ক পৃষ্ঠা ৪৭
- Bengali Word কাতা English definition [কাতা] (বিশেষ্য) ১ নারকেল-ছোবড়ার রশি বা দড়ি। ২ নাপিতের কাঁচি ক্ষুর চিরুনি ইত্যাদির রাখার থলি (নাপিত নিবসে তথা কক্ষতলে করি কাতা-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৃৎ>+অন(ল্যুট&)=কর্তন> (হিন্দী) কাতনা>কাতা}
- Bengali Word কাতান English definition [কাতান্] (বিশেষ্য) দা; কাটারি; কাটবার অস্ত্র। {(পর্তুগিজ) Catana; (তুলনীয় ) (তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তনী}
- Bengali Word কাতার English definition [কাতার্] (বিশেষ্য) ১ সারি; শ্রেণি; পঙ্ক্তি (অযুত মানব চলেছে কাতারে-সুফিয়া কামাল)। ২ বড় দল; সঙ্ঘবদ্ধ দল (সিপাই সকল চলে কাতারে কাতার-ভারতচন্দ্র রায় গুণাকর)। কাতার বন্দি (বিশেষণ) শ্রেণিবদ্ধ (এক কাতারবন্দী হয়ে মোটেই দাঁড়াতে পারি না-মুর)। {( আরবি) কতার }
- Bengali Word কাতি ১ English definition [কাতি] (বিশেষ্য) ১ শাঁখের করাত। ২ ক্ষুর (ত্যজিব আপন প্রাণ গলে দিয়া কাতি-হেয়াত মাহমুদ)। ৩ কাঁচি। ৪ খড়্গ; খাঁড়া (শত শত সেনাপতি হাতে করি ঢাল কাতি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তরী> প্রা, কত্তরী> (বাংলা) কাতি}
- Bengali Word কাতি ২ English definition [কাতি] (বিশেষ্য) কার্তিক মাস। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কার্ত্তিক >(প্রাকৃত) কত্তিঅ>কাতি}
- Bengali Word কাতিল English definition ⇒ কাতেল
- Bengali Word কাতুকুতু , কুতুকুতু English definition [কাতুকুতু, কুতুকুতু] (বিশেষ্য) অঙ্গস্পর্শ দ্বারা সুড়সুড়ি; শরীরের স্থান বিশেষে স্পর্শ দ্বারা হাসানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কুতূ>}
- Bengali Word কাতুরি , কাতুরী , কাতারি English definition [কাতুরি, কাতুরী, কাতারি] (বিশেষ্য) ধাতুর পাত কাটার যন্ত্র বা কাঁচি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তরী> (প্রাকৃত) কত্তরী>কাতরি>কাতুরি(স্বরসাম্যে)}
- Bengali Word কাতেব , কাতিব English definition [কাতেব্, কাতিব্] (বিশেষ্য) কেরানি; লেখক কর্মচারীবিশেষ(৭০০ কাতেব এক সপ্তাহ পরিশ্রম করিয়া কপি প্রস্তুত করিল…- ইসমাইল হোসেন শিরাজী)। {(আরবি) কাতিব}
- Bengali Word কাতেল , কাতিল English definition [কাতেল্, কাতিল্] (বিশেষ্য) হন্তা; ঘাতক; হত্যাকারী (তোমার বক্ষ দেখিলেই জানিতে পারিব যে তুমি আমার কাতেল কিনা- মীর মশাররফ হোসেন)। {(আরবি) কাতিল}
- Bengali Word কাত্যায়ন English definition [কাত্তায়োন্] (বিশেষ্য) শাস্ত্রোপদেষ্টা মুনিবিশেষ। ২ ব্যাকরণের বিখ্যাত টীকাকার বররুচি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কত+য(যঞ্)>কাত্য+আয়ন(……)}
- Bengali Word কাত্যায়নী English definition [কাত্তায়োনি] (বিশেষ্য) হিন্দুদেবী দুর্গা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাত্যায়ন+ঈ(ঙীপ্)}
- Bengali Word কাদম্ব English definition [কাদোম্বো] (বিশেষ্য) ১ রাজহংস; কলহংস; বালিহাঁস(ডাকে কাদম্ব পাখী-মাইকেল মধুসূদন দত্ত)। ২ বাণ (উড়িল কাদম্বকুল-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ কদম গাছ বা ফুল। □ ( বিশেষণ) কদম্ব সম্বন্ধীয়।
- Bengali Word কাদম্বর English definition [কাদম্বর্] (বিশেষ্য) ১ দধির সর। ২ একপ্রকার মদ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাদম্ব+√রা+অ(ক)}
- Bengali Word কাদম্বরী English definition [কাদোম্বোরি] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ হিন্দুদের দেবী সরস্বতী। ২ কোকিলা। ৩ শারিকা। □ (বিশেষ্য) ১ একপ্রকার সুরা বা মদ; গৌড়ী মদিরা। ২ বাণভট্ট ও তৎপুত্র কর্তৃক প্রণীত সংস্কৃত গদ্যকাব্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাদম্বর+ঈ(ঙীপ্)}
- Bengali Word কাদম্বা English definition ( বিশেষ্য ) ( স্ত্রীলিঙ্গ ) রাজহংসী; কলহংসী (উত্তরিলা প্রিয়ম্বদা কাদম্বা যেমতি মধুস্বরা-মাইকেল মধুসূদন দত্ত)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কদ্+ণিচ্+অম্ব(অম্বচ্)>কদম্ব+অ(অণ্)=কাদম্ব}
- Bengali Word কাদম্বিনী English definition [কাদোম্বিনি] (বিশেষ্য) মেঘমালা; মেঘশ্রেণি; সারি সারি মেঘ (গম্ভীরে অম্বরে যথা নাদে কাদম্বিনী-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাদম্ব+ইন্(ইনি)+ঈ(ঙীপ্)}
- Bengali Word কাদলী English definition [কাদোলি] (বিশেষ্য) এক জাতীয় হরিণ (বাহ্লিক দেশের ব্যবসায়ীদের কাছে কাদলী হরিণের নরম আর চকচকে চামড়া দেখেছি-রাহুল সাংকৃত্যায়ন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কদালী+অ(অণ্)}
- Bengali Word কাদা English definition [কাদা] (বিশেষ্য) পানিতে ভিজা নরম মাটি; জলসিক্ত পঙ্কিল মৃত্তিকা; পাঁক; কর্দম। □ (বিশেষণ) কর্দমাক্ত; পঙ্কিল (গা ধুলোয়-ঘামে কাদা হয়ে গেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। কাদা খোঁচা (বিশেষ্য) খঞ্জন জাতীয় পাখিবিশেষ; snipe। কাদাটে (বিশেষণ) ১ কাদাযুক্ত; কাদামাখা (কাদাটে রাস্তা)। ২ কাদার মতো।কাদালেপটা (বিশেষণ) কাদার ন্যায় লেগে থাকা (আমার এ দুর্নাম তো সারাজীবন কাদালেপটা হয়ে লেগেই থাকবে- নই)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কর্দ> (প্রাকৃত) কদ্দ>কাদা}
- Bengali Word কাদাহ , কাদ্দা ((আঞ্চলিক)) English definition [কাদাহ্, কাদ্দা] (বিশেষ্য) বড় ধরনের মাটির পাত্র। {(আরবি) কদহ্ }