ক পৃষ্ঠা ৫৩
- Bengali Word কাম ২ English definition [কাম্] (বিশেষ্য) ১ কাজ; কর্ম (না বুঝিয়া করে কাম শেষে হয় বদনাম-মীর মশাররফ হোসেন)। ২ প্রয়োজন; দরকার (গুণ না থাকিলে, তার রূপে কিবা কাম-দৌলত উজির বাহরাম খান)। কাম-কাজ (বিশেষ্য) কাজ; যে কাজে সংসার চালানোর জন্যে অর্থ পাওয়া যায় (কাম-কাজ অথবা কাজ-কাম কিছুই নেই)। কাম-চোর (বিশেষণ) অলস; ফাঁকিবাজ (কামচোরের শাস্তিই হলো মেদবৃদ্ধি-রাহুল সাংকৃত্যায়ন)। কামসেরেছে (ক্রিয়া) বিপদের আশঙ্কা করা (স্যার এ দিকেই আসছেন, কাম সেরেছে)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কর্ম> (প্রাকৃত) কম্ম>কাম}
- Bengali Word কাম ৩ English definition [কাম্] (বিশেষ্য) ১ সম্ভোগেচ্ছা (কামাতুর)। ২ কামনা; ইচ্ছা; অভিলাষ (সিদ্ধকাম)। ৩ অনুরাগ। কামকলা (বিশেষ্য) রতিশাস্ত্র; রতিবিদ্যা। কামকেলি (বিশেষ্য) যৌন সম্ভোগ; রতিক্রীড়া। কামগ, কাগম, কামগামী (বিশেষণ) আপন ইচ্ছামতো যেখানে সেখানে অতি দ্রুত যেতে সমর্থ এমন (কামগম বিহঙ্গম-রাজ…সহসা অতি প্রকাণ্ড কলেবর ধারণ করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। কামগন্ধ (বিশেষ্য) কামের আভাস বা লেশ। কামচর (বিশেষণ) ১ স্বেচ্ছাবিহারী; যে ইচ্ছাপূর্বক সকল স্থানে যেতে পারে; সর্বত্রগামী। ২ স্বেচ্ছাচারী। কামচার (বিশেষ্য) স্বেচ্ছাচার; আপন ইচ্ছানুরূপ চলা; যথেচ্ছাগমন। □ (বিশেষণ) স্বেচ্ছাচারী; যথেচ্ছাগামী। কামচারী ( বিশেষণ) ১ স্বচ্ছন্দ গমনশীল; স্বেচ্ছাবিহারী (অমিত্রাক্ষর কবিতা কামচারী-প্রথম চৌধুরী)। ২ স্বেচ্ছাচারী। ৩ ব্যভিচারী; লম্পট প্রকৃতির; কামের বশীভূত। কামচারিণী (স্ত্রীলিঙ্গ)। কামজ (বিশেষণ) ১ যৌনসম্ভোগের ইচ্ছা থেকে জাত (সে তাহার পিতামাতার কামজ সন্তান-(কাজী নজরুল ইসলাম))। ২ বাসনাজাত। কামজ্বর (বিশেষ্য) কামাগ্নি; প্রবল কামপ্রবৃত্তি।কামতন্ত্র (বিশেষ্য) ১ কাম বা রতি পরতন্ত্র (কুলবধূ কামতন্ত্র, বেজক মুরল যন্ত্র বালুকা সহিত জল পূরে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ২ রতিশাস্ত্র। কামদ, কামপ্রদ (বিশেষণ) অভীষ্টপূরক; প্রার্থিত বস্তু দান করে এমন। কামদা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অভীষ্টদাত্রী; কামনাদায়িনী (শুনেছি কামদা নাকি দেবেন্দ্রের পুরী-মাইকেল মধুসূদন দত্ত)। □ (বিশেষ্য) কামধেনু। কামদেব (বিশেষ্য) হিন্দুদের মন্মথ বা মদনদেব; প্রেমের দেবতা। কামধেনু, কামদুঘা (বিশেষ্য) হিন্দু পুরাণে বর্ণিত অভীষ্টদায়িকা গাভী-সুরভি, নন্দিনী ইত্যাদি(দাও ত্বরা করি কামদুঘা সুরভির দুগ্ধধারা-মোহিতলাল মজুমদার; কামদুঘা বঙ্গভূমি-আসকার ইবনে শাইখ)। কামপত্নী (বিশেষ্য) হিন্দুদের রতিদেবী। কামপ্রদ ⇒ কামদ। কামবাই (বিশেষ্য) কামাসক্তি; প্রবল সঙ্গমেচ্ছা; কামোন্মত্ততা। কামবাণ, কামশর (বিশেষ্য) ((আলঙ্কারিক)) মদনের সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন নামক পঞ্চবাণ; কামোদ্দীপক শর। কামরূপ, কামরূপী২ (বিশেষণ) ১ ইচ্ছারূপী; ইচ্ছামতো রূপ ধারণে সমর্থ (কামরূপী তবাগ্রজ-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সুন্দর মনোহর কান্তি; মদনের মতো রূপধারী (কামরূপী মোর গৃহে বাড়ে কোন জন-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। কামরূপা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) স্বেচ্ছাক্রমে রূপধারিণী (অনিমেষে রূপ ধরি কামরূপা আমি নাথ সেবিব তোমারে-মাইকেল মধুসূদন দত্ত)। কামলতা (বিশেষ্য) কামিনী (যা কিছু যে চাহে অমনি পায় সে তারে; কামধুকে যথা কামলতা-মাইকেল মধুসূদন দত্ত)। কামশর⇒কামবাণ।কামশাস্ত্র, কামসূত্র (বিশেষ্য) রতিশাস্ত্র; কামকলা সম্বন্ধীয় শাস্ত্র। কামসখ (বিশেষ্য)বসন্ত ঋতু। কামস্তুতি (বিশেষ্য) কামদেবের উদ্দেশ্যে স্তব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্+অ(ঘঞ্)}
- Bengali Word কামট English definition [কামোট্] (বিশেষ্য) হাঙ্গর (ওদিকে কুমীর কামটের ভয়-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কামট}
- Bengali Word কামটঙ্গি , কামটুঙ্গি English definition [কাম্টোঙ্গি, কাম্টুঙ্গি] (বিশেষ্য) পুকুরের মধ্যে বা উচ্চস্থানে নির্মিত ধনীদের গ্রীষ্মাবাসের জন্য একরূপ বিলাসগৃহ ; জলটুঙ্গি (বইয়া আছে ডিঙ্গাধর কামটঙ্গি ঘরে-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+তুঙ্গ+ই>কামটঙ্গি, কামটুঙ্গি}
- Bengali Word কামঠ English definition [কামোঠ্] (বিশেষ্য) কচ্ছপের মাংস। □ (বিশেষণ) কচ্ছপ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কমট(কচ্ছপ)+ষ্ণ=কামট}
- Bengali Word কামদানি , কামদানী English definition [কাম্দানি] (বিশেষ্য) ১ কাপড়ে ফুল তোলার কাজ; এমব্রয়ডারি। ২ সলমা চুমকির কাজ-করা কাপড়। ৩ তুলার কাপড়ের উপর জরি বসানোর কাজ। { (বাংলা) কাম+ (ফারসি) দানি}
- Bengali Word কামদার English definition [কাম্দার্] (বিশেষণ) ১ কারুকার্যবিশিষ্ট (জরির কামদার মখমলের বালিশ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ কারচুপি (নকশার) কাজ করা জিনিস; নকশার কাজ-করা কাপড় (কামদার টুপি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম> (বাংলা) কাম+ (ফারসি)দার}
- Bengali Word কামধুক English definition [কাম্ধুক্] (বিশেষ্য) কামধেনু (যা কিছু যে চাহে; অমনি সে পায় তারে; কামধুকে যথা কমলতা-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+√দুহ্+ক্বিপ্}
- Bengali Word কামনা English definition [কামোনা] (বিশেষ্য) বাসনা; ইচ্ছা; মনোরথ; অভিলাষ। কামনা-পরাগ (বিশেষ্য) বাসনারূপ পুষ্পের রেণু (রইল যে তবু কামনা-পরাগ গন্ধটুকু ভেসে-জাহানারা আরজু)।{( তৎসম বা সংস্কৃত শব্দ) √কামি+অন(যুচ্)+আ(টাপ্)
- Bengali Word কামবর্ত্ম English definition [কাম্বর্তোঁ] (বিশেষ্য) কামপথ (কামবর্ত্মে করে রঙ্গ কামিনীসঙ্কুল-সাবিরিদ খান)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+বর্ত্ম}
- Bengali Word কামরা English definition [কামরা] (বিশেষ্য) কক্ষ; কুঠরি; ঘর। {(পর্তুগিজ) Camara}
- Bengali Word কামরাঙা , কামরাঙ্গা English definition [কাম্রাঙা, কাম্রাঙ্গা] (বিশেষ্য) পাঁচটি শিরাযু্ক্ত অম্লমধুর ফলবিশেষ। কামরাঙা শাঁখা (বিশেষ্য) হাতের অলঙ্কারবিশেষ (সোনাতে বান্ধাইয়া দিবাম কামরাঙ্গা শাখা-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্মরঙ্গ>কারাঙ্গ+আ=কামরাঙ্গা, কামরাঙা}
- Bengali Word কামরূপী ১ English definition [কামরুপি] (বিশেষণ) ১ কামরূপ দেশজাত। ২ কামরূপ দেশ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কামরূপ+ঈ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word কামলা ১ , কামিলা English definition [কাম্লা, কামিলা] (বিশেষ্য) দিনমজুর; যারা দিন-মজুরি করে খায় (কামলারা খেতি করিতে করিতে যায়; কামলার কাম বিনোদ তাও ভালা জানে-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কাম+ওয়ালা(=আলা)=কামলা, উচ্চারণ-বিভ্রাটে ‘কামিলা’}
- Bengali Word কামলা ২ English definition [কাম্লা] (বিশেষ্য) চক্ষু হরিদ্রাবর্ণ হয় এমন রোগ। ন্যাবা; কাঁওল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কামল>কামলা}
- Bengali Word কামাই ১ English definition [কামাই] (বিশেষ্য) ১ রোজগার; আয়; উপার্জন। ২ উপার্জিত অর্থ বা ধন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম>কাম+আই=কামাই}
- Bengali Word কামাই ২ English definition [কামাই] (বিশেষ্য) ১ অনুপস্থিতি; গরহাজিরি (দুর্বলবশতঃ অনেকদিন আপিস কামাই করিতে হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিরাম (সে জন্যে সেকালে কাজেরও কামাই হয়নি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (ক্রিয়া) কামাই করা। কাজও নাই কামাইও নাই-কাজ না থাকলেও বিরাম নাই এরূপ অবস্থা; কর্ম নেই তবু কাজে গরহাজিরিও নেই। {(ফারসি) কম +আই=কমাই>কামাই; (তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ম>(প্রাকৃত) কম্ম>কাম+আই=কামাই}
- Bengali Word কামাক্ষী , কামাখ্যা English definition [কামাক্খি, কামাক্খা] (বিশেষ্য) স্ত্রী, হিন্দুদের কামাখ্যা নামক দেবী; মহাদেবী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+অক্ষি+ঈ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word কামাগ্নি , কামানল English definition [কামাগ্নি, কামানল্] (বিশেষ্য) প্রবল সম্ভোগেচ্ছা; অতিশয় কাম-লালসা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+অগ্নি, অনল; রূপক (কর্মধারয় সমাস)
- Bengali Word কামাচার English definition [কামাচার&] (বিশেষ্য) ব্যভিচার; কামপ্রবৃত্তি চরিতার্থ করার উদ্দেশ্যে তৈরি আচার-আচরণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাম+আচার}