• Bengali Word ফানি, ফাণি, ফেনি English definition [ফানি, ফানি, ফেনি](বিশেষ্য) ফেনি বাতাসা। ২ আখের ঘন গুড়। {(তৎসম বা সংস্কৃত) √ফন্‌+ই(ণিচ্‌)>অথবা (তৎসম বা সংস্কৃত) ফেন>}
    • Bengali Word কাফন , কাফানি , কফন English definition [কাফোন্‌, কাফানি, কফোন্‌] (বিশেষ্য) মুসলমানদের মৃতদেহ আচ্ছাদনের কাপড়-স্ত্রী মৃতদেহের জন্য পাঁচখণ্ড এবং পুরুষ মৃতদেহের জন্র তিন খণ্ড কাপড় ব্যবহৃত হয়। (এজিদ পিতার মৃতদেহ … কাফন দ্বারা আবৃত করিয়া সাধারণের সম্মুখে আনয়ন করিলেন-মীর মশাররফ হোসেন)। {(আরবি) কাফন}