Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আম্মা Bengali definition [আম্‌মা] (বিশেষ্য) ১ মাতা; জননী। ২ মাতৃস্থানীয়া মহিলা (আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অম্ব; (আরবি)উম্মুন}
  • Bengali Word আম্র . অম্র (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [আম্‌ম্রো, অমম্রো] (বিশেষ্য) ১ আমগাছ। ২ আম গাছের ফল; চূত; রসাল (অম্র কাঁঠাল আর গুয়া নারিকেল-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত) Öঅম্‌+র}
  • Bengali Word আম্রসার Bengali definition [আম্‌ম্রোসার্] (বিশেষ্য) আমের পাতা বা শাখা (পূর্ণঘট শোভে নারিকেল আম্র-সারে-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) আম্র+(তৎসম বা সংস্কৃত) সহকার>(প্রাকৃত) সহআর> সার; (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word আম্রাত , আম্রাতক , অম্রাত , অম্রাতক Bengali definition [আম্‌ম্রাতো, আম্‌ম্রাতক্, অম্‌ম্রাতো, অম্‌ম্রাতক্] (বিশেষ্য) ২ আমড়া গাছ। ২ আমড়া গাছের ফল; আমড়া। {(তৎসম বা সংস্কৃত) আম্র+Öঅত্+অ(অণ্), অক}
  • Bengali Word আম্ল , আম্লিক Bengali definition [আম্‌ম্লো, আম্‌ম্লিক্] (বিশেষ্য) ১ অম্লরসযুক্ত; টক। ২ অম্ল সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) অম্ল+অ(ষ্ণ), ইক(ষ্ণিক)}
  • Bengali Word আম্লা , আম্লিকা , আম্লীকা Bengali definition [আম্‌ম্লা, আম্‌ম্লিকা, আম্‌ম্লিকা] (বিশেষ্য) ১ তেঁতুল গাছ। ২ অম্লোদ্‌গার। {(তৎসম বা সংস্কৃত) আম্ল+আ (স্ত্রীলিঙ্গ), আম্লিক+আ,>}
  • Bengali Word আম্লিক Bengali definition আম্ল
  • Bengali Word আমড়া Bengali definition [আম্‌ড়া] (বিশেষ্য) এক প্রকার অম্লমধুর ফল। আমড়াকরা (ক্রিয়া) (আলঙ্কারিক) কোনো কিছু করতে না পারা। আমড়া কাঠের ঢেঁকি (আলঙ্কারিক) অকেজো লোক। আমড়া গাছি করা (ক্রিয়া) অযথা প্রশংসা করা; চাটুবোক্যে ভুলানো (তিনি এসে একটু আমড়াগাছি কর্তেই ...... লিখে দিলেন ‘মাফ’–সৈয়দ এমদাদ আলী)। আমড়া ভাতে করা (ক্রিয়া) (আলঙ্কারিক) সৌন্দর্যহীন করা; কদর্য করা (ন্যাড়া করে দেয় মাথা হায় আমড়াভাতে করে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) আম্রাতক> ( প্রাকৃত) অংবাডর> (মধ্যযুগীয় বাংলা) আম্বড়া> আমড়া}
  • Bengali Word আময় Bengali definition [আময়্] (বিশেষ্য) রোগ; ব্যাধি; পীড়া (উদরাময়, নিরাময়)। {(তৎসম বা সংস্কৃত ) আ+Öমী+অ(অচ্)}
  • Bengali Word আময়দা , আমাদা Bengali definition [আময়্‌দা, আমাদা] (বিশেষণ) প্রচুর; অপরিমিত (আময়দা আমদানীওয়ালা স্বামীর বন্ধ্যা স্ত্রীর অন্তরে ভবিষ্যতের... বিভীষিকা- কেদারনাথ মজুমদার)। {(ফারসি) আম্‌দাহ}
  • Bengali Word আযখোদ Bengali definition আজখোদ
  • Bengali Word আযতন Bengali definition [আজতোন্] (বিশেষ্য) সমাদর; বিশেষ যত্ন। {(তৎসম বা সংস্কৃত) আ+Öযত্+অন}
  • Bengali Word আযম Bengali definition আজম২
  • Bengali Word আযমত , আজমত Bengali definition [আজ্‌মত্] (বিশেষ্য) মহত্ত্ব {(আরবি)‘আজমত}
  • Bengali Word আযমাইশ , আজমায়েশ Bengali definition [আজ্‌মায়িশ্, আজ্‌মায়েশ্] (বিশেষ্য) পরীক্ষা। {(ফারসি) আজমাইশ}
  • Bengali Word আযল , আজল Bengali definition [আজোল্] (বিশেষ্য) ১ অনাদি; অতীত। ২ অদৃষ্ট; ভাগ্য (আযলের লেখা ঘোরে কিভাবে পশ্চাতে-ফররুখ আহমদ)। ৩ জন্মনিয়ন্ত্রণের পদ্ধতি বিশেষ। {(আরবি)আজল্}
  • Bengali Word আযাদ Bengali definition আজাদ
  • Bengali Word আযাদী Bengali definition আজাদি
  • Bengali Word আযান Bengali definition আজান
  • Bengali Word আযাব Bengali definition আজাব
  • Bengali Word আযাযীল Bengali definition আজাজিল
  • Bengali Word আযীম Bengali definition আজিম
  • Bengali Word আযীয Bengali definition আজিজ
  • Bengali Word আযোড় যোড়ন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [আজোড়্ জোড়ন্] (বিশেষ্য) অসম্ভব কার্য সাধন; অসম্ভবকে সম্ভবকরণ; অঘটন ঘটন (আযোড় যোড়ন আহ্মে করিবাক পারি-বড়ু চণ্ডীদাস)। {আ+জোড় (<জোড়)}
  • Bengali Word আর Bengali definition [আর্] (অব্যয়) ১ এবং ও (আমি আর তুমি)। ২ অতঃপর; এর পরে (আর কিছু বলার নেই)। ৩ এর অধিক; এর বেশি (আর কী বলবো)। ৪ যুগপৎ; এককালে (আমাদের ঘরের লক্ষ্মী আর তোমাদের যম-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৫ কিংবা; অথবা (মারো আর কাটো)। ৬ তদুপরি; তার উপর (একে কাল হৈল মোর নয়লি যৌবন। আর কাল হৈল মোর বাস বৃন্দাবন -চণ্ডীদাস)। ৭ পক্ষান্তরে (আমরা খেটে মরছি আর তোমরা ঘুমুচ্ছ)। ৮ কাজেই (এরপর আর সেখানে যাওয়া চলে না)। ৯ আক্ষেপ অবসাদ হতাশা ক্রোধ বিস্ময় বিরক্তি ইত্যাদি বোধক (আর বোলো না, আর যাব না)। □ (বিশেষণ) ১ বিগত (আমাকে আর বছরে দুশো টাকা দিয়েছিল-সৈয়দ মুজতবা আলী)। ২ আগামী (আর রোববারে যাবো)। ৩ দ্বিতীয়; অন্য একটি (এমন মেয়ে আর পাবে না)। ৪ অপর; অন্য (আর জন কয় এই মহাশয়-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (ক্রিয়াবিশেষণ) ১ ভিন্ন রকম; অন্যরূপে (বলে এক করে আর)। ২ পুনরায়; পুনর্বার (হেন দুষ্ট বাক্য প্রিয় না বোলিহ আর-ভবানন্দ)। ৩ পরে; ভবিষ্যতে (আর দেখতে পাবে না)। ৪ বর্তমানে; এখন (আর সেদিন নাই)। ৫ এখনও (বৃথা কেন ডাকো আর?)। ৬ কখনও (আমড়া গাছে কি আর আম ফলে?)। ৭ পুনশ্চ; অধিকন্তু (আর দেখো, যদি তাকে পাও)। ৮ তদবধি; সেই তেকে (সেই যে শুল আর উঠল না)। ৯ পূর্বে বা পরে কখনও (আর দেখা হয়নি; আর দেখা হবেও না)। ১০ অব্যবহিত পরেই, প্রায় তখনই (আমিও উঠলাম আর গাড়িও ছাড়ল)। ১১ অবশ্য (যা হবার হয়েছে, তোমাকে আর তা বলছি না)। □ সর্ব অন্য লোক বিষয় বা বস্তু (একে চায় আরে পায়)। আর আর অন্যান্য; অপরাপর (আর আর জিনিসপত্র)। আরও, আরো (বিশেষণ) ১ এছাড়া অন্য; এতদ্ব্যতীত; অপর (আরও টাকা; আরো লোকে শুনেছে)। □ বিণ-বিণ অধিকতর; অপেক্ষাকৃত (আরও ভালো জিনিস)। □ (ক্রিয়াবিশেষণ) এছাড়াও; অধিকন্তু (আরো বলছি শোনো)। আর কতোআর কতই (ক্রিয়াবিশেষণ) অল্পই; খুব বেশি নয় (সে আর কতো লাগবে; আর কতোই বা লাগবে)। আরকি (অব্যয়) প্রায় তদ্রূপ (বেটা নবাব আর কি!)। আরবার (ক্রিয়াবিশেষণ) আবার; পুনর্বার। {(তৎসম বা সংস্কৃত) অপর>আওর>আর; (হিন্দি) আওর}
  • Bengali Word আরওয়াহ , আরোয়াহ Bengali definition [আর্‌ওয়াহ্, আরোয়াহ্] (বিশেষ্য) ১ আত্মাসমূহ। ২ প্রাণী; জীব (এমন কৌশলে শেষ করা যায় যে একটি আরওয়াহরও খবর হয় না-মীর মশাররফ হোসেন)। { (আরবি); (একবচন) আররাহ্‌; রুহু}
  • Bengali Word আরক Bengali definition [আরক্] (বিশেষ্য) ১ সার; নির্যাস। ২ তীব্র রস; ঝাঁঝওয়ালা নির্যাস (নর্দমার মুখে আরক ঢেলে ঢেলে বীজাণুমুক্ত করছে-মনোজ বসু)। ৩ চুয়ানো মদ (পিপা পিপা সুরা আরক উজাড়ি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি)আরক}
  • Bengali Word আরকান Bengali definition [আর্‌কান্] (বিশেষ্য) ১ মৌলিক বিষয়; মৌলিক নীতি। ২ কর্মচারীবৃন্দ। {(আরবি)আরকান্; (একবচন) রকন}
  • Bengali Word আরক্ত , আরক্তিম Bengali definition [আরক্‌তো, আরোক্‌তিম্] (বিশেষণ) ১ ঈষৎ রক্তবর্ণ; অল্প লাল; রক্তাভ (আরক্ত করতল-রবীন্দ্রনাথ ঠাকুর; যৌবনতাপে উত্তপ্ত আরক্তিম রূপখানি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ গাঢ় রক্তবর্ণ, টকটকে লাল। আরক্ত নয়ন, আরক্ত নেত্র,আরক্ত লোচন (বিশেষণ) ক্রুদ্ধ; রক্তবর্ণ চক্ষুবিশিষ্ট। □ (বিশেষ্য) ক্রোধপূর্ণ দৃষ্টি। আরক্ত মুখ (বিশেষণ) লজ্জায় মুখ রাঙা হয়েছে এমন; শরম-রাঙা। {(তৎসম বা সংস্কৃত) আ+রক্ত, রক্তিম}
  • Bengali Word আরক্ষ , আরক্ষক Bengali definition [আরোক্‌খো, আরোখক্] (বিশেষ্য) ১ থানা; ঘাঁটি। ২ রক্ষী সৈন্য; প্রহরী। □ (বিশেষণ) রক্ষাকর্তা। আরক্ষা (বিশেষ্য) পুলিশ। আরক্ষা বিভাগ (বিশেষ্য) পুলিশ বিভাগ। আরক্ষিক, আরক্ষী (-ক্ষিন্) (বিশেষ্য) ১ পুলিশের লোক; কনস্টবল। ২ প্রহরী। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öরক্ষ্+অ(অচ্)}