- Bengali Word কপট English definition [কপোট্] (বিশেষ্য) ১ প্রতারক; শঠ, প্রবঞ্চক; মিথ্যাচারী; ভণ্ড (কপট সাধু) ২ ছদ্ম; পরিচয় গোপনকারী; কৃত্রিম (কপট বেশ)।
□ (বিশেষ্য) ছল; প্রতারণা; চতুরী; শাঠ্য (শবরূপা হইলা কপটে-ভারতচন্দ্র রায় গুণাকর)।
কপটতা, কাপট্য (বিশেষ্য) ছল; প্রবঞ্চনা; শঠতা।
কপট প্রণয় (বিশেষ্য) ভালবাসার অভিনয়; কৃত্রিম প্রণয়।
কপট প্রবন্ধ ( বিশেষ্য) ছলনা; কৌশল; শাঠ্যজাল।
কপটাচরণ, কপটাচার (বিশেষণ) ধূর্ত; মিথ্যাচারী; চতুর; শঠ; ঠক; ছদ্মবেশী।
{(তৎসম বা সংস্কৃত শব্দ) √কপ্+অট(অটন্)}
- Bengali Word অকপট English definition [অকপট্/অকপোট্] (বিশেষণ); সরল; কপটতাহীন।
(বিশেষ্য) অকপটতা।
অকপটে (ক্রিয়া (বিশেষণ))সরলভাবে; গোপন না রেখে।
অকপটচিত্ত (বিশেষণ) সরলমনা; অমায়িক স্বভাবসম্পন্ন।
{অ+কপট}
- Bengali Word নিষ্কপট English definition [নিশ্কপোট্] (বিশেষণ) কপটতাহীন; সরল; কুটিলতা বর্জিত (দেশবন্ধু তুমি নিষ্কপট-সতেন্দ্রনাথ দত্ত)।
{(তৎসম বা সংস্কৃত) নিঃ+কপট; বহুব্রীহি সমাস}