ফ পৃষ্ঠা ১০
- Bengali Word ফায়ার English definition [ফায়ার্](বিশেষ্য) আগুন। □ (ক্রিয়া) বন্দুক প্রভৃতি ছোড়া; কামান দাগা। ফায়ার করা (ক্রিয়া) বন্দুক ছোড়া। {(ইংরেজি) Fire}
- Bengali Word ফি ১, ফী ১ English definition [ফি](বিশেষণ) প্রত্যেক; প্রতি (তুমি ফি শনিবার বাড়ি যাও, তোমার ছুটি হবে না-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(আরবি) ফি}
- Bengali Word ফি ২, ফী ২, ফিস English definition [ফি, ফি, ফিশ্](বিশেষ্য) ১ পারিশ্রমিক; দর্শনী; দক্ষিণা (ডাক্তারের ফি, উকিলের ফি; চিকিৎসা করেন, ফি নেন-কাও)। ২ বেতন, মাহিনা (স্কুল কিংবা কালেজের ফি)। ৩ প্রবেশমূল্য (পরীক্ষার ফি)। ৪ কর; মাসুল (কোর্ট-ফি)। {(ইংরেজি) Fee}
- Bengali Word ফিক English definition [ফিক্](বিশেষ্য) ১ পেশি সংকোচনজাত আকস্মিক বেদনা; স্নায়ুর আক্ষেপ (ফিক ব্যথা)। □ (অব্যয়) লঘু হাস্য প্রকাশসূচক (ফিক করে হাসা)। ফিকফিক (অব্যয়) পুনঃপুন মৃদু হাস্যের ভাবসূচক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফিকা ১, ফেকা English definition [ফিকা,ফেকা](বিশেষ্য) ইসলামি শরিয়তের আইন; আইনের জ্ঞান; জ্ঞান। {(আরবি) ফিকাহ্}
- Bengali Word ফিকা ২, ফিকে English definition [ফিকা,ফিকে] (বিশেষণ) ১ অনুজ্জল; ফেকাসে; হালকা। ২ অসার; অকিঞ্চিৎকর; বাজে (এ কারণটি তাহার কাছে এমনই ফিকা বলিয়া মালুম হইয়াছিল-কাজী আবদুল ওদুদ)। ৩ পানসে; বিস্বাদ; জলো (ঘোলের চেয়ে দই ফিকে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অপক্ব>(প্রাকৃত) অপিক্ক>পিকী>}
- Bengali Word ফিকাহ্ English definition [ফিকাহ্](বিশেষ্য) ইসলামি শরিয়তের আইন ব্যাখ্যা; আইনের তাৎপর্য বিশ্লেষণজাত সিদ্ধান্ত। {(আরবি) ফিকাহ্}
- Bengali Word ফিকির English definition [ফিকির্](বিশেষ্য) ১ কার্যোদ্ধারের উপায় চিন্তা। ২ উপায়; ব্যবস্থা; কৌশল; চেষ্টা; ফন্দি; মতলব (ঘায়ের করবার ফিকিরে ছিল-মুনীর চৌধুরী)। ৩ ছলনা; ছল; প্রতারণা (কত ফিকিরে লোক পয়সা আনে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(আরবি) ফিকির}
- Bengali Word ফিকে English definition ⇒ফিকা২
- Bengali Word ফিঙা English definition ⇒ফিঙে
- Bengali Word ফিঙে, ফিঙা, ফিঙ্গে English definition [ফিঙে,ফিঙা,ফিঙ্গে](বিশেষ্য) ১ এক প্রকার কৃষ্ণবর্ণ পাখি (ডাকিল ফিঙা-মাইকেল মধুসূদন দত্ত)। ২ ‘y’ অক্ষরের মতো কাঠের টুকরা। ৩ পাথর ছোড়ার জন্য রজ্জু নির্মিত যন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) ফিঙ্গক>}
- Bengali Word ফিঙ্গক English definition [ফিঙ্গক্](বিশেষ্য) ফিঙে পাখি। {(তৎসম বা সংস্কৃত) ফিঙ+√গৈ+অ(ক)+ক(কন্)}
- Bengali Word ফিঙ্গে English definition ⇒ফিঙে
- Bengali Word ফিচেল, ফিচাল (বিরল) English definition [ফিচেল্,ফিচাল্](বিশেষণ) ১ ধূর্ত; শঠ; প্রবঞ্চক; ফন্দিবাজ; ধড়িবাজ। ২ ফাজিল; বাচাল; লম্পট। {(আরবি) ফাসিক; (আরবি) ফাদিল; (তুলনীয়) মারাঠি ফিসরা-বিশ্বাসঘাতক; বেঈমান; ধূর্ত}
- Bengali Word ফিট English definition [ফিট্](বিশেষ্য) ১২ ইঞ্চি দীর্ঘ মাপ। {(ইংরেজি) Feet}
- Bengali Word ফিট ১ English definition [ফিট্] বিমূর্ছা; তড়কা; অজ্ঞান অবস্থা (লোকটার ফিট হয়েছে)। {(ইংরেজি) Fit}
- Bengali Word ফিট ২ English definition [ফিট্](বিশেষ্য) ১ সংযোগ; সংযুক্তি (গাড়ির ইঞ্জিন ফিট করা)। ২ মাপসই বা সুসঙ্গত হওয়া (গায়ের জামাটি তো বেশ ফিট করেছে)। □ (বিশেষণ) ১ উপযুক্ত; যোগ্য (আমি যাকে ফিট বলে দেব, সাহেব তাতেই রাজী হবে-কাজী ইমদাদুল হক)। ২ সুসজ্জিত; পরিপাটি (ফিট বাবু)। ৩ মানানসই। ফিট ফাট (বিশেষ্য) পরিষ্কার-পরিচ্ছন্ন; পরিপাটি; কেতাদুরস্ত; tip-top। {(ইংরেজি) Fit}
- Bengali Word ফিটকারী, ফিটকিরি, ফিটকিরী English definition ⇒ফটকিরী
- Bengali Word ফিটন, ফেটিং, ফেটিন English definition [ফিটন্, ফেটিঙ্, ফেটিন্](বিশেষ্য) এক প্রকার চার চাকার ঘোড়ার গাড়ি (বাবুর ফিটন প্রস্তুতকালীপ্রসন্ন সিংহ; ফেটিং চোড়ে ঘুরছে মোড়ে-অমৃব)। {(ইংরেজি) Phaeton}
- Bengali Word ফিটফিটে English definition [ফিট্ফিটে](বিশেষণ) অত্যন্ত উজ্জ্বল; খুব সাদা (রং ফিটফিটে ফরসা-দিসে)। {ধ্বন্যাত্মক}