ফ পৃষ্ঠা ৬
- Bengali Word ফাঁস ১, ফাঁশ ১ English definition [ফাঁশ্](বিশেষ্য) ১ ইচ্ছানুযায়ী শক্ত বা শিথিল করা যায় এমন রজ্জু বা দড়ির বাঁধন; ফাঁসি (কার হাতে কেরয়াল কারু হাতে ফাঁস-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ প্রকাশ (সম্বন্ধটা ফাঁস ক’রে দিলে-কাজী নজরুল ইসলাম)। ৩ ফাঁদ; জাল। ফাঁসকল (বিশেষ্য) ১ ফাঁদ। ২ চাল; চক্রান্ত; কৌশল; জাল (উলটে ওরা তোমারই ফাঁসকলে পড়েছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পাশ>}
- Bengali Word ফাঁস ২, ফাঁশ ২ English definition [ফাঁশ্](বিশেষণ) ১ আলগা; শিথিল। ২ ব্যক্ত; প্রকাশিত; রাষ্ট্র (আসলে কথাটা ক্রমেই ফাঁস হইয়া পড়িতেছে-সুকুমার রায়)। {(ফারসি) ফাশ}
- Bengali Word ফাঁসি, ফাঁসী, ফাঁশি English definition [ফাঁশি](বিশেষ্য) ১ আত্মহত্যা; গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহনন; উদ্বন্ধন। ২ বন্ধন-রজ্জু (আমি পরের ঘরে কিনব না তোর ভূষণ বলে গলায় ফাঁসি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ আত্মহননের জন্য গলায় পরার ফাঁস। ৪ গলায় ফাঁস লাগিয়ে মৃত্যুদণ্ড। ফাঁসিকাঠ (বিশেষ্য) যে কাঠ থেকে ফাঁসির দড়ি লাগানো হয়। {(তৎসম বা সংস্কৃত) পাশ>ফাঁস, ফাঁশ+(বাংলা) ই, ঈ}
- Bengali Word ফাঁসুড়ে, ফাঁসুড়িয়া English definition [ফাঁশুড়ে,ফাঁশুড়িয়া] কৌশলে গলায় ফাঁস লাগিয়ে পথচারীদিগকে হত্যা করে এমন নরঘাতী দস্যু (শিমলিয়া বালিঘাটা ফাঁসুড়ের ভয়-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ফাঁস+(বাংলা) উড়িয়া>উড়ে}
- Bengali Word ফাঁড় English definition [ফাঁড়্](বিশেষ্য) ১ কলসি ইত্যাদির মধ্য বেষ্টন। ২ উদর; পেট (এ ফাঁড় আর ভরবে না)। {(তৎসম বা সংস্কৃত) ফণ্ড>}
- Bengali Word ফাঁড়া English definition [ফাঁড়া](বিশেষ্য) ১ রিষ্টি বা গ্রহদোষ, জ্যোতিষ গণনানুযায়ী মৃত্যুযোগ বা কঠিন বিপদের সম্ভাবনা (অমনি করে ফাঁড়া কাটিয়ে কোন রকমে বেঁচে আছি-ওই)। ফাঁড়া উতড়ানো, ফাঁড়া কাটানো (ক্রিয়া) বিপদ উত্তীর্ণ হওয়া; প্রাণসংকট মুহুর্ত কেটে যাওয়া। ফাঁরা গর্দিশ (বিশেষ্য) বিপদ-আপদ (নানাবিধ মুশকিল যাবতীয় ফাড়া গর্দিশ এবং তার চেয়ে প্রচুরতর আনন্দের ভিতর দিয়ে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) পীড়া>}
- Bengali Word ফাঁড়ি, ফাঁড়ী English definition [ফাঁড়ি](বিশেষ্য) পুলিশ-ঘাঁটি; থানার শাখা; চৌকি। ফাঁড়িদার (বিশেষ্য) ১ ফাঁড়ির বড় কর্তা। ২ দারোগা। ৩ চৌকিদার। {(তৎসম বা সংস্কৃত) ঘাঁটি>}
- Bengali Word ফাই-ফরমাশ English definition [ফাই-ফর্মাশ্](বিশেষ্য) ছোটখাট হুকুম তামিল (নির্মলা চায় অপূর্ব দাদা তাহাকে ফাই-ফারমাস করে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ফারসি) ফর্মাইশ্}
- Bengali Word ফাইন English definition [ফাইন](বিশেষ্য) জরিমানা। □ (বিশেষণ) মিহিন; সুন্দর (ফাইন সুতার কাপড়)। {(ইংরেজি) Fine}
- Bengali Word ফাইল English definition [ফাইল্](বিশেষ্য) ১ শৃঙ্খলার সাথে গুছিয়ে রাখা কাগজপত্রের তাড়া বা নছির গোছা। ২ তালিকা (ধরা রইলো না মানের ফাইলে গাঁথা হয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি) File}
- Bengali Word ফাউ English definition ⇒ফাও
- Bengali Word ফাউগ English definition ⇒ফাগ
- Bengali Word ফাউন্টেন পেন English definition [ফাউন্টেন্টেন্পেন্](বিশেষ্য) ঝরনা কলম; একবার কালিতে পূর্ণ করলে যে কলমে দীর্ঘক্ষণ লেখা যায়। {(ইংরেজি) Fountain-pen}
- Bengali Word ফাউড়া, ফাবড়া (মধ্যযুগীয় বাংলা) English definition [ফাউড়া,ফাব্ড়া](বিশেষ্য) ক্ষুদ্র লগুড়; খেঁটে; ছোট লাঠি (লইয়া ফাউড়া ঢেলা যায় সঙ্গে করে খেলা; তার হয় জীবন সংশয়-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পর্ব>}
- Bengali Word ফাও, ফাউ English definition [ফাও, ফাউ](বিশেষ্য) আসল পরিমাণের অতিরিক্ত কিছু; মূল্যের বদলে প্রাপ্য বস্তুর চেয়ে বাড়তি সামান্য কিছু। □ (বিশেষণ) ১ অতিরিক্ত; উপরি। ২ তুচ্ছ; সামান্য (শুধু তাই নয় তিনি কিছু ফাউও দিয়েছেন-মুম)। {(তৎসম বা সংস্কৃত) স্ফার; (হিন্দি) ফাও}
- Bengali Word ফাওড়া English definition [ফাওড়া](বিশেষ্য) লম্বা বাঁটযুক্ত চওড়া কোদাললি (ফাওড়া কোদালি লেহ; বাগানে চলিয়া যাহ-সৈয়দ হামজা)। {(হিন্দি) পাওড়া}
- Bengali Word ফাকা English definition [ফাকা](বিশেষ্য) ১ উপবাস (সাতরোজ ফাকা আছে তবু নাহি খায়-সৈয়দ হামজা; ভূখাফাকা)। ২ দারিদ্র্য; অভাব-অনটন। {(আরবি) ফারাহ}
- Bengali Word ফাক্কা English definition [ফাক্কা](বিশেষ্য) ১ বিবর্ণ বা স্নানাভাব; বিবর্ণতা; ম্লানিমা (মুখে উড়ে ফাক্কা-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। ২ ফেনা; ফেকো; শুকনা থুথু। {(তৎসম বা সংস্কৃত) ফক্কিফা>}
- Bengali Word ফাগ, ফাউগ, ফাগু, ফাগুয়া English definition [ফাগ্, ফাউগ্, ফাগু, ফাগুয়া](বিশেষ্য) ১ আবীর (উহাতে কে যেন ফাগ ছড়াইয়া দিয়াছে; আইল ফাগুন মাস ফাগুর বিহার-দৌলত উজির বাহরাম খান; সিন্দূর বদলে দিব ফাউগের গুঁড়ি-বিজয় গুপ্ত)। ২ উৎসব-বিশেষ; হোলি। {(তৎসম বা সংস্কৃত) ফল্গু>, (তুলনীয়) (হিন্দি) ফাগুয়া}
- Bengali Word ফাগুন English definition ⇒ফাল্গুন