ফ পৃষ্ঠা ৩
- Bengali Word ফলক English definition [ফলোক্](বিশেষ্য) ১ ফলা; তীরের সূক্ষ্মাগ্রভাগ। ২ ধোপার পাট। ৩ পাট; পট্ট; পাটার মতো চওড়া; পাত (হরিণের শিঙ কাঠের ফলক গায়ের কাপড় কত কি’তে রেখা টানচে তারা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ ললাটের অস্থি বা হাড়। ৫ ঢাল (নিষঙ্গের সঙ্গে পৃষ্ঠে দুলিল ফলক-মাইকেল মধুসূদন দত্ত)। ফলক পাণি (বিশেষ্য) ঢালী। ফলক-লিপি (বিশেষ্য) চওড়া কাষ্ঠখণ্ডাদিতে লিখিত পরিচয়-লিপি; name-plate (দ্বারে ফলকলিপি পড়িলাম-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ফল+ক(কন্)}
- Bengali Word ফলকী English definition [ফলোকি](বিশেষ্য) ১ ফলি মাছ। ২ ঢালী। {(তৎসম বা সংস্কৃত) ফলক+ইন্(ইনি)}
- Bengali Word ফলঙ্গ English definition [ফলোঙ্গো](বিশেষ্য) উল্লস্ফান; লাফ (ফলঙ্গে লঙ্ঘিতে পারে ত্রিশ হাত খানা-ঘনরাম চক্রবর্তী)। {(হিন্দি) ফলঙ্গ}
- Bengali Word ফলত English definition [ফলোতো](ক্রিয়াবিশেষণ) বস্তুর; বাস্তবিকপক্ষে, সংক্ষেপ। {(তৎসম বা সংস্কৃত) ফলতঃ>}
- Bengali Word ফলদ, ফলন English definition ⇒ফল
- Bengali Word ফলনা, ফলানা English definition [ফল্না,ফলানা](বিশেষ্য)বিশেষ্য (ফলনার বাপ)। ফলনি( স্ত্রীলিঙ্গ) । {(আরবি) ফলানা}
- Bengali Word ফলন্ত English definition ⇒ফল
- Bengali Word ফলশি, ফলশী English definition [ফোল্শি](বিশেষ্য) আমশি; শুষ্ক আম। {(তৎসম বা সংস্কৃত) ফল+শুষ্ক>}
- Bengali Word ফলসা, ফালসা English definition [ফল্সা,ফাল্সা](বিশেষ্য) অম্লমধুর স্বাদ যুক্ত কৃষ্ণলোহিতবর্ণ ক্ষুদ্র গোলাকার ফলবিশেষ (ফলসার রস-রবীন্দ্রনাথ ঠাকুর)। ফলসাই, ফালসাই (বিশেষণ) ফলসাজাতীয় ; ফলের রং বিশিষ্ট (আমি খাটের উপর থেকে ফালসাই রং এর শাড়ী তুলে নিলাম-রখা)। {(ফারসি) ফলসা}
- Bengali Word ফলা ১ English definition [ফলা](বিশেষ্য) ১ ফলক; অস্ত্রের তীক্ষ্ম প্রান্ত। ২ ঢাল (ফলা ফরকাইয়া সেন হইল সম্মুখ-ঘনরাম চক্রবর্তী)। ৩ যক্তাক্ষরে সংযুক্ত ব্যঞ্জনবর্ণের চিহ্ন (র-ফলা, ম-ফলা ইত্যাদি)। {(তৎসম বা সংস্কৃত) ফলক>}
- Bengali Word ফলা ২ English definition [ফলা](ক্রিয়া) ১ উৎপন্ন হওয়া; জন্মানো। ২ ফলবান হওয়া। ৩ সত্য হওয়া; সফল হওয়া (আমরা কথা ফলবে)। □ (বিশেষণ) ১ ফল প্রসবকারী; ফল উৎপন্ন করে এমন (দোফলা গাছ)। ২ ফলন্ত। ফলানো (ক্রিয়া) ১ জন্মানো; উৎপাদন করা। ২ (ব্যঙ্গার্থ) জাহির করা; বাহাদুরি দেখিয়ে বলা। ৩ অতিরঞ্জিত করে প্রকাশ করা (জিনিসটাকে ফলিয়ে বলবার লোভ করব না-রবীন্দ্রনাথ ঠাকুর)। রং ফলানো (ক্রিয়া) ১ অতিরঞ্জিত করা। ২ বর্ণ পরিস্ফুট করা; রং ফুটানো। {√ফল্+আ}
- Bengali Word ফলাও, ফালাও English definition [ফলাও,ফালাও](বিশেষণ) ১ বিস্তীর্ণ; প্রশস্ত; প্রসারিত; ঢালাও (ওর বুদ্ধি ছিল ফলাও-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অতিরঞ্জিত (সে আর জ্ঞানটুকু আর একটু ফলাও প্রচার করল)। ৩ প্রচুর; পরিপূর্ণ; সমৃদ্ধ। {(আরবি) ফলাহ্=সমৃদ্ধি}
- Bengali Word ফলাকাঙ্ক্ষা English definition [ফলাকাঙ্খা](বিশেষ্য) কৃতকর্ম ফলের আশা পোষণ। {(তৎসম বা সংস্কৃত) ফল+আকাঙ্ক্ষা}
- Bengali Word ফলাগম English definition [ফলাগম্](বিশেষ্য) ফলের উৎপাদন সময়; ফল ধরার সময়। {(তৎসম বা সংস্কৃত) ফল+আগম}
- Bengali Word ফলান, ফলানো English definition ⇒ফলা২
- Bengali Word ফলানা English definition ⇒ফলনা
- Bengali Word ফলান্বেষণ English definition [ফরান্নেশন্](বিশেষ্য) ১ ফলের অনুসন্ধান। ২ কার্যাসিদ্ধির আশা। {(তৎসম বা সংস্কৃত) ফল+অন্বেষণ}
- Bengali Word ফলাফল English definition [ফলাফল্](বিশেষ্য) কর্মের শুভাশুভ বা মঙ্গলামঙ্গল পরিণাম; সাফল্য বা অসাফল্য; সিদ্ধি বা প্রসিদ্ধি। {ফল্+অফল}
- Bengali Word ফলার English definition ⇒ফলাহার
- Bengali Word ফলারি English definition [ফরারি](বিশেষ্য) ফলের অর্থাৎ ফল গাছের বাগান; orchard। ফলফলারি (বিশেষ্য) নানা প্রকার ফল; নানা প্রকার ফল ও শাকসবজি। {(তৎসম বা সংস্কৃত) ফল+অরি}