ফ পৃষ্ঠা ২
- Bengali Word ফরসা, ফরশা, ফর্সা English definition [ফর্শা](বিশেষণ) ১ গৌরবর্ণ (রং একেবারে ফিটফিটে ফর্সা-দ্বিসে)। ২ অন্ধকারশূন্য; আলোকোজ্জ্বল (রাত পোহাল ফরসা হল ফুটনো কত ফুলদীনবন্ধু মিত্র)। ৩ নির্মল; পরিষ্কার; সাদা (ফরসা কাপড়)। ৪ উজ্জ্বল; নির্মেঘ (বর্ষাকালে ফর্সা অকাশ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ নিঃশেষ; সাবাড়; খতম (কলেরায় গ্রাম একেবারে ফর্সা হয়ে গেছে)। ৬ জটিলতাহীন; স্পষ্ট (প্যাঁচ না রেখে যা বলবার ফর্সা করে বলে দাও)। ৭ শূন্য (সেনাবাহিনী আসায় জনতার মিছিল এক মুহুর্তি একেবারে ফরসা)। {(তৎসম বা সংস্কৃত) স্ফর>স্ফর্>}
- Bengali Word ফরসি, ফুরসি English definition [ফোর্শি,ফুর্শি](বিশেষ্য) দীর্ঘ নলযুক্ত হুঁকা; গুড়গুড়ি; ফরাসেল যোগ্য হুঁকা। {(আরবি) ফরশী}
- Bengali Word ফরাগত, ফরাকত English definition [ফরাগত্,ফরাকত্](বিশেষ্য) ১ উন্মুক্ত; বা ফাঁকা জায়গা। ২ অভাবমুক্ত; স্বাচ্ছন্দ্য; সাচ্ছল্য (ফরাগতে মাতাপিতা সংহতি রাখএ-সৈয়দ আলাওল)। ৩ অবকাশ; অবসর; ছুটি (ইসা খাঁ গালিচার ফরাগৎ মত বসিয়া একটু আরাম বোধ করিলেন-ইসমাইল হোসেন শিরাজী)। □ (বিশেষণ) চওড়া; প্রশস্ত; বিস্তৃত পরিসর। {(আরবি) ফরাগত}
- Bengali Word ফরাজ, ফরায়েজ English definition [ফরাজ্,ফরায়েজ্](বিশেষ্য) মৃত ব্যক্তির সম্পত্তি বন্টন সম্বন্ধীয় বিশেষ ইসলামি শাস্ত্র; ইসলামি দায়ভাগ। ফরাজ করা (ক্রিয়া) ইসলামি শাস্ত্র অনুযায়ী মৃতের সম্পত্তি তাঁর উত্তরাধিকারীদের মধ্যে নির্ধারিত অংশে ভাগ করে দেওয়া। {(আরবি) ফরায়েদ}
- Bengali Word ফরাজি, ফরায়েজি English definition [ফরাজি](বিশেষ্য) ১ হাজি মুহম্মদ শরিয়তুল্লাহর মতানুসারী ব্যক্তি। ২ ইসলাম অনুসারে যাঁরা ফরজ বা অবশ্যপালনীয় নির্দেশ মেনে চলেন। ৩ ব্রিটিশ বিরোধী ফরাজি আন্দোলনে যাঁরা ব্রিটিশ অধিকৃত ভারতবর্ষকে দারুল-হরব মনে করতেন। {(আরবি) ফরায়েদি}
- Bengali Word ফরাসি, ফরাস (মধ্যযুগীয় বাংলা) English definition [ফরাশি,ফরাশ্](বিশেষ্য) ১ ফ্রান্স দেশের অধিবাসী (ঈঙ্গরেজ, ওলন্দাজ, ফিরিঙ্গ, ফরাস-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ ফ্রান্স দেশের ভাষা। □ (বিশেষণ) ফ্রান্স দেশীয়; ফ্রান্স সম্বন্ধীয়। ফরাসি ডাঙ্গা (বিশেষ্য) ১ ফরাসিদের দ্বারা অধিকৃত নগরবিশেষ (ফরাসডাঙ্গায় ধুতি)। {প্রাচীন (ইংরেজি) Frencise}
- Bengali Word ফরি, ফরী English definition [ফোরি](বিশেষ্য) ঢাল (খড়্গ আর ফরী-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) ফলক>}
- Bengali Word ফরিক, ফরিকার, ফরিকাল, ফরিকালি English definition [ফোরিক্,ফোরিকার্,ফোরিকাল্,ফোরিকালি](মধ্যযুগীয় বাংলা)(বিশেষ্য) (পদ্যে ব্যবহৃত) সৈন্যদল; বাহিনী; সেনাসমূহ (রায়বাঁশ তবকী ফরিকাল-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী; ধানুকী বন্দুকী ঢালী রায়বেঁশে ফরিকালি-রাজশেখর বসু (পরশু))। {(আরবি) ফারীক্}
- Bengali Word ফরিয়াদ, ফরয়্যাদ English definition [ফোরিয়াদ্,ফর্য়্যাদ্](বিশেষ্য) ১ প্রার্থনা; বিচার প্রার্থনা (আমরা শুনেছি ভীত আত্মার সকরুণ ফরয়্যাদ-কাজী নজরুল ইসলাম)। ২ অভিযোগ; নালিশ (ফরিয়াদ করে নিশি দিনমান সারা হিন্দুস্থান-আজহারুল ইসলাম)। ৩ মামলা; মোকদ্দমা; আদালতে অভিযোগ। ৪ সাহায্য-প্রার্থনা; দোহাই দেওয়া। ফরিয়াদি (বিশেষ্য) বাদী; বিচারপ্রার্থী; আদালতে অভিযোগকারী (স্বয়ং ধর্ম ছাড়া তার আর কোনো ফরিয়াদি অবশিষ্ট নাই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) ফরয়াদ}
- Bengali Word ফরেব English definition ⇒ফেরেব
- Bengali Word ফরোখ্ত English definition [ফরোখ্ত্](বিশেষ্য) বিক্রয় (খরিদ ফরোখত অর্থাৎ কেনা বেচা যে না হইবে তাহাও নহে-মীর মশাররফ হোসেন)। {(ফারসি) ফুরখত}
- Bengali Word ফর্ণা English definition [ফুর্না](বিশেষ্য) ফুটানি (তথাপি মামুদা বেটা মুখে মারে ফুর্ণা-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) স্ফুরণ>}
- Bengali Word ফর্দ, ফরদি English definition [ফর্দো,ফোর্দি](বিশেষ্য) ১ তালিকা; ফিরিস্তি (মুখে সুখে সাংসারিক কাজের বিরাট ফর্দ দাখিল করে কহিল-শরৎচন্ত্র চট্টেপাধ্যায়; ভাবীকালের ফর্দ রচনায় কৃপণতা প্রকাশ করায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ খণ্ড বা টুকরা; ফালি (রাংতার চাদর যেন এক ফরদি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) ফর্দ}
- Bengali Word ফর্দা English definition [ফর্দা](বিশেষণ) ১ ফাঁকা; মুক্ত; খোলা; উন্মুক্ত। ২ প্রসারিত; বিস্তৃত (ছোকো না রাতের রূপ-থাক ফর্দা-মোহিতলাল মজুমদার)। ৩ খোলা স্থান; উন্মুক্ত প্রান্তর (খিল-খোলা ফর্দাতে যাব চলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ফর্দা-ফাঁই (বিশেষণ) ছিন্নভিন্ন ও ব্যবহারের অযোগ্য। {(আরবি) ফর্দ}
- Bengali Word ফর্ম English definition ⇒ফরম
- Bengali Word ফর্মা, ফরমা English definition [ফর্মা](বিশেষ্য) ১ পুস্তকাদির যতগুলো পৃষ্টা (৮, ১৬ ইত্যাদি) একসঙ্গে ছাপা হয় (১০ ফর্মার বই)। ২ ছাঁচ (একটা কাঠামো বা ফর্মা বাঁধা গেলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {পর্তুগিজ forma; (ইংরেজি) Forme}
- Bengali Word ফর্মালিটি English definition [ফর্মালিটি](বিশেষ্য) লৌকিকতা (আপনি বড্ড ফর্মালিটি করছেন-আলাউদ্দীন আল আজাদ)। {(ইংরেজি) formality}
- Bengali Word ফর্শা, ফর্সা ফ English definition ⇒রসা
- Bengali Word ফল English definition [ফল্](বিশেষ্য) ১ গাছ প্রভৃতিতে জাত শষ্য বা বীজাধার (আম, জাম ইত্যাদি)। ২ লাভ; কোনো কাজের পরিণাম (কি ফল লভিনু হায়-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ নির্ধারণ; সিদ্ধান্ত; সমাধান (অঙ্কের ফল)। ৪ নিষ্পত্তি। ৫ শাস্তি; দণ্ড (পাপের ফল)। ৬ রায়; মীমাংসা (মোকদ্দমার ফল)। ৭ সন্তান। ৮ ফলা। ৯ উপকার (ঔষধের ফল)। ফলকথা (বিশেষ্য) মোট কথা; শেষ কথা; সারবস্তু বা সার কথা; কোনো বিষয়ে নিষ্পত্তিকর বাক্য। ফলকর (বিশেষ্য) ১ বৃক্ষলতাদিতে উৎপন্ন ফল উপভোগের জন্য প্রদত্ত করা। ২ ফলের বাগান। □ (বিশেষণ) ১ ফলবান (ফলকর বৃক্ষ)। ২ উপকার হয় এমন; উপকারী; উপকারক; ফলপ্রদ; ফলস্বরূপ; আসলে; প্রকৃতপক্ষে; বস্তুত। ২ পরিণামে। ফলত্রয় (বিশেষ্য) ১ ত্রিফলা। ২ মরিচ, শুঁঠ ও পিপুল – এই তিন রকম ফল। ফলদ, ফলদায়ক, ফলপ্রদ (বিশেষণ) ফল দান করে এমন; ফলদাতা (হোক পুষ্পহীন, কিন্তু ফলদ-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ সিদ্ধিদায়ক। ফলদর্শী (বিশেষণ) দূরদর্শী; পরিণামদর্শী; ভবিষ্যৎদর্শী। ফলদর্শিতা বি। ফল দেওয়া (ক্রিয়া) ১ উপকার পাওয়া। ২ ফল ধরা। ফল দেখা (ক্রিয়া) প্রথম ঋতুমতী হওয়া। ফলন (বিশেষ্য) ১ বৃক্ষাদিতে ফল জন্মানো; উৎপাদন। ২ ফলা; সংঘটন; সত্যে পরিণত হওয়া। ফলন্ত (বিশেষণ) ফল ধরেছে এমন (গাছ); ফলবান; ফলবন্ত; ফলশালী (মালী না থাকলেও ফলন্ত বীজ গাছ হ’য়ে বাড়তে থাকে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ফলপ্রসূ (বিশেষণ) ফল প্রদান করে এমন; ফলদায়ক; হিতকারী; উপকারক। ফলপ্রাপ্তি (বিশেষ্য) ফললাভ; কার্যে সিদ্ধিলাভ। ফলবান, ফলশালী (-লিন্) (বিশেষণ) ১ কৃতকার্য; সফল; চরিতার্থ। ২ ফলপূর্ণ; ফলন্ত; ফলযুক্ত। ফলবতী, ফলশালিনী;( স্ত্রীলিঙ্গ) । ফলভাগী (বিশেষণ) কোনো কাজের পরিণামভাগী; ফলের অংশীদার। ফলভাগিনী( স্ত্রীলিঙ্গ) । ফলভোগ (বিশেষ্য) কৃতকর্মজনিত সুখ-দুঃখের উপলব্ধি। ফলভোগী (-গিন্) (বিশেষণ) কৃতকর্মের ফলভোগকারী। ফলশ্রুতি (বিশেষ্য) ১ শ্রুতিফল (পুণ্যকাহিনী শ্রবণে যে ফল পাওয়া যায়, তা-ই ফলশ্রুতি (মহাভারত কিংবা গীতা শ্রবণের শ্রুতিফল হচ্ছে পূণ্যলাভ; অতএব ফলশ্রুতি হচ্ছে পূণ্যার্জন কিংবা ধর্মাভাবের উন্মেষ)। ২ (আলঙ্কারিক) ফলাফল; পরিণাম; তাৎপর্য। ৩ প্রভাব। ফলশ্রেষ্ঠ (বিশেষ্য) আম; আমগাছ। {(তৎসম বা সংস্কৃত) √ফল্+অ(অচ্)}
- Bengali Word ফলই, ফলুই, ফলি English definition [ফোলোই,ফোলুই,ফোলি](বিশেষ্য) চিতলজাতীয় ছোট মৎস্যবিশেষ; ফলিমাছ। {(তৎসম বা সংস্কৃত) ফলকী>}