ক পৃষ্ঠা ৫০
- Bengali Word কান্দ English definition ⇒ কান্দা
- Bengali Word কান্দর্প English definition [কান্দোর্পো] (বিশেষ্য) কন্দর্পের পুত্র। □ (বিশেষণ) কন্দর্প সম্বন্ধীয়। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কন্দর্প+অ(অণ্)}
- Bengali Word কান্দা English definition [কান্দা] (ক্রিয়া) ক্রন্দন করা; কাঁদা; রোদন করা। □ (বিশেষ্য) ক্রন্দন; রোদন; কান্না।কান্দন বি। কান্দানো (ক্রিয়া) কাঁদানো; ক্রন্দন করানো। □ (বিশেষ্য) ক্রন্দনে প্রবৃত্তকরণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রন্দ্= (বাংলা) √কাঁদ্, √কান্দ্+আ=কাঁদা, কান্দা}
- Bengali Word কান্দি English definition [কান্দি] (বিশেষ্য) প্রাপ্ত (গাজীবাড়ির পশ্চিম কান্দিতে যে হালট বাহির হইয়াছে-কাজী আফসারউদ্দীন )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্কন্ধ> (প্রাকৃত) কংধ>কন্ধ>কাঁধ, কান্দ+ই=কান্দি} }
- Bengali Word কান্ধার English definition ⇒ কাঁধা
- Bengali Word কান্না English definition [কান্না] (বিশেষ্য) রোদন; ক্রন্দন। কান্নাকাটি (বিশেষ্য) ১ অবিরাম ক্রন্দন; খেদের সঙ্গে কান্না বা বিলাপ। ২ ঐকান্তিক আবদার। ৩ অনুনয়-বিনয়। ৪ একদিকে অধিক ভার (ঘুড়ির কান্না)।কান্নাচুনি (বিশেষ্য) কান্নারূপ চুনি পাথর বা উজ্জ্বল পদ্মরাগ মণি; ((আলঙ্কারিক)) যার কান্নাও অত্যন্ত সৌন্দর্যময় (মুক্তাহাসি, কান্নাচুনি ঝরে- মুনীর চৌধুরী)। কান্না পাওয়া (ক্রিয়া) ক্রন্দনের বেগ আসা; রোদনে প্রবৃত্ত হওয়া। কান্না হাটি (বিশেষ্য) উচৈচঃস্বরে রোদন; হাহাকার (হল রান্নাঘরে কান্নাহাটি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রন্দ্ √কাঁদ্ +অনা=কাঁদ্না>কান্না}
- Bengali Word কান্নাখেকো , কান্নেখেকো English definition [কান্নাখেকো, কান্নেখেকো] (বিশেষণ) ঘুড়ির এক দিকে ভার বেশি হওয়ার মতো অবস্থা (বড় মানুষের ছেলে অল্পবয়সে বিষয় পেয়ে কান্নেখেকো ঘুড়ীর মত ঘুরছেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {কান্না+খাকুয়া>খেকো}
- Bengali Word কানড় ১ English definition [কানোড়্] (বিশেষ্য) একপ্রকার বিষধর সর্প। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণাট>}
- Bengali Word কানড় ২ , কানড়া ১ English definition ⇒ কানাড়া
- Bengali Word কানড় ৩ , কানড়া ২ English definition [কানোড়্, কানোড়া] (বিশেষ্য) নীলপদ্ম (কানড়া কুসুম জিনি শ্যামচাঁদের বদনখানি -চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্দোট, কণ্ডোট (=নীল পদ্ম)> অপ্রভ্র. কন্নোড> কানোড়, কানড়}
- Bengali Word কানড়ি ( প্রাচীন বাংলা ) , কানড়ী (প্রাচীন বাংলা) English definition [কানোড়ি] (বিশেষ্য) কর্ণাটদেশীয় স্ত্রীলোকের খোঁপা (কানড়ি খোঁপা বড়ায়ি মোর দুঈ তন-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণাটী>কনাড়ী>কানড়ী, কানড়ি}
- Bengali Word কানয়াত English definition ⇒ কানাত
- Bengali Word কাপ ১ English definition [কাপ্] (বিশেষ্য) একশ্রেণির ব্রাহ্মণ; ভঙ্গকুলীন (ব্রাহ্মণদের ‘মেল’-বন্ধনের ন্যায় ‘কাপ’-বন্ধনও ছিল।){(তৎসম বা সংস্কৃত শব্দ) কপট>}
- Bengali Word কাপ ২ English definition [কাপ্] (বিশেষ্য) ভান; কপটতা; ছলনা (লোকে বলে পাপ কাপ ক’দিন লুকায়-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষণ) কৌতুককারী (কেহ বলে ঐ এল বিশ বুড়া কাপ। কেহ বলে বুড়াটি খেলাও দেখি সাপ-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাপট্য/কাপট>কাপ}
- Bengali Word কাপ ৩ English definition [কাপ্] (বিশেষ্য) বাটি; পেয়ালা। {(ইংরেজি) cup}
- Bengali Word কাপটিক , কাপট্য English definition ⇒ কপট
- Bengali Word কাপালিক English definition [কাপালিক্] (বিশেষ্য) ১ নরকপালধারী বামাচারী তান্ত্রিকবিশেষ। ২ কাপালি জাতিবিশেষ। □ (বিশেষণ) কপাল সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাল+ইক(ঠক্)}
- Bengali Word কাপাস English definition ⇒ কার্পাস
- Bengali Word কাপাড়ি , কাপড়ী English definition [কাপোড়ি] (বিশেষ্য) কাপালিক বা বৌদ্ধ সন্ন্যাসী (আজানুলম্বিত জটা কাপড়ী সন্ন্যাসী ঘটা অন্ন মাঙ্গে ফিরিয়া বাজার-( কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। □ (বিশেষণ) কপট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কার্পটিক> (প্রাকৃত ) কপ্পডিঅ> (বাংলা) কাপড়ি, কাপড়ী}
- Bengali Word কাপি English definition ⇒ কপি