ক পৃষ্ঠা ৩
- Bengali Word কঙ্করোল English definition [কঙ্কোরোল্] (বিশেষ্য) আনাজ বিশেষ; কাঁকরোল গাছ ও ফল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্কোটক; (তুলনীয়) (হিন্দী) কংকরোল; শব্দকল্পদ্রুম-কঙ্ক+লোল}
- Bengali Word কঙ্কাল English definition [কঙ্কাল্] (বিশেষ্য) ১ দেহের কাঠামো; অস্থিপঞ্জর। ২ কটি; কাঁকাল। কঙ্কালমালী (-লিন্) (বিশেষ্য ) কঙ্কালের মালা পরিহিত শিব। কঙ্কালমালিনী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) কঙ্কালমালাধারিণী কালী। কঙ্কালসার (বিশেষণ) অস্থিপঞ্জর মাত্র অবশিষ্ট আছে এমন; অস্থিসার; অত্যন্ত শীর্ণ। কঙ্কালায়িত (বিশেষণ) কঙ্কালসার; অস্থিসার অবস্থাগ্রস্ত (পাখির বাচ্চার মতো কঙ্কালায়িত শিশু-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্কাল(√কঙ্ক্ + আল(আলচ্)}
- Bengali Word কঙ্গু , কঙ্গুকা , কঙ্গুনী English definition [কোঙ্গু, কোঙ্গুকা, কোঙ্গুনি] (বিশেষ্য) চীনক; চীনা ধান; কাউন ধান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্ক্+উ}
- Bengali Word কঙ্গুরা English definition [কোঙ্গুরা] (বিশেষ্য) চূড়া; শিখর; বুরুজ। {(তুলনীয়) (হিন্দী) কঁগূরা; (ফারসি) কনগূরহ }
- Bengali Word কচ ১ English definition [কচ্] (বিশেষ্য) পুরাণোক্ত বৃহস্পতি-পুত্র; শুক্রাচার্যের শিষ্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কচ্+অ(অচ্)}
- Bengali Word কচ ২ English definition [কচ্] (বিশেষ্য) ১ কলমাদির সূক্ষ্মাগ্রভাগ; কৎ। ২ জমি ইমারত ইত্যাদির যে অংশ তেরচাভাবে বের হয়ে থাকে। {(ফারসি ) কচ্ }
- Bengali Word কচ ৩ English definition [কচ্] (বিশেষ্য) চুল; কেশ (কবহুঁ বান্ধয়ে কচ কবহুঁ বিথারী-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কচ্+অ(অচ্)}
- Bengali Word কচ ৪ , কচকচ English definition [কচ্] (অব্যয়) নরম বা সরস কোনো জিনিস কাটার বা দাঁত দিয়ে কামড়াবার শব্দ। কচকচানি, কচকচি (বিশেষ্য) ১ একটানা কচকচ শব্দ। কচকচানি, কচকচি (বিশেষ্য) ১ একটানা কচকচ শব্দ। ২ বিরক্তিকর দীর্ঘ বা একঘেয়ে বক্তৃতা বা উপদেশ। ৩ কলহ; বচসা (কচকচিতে কাজ কি মোরা দেশে ফিরে যাই-কৃত্তিবাস ওঝা)। ৪ তর্কবিতর্ক; বাকবিতণ্ডা। ৫ বিরক্তিকর একঘেয়েমি (বক্তৃতার কচ্কচানি-মনোজ বসু)। কচকচে (বিশেষণ) চিবানোর সময় কচকচ আওয়াজ হয় এমন (কচকচে কাঁচা আম)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word কচকচি English definition [কচ্কোচি] (বিশেষ্য) ঝগড়াঝাঁটি; বাদবিসংবাদ; বিরক্তিকর আলোচনা (পাণ্ডিত্যের কচকচি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কচাকচি; (হিন্দী) কচকচ; ধ্বন্যাত্মক}
- Bengali Word কচঙ্গন English definition [কচঙ্গন্] (বিশেষ্য) বিক্রয় স্থান (সংসারে কচঙ্গনে বিকিকিনি বাকি থাকে, কেটে যায় বেলা-বিষ্ণু দে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কচ+অঙ্গন}
- Bengali Word কচটানো English definition [কচ্টানো] (ক্রিয়া) ১ কচলানো; রগড়ানো। ২ চটকানো; মাখা। □ (বিশেষ্য) (বিশেষণ) উভয় অর্থে। {√কচটা+আনো; (তুলনীয়) (হিন্দী) কুচলাই⇒কচলানো}
- Bengali Word কচমচ English definition ⇒ কচর-কচর
- Bengali Word কচমা English definition [কচ্মা] (বিশেষণ) নেহাত শিশু; অল্প বয়স্ক (ভাল ফললো ফল বল্লালীতে, মিল্ল বর এক কচমা ছেলে- - রাজশেখর বসু ( পরশু ) )। {‘কচ্’=কচি+(ভাবার্থে) মা=কচমা-কচির ভাবযুক্ত}
- Bengali Word কচর - কচর , কচমচ , কচর - মচর English definition [কচর্কচর্, কচ্মচ্, কচর্মচর্] (অব্যয়) বিশেষ ধরনের খাদ্য চর্বণের শব্দ। {ধ্বন্যাত্মক; (হিন্দী ) কচর}
- Bengali Word কচলা - কচলি English definition [কচ্লাকোচ্লি] (বিশেষ্য) ১ দর কষাকষি। ২ কোনো বিষয় নিয়ে অপর পক্ষের সঙ্গে বিস্তর বাক্যব্যয় দ্বারা সুবিধা আদায়ের চেষ্টা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কচ্>বাংলা √কচ্লা+আ=কচলা, ( অনুকারক শব্দ, শব্দদ্বৈত) কচলি}
- Bengali Word কচলানো English definition [কচ্লানো] (ক্রিয়া) ১ হাত দিয়ে বারে বারে ঘষা; রগড়ানো (চোখ কচলে উঠে বসল-হাবীবুর রহমান)। ২ চটকানো; উত্তমরূপে মাখা (চম্পক আঙ্গুলে আম মাখে কচালিয়া-দেবেন্দ্রনাথ সেন)। ৩ বিশেষভাবে রগড়িয়ে ধোয়া; প্রক্ষালন করা। [বাংলা√কচ্লা (মর্দিত করা)+আনো=কচলানো; (হিন্দী) কুচলাই⇒কচটানো}
- Bengali Word কচা English definition [কচা] (বিশেষ্য) ১ ডাঁটা (বার্তাকু কুমড়া কচা; তাহে দিয়া কলা-মোচা-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ২ গাছ থেকে কাটা সরু ডাল (সবাই আছে বিষয় সম্পত্তির তালে, দুহাত এগিয়ে ভেরেণ্ডার কচা পুঁতে পরের জমি ফাঁকি দিয়ে নেবার তালে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৩ লাঠি; দণ্ড। ৪ কলহ; বিবাদ; কচকচি। ৫ পাটকেল; ইটের টুকরা। {কচ (<কচি)+আ}
- Bengali Word কচাকচি English definition [কচাকোচি] (বিশেষ্য) দর কষাকষি; ক্যাচকেচি; খ্যাচাখেচি; তুচ্ছ বাগ্-বিতণ্ডা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) +কচ+বাংলা আ=কচা, (অনুকারক শব্দ, শব্দদ্বৈত ) কচি; ধ্বন্যাত্মক}
- Bengali Word কচানো English definition [কচানো] (ক্রিয়া) কচলানো। (কচাইয়া আঁখি-চণ্ডীদাস)। {বাংলা√কচ্ +আনো=কচানো}
- Bengali Word কচাল English definition [কচাল্] (বিশেষ্য) ১ অযথা বাকবিতণ্ডা; নীচ কলহ (কয়ে কথা কচাল যে কর পুনঃ পুনঃ-রামেশ্বর ভট্টাচার্য)। ২ কুৎসা; ইতরের ভাষা; নিন্দাবাদ। ৩ বড় জাল; মাছ ধরার ফাঁদ বিশেষ। কচালে, কচুলে (বিশেষণ) ঝগড়াটে। {বাংলা √কচ্+আল, (তুলনীয়) (হিন্দী) ‘কুচাল’=দুষ্ট আচরণ}