ফ পৃষ্ঠা ৮
- Bengali Word ফানি, ফাণি, ফেনি English definition [ফানি, ফানি, ফেনি](বিশেষ্য) ফেনি বাতাসা। ২ আখের ঘন গুড়। {(তৎসম বা সংস্কৃত) √ফন্+ই(ণিচ্)>অথবা (তৎসম বা সংস্কৃত) ফেন>}
- Bengali Word ফানুশ, ফানুস English definition [ফানুশ্](বিশেষ্য) ১ বেলুন; যা বাস্পের সাহায্যে আকাশে উড়তে পারে (আমরা যখন উড়িয়েছিলুম ফানুষ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দীপাবরণ (একটা পতঙ্গ আসিয়া ফানুসের চারিপাশে শব্দ করিয়া ঘুরে বেড়াইতেছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ লুন্ঠন। {(আরবি) ফানুস}
- Bengali Word ফান্ট English definition [ফান্ট](বিশেষ্য) ১ ক্বাথ; মাড়ি। ২ পাইন; কলাই দ্রব্য। ৩ অনায়াসে প্রস্তুত। {(তৎসম বা সংস্কৃত) √ফন্+ত(ক্ত)}
- Bengali Word ফান্ড, ফাণ্ড English definition [ফান্ড্](বিশেষ্য) ১ তহবিল; কোষ। ২ পুঁজি। {(ইংরেজি) Fund}
- Bengali Word ফান্দ English definition ⇒ফাঁদ
- Bengali Word ফান্দা English definition ⇒ফাঁদা
- Bengali Word ফাযিল, ফাযেল English definition ⇒ফাজিল
- Bengali Word ফার (মধ্যযুগীয় বাংলা) English definition [ফার্](বিশেষ্য) ১ বিদীর্ণ ; বিদারণ। ২ ফাপা ফালা (জগদল পাথর বিন্দিয়া কৈল ফার-ঘনরাম চক্রবর্তী)। ৩ দূরীকরণ; অপসারণ (তিমিরে তিমির কৈল ফার-কীর্তনানন্দ)। {(তৎসম বা সংস্কৃত) স্ফুট>ফার}
- Bengali Word ফারকত, ফারখৎ English definition ⇒ফারখত
- Bengali Word ফারখত, ফারখৎ, ফারখতি, ফারখতাখতি, ফারকত English definition [ফারখত্, ফারখত্, ফারখোতি, ফারখতাখোতি, ফার্কত্](বিশেষ্য) ১ ছাড়পত্র; ত্যাগপত্র (যৌবনের আখিরি করিয়া ফারখতি লইতে পারি নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ তালকনামা; document of discharge (যমের যমজ জামাতৃকে লিখে দিয়ে ফারখত-কাজী নজরুল ইসলাম)। ৩ সম্বন্ধচ্ছেদ (সত্যের সহিত ফারখতাখতি করিয়া আদালতে ঢুকতে হয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। {(আরবি) ফারিগ্+খত্}
- Bengali Word ফারফোর English definition [ফার্ফোর্](বিশেষ্য) ছিদ্রময় গড়ন (কপাট বটে, কিন্তু-ফারফোরের কাজ… যাকে বলে জালির কাজ-প্রথম চৌধুরী)। {(ইংরেজি) Perforated}
- Bengali Word ফারম English definition ⇒ফার্ম
- Bengali Word ফারসি, ফার্সি English definition [ফার্শি](বিশেষ্য) ১ পারস্যদেশের ভাষা (তুরকী আরবী পড়ে ফারসী মিশালে-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষণ) পারস্য দেশ সম্বন্ধীয়; পারস্যদেশীয়। {(ফারসি) ফার্সী}
- Bengali Word ফারা ফারা English definition [ফারাফারা](বিশেষ্য) (মগের ভাষায়) হে খোদা হে খোদা (ফারা ফারা বোলি মগে-পূর্ববঙ্গ গীতিকা)। {অজ্ঞাতমূল}
- Bengali Word ফারাক, ফরক, ফারাগ (অপ্র) English definition [ফারাক, ফর্ক্, ফারাগ্](বিশেষ্য) ১ পার্থক্য; প্রভেদ (আমি দিশি বিদেশীতে কোন ফারাক দেখতে পাইনে-সৈয়দ মুজতবা আলী; ব্রাণ্ডি আর হুইস্কির নেশার মধ্যে ফারাক আছে-শওকত ওসমানকত ওসমান)। ২ ব্যবধান; তফাত (উভয়ের আসমান-জমীন ফরক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ বিন ১ আলাদা; স্বতন্ত্র; বিচ্ছিন্ন পৃথক। ২ দূর। {(আরবি) ফরক}
- Bengali Word ফারেস English definition [ফারেস্](বিশেষ্য) পারস্যদেশ (আরবের প্রাণ ফারেসের গান-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) ফারিস}
- Bengali Word ফার্ন English definition [ফার্ন্](বিশেষ্য) উদ্ভিদবিশেষ; ঢেঁকি শাক (নদীর তীরে ছোট ফার্নের ঝোপ-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) Fern}
- Bengali Word ফার্নিচার English definition [ফার্নিচার্](বিশেষ্য) আসবাপত্র বিশেষ (ফার্নিচারগুলো আজ পাঠিয়ে দেবার কথা ছিল-মঈন)। {(ইংরেজি) Funniture}
- Bengali Word ফার্ম, ফারম English definition [ফার্ম] (বিশেষ্য) ব্যবসায় প্রতিষ্ঠান; কোম্পানি (সে একটা ঔষধের ফার্মে কাজ নিয়েছে)। ((ইংরেজি) Firm}
- Bengali Word ফার্স English definition [ফারস্](বিশেষ্য) প্রহসন {(ইংরেজি) Farce}