ক পৃষ্ঠা ৪৮
- Bengali Word কাদিম , কদীম English definition [কাদিম্, কোদিম্] (বিশেষ্য) প্রাচীন; পুরাতন (এ পীর আউলিয়া যত হয়েছে কাদিম কেহই ফকির নাহি হয় বেএলিম-হেয়াত মাহমুদ)। {(আরবি) কদীম }
- Bengali Word কাদের , কাদির English definition [কাদের্, কাদির্] (বিশেষণ) শক্তিমান; সক্ষম। সর্বশক্তিমান। {(আরবি) কাদির}
- Bengali Word কান - পাকা , কান - পাতলা , কান - ফাটা , কান - ফাটানো , কানফুল , কানবালা , কানভাঙানি , কানমলা English definition ⇒ কান২
- Bengali Word কান ১ English definition ⇒ কানাই {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃষ্ণ> (প্রাকৃত ) কণ্হ > (বাংলা) কান}
- Bengali Word কান ২ , কাণ (অশুদ্ধ) English definition [কান্] (বিশেষ্য) ১ কর্ণ; শ্রবণেন্দ্রিয়। ২ কানের গহনা বিশেষ। ৩ তানপুরা সেতার বেহালা ইত্যাদি বাদ্যযন্ত্রের তার কষবার হাতল বা চাবি। কানকথা (বিশেষ্য) গোপন মন্ত্রণা; কানে কানে বলা কথা; বদনাম (বন্ধু-বান্ধবের মজলিসে কানকথা আমি শুনতে চাই না-মীর মশাররফ হোসেন)। কানকাটা (ক্রিয়া) সম্পূর্ণরূপে পরাভূত করা। কানকাটা (বিশেষণ) নির্লজ্জ; বেহায়া। কানকামড়ানো ( ক্রিয়া) অনুতাপ করা; নিজের জিদে কাজ করে ক্ষতি হলে সেজন্য দুঃখ করা। কানকোটারি (বিশেষ্য) কর্ণকীটবিশেষ; কানে প্রবেশ করে কষ্ট দেয় এমন কীট; কেন্নো (কুটি কুটি কান-কোটারির কিলিবিলি-ভারতচন্দ্র রায় গুণাকর)। কানখড়কে (বিশেষণ) শ্রবণশক্তি প্রখর এমন। কানখাড়া করা (ক্রিয়া) উৎকর্ণ হওয়া; শোনার জন্য উদগ্রীব হওয়া। কানখুস্কি (বিশেষ্য) কানের মল বের করার জন্য ধাতুর তৈরি দণ্ডবিশেষ; কর্ণশোধনী। কানজোখা (বিশেষ্য) কাঁধ পরিমাণ (কারো হাতে কানজোখা পেতলে বাঁধানো লাঠি -সৈয়দ মুজতবা আলী)। কানঝাপটা (বিশেষ্য) ১ কানের অলঙ্কারবিশেষ। ২ জুলফি। কান দেওয়া (ক্রিয়া) ১ কর্ণপাত করা; শোনা। ২ গ্রাহ্য করা। কানধরা (ক্রিয়া) ১ তিরস্কার বা অপমানের উদ্দেশ্যে অন্যের কান স্পর্শ করা। ২ ভবিষ্যতে সাবধান হওয়ার বা কোনো কিছু না করার জন্য প্রতিজ্ঞা করে নিজের কান স্পর্শ করা। কানপাকা (ক্রিয়া) কানের ভিতরে পানি গিয়ে পুঁজ হওয়া। □ (বিশেষ্য) কানের রোগ বিশেষ-কানের ভিতর পানি গিয়ে পুঁজ জমে যে রোগ হয়। □ (বিশেষণ) কানের রোগ আছে এমন। কানপাতলা (বিশেষণ) নির্বিচারে অন্যের লাগানো কথায় বিশ্বাস করে এমন। কান পাতা (ক্রিয়া) ১ শোনার জন্য মনোযোগী হওয়া। ২ গোপনে শোনা। কান- ফাটা, কান ফাটানো (বিশেষণ) কানের পর্দা ফাটিয়ে ফেলার মতো উচ্চ শব্দযুক্ত (কান-ফাটা আওয়াজ)। কানফুল (বিশেষ্য) কানের গয়না; কর্ণালঙ্কার বিশেষ(আনমনা তার খুলে গেল খোঁপা; কানফুল গেল খুলি-(কাজী নজরুল ইসলাম))। কানবালা (বিশেষ্য) কানের অলঙ্কার বিশেষ; মাকড়ি জাতীয় গহনা বিশেষ। কান ভাঙানো (ক্রিয়া) কুমন্ত্রণা দেওয়া; গোপনে একজনের কাছে অন্যের বিরুদ্ধে বলে উভয়ের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করা। কান ভাঙানি দেওয়া, কান ভারী করা (ক্রিয়া) মনে অপরের সম্পর্কে খারাপ ধারণার সৃষ্টি করা। কানমলা ( ক্রিয়া) ১ কর্ণ মর্দন করা। ২((আলঙ্কারিক)) অপমানিত করা; অপদস্থ করা। ৩ ((আলঙ্কারিক)) শোচনীয়ভাবে পরাজিত করা। □ (বিশেষ্য) কর্ণমর্দন। কানমলা খাওয়া (ক্রিয়া) ১ অপমানিত বা অপদস্থ হওয়া। ২ ঠেকে শিক্ষালাভ করা। কানাকানি (বিশেষ্য) ১ পরস্পর চুপে চুপে বলাবলি (দুটি সোহাগের বাণী যদি হত কানাকানি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ গোপনে রটনা; গোপনে পরামর্শ। কানাঘুষা, কানাঘুষো (বিশেষ্য) গোপনে রটনা (বন্ধুজন করে কানাঘুষা -(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। কানে আঙুল দেওয়া (ক্রিয়া) অশ্রাব্য বা অবাঞ্ছিত কোনো কিছু শুনতে না চাওয়া।কানে আসা (ক্রিয়া) শুনতে পাওয়া; শ্রবণগোচর হওয়া (একথা যেন আমার কানে আর না আসে)। কানে ওঠা/ উঠা (ক্রিয়া) কর্ণগোচর হওয়া; শোনা। কানে করা (ক্রিয়া) মনোযোগ দেওয়া; কানে দেওয়া (কিন্তু সে যাহা বলিল তাহাও মতি তেমন কানে করিতে পারিল না-কাজী আবদুল ওদুদ)। কানে কানে (বিশেষণ) কানায় কানায় পূর্ণ (জেগে ওঠে কলগীতি মনপ্রাণ কানেকান-সত্যেন্দ্রনাথ দত্ত)। কানে কানে (ক্রিয়াবিশেষণ) কানের খুব নিকটে; চুপি চুপি; মৃদু স্বরে।কানে-খাটো (বিশেষণ) কানে কম শোনে এমন; জোরে না বললে শোনে না এমন। কানে তালা ধরা বা লাগা (ক্রিয়া) উচ্চ শোরগোল বা দুর্বলতা হেতু কানে কিছু শুনতে না পাওয়া; ভয়ানক শব্দে কান অসাড় হয়ে যাওয়া। কানে তুলা দেওয়া (ক্রিয়া) না শোনা; কর্ণপাত না করা। কানে তোলা (ক্রিয়া) ১ শোনানো। ২ শ্রবণযোগ্য বা বিচারযোগ্য জ্ঞানে গ্রাহ্য করা বা বিবেচনা করা। কানে ধরে বলা (ক্রিয়া) বিশেষভাবে বলা; তিরস্কারের সাহায্যে মনোযোগী করানো। কানে বাজা (ক্রিয়া) শ্রুতিকটু হওয়া। কানের পোকা বের করা (ক্রিয়া) ক্রমাগত ঘ্যানঘ্যান করে বিরক্ত করা। কানে লাগা (ক্রিয়া) ১ শ্রুতিমধুর বোধ হওয়া। ২ বিশ্বাস বা সম্মতির যোগ্য হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণ>কন্ন>কান}
- Bengali Word কানকো English definition [কান্কো] (বিশেষ্য) মাছের ফুলকার উপরের শক্ত আবরণ; gill। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণকূপ>কন্ন-কুঅ>}
- Bengali Word কানকোটারি , কান খুস্কি , কান খড়কে English definition ⇒ কান২
- Bengali Word কানছা English definition [কান্ছা] (বিশেষ্য) কিনারা (উঠানের কানছায় দেখে মেন্দি গাছের চারা রে-পূর্ববঙ্গ গীতিকা)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কচ্ছ>}
- Bengali Word কানজোখা , কানঝাপটা English definition ⇒ কান২
- Bengali Word কানটি English definition ⇒ কানুটি
- Bengali Word কানন English definition [কানোন্] (বিশেষ্য) ১ বাগান; উপবন। ২ অরণ্য; বন। কানন কুন্তলা (বিশেষণ) প্রান্তস্থ কাননশোভিতা (কানন-কুন্তলা পর্বত)। কানন কুসুম (বিশেষ্য) বনের বা বাগানের ফুল। কাননবাসী (বিশেষণ) বনবাসী। কানন বাসিনী (স্ত্রীলিঙ্গ)। কাননিকা (বিশেষ্য) ছোট বন; ছোট উপবন বা উদ্যান (গুন্ঠন খুলি রাণী কাননিকা কারে চায়-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কানি+অন}
- Bengali Word কানন্দ English definition [কানোন্দো] (বিশেষ্য) রজ্জু-সোপান; দড়ির মই (তজ্জন্য তিনি কানন্দ সাহায্যে অদৃশ্যভাবে প্রাসাদের উপরে আরোহন করিরেন- মোজাম্মেল হক)।
- Bengali Word কানা ১ , কাণা (অশুদ্ধ) English definition [কানা] (বিশেষণ) ১ একচক্ষুহীন। ২ চক্ষুহীন; অন্ধ। ৩ ফুটা; ছেঁদা(কানাহাঁড়ি)। কানি, কাণী (অশুদ্ধ)(স্ত্রীলিঙ্গ)। কানা কড়ির উপকার (বিশেষ্য) অতি সামান্য পরিমাণ উপকার। কানা করে দেওয়া (ক্রিয়া) একেবারে হারিয়ে দেওয়া; নষ্ট করে ফেলা; দূষিত করে দেওয়া। কানা কলসির জল (বিশেষ্য) ক্ষণস্থায়ী বস্তু। কানা খোঁড়ার একগুণ বাড়া- নির্গুণ লোকেরই অহঙ্কার বা দোষক্রটি বেশি থাকে। কানা গুরুর ভিন্ন গোয়াল/পথ-অজ্ঞান লোক কানা গরুর মতো গোয়ালের পথ অর্থাৎ নিরাপদ পথ ত্যাগ করে বিপথে যায়। কানা ছেলের নাম পদ্মলোচন- চক্ষুহীনের পদ্মলোচন নাম রাখা যেমন নিরর্থক এবং হাস্যকর তদ্রূপ অসংগতিপূর্ণ ও হাস্যকর। কানামাছি (বিশেষ্য) ছোট ছেলেমেয়েদের চোখ বেঁধে অন্ধ সেজে খেলা বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাণ (অর্থ একচক্ষুহীন)+ (বাংলা) আ=কানা}
- Bengali Word কানা ২ English definition [কানা] (বিশেষ্য) ১ প্রান্তভাগ; কিনারা (পুকুরের কানা)। ২ পাত্রাদির মুখের বেড়; হাঁড়ি কলসির গলা। কানায় কানায় (ক্রিয়াবিশেষণ) গলা পর্যন্ত; কানা পর্যন্ত; পরিপূর্ণভাবে (কানায় কানায় পূর্ণ আমার পরাণ ভরা ভাদরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্কন্ধ>কণ্ন>কান,+আ=কানা}
- Bengali Word কানাই , কানু , কান English definition [কানাই, কানু, কানো] (বিশেষ্য) শ্রীকৃষ্ণ (তার মুখে ছাই দিয়ে সে কানাই আসিবে তোমা নিকটে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী); জলদবরণ কান দলিত অঞ্জন জনু-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী); তো বিনে উনমত কান-(বিদ্যাপতি))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃষ্ণ> (প্রাকৃত) কণ্হ> ( বাংলা) কাহ্ন>কান+আই, উ(আদরে)=কানাই, কানু}
- Bengali Word কানাকানি English definition ⇒ কান২
- Bengali Word কানাকুয়া , কানাকুয়ো English definition [কানাকুয়া, কানাকুয়ো] (বিশেষ্য) একপ্রকার পাখি (কানাকুয়া ডাকবে শুধু পহরের পর পহর গনে-(জসীমউদ্দীন); বাঁশঝাড়ের ভিতর থেকে একটা কানাকুয়ো ডেকে উঠল-সরদার জয়েনউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণকূপ>?}
- Bengali Word কানাকড়ি English definition ⇒ কড়ি১
- Bengali Word কানাঘুষা English definition [কানাঘুশা] (বিশেষ্য) কানে কানে বলাবলি; গোপনে বলাবলি (ছেলেরা এই নিয়ে কানাঘুষাও কম করে না-আবুল ফজল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণঘোষ(?)> কানাঘোষ+আ=কানাঘোষা>কানাঘুষা (‘ঘোষ’ শব্দের এক অর্থ ‘জনশ্রুতি’}
- Bengali Word কানাচ English definition [কানাচ্] (বিশেষ্য) ১ দেয়ালের বাইরে স্থিত চালাঘরের ছাঁচ। ২ ছাঁচতলা; ঘরের পশ্চাদ&ভাগ। কানাচি পাতা (ক্রিয়া) আড়ালে লুকিয়ে অন্যের কথা শোনা। আনাচে কানাচে (ক্রিয়াবিশেষণ) ঘরের পাশে বা নিকটবর্তী গোপন স্থানসমূহে (আনাচে কানাচে লুকিয়ে থাকে)। {(আরবি) কুনাসাহ্; (ফারসি) কুন&জ্ > ‘কানাচ’, (অনুকারক শব্দ , শব্দদ্বৈত) ‘আনাচ’}