ফ পৃষ্ঠা ২২
- Bengali Word ফোস্কা English definition ⇒ফোসকা
- Bengali Word ফোস্কা, ফোস্কা English definition [ফোশ্কা] (বিশেষ্য) অগ্নিদাহ বা ঘর্ষণজনিত জলপূর্ণ স্ফোটকাবিশেষ (ওটা তো জুতোর স্ফোস্কা-সুকুমার রায়)। {(তৎসম বা সংস্কৃত) স্ফোটক>}
- Bengali Word ফোড় English definition ⇒ফোঁড়
- Bengali Word ফোড়া ১ English definition ⇒ফোঁড়া
- Bengali Word ফোড়া ২ English definition [ফোঁড়া](বিশেষ্য) ১ স্ফোটন। ২ ব্রণ। বয়স-ফোড়া, বসফোড়া (বিশেষ্য) যৌবনকালে মুখে উদ্গত ব্রণ। বিষফোড়া (বিশেষ্য) দুষ্টব্রণ; প্রদাহযুক্ত ফোড়াবিশেষ। লোমফোড়া (বিশেষ্য) লোমকূপ ভেদ করে উদ্গত ফোড়া। {(তৎসম বা সংস্কৃত) স্ফোটক>}
- Bengali Word ফোয়ারা English definition [ফোয়ারা] (বিশেষ্য) প্রস্রবণ; উৎস। {(আরবি) ফোয়ারাহ}
- Bengali Word ফৌজ, ফওজ English definition [ফোউজ্, ফওজ্] (বিশেষ্য) ১ সৈন্যদল (গাঁয়ে এল কোম্পানীর ফৌজ-আসকার ইবনে শাইখ)। ২ অনেক লোকজন। ফৌজদার (বিশেষ্য) ১ সেনাদায়ক। ২ নায়ক। ৩ কোতোয়াল। ৪ ম্যাজিস্ট্রেট। ৫ (মোগল আমলে) আঞ্চলিক শাসক ও রাজস্বগ্রাহক সর্বোচ্চ কর্মচারী। ফৌজদারি (বিশেষ্য) খুন-জখম; মারপিট ইত্যাদি সম্পর্কিত মামলা বা মোকদ্দমা। □ (বিশেষণ) ১ খুন-জখম ইত্যাদি সম্বন্ধীয়। ২ শাসন-সংক্রান্ত। ফৌজদারি আদালত (বিশেষ্য) ম্যাজিস্ট্রেটের বিচারালয়; মারপিট খুন-জখম চুরি-ডাকাতি ইত্যাদি সংক্রান্ত বিচারালয়। ফৌজদারিতে সোপর্দ করা (ক্রিয়া) ফোজদারি আদালতে বিচারের জন্য প্রেরণ করা। ফৌজি (বিশেষণ) সামরিক; জঙ্গি। {(ফারসি) ফৌজ}
- Bengali Word ফৌত, ফোত English definition [ফোউত্ ফোত্] (বিশেষণ) ১ মৃত; গত; নষ্ট (দুজন ঘোড়সওয়ার জখম, আর একজন ফৌত হয়েছে-গৌরিশঙ্কর চট্টাচার্য)। ২ উত্তরাধিকারহীন হয়ে মৃত; নির্বংশ। □ (বিশেষ্য) দেউলিয়া; ফতুর; সর্বস্বান্ত (এরা কিছুদিন পরে ফোত হবেন-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ফৌতি (বিশেষণ) মৃত ব্যক্তির; মৃত ব্যক্তি স্পর্কিত। {(আরবি) ফৌত}
- Bengali Word ফ্যা-ফ্যা English definition [ফ্যাফ্যা] (অব্যয়) ১ নিষ্কর্মা বা বেকারের নিরর্থক বাক্যব্যয়সূচক ধ্বনি; বকবক। ২ দ্বারে দ্বারে দয়া/কৃপা ভিক্ষা চেয়ে ঘুরে বেড়ানো। ৩ বৃথা অনুরোধ কিংবা দুঃখ প্রকাশক; নিষ্ফল প্রার্থনাসূচক। ৪ দারিদ্রের ভাব (লোকটা ফ্যাফ্যা করে ঘোরে)। ৫ চাকরি খুঁজে বেড়ানো। (অফিসে অফিসে ফ্যা ফ্যা করে ঘুরছে)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফ্যাঁকাসে English definition ⇒ ফেকাসে
- Bengali Word ফ্যাঁকাসে English definition ⇒ ফেকাসে
- Bengali Word ফ্যাঁকড়া English definition ⇒ ফেঁকড়া
- Bengali Word ফ্যাক্স English definition [ফ্যাক্স্] (বিশেষ্য) বৈদ্যুতিক যন্ত্রের মাধ্যমে দুরবর্তী স্থানে পত্রের অনুলিপি প্রেরণের কৌশল। {(ইংরেজি) Fax}
- Bengali Word ফ্যাচফ্যাচ English definition ⇒ ফেচফেচ
- Bengali Word ফ্যাচাং English definition ⇒ ফেচাং
- Bengali Word ফ্যাটা English definition ⇒ ফেটা
- Bengali Word ফ্যান-চাটা English definition [ফ্যান্চাটা] (বিশেষণ) উচ্ছিষ্টবোজী; অতিশয় অনুগত (লোকটা জমিদার জোতদারদের ফ্যান-চাটা-আবুল মনসুর আহমদ)। {(তৎসম বা সংস্কৃত) ফেন+(বাংলা) চাটা}
- Bengali Word ফ্যানসা English definition [ফ্যান্শা] (বিশেষণ) ফেনযুক্ত; মাড়যুক্ত (উড়ছে ধোঁয়া ফ্যানসা ভাতে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) ফেন+ (হিন্দি) সা}
- Bengali Word ফ্যাবা English definition [ফ্যাবা] (বিশেষ্য) চিৎকার (কথা কয় যেন বোকা ছাগলে ফ্যাবা মারেদীনবন্ধু মিত্র)। {ধ্বন্যাত্মক; ভ্যাভ্যা(?)>}
- Bengali Word ফ্যামিলি English definition [ফ্যামিলি] (বিশেষ্য) পরিবার। ফ্যামিলি প্ল্যানিং (বিশেষ্য) পরিবার পরিকল্পনা; family planning। {(ইংরেজি) Family}