ফ পৃষ্ঠা ৭
- Bengali Word ফাজলামি, ফাজলামো English definition [ফাজ্লামি,ফাজ্লামো](বিশেষ্য) বাচালতা; প্রগল্ভতা; ধৃষ্টতা (যা-যা ফাজলামো নয়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ফারসি) ফাদিল+(বাংলা) আমি}
- Bengali Word ফাজলামো English definition ⇒ফাজলামি
- Bengali Word ফাজিল, ফাযিল, ফাজেল, ফাযেল English definition [ফাজিল্, ফাজিল্, ফাজেল্, ফাজেল্](বিশেষণ) ১ বাচাল; বখাটে (আমার এক ফাজিল বন্ধু বলেছেন-কাজী নজরুল ইসলাম)। ২ জমা অপেক্ষা খরচের বাহুল্য (জমা ওয়াশীল ফাজিল হাতছিল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ পণ্ডিত; বিদ্বান (সংস্কৃত বিদ্যায় ফাজিল নহেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৪ অতিরিক্ত; উদ্বৃত্ত; অবশিষ্ট (নিকাশ করিয়া লেনদেনি ফাজিল কিছুতে কমে না আর-কাজী নজরুল ইসলাম; সেই ধানের আযিম সাগরিদগণকেই সমান বাঁটিয়া দেয়-আবুল মনসুর আহমদ)। {(আরবি) ফাদিল}
- Bengali Word ফাট English definition [ফাট্](বিশেষ্য) ১ চির; ফাটল; বিদারণ (মটির ঘরে ফাট ধরেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ ফাঁক। ফাটল (বিশেষ্য) ফেটে যাওন; বিদারণ; চিড় খাওয়া। ফাটল (বিশেষ্য) ফাটা স্থান; ছিদ্র; ইটের গাঁথুনির বা জমির মধ্যস্থ ফাঁক (থর-থরিয়ে ফাটল ধরে দুই পাড়ে তার-রশীদ খাঁন)। {(তৎসম বা সংস্কৃত) স্ফট>}
- Bengali Word ফাটক English definition [ফাটোক্](বিশেষ্য) ১ কারাগার; জেলখানা; হাজত; গারদ (ফাটকে আটক যত-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ কারাদণ্ড; জেল (একজন মোক্তারকে এই আইনে ছয়মাস ফাটক দিয়াছিলদীনবন্ধু মিত্র)। ৩ সিংহদ্বার; সদর দরজা; ফটক। ফাটক খাটা (ক্রিয়া) জেল খাটা; কারাদণ্ড ভোগ (আমি যে একমাস ফাটক খেটে এলেম-মীর মশাররফ হোসেন)। {(হিন্দি) ফাটক}
- Bengali Word ফাটকা English definition ⇒ফটকা
- Bengali Word ফাটকি-নাটকি English definition [ফাট্কি, নাট্কি](বিশেষ্য) ১ অল্প দামের অকিঞ্চিৎকর দ্রব্য। ২ তুচ্ছ বা বাজে বিষয়। ৩ তামাশা; কৌতুক। {⇒ফষ্টি}
- Bengali Word ফাটন, ফাটল English definition ⇒ফাট
- Bengali Word ফাটর, ফাফর English definition ⇒ফাঁপর
- Bengali Word ফাটা English definition [ফাটা](বিশেষ্য) ১ বিদারণ। ২ বিদীর্ণ স্থান; ফাটল। □ (বিশেষণ) বিদীর্ণ। □ (ক্রিয়া) বিদীর্ণ হওয়া; ছিন্নবিচ্ছিন্ন হওয়া; খাওয়া (ফুটি হেন মাটি ফাটে-ভারতচন্দ্র রায়গুণাকর)। ফাটানো (ক্রিয়া) বিদীর্ণ করা; ফাঁড়া; চেরা। ফাটাফাটি (বিশেষ্য) ১ উভয় পক্ষের দ্বন্দ্ব ও আঘাতে পরস্পর আহতকরণ (মাথা ফাটাফাটি কাণ্ড)। ২ সংকটজনক অবস্থা; প্রবল দ্বন্দ্ব (এমন শক্ত কাজে হাত দিয়েছে, ফাটাফাটি বেধে যাবে)। {(তৎসম বা সংস্কৃত) স্ফট্>(প্রাকৃত) ফট্>ফাট্+আ}
- Bengali Word ফাড্ডিঅ (প্রাচীন বাংলা) English definition [ফাড্ডিঅ] অসমাপিকা ক্রিয়া ফেড়ে (ফাড্ডিঅ-চর্যাপদ)। {(তৎসম বা সংস্কৃত) √স্ফাটি> (প্রাকৃত) √ফাড্>}
- Bengali Word ফাণি English definition ⇒ফানি
- Bengali Word ফাণ্ড English definition =ফান্ড
- Bengali Word ফাতনা, ফেতনা English definition [ফাত্না,ফ্যাত্না](বিশেষ্য) মাছ ধরার জন্য ছিপের সুতায় বাঁধা শোলা বা পালকের ডাঁটা (তাহার বড়শীর ফাতনা নড়িয়া উঠিল-শামসুদ্দীন আবুল কালাম)। {(তৎসম বা সংস্কৃত) পত্র>}
- Bengali Word ফাতরা, ফাৎরা English definition [ফাত্রা](বিশেষ্য) ১ কলাগাছের পাতার সাথে শুকনা খোল (কলার ফাতরা)। □ (বিশেষণ) ১ বাজে; হালকা; খেলো। ২ অসার। ৩ ফাজিল; বাচাল; ধাপ্পাবাজ (তোমার তো বড় ফাতরা লোকের সাঙ্গে কারবার দেখছি)। ফাতরামি (বিশেষ্য) ফাজলামি; ধাপ্পাবাজি; দুষ্টামি; ছেলেমানুষি (ফাতরামি কোরো না বলছি)। {(তৎসম বা সংস্কৃত) পত্র>}
- Bengali Word ফাতহ English definition [ফাত্হ্](বিশেষ্য) বিজয়। ফাতহাম মুবিনা (বিশেষ্য) স্পষ্ট বিজয়ের আরম্ভ, ইহাই কোরআর পাকের ফাতহাম মুবীনা-হাবা)। {(আরবি) ফাতহ্}
- Bengali Word ফাতেহা English definition [ফাতেহা](বিশেষ্য) ১ কুরআনের প্রথম সুরা; আল ফাতিহা। ২ মৃতব্যক্তির আত্মার কল্যাণের জন্য সুরা ফাতিহা ইত্যাদি পড়ে প্রার্থনা ও দরিদ্র ভোজনাদি অনুষ্ঠান (করিব ফতেহা আদি কান্দির বিস্তর-হেয়াত মাহমুদ)। {(আরবি) ফাতিহাহ্}
- Bengali Word ফানটা English definition [ফান্টা](বিশেষ্য) শরবতবিশেষ; মুখরোচক পানীয় বিশেষ। {(ইংরেজি) Fanta}
- Bengali Word ফানস English definition ⇒ফানুস
- Bengali Word ফানা English definition [ফানা](বিশেষ্য) ১ লয়; ধ্বংস (যেদিন ইস্রাফিলের শিঙ্গায় সব হবে আখের ফানা-পাকা)। ২ আত্মহারা; তন্ময়; পাগল (তোমার রূপে দেখ্যা কাজী হইয়াছে ফানা-শাস)। ফানা হওয়া (ক্রিয়া) লয় হওয়া; ধ্বংস হওয়া (এ দুনিয়া ফানা হবে কিছু রবে না-মানিক গাঙ্গুলী)। {(আরবি) ফানা}