- Bengali Word কপি ২ English definition [কোপি] (বিশেষ্য) বানর; মকট।
কপিধ্বজ (বিশেষ্য) যার ধ্বজায় কপি চিহ্নিত আছে; অর্জুন।
{( তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্প্+ই; গ্রি. kebos}
- Bengali Word কপি ২ , কোপি English definition [কোপি] (বিশেষ্য) সবজি বিশেষ; ফুলকপি; বাঁধাকপি; ওলকপি প্রভৃতি।
{(পর্তুগিজ) Couve}
- Bengali Word কপি ৩ , কোপি English definition [কোপি] (বিশেষ্য) ১ প্রতিলিপি; হুবহু অনুলিপি;নকল।
২ মুদ্রনের জন্য প্রস্তুত রচনা সামগ্রী।
কপিবুক (বিশেষ্য) হস্তলিপি শিক্ষার আদর্শ বই; খাতা।
{( ইংরেজি) copy}