ক পৃষ্ঠা ৫২
- Bengali Word কাবা ১ , কা ‘ বা English definition [কাবা] (বিশেষ্য) মক্কায় অবস্থিত বিখ্যাত আল্লার ঘর (এরাই কা’বার হজের যাত্রী, এদেরই দস্ত চুমি- নই)। {(আরবি ) কা’বাহ}
- Bengali Word কাবাডি , কাবাড্ডি English definition [কাবাডি, কাবাড্ডি] (বিশেষ্য) হাডুডু খেলা (ছেলেবেলায় মারামারি করিয়াছি, কাবাড্ডি খেলিয়াছি-মোহাম্মদ ওয়াজেদ আলী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপাট>}
- Bengali Word কাবাব , কবাব English definition [কাবাব্, কাবাব্] (বিশেষ্য) শলাকা বিদ্ধ করে সেঁকা মাংস (কলিজা কাবাব-সম ভুনে মরু -রোদ্দুর- নই)। কাবাব করা (ক্রিয়া) ((আলঙ্কারিক))যন্ত্রণা দেওয়া; বিদীর্ণ করা (যেন কাবাব করিতে বেঁধে কলিজাতে শিক-(কাজী নজরুল ইসলাম))। {(আরবি) কাবাব}
- Bengali Word কাবাব চিনি English definition [কাবাব্ চিনি] গোলমরিচের মতো একপ্রকার মশলা। {(আরবি) কাবাব+ (ফারসি) চিনি}
- Bengali Word কাবার English definition [কাবার্] (বিশেষ্য) ১ খতম; শেষ; সমাপ্তি (বসে বসে হুইস্কি তিন বোতল কাবার করেছেন-মীর মশাররফ হোসেন)। ২ শেষ দিন (মাস কাবার, মাস কাবারিতে এসো)। ৩ শেষ; অতিবাহন; যাপন (যাত্রীদের মালপত্র নামাতেই প্রায় এক ঘন্টার বেশী কাবার হয়ে গেল-আকাশা)। {পো, আকাবর acabar; (আরবি) কব্রহ্}
- Bengali Word কাবারি ১ , কাবাড়ি ২ English definition [কাবার, কাবাড়ি] (বিশেষ্য) বাঁশের বাখারি বা শলাকা। {বাখারি>কাবারি(বর্ণ বিপর্যয়ে)}
- Bengali Word কাবারি ২ , কাবারী ২ English definition [কাবারি] (বিশেষণ) শেষের (মাস কাবারি হিসাব)। {(পর্তুগিজ) আকাবর=acabar}
- Bengali Word কাবালা English definition ⇒ কবালা
- Bengali Word কাবাড়ি ১ , কাবারি , কাবারী English definition [কাবাড়ি, কাবারি, কাবারী] (বিশেষ্য) ১ যারা সস্তায় মালপত্র কিনে বিক্রি করে; নিলামে জিনিসপত্র কিনে সস্তা দরে বিক্রেতা। ২ একশ্রেণির ধীবর; নিকারি (মৎস্য বেচিয়া নাম ধরাল্য কাবারী-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্বটী>কাবাড়ী, কাবারি; ( তৎসম বা সংস্কৃত শব্দ) কৈতর্ব>কেবট্ট>}
- Bengali Word কাবিন , কাবীন English definition [কাবিন্] (বিশেষ্য) মুসলমানদের বিয়েতে কন্যাকে দেয় মোহারানা (…শাদী করতে পেরেছিলেন, এক লাখ টাকার কাবিন-আলাউদ্দীন আল আজাদ)। কাবিননামা (বিশেষ্য) বিয়ের চুক্তিপত্র। {(ফারসি) কাবীন +নামাহ}
- Bengali Word কাবিয English definition ⇒ কাবেজ
- Bengali Word কাবিল , কাবেল English definition [কাবিল্, কাবেল্] (বিশেষণ) উপযু্ক্ত; যোগ্য; লায়েক (নিজেকে ভরসা কারিয়া উহার কাবেল ভাবিতে পারিতাম না-মাহবুব-উল-আলম)। কাবিলতি, কাবেলতি, কাবিলিয়ত, কাবিলীয়ত (বিশেষ্য) ১ যোগ্যতা; উপযুক্ততা। ২ পারদর্শিতা; পাণ্ডিত্য (আজ এই আর্টে কাবেলতিও আমার করায়ত্তপ্রায়-মাহবুব-উল-আলম; হাদিস কোরআনে কাবিলিয়তের জন্য তিনি মশহুর -আবুল মনসুর আহমদ)। ((আরবি) কাবিল}
- Bengali Word কাবীন , কাবীননামা English definition ⇒ কাবিন
- Bengali Word কাবু English definition [কাবু] (বিশেষণ) ১ নিস্তেজ; দুর্বল। ২ জব্দ; পরাজিত হওয়ার ফলে বশীভূত। কাবু করা (ক্রিয়া) বশীভূত করা। { (তুর্কি) কাবূ}
- Bengali Word কাবুলি , কাবলি English definition [কাবুলি, কাব্লি] (বিশেষণ) কাবুল সম্পর্কিত; আফগানিস্তানে জাত। □ (বিশেষ্য) আফগানিস্তানের অধিবাসী; কাবুলের লোক। {(ফারসি) কাবুলী }
- Bengali Word কাবুলিওয়ালা , কাবলিওয়ালা English definition [কাবুলিওয়ালা, কাব্লিওয়ালা] (বিশেষ্য) কাবুল বা আফগানিস্তানের লোক। {(কাবুল+ই=কাবুলি শব্দের পরে ‘ওয়াল’ প্রত্যয় অনাবশ্যক, কারণ ‘কাবুলি’ শব্দ দ্বারা ‘কাবুলিওয়ালা’ শব্দের অর্থই বোঝায়, অতিরিক্ত প্রত্যয় যোগ করার কারণে ব্যাকরণগতভাবে এটি অশুদ্ধ। তবে রবীন্দ্রনাথ প্রমুখের হাতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে বলে বানানটি স্বীকৃত) (ফারসি) কাবুল+ (হিন্দী) বাল}
- Bengali Word কাবেজ , কাবেয , কাবিয English definition [কাবেজ্, কাবেয, কাবিজ্] (বিশেষণ) ১ আয়ত্ত; করতলগত; অধীন (যতদিন … কাবালা করে আমার দখল কাবেজে না দেও-মীর মশাররফ হোসেন)। ২ নিস্তেজ; কাবু; দুর্বল (আমির আলীর ব্যাপারটাই তাঁকে এমন কাবেজ করিয়া ফেলিয়াছে-আবুল মনসুর আহমদ)। {(আরবি) কাবিদ (আরবি) কবদ}
- Bengali Word কাবেল , কাবেলতি English definition ⇒ কাবিল
- Bengali Word কাব্য English definition [কাব্বো] (বিশেষ্য) ১ ছন্দোময় রসাত্মক ও ভাবমধুর বাক্য বা রচনা; কবিতা। ২ কবিতাগ্রন্থ। ৩ পদ্য সাহিত্য (বাংলা কাব্য)। ৪ পদ্যরচনা (এত কাব্য করে কী হবে?)। কাব্যকলা (বিশেষ্য) কাব্যরচনার কৌশল। কাব্যকার (বিশেষ্য) কবি; কাব্যের রচয়িতা। কাব্য-কোবিদ⇒কাব্যবিশারদ। কাব্যগ্রন্থ (বিশেষ্য) কবিতার বই। কাব্যচর্চা, কাব্যানুশীলন, কাব্যালোচনা (বিশেষ্য) কাব্য সম্পর্কে আলোচনা বা চর্চা। কাব্যজগৎ (বিশেষ্য) ১ ভাবজগৎ; কবিকল্পিত জগৎ (কাব্যজগতে বিচরণ)। ২ কবি সম্প্রদায়। কাব্যবিশারদ, কাব্যকোবিদ (বিশেষ্য) কাব্যে মহাপণ্ডিত; কাব্যসাহিত্যে পারদর্শী; কাব্যবিদ (স্বাগত কাব্যকোবিদ-সত্যেন্দ্রনাথ দত্ত)। কাব্যরস (বিশেষ্য) কবিতার রস বা মাধুর্য; কাব্যপাঠের আনন্দ; কাব্য পড়া বা শোনার ফলে হৃদয়ে সঞ্চারিত অনুভূতি। কাব্যরসিক (বিশেষ্য), (বিশেষণ) কাব্যের সমঝদার; কাব্যরস উপলব্ধি করতে সমর্থ। কাব্যাংশ (বিশেষ্য) কাব্যের অংশ। কাব্যানুশীলন, কাব্যালোচনা ⇒ কাব্যচর্চা। কাব্যি(ব্যঙ্গার্থ) (বিশেষ্য) কবিত্ব (কাব্য রোগাক্রান্ত যাবতীয় ছোকরাদের মধ্যে একটা বিরাট রকমের আলোচনা চলছে-(কাজী নজরুল ইসলাম))। কাব্যোপজীবিকা (বিশেষ্য) কাব্যচর্চা; কাব্য সাধনা (এ কবির কাব্যোপজীবিকা একেবারে সংস্কারমুক্ত-সুধীন্দ্রনাথ দত্ত)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কবি+য(ষ্যঞ্)}
- Bengali Word কাম ১ English definition [কাম্] (বিশেষ্য) কদন; কন্দর্প; অনঙ্গ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্+অ(অণ্); (তৎসম বা সংস্কৃত শব্দ) √কামি+অ(অচ্)}