• Bengali Word কানাড়া , কানড়া , কানড় English definition [কানাড়া, কানোড়া, কানোড়] (বিশেষ্য) ১ সংগীতের রাগবিশেষ; কর্ণাট রাগিণী (কানাড়া রাগিণীর কোমল গান্ধারে-(কাজী নজরুল ইসলাম))। ২ স্ত্রীলোকের কেশবিন্যাসের ধারাবিশেষ; কর্ণাটদেশ প্রসিদ্ধ কুণ্ডলাকৃতি খোঁপা (কানাড়া ছন্দে বাঁধিব কি বেণী -(জসীমউদ্‌দীন); কানড়া ছাঁদে খোঁপা বাঁধে-সত্যেন্দ্রনাথ দত্ত; কানড় খোঁপায়; কনকচাঁপা পাটের খোপা দোলে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ৩ কর্ণাট দেশীয় (কাপড় কাণ্ডার আড়ে কানড়া রূপসী-ঘনরাম চক্রবর্তী)। কানাড়ি (বিশেষণ ) কর্ণাট দেশীয়; কর্ণাট দেশে জাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণাট> (প্রাকৃত) কন্নাড>কনাড়, কানাড়+আ=কনাড়া, কানাড়া, কানড়া}