• Bengali Word ফাট English definition [ফাট্‌](বিশেষ্য) ১ চির; ফাটল; বিদারণ (মটির ঘরে ফাট ধরেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ ফাঁক। ফাটল (বিশেষ্য) ফেটে যাওন; বিদারণ; চিড় খাওয়া। ফাটল (বিশেষ্য) ফাটা স্থান; ছিদ্র; ইটের গাঁথুনির বা জমির মধ্যস্থ ফাঁক (থর-থরিয়ে ফাটল ধরে দুই পাড়ে তার-রশীদ খাঁন)। {(তৎসম বা সংস্কৃত) স্ফট>}