• Bengali Word ফানুশ, ফানুস English definition [ফানুশ্‌](বিশেষ্য) ১ বেলুন; যা বাস্পের সাহায্যে আকাশে উড়তে পারে (আমরা যখন উড়িয়েছিলুম ফানুষ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দীপাবরণ (একটা পতঙ্গ আসিয়া ফানুসের চারিপাশে শব্দ করিয়া ঘুরে বেড়াইতেছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ লুন্ঠন। {(আরবি) ফানুস}