ফ পৃষ্ঠা ৫
- Bengali Word ফস্কা, ফস্কান, ফস্কানো English definition ⇒ফসকা
- Bengali Word ফাঁই English definition [ফাঁই](বিশেষ্য) ১ শূন্য; ফাঁক। ২ উধাও। ফটাম ফাঁই (অব্যয়) ছেঁড়া বা বিদীর্ণ হওয়ার শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফাঁই ফাঁই English definition [ফাঁইফাঁই](অব্যয়) বস্ত্রাদি ফালি ফালি করে ছেঁড়ার শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফাঁক English definition [ফাঁক](বিশেষ্য) ১ তফাৎ; অন্তর; ব্যবধান। ২ ফাটল; উন্মুক্ততা; ছিদ্র। ৩ সুযোগ; সুবিধা। ৪ অবকাশ; অবসর(ফাঁক পেলে)। ৫ শূন্য বা নিঃশ্বেষ (পকেট ফাঁক)। ৬ শূন্যতা (তহবিলের ফাঁক পূর্ণ হল ধনপতির-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৭ বিচ্ছেদ; লঙ্ঘন; বাদ (একদিনও ফাঁক যায় না)। ৮ লুন্ঠন (সিন্দুক ফাঁক করা)। ফাঁক করা (ক্রিয়া) ১ খোলা। ২ শূন্য বা খালি করা; ছিদ্র করা। ৩ বিদারণ করা। ৪ রাষ্ট্র করা; প্রচার করা; প্রকাশ করে দেওয়া (গোপন কথা ফাঁক করা)। ফাঁকতাল, ফাঁকতাল্লা (বিশেষ্য) ১ হঠাৎ পাওয়া সুযোগ বা সুবিধা (গোলমালে ফাঁকতালে পালিয়েছি কেমন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বাজনার তালবিশেষ। ফাঁক পাওয়া (ক্রিয়া) ১ অবসর পাওয়া। ২ সুযোগ পাওয়া। ফাঁক ফাঁক (বিশেষণ) বিচ্ছিন্ন; আলাদা ছাড়া ছাড়া (ফাঁক ফাঁক হয়ে বসো)। ফাঁকে পাড় (ক্রিয়া) ১ ফাঁকিতে পড়া। ২ বঞ্চিত হওয়া; প্রতারিত হওয়া। ফাঁকে ফাঁকে (ক্রিয়াবিশেষণ) কাজের অবসরে; মধ্যে মধ্যে; দূরে দূরে; আড়ালে আড়ালে (অমন ফাঁকে ফাঁকে থাকলে কেমন করে চলে?)। ফাঁক ফুকুর (বিশেষ্য) (ফাঁক ফুকুরে প্রকৃতি নিসর্গ তাঁর হৃদয়দুর্গ। দখল করে নিয়েছিলো-আশ)। {(তৎসম বা সংস্কৃত) √ফক্ক>(আরবি) ফরক্}
- Bengali Word ফাঁকা English definition [ফাঁকা](বিশেষণ) ১ উন্মুক্ত; অনাবৃত; খোলা। ২ শূন্য। ৩ জনশূন্য; নির্জন। ৪ অসার; ভিত্তিহীন; মিথ্যা; বাজে (ফাঁকা কথায় কান দিও না)। ৫ অপ্রত্যাশিতভাবে কিছু পাওয়া (সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ফাঁকা আওয়াজ (বিশেষ্য) ১ গুলিশূন্য বন্দুকে শুধু বারুদের জন্য যে শব্দ হয়। ২ (ব্যঙ্গার্থ) বৃথা আস্ফালন; বাজে কথার হাঁকডাক (অমন ফাঁকা আওয়াজ সবাই করতে পারে)। ফাঁকা ফাঁকা ঠেকা (ক্রিয়া) শূন্যপ্রায় বা জনহীন বোধ হওয়া; কোনো কিছুর অভাব অনুভব করা (বাড়িকটা কেমন ফাঁকা ফাঁকা ঠেকছে)। {(আরবি) ফলক>ফাঁক+(বাংলা) আ}
- Bengali Word ফাঁকার (মধ্যযুগীয় বাংলা) English definition [ফাঁকার্](বিশেষ্য) সাদা তিল। {খনার বচনে, অমু.}
- Bengali Word ফাঁকি English definition ⇒ফাঁকি
- Bengali Word ফাঁকি, ফাকি English definition [ফাঁকি, ফাকি](বিশেষ্য) ১ প্রতারণা; ছলনা; বঞ্চনা; ঠকানি; চাতুরী; ধাপ্পা; ধোঁকা (ফাঁকি দিয়ে টাকা গুলো নিয়ে গেলো)। ২ কর্তব্যকর্মে অবহেলা (অফিসের কাজে ফাঁকি দেওয়া ওর স্বভাব)। ৩ কূটবিতর্ক (ন্যায়ের ফাঁকি; এখানে রাজা সেই একটা ফাঁকি চাল আনবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ মিহি চূর্ণ গুঁড়া (ফাঁকি ধূপ)। ফাঁকি জুঁকি, ফাঁকি জুঁখি (বিশেষ্য) প্রবঞ্চনা; শঠতা; মিথ্যা আচরণ (ফাঁকিজুকি দিয়ে আর কদ্দিন চলবে?) ফাঁকিতে পড়া (ক্রিয়া) ১ লোকসান দেওয়া। ২ প্রতারিত হওয়া। ফাঁকিবাজ (বিশেষণ) ফাঁকি দিতে অভ্যস্ত বা পটু; প্রতারক (ফাঁকিবাজ লোক দিয়ে কাজ হয় না)। ফাঁকিবাজি (বিশেষ্য) ফাঁকিবাজের বৃত্তি বা কাজ। {(তৎসম বা সংস্কৃত) ফক্কিকা>}
- Bengali Word ফাঁত, ফাঁৎ English definition [ফাঁর্ত](ক্রিয়াবিশেষণ) দীর্ঘ-নিশ্বাস ত্যাগ সম্পর্কে বলা হয় (লোকটা ফাঁৎ করে নিঃশ্বাস ফেলল)। ফাঁত করা (ক্রিয়া) বিশেষ শব্দ করা (চাষা ফাঁত করে রাস্তায় নাক ঝেড়ে ওদিকে আর তাকায় না-সৈয়দ মুজতবা আলী)। ফাঁত ফাঁত (ক্রিয়াবিশেষণ) ফাঁকা ফাঁকা লাগা; শূন্যবোধ হওয়া (সকলের অভাবে প্রাণটা ফাঁৎ ফাঁৎ করছে)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ফাঁদ, ফান্দ, ফান English definition [ফাঁদ, ফান্দ, ফান্] (বিশেষ্য) ১ পশুপাখি ধরার যন্ত্রবিশেষ (ফাঁদ পেতে পাখি ধরা)। ২ (আলঙ্কারিক) কৌশল; ছল; ফন্দি; চক্রান্ত (বাতাসে পাতিয়া ফাঁদ ধরে দিতে পারি চাঁদ-ভারতচন্দ্র রায়গুণাকর)। ৩ ব্যাস; বৃত্তের ভিতরের আয়তন (বড় ফাঁদের বাসা)। ফাঁদ পাতা (ক্রিয়া) (আলঙ্কারিক) কারও অনিষ্ট সাধনের জন্য কৌশল বা চক্রান্তজাল বিস্তার করা। ফাঁদে পা দেওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) চক্রান্ত না বুঝে শিকার যেমন জালে পড়ে তেমনি অজ্ঞাতসারে কোনো বিপদের মধ্যে পড়া। {(ফারসি) ফন্দ}
- Bengali Word ফাঁদা, ফান্দা, ফেন্দ (মধ্যযুগীয় বাংলা) English definition [ফাঁদা,ফান্দা,ফেন্দ](ক্রিয়া) ১ আরম্ভ করা; শুরু করা; সূচনা করা; পত্তন করা (ব্যক্তিগতভাবে ব্যবসায় ফাঁদিয় বসে-ওয়ালি)। ২ (বুদ্ধি) আঁটা; কৌশলজাল পাতা (মামলার ফাঁদ ফাঁদলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ লম্ফ প্রদান করা; লাফানো (পার হল ত্বরিত কুরগ চলে ফেন্দে-ঘনরাম চক্রবর্তী)। ৪ স্থির করা (মতলব ফাঁদা)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) স্পন্দন>ফাঁদন>ফাঁদ+আ}
- Bengali Word ফাঁদানি, ফাঁদানী English definition [ফাঁদানি](ক্রিয়া) ফাঁদ পাতা (এই ত নিত্য নূতন ফাঁদ-নূতন ফাঁদানী-মীর মশাররফ হোসেন)। {ফাঁদ+আনি, আনী}
- Bengali Word ফাঁদালো, ফাঁদাল English definition [ফাঁদালো](বিশেষণ) ১ ফাঁদযুক্ত; জটিল ফাঁদ (যে ফাঁদ খুব ফাঁদাল… সেই ফাঁদেই রোখ বেশী-মীর মশাররফ হোসেন)। ২ বিস্তৃত মুখবিশিষ্ট (ফাঁদালমুখো জালা)। □ (বিশেষ্য) যার ভিতর অনেকটা ফাঁকা (ফাঁদালো হাঁড়ি)। {(তৎসম বা সংস্কৃত) ফাঁদ+আলো}
- Bengali Word ফাঁদি English definition [ফাঁদি](বিশেষণ) ১ বিস্তৃত; বিস্তারযুক্ত। ২ ফাঁদালো। ফাঁদি কথা (বিশেষ্য) বেহুদা কথা; আড়ম্বরপূর্ণ বাজে কথা। {ফা.+ই}
- Bengali Word ফাঁপ, ফাঁফ English definition [ফাঁপ্,ফাঁফ্](বিশেষ্য) স্ফীতি; ফোলা বা ফাঁপা বস্তু। ফাঁপ ধরা (ক্রিয়া) ফুলে ওঠা; ফেঁপে ওঠা। {(প্রাকৃত) ফংফ> ফাঁপ্}
- Bengali Word ফাঁপর, ফাপর, ফাঁফর English definition [ফাঁপোর, ফাপোর, ফোঁপর](বিশেষ্য) ১ সমস্যা; বিপদ; বিপাক; মহাচিন্তা; নিরুপায় (এসে ফাঁপরে পড়ে গেলাম-ইঁখা)। ২ মনের অস্বস্তি বা শূন্যতা (তাহার বুকের ফাঁপর সে মিটাইবে কি দিয়া-কাজী আবদুল ওদুদ)। ৩ হতবুদ্ধিকর অবস্থা (ফাঁপরে পড়িয়া কবি ফ্যাল ফ্যাল চায়-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ৪ উদর ফুলে ওঠা (জল খেয়ে রাবণারে হইলি ফাঁপর-কৃত্তিবাস ওঝা)। □ (বিশেষণ) বিপন্ন; হতবুদ্ধি; কিংকর্তব্যবিমূঢ় (পালাইতে না পেরে ফাঁপরে হৈল হর-ভারতচন্দ্র রায়গুণাকর; শুনিয়া আজিজ মর্দ হইল ফাফর-ফকির গরীবুল্লাহ)। {(প্রাকৃত) ফংফ>ফাঁপ+র}
- Bengali Word ফাঁপা English definition [ফাঁপা](ক্রিয়া) ১ স্ফীত হওয়া; ফুলে ওঠা বায়ু দ্বারা পূর্ণ হওয়া (পেট ফাঁপা)। ২ ধনবান হওয়া; বিত্তশালী হওয়া (চোর বাজারে কারবার করে লোকটা ফেঁপে উঠেছে)। □ (বিশেষণ) ১ শূন্যগর্ভ (সোনার বালার ভিতরটা ফাঁপা) ২ বায়ুপূর্ণ (বলটা ফাঁপা)। ফাঁপানো, ফাঁপান (ক্রিয়া) ১ ফুলানো; বায়ুপূর্ণ করা; স্ফীত করা। ২ অতিরঞ্জিত বা প্রশংসা দ্বারা গর্বিত করা (স্তোকবাক্যে লোকটাকে ফাঁপিয়ে তোলা হয়েছে)। □ (বিশেষণ) বায়ুপূরিত। ফাঁপা ঢেঁকির শব্দ বড়-ভিতরে যার কিছু নেই তার বাইরের শব্দ কিছু বেশি রকম। {(প্রাকৃত) ফংফ>ফাঁপ+আ}
- Bengali Word ফাঁফর English definition ⇒ফাঁপর
- Bengali Word ফাঁশি English definition ⇒ফাঁসি
- Bengali Word ফাঁস English definition [ফাঁশা](ক্রিয়া) ১ ধ্বসে পড়া; খুলে যাওয়া; ফেটে পড়া বা ভগ্ন হওয়া (হাঁড়ির তলা ফেঁসে গেছে) ২ পণ্ড বা বিফল হওয়া; ব্যর্থ হওয়া (বিয়ের আয়োজন সব ফেঁসে গেল)। ৩ গোপন বিষয় প্রকাশিত হওয়া (ওদের ষড়যন্ত্র ফেঁসে গেল)। ৪ বিপদে জড়িয়ে পড়া (লোকটা চক্রান্তে ফেঁসে গেছে)। ৪ বিচ্ছিন্ন হওয়া (বস্রাদির বুনন ফেঁসে যাওয়া)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। ফাঁসানো/ফাঁসান (ক্রিয়া) ১ বিপদে ফেলা বা জড়িত করা (নিরীহ লোকটাকে চক্রান্তের মধ্যে ফাঁসিয়ে দিল)। ২ ছিন্ন করা; চেরা। ৩ পণ্ড করা; বিফল করা। {(তৎসম বা সংস্কৃত) পাশ>ফাঁস+(বাংলা) আ}