ক পৃষ্ঠা ৫১
- Bengali Word কাপুরুষ English definition [কাপুরুশ] (বিশেষ্য) পুরুষোচিত সাহসহীন বা পৌরুষশূন্য ব্যক্তি; ভয়ে কর্তব্যচ্যুত হয় বা আত্মসম্মান বিসর্জন দেয় এরূপ ভীরুলোক। □ (বিশেষণ) ১ সাহসহীন ভীরু। ২ অপদার্থ। কাপুরুষতা, কাপুরুষত্ব বি।কাপুরুষজনোচিত (বিশেষণ) কাপুরুষের মতো আচরণ বিশিষ্ট (যে ভাবনা আমার মনে উদয় হল সেটা অত্যন্ত কাপুরুষ জনোচিত-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+পুরুষ; (কর্মধারয় সমাস) }
- Bengali Word কাপুড়ে , কাপুড়িয়া , কাপড়িয়া English definition [কাপুড়ে, কাপুড়িয়া, কাপোড়িয়া] (বিশেষ্য) কাপড় ব্যবসায়ী; বস্ত্র বিক্রেতা। □ (বিশেষণ) কাপড় সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপট>কাপড়+ইয়া=কাপড়িয়া> কাপইড়্যা>কাপুড়ে}
- Bengali Word কাপ্তেন , কাপ্তান English definition [কাপ্তেন, কাপ্তান] (বিশেষ্য) ১ জাহাজের অধ্যক্ষ বা পরিচালক। ২ সেনাধ্যক্ষ। ৩ খেলোয়াড়দের সর্দার। ৪ ইয়ারদল সহ স্ফূর্তিবাজ অপব্যয়ী ধনী ব্যক্তি। কাপ্তানি (বিশেষ্য) সর্দারি; নেতৃত্ব(তাহার ন্যায় যতসব চাঁদপানা ছেলের উপর কাপ্তানী শুরু করিয়া দিব-মাহবুব-উল-আলম)। কাপ্তান বাবু ( বিশেষ্য) ((আলঙ্কারিক)) অন্তঃসারশূন্য বা নির্জীব মানুষ; যে প্রাণবন্ত নয় (প্রাচীন দেবমূর্তিগুলি আমাদের বাঙলার কার্তিকের মতো সম্পূর্ণ কাপ্তেনবাবু বা কলে কাটাছাঁটা মরা জিনিস হয়ে পড়েনি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ইংরেজি ) Captain}
- Bengali Word কাপড় English definition [কাপোড়্] (বিশেষ্য) ১ বস্ত্র; বসন। ২ ধুতি শাড়ি বা লু্ঙ্গি। কাপড় কাচা (ক্রিয়া) বস্ত্র ধৌত করা। কাপড় খসা (ক্রিয়া) কাপড় ঢিলা হয়ে যাওয়া। কাপড় খারাপ/নষ্ট করা (ক্রিয়া) ভয়ে বা বাহ্যের বেগ ধারণে অক্ষমতার ফলে কাপড় নষ্ট বা অপরিষ্কার হওয়া। কাপড়-চোপড় (বিশেষ্য) পোশাক-পরিচ্ছদ; বস্ত্রাদি। কাপড় ছাড়া (ক্রিয়া) একবস্ত্র ত্যাগ করে অন্যবস্ত্র পরিধান করা; পোশাক পরিবর্তন করা; বাইরের পোশাক ত্যাগ করে ঘরোয়া পোশাক পরা।কাপড় পাট করা (ক্রিয়া) বস্ত্রাদি ভাঁজ করা।কাপড়ের জমিন (বিশেষ্য) বুনন; টানাপড়েন। আটপৌরে কাপড় (বিশেষ্য) নিত্য বা সর্বদা ব্যবহারের কাপড়। তোলা কাপড় (বিশেষ্য) অপেক্ষাকৃত উত্তম দামি কাপড়-যা মাঝে মাঝে আবশ্যকমতো পরা হয়। থানকাপড় (বিশেষ্য) সাদা পাড়হীন কাপড়-যা পুরুষ অথবা বিধবারা পরে। পাছাপেড়ে কাপড় ( বিশেষ্য) তিন পাড়যুক্ত শাড়ি; যে শাড়ির দুই কিনারায় ও মধ্যভাগে পাড় থাকে। বাসিকাপড় (বিশেষ্য) যে কাপড় পরে রাত্রিবাস করা হয়েছে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপট> ( প্রাকৃত) কপ&পড> (বাংলা) কাপড়; (তুলনীয়) (হিন্দী) কপড়া; কপ্পর}
- Bengali Word কাপড়িয়া English definition ⇒ কাপুড়িয়া
- Bengali Word কাফ English definition ⇒ কফ২
- Bengali Word কাফগির English definition [কাফ্গির্] (বিশেষ্য) হাতলবিশিষ্ট বড় চামচ (ডেগচি কাফগীরের ঘন সংঘাতে গোলদার বাড়ি মুখরিত হইতে লাগিল-কাজী ইমদাদুল হক)। {(আরবি) কফ+ (ফারসি) গীর}
- Bengali Word কাফন , কাফানি , কফন English definition [কাফোন্, কাফানি, কফোন্] (বিশেষ্য) মুসলমানদের মৃতদেহ আচ্ছাদনের কাপড়-স্ত্রী মৃতদেহের জন্য পাঁচখণ্ড এবং পুরুষ মৃতদেহের জন্র তিন খণ্ড কাপড় ব্যবহৃত হয়। (এজিদ পিতার মৃতদেহ … কাফন দ্বারা আবৃত করিয়া সাধারণের সম্মুখে আনয়ন করিলেন-মীর মশাররফ হোসেন)। {(আরবি) কাফন}
- Bengali Word কাফফারা English definition [কাফ্ফারা] (বিশেষ্য) পাপ মোচনার্থে দেয় জরিমানা; অপরাধের প্রায়শ্চিত্ত করার ব্যবস্থাদি (যত দিন আল্লা তাকে মাফ না দেন ততদিন কাফফারা দিবেন-আবুল মনসুর আহমদ; ভুল ত অইছেই আর হেই ভুলের কাফফারাও দেওন অই গেছে-আবদুর রশীদ ওয়াসেকপুরী)। {(আরবি) কাফ্ফারাহ}
- Bengali Word কাফি ১ English definition ⇒ কফি
- Bengali Word কাফি ২ English definition [কাফি] (বিশেষ্য) সংগীতের রাগিণীবিশেষ (বাদলদিনে কত মেঘের গান হোলির দিনে কত কাফি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) কাফী}
- Bengali Word কাফির , কাফিরী English definition ⇒ কাফের
- Bengali Word কাফিলা English definition ⇒ কাফেলা
- Bengali Word কাফুর English definition [কাফুর্] (বিশেষ্য) কর্পুর (কস্তুরি চন্দন চুয়া কাফুর মিশ্রিত-সৈয়দ আলাওল)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কর্পূর> (প্রাকৃত) কপ্পুর>কাপুর> কাফুর}
- Bengali Word কাফে English definition [কাফে] (বিশেষ্য) ১ কফিখানা; চা-ঘর(এই শহরতলীতেই কত না রেস্তোরাঁ কত না কাফে খোলা-সৈয়দ মুজতবা আলী)। ২ রেস্তোরাঁ। {(ফরাসি) cafe}
- Bengali Word কাফের , কাফির English definition [কাফের্, কাফির্] (বিশেষ্য) ১ সত্য প্রত্যাখ্যানকারী; ইসলামধর্ম অস্বীকারকারী। ২ পৌত্তলিক, বহু-ঈশ্বরবাদী বা ইসলাম-বিরোধী লোক(তিনি কাফেরের ছোঁয়া কিছুতেই খাইবেন না-মাহবুব-উল-আলম)। কাফেরি, কাফেরী, কাফিরী (বিশেষ্য) ইসলাম বিরোধিতা; অবিশ্বাস; সত্য প্রত্যাখ্যান(রেফারীকে দেয় কাফেরী ফতোয়া যদি সে ফাউল ধরে-(কাজী নজরুল ইসলাম))। {(আরবি) কাফির্}
- Bengali Word কাফেলা , কাফিলা English definition [কাফেলা, কাফিলা] (বিশেষ্য) ১ তীর্থযাত্রীর দল। ২ ভ্রমণকারীর দল; পথিকের দল; উষ্ট্রারোহী যাত্রীদল (কাফেলার বাঁশী বয়ে এনেছিল জহরের মত ব্যথা-ফররুখ আহমদ; বন্ধ্যা মরুভূমি পার হয়ে কাফেলার গতি-সৈয়দ আলী আশরাফ)। {(আরবি) কাফিলাহ}
- Bengali Word কাফেলা - সালার English definition [কাফেলাসালার্] (বিশেষ্য) কাফেলার অধিনায়ক (কাফেলা সালার! তোমার দেখানো রাহে করি করাঘাত-ফররুখ আহমদ)। {(আরবি) কাফিলাহ + (ফারসি) সালার; ৬ (তৎপুরুষ সমাস )}
- Bengali Word কাফ্রি , কাফরি English definition [কাফ্রি] (বিশেষ্য) আফ্রিকার অধিবাসী; নিগ্রো জাতি। {(পর্তুগিজ) Cafee}
- Bengali Word কাবলি , কাবলিওয়ালা English definition ⇒ কাবুলি