ফ পৃষ্ঠা ৪
- Bengali Word ফলাশ, ফরাস English definition [ফরাশ্](বিশেষ্য) ১ মেঝে বা তক্তাপোষে পাতবার জন্য কার্পেট বা বিছানা (সরাইখানার ভিতরে সারা মেঝে জুড়িয়া ফরাস পাতা-আকবরউদ্দীন; ফরাশ বিছিয়ে বসি না কেন-প্রথম চৌধুরী)। ২ ঘরের আসবাবপত্র ঝাড়ামোছা; আলো জ্বালা, শয্যা বিছানো ইত্যাদি কাজে নিয়োজিত চাকর বা ভৃত্য (যম বাতি নিবিয়ে দেবার জন্য থেকে থেকে ফরাশ পাঠায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) ফরাশ}
- Bengali Word ফলাশন English definition [ফলাশন্](বিশেষ্য) ১ টিয়া পাখি। {(তৎসম বা সংস্কৃত) ফল+অশন}
- Bengali Word ফলাহার, ফলার English definition [ফলাহার্,ফলার্](বিশেষ্য) ১ ভাত ছাড়া অন্যান্য নিরামিষ দ্রব্য-দই, চিড়া, দুধ, মিষ্টান্ন, বিভিন্ন প্রকার ফল ইত্যাদি ভোজ্যবস্তু। ২ উক্তরূপ ভোজ্য দ্রব্যাদি আহার (ঠাকুরদাসকে পেট ভরিয়া ফলার করাইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ফলাহারী, ফলারে ভিণ ফলারপ্রিয়; ফলার করতে অভ্যস্ত এমন; ফল ভোজনকারী (ফলারে বামুন)। {(তৎসম বা সংস্কৃত) ফল+আহার}
- Bengali Word ফলিত English definition [ফোলিতো](বিশেষণ) ১ ফলবান; ফলযুক্ত। ২ সফর; সিদ্ধযুক্ত; সত্যরূপে প্রমাণিত। ৩ পরীক্ষা বা গবেষণা দ্বারা প্রমাণিত বা সিদ্ধ। ৪ প্রক্রিয়ামূলক; applied (ফলিত রসায়ন)। ফলিত জ্যোতিষ (বিশেষ্য) গ্রহ-নক্ষত্রের গতি দ্বারা ভূত ভবিষ্যৎ জানার শাস্ত্রবিশেষ; astrology। ফলিত বিজ্ঞান (বিশেষ্য) ব্যবহারিক বিজ্ঞান; গবেষণায় সিদ্ধ বিজ্ঞান (আমাদের অনেক অভিজ্ঞতা ফলিত বিজ্ঞানের তোয়াক্কা রাখে না-সুধীন্দ্রনাথ দত্ত)। ফলিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) রজঃস্বলা নারী। ফলিতার্থ (বিশেষ্য) সারাংশ; প্রধান অংশ। {(তৎসম বা সংস্কৃত) ফল+ইত(ইতচ্)}
- Bengali Word ফলুই English definition ⇒ফলই
- Bengali Word ফলোদয় English definition [ফলোদয়্](বিশেষ্য) ১ ফলোৎপত্তি। ২ যশ লাভ; সফরতা; উদ্দেশ্যসিদ্ধি। {(তৎসম বা সংস্কৃত) ফল+উদয়}
- Bengali Word ফলোন্মুখ English definition [ফলোন্মুখ](বিশেষণ) দ্রুত ফল দেবে এমন। {(তৎসম বা সংস্কৃত) ফল+উন্মুখ}
- Bengali Word ফলোপজীবী English definition [ফলোপোজিবি](বিশেষ্য) যে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করে। {(তৎসম বা সংস্কৃত) ফল+উপজীবী}
- Bengali Word ফলোপধায়ক, ফলোপধায়ী English definition [ফলোপোধায়োক্,ফলোপোধায়ি](বিশেষণ) ফলজনক; ফল উৎপাদক (তিনি শিক্ষা দিবার অত্যুৎকৃষ্ট ও ফলোপধায়ক প্রণালী জানিতেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ফলোপধায়িনী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ফল+উপধায়ক, উপধায়ী}
- Bengali Word ফল্গু English definition [ফোল্গু](বিশেষ্য) ১ গয়ার মধ্য দিয়ে প্রবাহিত অন্তঃসলিলা নদীর নাম। ২ বসন্ত কাল। ৩ আবীর; ফাগ। □ (বিশেষণ) ১ তুচ্ছ; অসার। ২ সুন্দর; মনোরম। ৩ অন্তরে প্রবাহিত অথচ বাহিরে অপ্রকাশ্য এমন। ফল্গুধারা, ফল্গুপ্রবাহ (বিশেষ্য) ১ যে ধারা বাহিরে প্রকাশিত নয়। ২ লোকসমাজে প্রচারিত নয় এমন ভাব বা কর্মপদ্ধতি। {(তৎসম বা সংস্কৃত) ফল+উ(গ্ আগম)}
- Bengali Word ফল্গুন English definition [ফোল্গুন্](বিশেষ্য) ১ ফাল্গুন মাস। ২ অর্জুন। {(তৎসম বা সংস্কৃত) ফল্গুনী+অ(অণ্)}
- Bengali Word ফল্গুনী English definition [ফোল্গুনি](বিশেষ্য) পূর্ব-ফল্গুনী ও উত্তর-ফল্গুনী নামক নক্ষত্রদ্বয়। {(তৎসম বা সংস্কৃত) ফল্গুন+ঈ(ঙীয্)}
- Bengali Word ফল্গূৎসব English definition [ফোল্গুত্শব্](বিশেষ্য) দোলযাত্রা; হোলি বা ফাল্গুন মাসে আবির খেলার উৎসব। {(তৎসম বা সংস্কৃত) ফল্গু+উৎসব}
- Bengali Word ফষ্টি, ফটকি, ফষ্ঠি English definition [ফোশ্টি, ফোট্কি, ফোশ্ঠি] (বিশেষ্য) রঙ্গরস (জ্যৈষ্ঠ মাসে, ফষ্ঠি করি ষষ্ঠী পালা সারেদীনবন্ধু মিত্র)। ফষ্টিনষ্টি, ফষ্টি-নাটকি (বিশেষ্য) ফাজলামি; ইয়ারকি; লঘু হাস্য-পরিহাস; রঙ্গরস; হাসিতামাশা; (ধর্মের নাম করে সাতরকম ফষ্টিনষ্টি-মুনীর চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) হাস্য> হাস্যি>ফস্যি>ফষ্টি, ‘নষ্টি’ অনুচর শব্দ}
- Bengali Word ফস English definition [ফশ্](অব্যয়) ১ অসতর্কভাবে; অসাবধানবশত (তাই সে ফস করে নীতিকথা বললে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ আকস্মিক; শীঘ্র। ফসকথা, ফাশকথা (বিশেষ্য) এমন কথা যা বলার নয়; অযথাবাক্য। ফসফস (অব্যয়) শিথিলতাব্যঞ্জক শব্দবিশেষ (তোমার পায়ের জুতা ফসফস করে)। {ধ্বন্যাত্মক; (আরবি) ফাহিশাহ}
- Bengali Word ফসকা, ফস্কা English definition [ফশ্কা](বিশেষণ) আলগা; শিথিল; ঢিলা (বজ্র আঁটুনি ফস্কা গেরো-প্রবাদ)। ফসকানো, ফস্কানো (ক্রিয়া) ১ পিছলানো (মস্তক আওড়াতে কথা ফসকায়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ হাতছাড়া হয়ে যাওয়া; আয়ত্তের বাইরে চলে যাওয়া (শিকার ফসকে যাওয়া)। {(আরবি) ফস্খ্}
- Bengali Word ফসফরাস, ফসফোরাস English definition [ফস্ফরাস্, ফস্ফোরাস্](বিশেষ্য) সহজে দাহ্য মৌলিক পদার্থ বিশেষ; অন্ধকারে দীপ্তিমান পদার্থবিশেষ। {(ইংরেজি) Phosphorus}
- Bengali Word ফসল ১ English definition [ফসোল্](বিশেষ্য) ১ ক্ষেতে উৎপন্ন শস্য (এবারে দেশে ভালো ফসল হয়েছে)। ২ ফল; কোনো কিছু আবিস্কারের সুফল (সায়েন্সের শেষ ফসল যাতে তারা পায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ শস্য সংগ্রহের সময়। ফসলি, ফসলী (বিশেষণ) ১ ফসল সংক্রান্ত (এক ফসলি ক্ষেত)। ২ ফসর তোলার কাল থেকে গণনা করা হয় এমন। ফসলি/ফসলী সন (বিশেষ্য) ১৫৫৬ খ্রিষ্টাব্দে (৯৬৩ হিজরি) আকবর বাদশাহ কর্তৃক তাঁর রাজ্যে প্রবর্তিত অব্দ। আকবর ১৫৭৫ সনে বঙ্গবিজয় করেন। তাঁর প্রবর্তিত সন সমগ্র বাংলাদেশে ১৬১৭ সন থেকে চালু হয়। {(আরবি) ফসল}
- Bengali Word ফসল ১ English definition [ফসোল্](বিশেষ্য) ১ অল্প দর; কম মূল্য। ২ ক্রয়-বিক্রয়ে লোকসান বা ক্ষতি (আসলে কিনিয়া মাল ফসলে বিকায়-পূর্ববঙ্গ গীতিকা)। {(আরবি) ফসল}
- Bengali Word ফসাদ English definition [ফসাদ্](বিশেষ্য) ঝগড়া; গণ্ডগোল। ঝগড়া-ফসাদ (বিশেষ্য) ঝগড়া; ফ্যাসাদ হাঙ্গামা। {(তৎসম বা সংস্কৃত) ফসাদ}