• Bengali Word কানাত , কানাৎ English definition [কানাত্‌] (বিশেষ্য) ১ তাঁবুর পর্দা বা দেয়াল (তাম্বু কানাত সাজে উট পৃষ্ঠে দিয়া-হেয়াত মাহমুদ; তবে তাম্বু কানাৎ তৈনাত চলে ডেরা-ঘনরাম চক্রবর্তী; কিঙ্খাপ দ্বারা চতুর্দিকের কানাৎ রচিত হইল- ইহো)। ২ তাঁবু; বস্ত্রগৃহ (মখমল ঝলমল পড়ে না কানাৎ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) কনাত্‌ (তাঁবুর দেয়াল)}