• Bengali Word ফাঁপর, ফাপর, ফাঁফর English definition [ফাঁপোর, ফাপোর, ফোঁপর](বিশেষ্য) ১ সমস্যা; বিপদ; বিপাক; মহাচিন্তা; নিরুপায় (এসে ফাঁপরে পড়ে গেলাম-ইঁখা)। ২ মনের অস্বস্তি বা শূন্যতা (তাহার বুকের ফাঁপর সে মিটাইবে কি দিয়া-কাজী আবদুল ওদুদ)। ৩ হতবুদ্ধিকর অবস্থা (ফাঁপরে পড়িয়া কবি ফ্যাল ফ্যাল চায়-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৪ উদর ফুলে ওঠা (জল খেয়ে রাবণারে হইলি ফাঁপর-কৃত্তিবাস ওঝা)। □ (বিশেষণ) বিপন্ন; হতবুদ্ধি; কিংকর্তব্যবিমূঢ় (পালাইতে না পেরে ফাঁপরে হৈল হর-ভারতচন্দ্র রায়গুণাকর; শুনিয়া আজিজ মর্দ হইল ফাফর-ফকির গরীবুল্লাহ)। {(প্রাকৃত) ফংফ>ফাঁপ+র}