ফ পৃষ্ঠা ২৩
- Bengali Word ফ্যালনা English definition ⇒ ফেলনা
- Bengali Word ফ্যালফ্যাল English definition [ফ্যাল্ফ্যাল্] (অব্যয়) অসহায় বা বিমূঢ় দৃষ্টির ভাবব্যঞ্জক; বিস্ময়-বিমূঢ় চাহনির ভাব; শূন্যদৃষ্টি। □ (ক্রিয়া-বিশেষ্য) শূন্যদৃষ্টিতে; অর্থহীনভাবে; অসহায় দৃষ্টিতে (ফাঁপরে পড়িয়া কবি ফ্যাল ফ্যাল চায়-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {ভেলভেল্>?}
- Bengali Word ফ্যাশন, ফ্যাশ্ন English definition [ফ্যাশন্, ফ্যাশান্] (বিশেষ্য) ১ কেতাদূরস্ত রীতি; পছন্দ মাফিক চালচলন; শৌখিন রীতি। ২ প্রচলন; রেওয়াজ; প্রথা; পদ্ধতি (চুল না আঁচড়ানোই ফ্যাশন হয়ে দাঁড়ায়-ওবায়েদুল হক)। ৩ ঢং; রকম; ধরন; বিশেষ প্রকার। ৪ বাবুগিরি। {(ইংরেজি) Fashion}
- Bengali Word ফ্যাসাদ English definition ⇒ ফেসাদ
- Bengali Word ফ্রক English definition [ফ্রোক্] (বিশেষ্য) বালিকাদের ঘাগরাজাতীয় একপ্রকার পোশাক (শিউলিমণি ফ্রক পরেছে)। ফ্রককোট (বিশেষ্য) ঘাগরা জাতীয় কোটিবিশেষ (তার গায়ের ফ্রককোটের বয়েস বোধ হয় তার চাইতেও বেশী-প্রথম চৌধুরী)। {(ইংরেজি) Frock}
- Bengali Word ফ্রজন্দ English definition ⇒ ফরজন্দ
- Bengali Word ফ্রি, ফ্রী English definition [ফ্রি] (বিশেষণ) অবৈতনিক। ২ মূল্য দিতে হয় না এমন। ৩ স্বাধীন; মুক্ত। {(ইংরেজি) Free}
- Bengali Word ফ্রিজ English definition [ফ্রিজ্] (বিশেষ্য) ১ হিমায়নযন্ত্র; রেফ্রিজারেটর। {(ইংরেজি) Refrigerator}
- Bengali Word ফ্রিজ হওয়া English definition [ফ্রিজ্ হওয়া] (ক্রিয়া) ১ পানি জমে বরফ হওয়া। ২ স্থির হওয়া থাকা। {(ইংরেজি) Freeze}
- Bengali Word ফ্রেন্ড English definition [ফ্রেন্ড্] (বিশেষ্য) ১ বন্ধু; দোস্ত (ফ্রেন্ডরা সাধ্যমত ডিফেণ্ড কত্তে লাগলেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। ২ সাথি; সহচর। {(ইংরেজি) Friend}
- Bengali Word ফ্রেম English definition [ফ্রেম্] (বিশেষ্য) ছবি, চশমা, দর্শণ ইত্যাদিতে বাঁধিয়ে বা আটকিয়ে রাখার জন্য সেগুলোর চারধারের বেষ্টনীবিশেষ; কাঠামো; খাঁচা। {(ইংরেজি) Frame}
- Bengali Word ফ্রোক্ত English definition [ফ্রোক্তো] (বিশেষ্য) বিক্রয়; বেচা (দেশ বিদেশের মহাজন লোক গতায়াত করিয়া খরিদ ফ্রোক্ত করে-রাম)। {(ফারসি) ফুরুখত}
- Bengali Word ফ্লাক্স English definition [ফ্লাস্ক্] (বিশেষ্য) দীর্ঘক্ষণ গরম বা ঠাণ্ডা রাখার পাত্রবিশেষ (ফ্লাস্কের কণ্ঠ ভরে ধারা চা নিয়ে এসেছে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(ইংরেজি) Flask}
- Bengali Word ফ্লাট, ফ্ল্যাট English definition [ফ্লাট্, ফ্ল্যাট্] (বিশেষ্য) ১ বহুতল ভবনের কয়েকটি কামরা নিয়ে নির্মিত স্বয়ংসম্পূর্ণ বাসোপযোগী অংশ। ২ চ্যাপটা তলাবিশিষ্ট নৌকা। ৩ স্টিমারঘাটের ভাসমান প্লাটফর্ম। ৪ গাদাবোট; ইঞ্জিনবিহীন মালবাহী জাহাজবিশেষ। ৫ নিরুপায়; হতাশ। ৬ চিৎপাত। {(ইংরেজি) Flat}
- Bengali Word ফ্লানেল English definition [ফ্লানেল্] (বিশেষ্য) পশমের কোমল কাপড়বিশেষ। {(ইংরেজি) Flannel}
- Bengali Word ফ্লাশ English definition [ফ্লাশ্] (বিশেষ্য) তাসের একপ্রকার খেলা; তাস দিয়ে জুয়া খেলা (তারপর চা এবয় তাস ব্রিজই ভাল, তা না তো ফ্লাশ-বিষ্ণু দে)। {(ইংরেজি) Flush}
- Bengali Word ফ্লু English definition [ফ্লু] (বিশেষ্য) সংক্রামক সর্দিজ্বর; ইনফ্লুয়েঞ্জা, রোগবিশেষ। (আমি ভালো করেই জানতুম ফ্লু ওষুধে সারে না-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) Flu}
- Bengali Word ফ্লুট English definition ⇒ ফুলুট
- Bengali Word ফয়তা ১, ফৈত্তা English definition [ফয়্তা, ফোইত্তা](বিশেষ্য) ১ ইসলাম ধর্মশাস্ত্র অনুযায়ী মৃত ব্যক্তির আত্মার সদ্গতি প্রার্থনা উপলক্ষে ভোজ বা ফকির মিশকিনকে খাওয়ানো। ২ পীরের দরগায় শিরনি দান ও ভক্তি নিবেদন (দরগায় গিয়ে ফয়তা দেবা-দীসে)। {(আরবি) ফাতিহা>ফয়তা}
- Bengali Word ফয়তা ২ English definition [ফয়্তা] (বিশেষ্য) ১ ইসলাম ধর্মশাস্ত্র অনুযায়ী কাজির রায় (এই পক্ষপাতহীন ফয়তা ঘাড় পাতিয়া লইলে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। শাস্ত্রীয় বিধান। {(আরবি) ফতরা}। ⇒ফতোয়া