জন। ৪ রণবাদ্য। ৫ গর্ব; অহঙ্কার। আড়ম্বরি (বিশেষ্য) আড়ম্বর প্রদর্শন; ঘটা; জাঁকজমকের ভাব। □ (বিশেষণ) জাঁকজমকপূর্ণ; জমকালো; জাঁকালো; ঘটাযু্ক্ত। { (তৎসম বা সংস্কৃত) আ+√ডম্ব্ >অর(অরন্)}
  • Bengali Word আড়ষ্ট Bengali definition [আড়োশ্‌টো] (বিশেষণ) ১ অসাড়; অবশ; জড়তুল্য। ২ অস্বচ্ছল; সঙ্কুচিত। ৩ নমনীয়তাবর্জিত। আড়ষ্টতা (বিশেষ্য) জড়তা; অসাড়ভাব; অস্বচ্ছন্দতা (ক্রমে তাহার আড়ষ্টতা যেন দূর হইয়া গেল-আবুল কালাম শামসুদ্দিন)। {(তৎসম বা সংস্কৃত) অঙ্গাকৃষ্ট>}
  • Bengali Word আড়া ১ Bengali definition [আড়া] (বিশেষ্য) ১ আকৃতি; গড়ন, ডৌল (হাসি হাসি মুখকানি অপরূপ আড়া-ঈশ্বর গুপ্ত)। ২ প্রকার; রকম; ধরন। ((তৎসম বা সংস্কৃত) আকার> আআর>আর> আর>আড়+ (বাংলা) আ>}
  • Bengali Word আড়া ১ আড়ি ২ Bengali definition [আড়া, আড়ি] (বিশেষ্য) ১ ধান্যের মাপবিশেষ। ২ বাঁশ বা বেতনির্মিত পাত্র; ধামা। {(তৎসম বা সংস্কৃত) আঢ়ক>}
  • Bengali Word আড়া ৩ Bengali definition [আড়া] (বিশেষ্য) ১ ডাঙ্গা; কূল; পার; তীর (লস্কর সমেত বিবী উঠিল আড়ায়-সৈয়দ হামজা)। {( হিন্দি) ওয়ার> (বাংলা) আড়+ আ}
  • Bengali Word আড়া ৪ Bengali definition [আড়া] (বিশেষ্য) ১ কড়িকাঠ; আড়কাঠ (ঘুণ ধরা বাঁশের আড়া-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ কাপড় রাখার দণ্ড; সাঙ্গা (আড়া থেকে ঝুলছে কয়েক জোড়া বার্ণিশের জুতো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ পাখির দাঁড়। ৪ মাচা। {(তৎসম বা সংস্কৃত) অর>আড়্‌+ আ}
  • Bengali Word আড়া ৬ Bengali definition [আড়া] (বিশেষ্য) তেরচা ভাব। (ক্রিয়া) ১ বেঁকে যাওয়া; তেরচা হওয়া। ২ (যন্ত্রাদি) বিকল হওয়া। {( তৎসম বা সংস্কৃত) তির্যক্ >ত্যাড়া>আড়া}
  • Bengali Word আড়াআড়ি Bengali definition [আড়াআড়ি] (বিশেষণ) প্রস্থের দিকে স্থিত; বাঁকা করিয়া রক্ষিত। □ (ক্রিয়াবিশেষণ) কোনাকুনি; আড়ভাবে; বাঁকা করে। □ (বিশেষ্য) ১ প্রতিযোগিতা; প্রতিদ্বন্দ্বিতা (আড়াআড়ি বড় মজার জিনিস-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ শত্রুতা; পরস্পর হিংসাসুলভ মনোভাব (পরস্পরের সঙ্গে আড়াআড়ি করিলে যেমন দেখিতে হইত এও ঠিক সেই রকম-রবীন্দ্রনাথ ঠাকুর) {আড়+ আ, আড়+ ই}
  • Bengali Word আড়াই Bengali definition [আড়াই] (বিশেষণ) দুই এবং আধ; ২.৫। আড়াই অক্ষরে (ক্রিয়াবিশেষণ) অল্প কথায়; সংক্ষেপে (পঞ্চ ভাইয়ে লেখে পত্র আড়াই অক্ষরে-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ+দ্বিতীয়>(প্রাকৃত) আড্‌ঢাইয়>}
  • Bengali Word আড়াঠেকা Bengali definition [আড়াঠ্যাকা] (বিশেষ্য) সঙ্গীতের তালবিশেষ। {আড়াই+ঠেকা>}
  • Bengali Word আড়ানা Bengali definition [আড়ানা] (বিশেষ্য) রাগিণী বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) কানাড়া>}