ক পৃষ্ঠা ২
- Bengali Word কউতর English definition ⇒ কইতর
- Bengali Word কওম , কৌম English definition [কওম্, কোউম্] (বিশেষ্য) জাতি; সম্প্রদায় (গাইত কবিতা দিয়া কওমের গান-রওশন ইজদানী)। কওমি (বিশেষণ) জাতীয় (কওমি ঝাণ্ডা; কওমি নিশান)। {(আরবি) কাউম }
- Bengali Word কওলা English definition ⇒ কবালা
- Bengali Word কওসর English definition [কওসর্] (বিশেষ্য) ১ অমৃত; সুধা (প্রেম-নহরের কওসর বলে আমারে জহর দিলি?-কাজী নজরুল ইসলাম)। ২ উৎস; বেহেশতের প্রধান নহরের নাম-যার পানি অফুরন্ত, অতি সুস্বাদু ও সুগন্ধময় এবং যা একবার পান করলে কখনও পিপাসা হয় না (প্রলুব্দ মন খুঁজে ফেরে প্রেরণার নতুন কওসর-সৈয়দ আলী আশরাফ)। {(আরবি) কারছার }
- Bengali Word ককখটী English definition [কক্খোটি] (বিশেষ্য) খাটাশ; বনবিড়াল বিশেষ (বানরী রব দেই কক&খটী নাদ-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্খট}
- Bengali Word ককানো English definition [ককানো] (ক্রিয়া) ১ কাতর রব করা। ২ দমবন্ধ হয়ে এলেও কাঁদতে থাকা; কাঁদতে কষ্ট হচ্ছে এ অবস্থায় কাতর ধ্বনি করা (এ মাসটা থাক দিদি কেঁদে ককিয়ে। ও মাসেতে নিয়ে যাবো পালকি সাজিয়ে-লোক সাহিত্য)। কাকানি (বিশেষ্য) কাতর ক্রন্দন ধ্বনি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কক্ক্>√ককা+আন, আনো, আনি = ককানো, ককান, ককানি; ধ্বন্যাত্মক}
- Bengali Word ককুঞ্জল English definition [ককুন্জল্] (বিশেষ্য) চাতক পাখি। লোক বিশ্বাস অনুসারে এই পাখি মেঘের জল ভিন্ন অন্য জল পান করে না এবং ‘পিউ’ শব্দ করে মেঘের কাছে জল ভিক্ষা করে। {ককুন্ (ধ্বন্যাত্মক) + (তৎসম বা সংস্কৃত শব্দ) জল}
- Bengali Word ককুদ , ককুৎ English definition [কোকুদ,কোকুত্] (বিশেষ্য) ১ ষাঁড়ের কাঁধের ঝুঁটি; অংসকূট। ২ পর্বত শিখর। ৩ রাজচিহ্ন। □ (বিশেষণ ) শ্রেষ্ঠ; প্রধান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ককুদ্}
- Bengali Word ককুন্দর English definition [কোকুন্দর্] (বিশেষ্য) ১ নিতন্বের ডান ও বাম ভাগের গোলাকার গর্তদ্বয়। ২ কটু-তিক্ত রসাত্মক বৃক্ষ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+কু+√দূ+অ}
- Bengali Word কক্ষ English definition [কক্খো] (বিশেষ্য) ১ কাঁকাল; কোমর (ঝরিল কামিনী কক্ষ কলসী অমনি-নবীনচন্দ্র সেন)। ২ বগল; কাঁখ; বাহুমূল (রাজাও তৎক্ষণাৎ বৃক্ষে আরোহণ ও রজ্জুচ্ছেদন পুরঃসর শবকে কক্ষে নিক্ষিপ্ত করিয়া অবতীর্ণ হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ প্রকোষ্ঠ; কামরা; ঘর (শ্রেণিকক্ষ)। ৪ গ্রহের পরিভ্রমণ পথ। কক্ষচ্যুত (বিশেষণ) নির্দিষ্ট ভ্রমণ পথ থেকে ভ্রষ্ঠ (কক্ষচ্যুত উপগ্রহ-কাজী নজরুল ইসলাম)। কক্ষভ্রষ্ঠ (বিশেষণ) পরিক্রমণ পথ থেকে বিচ্যুত। কক্ষস্থ (বিশেষণ) নিকটবর্তী; ক্রোড়ের সন্নিকটস্থ; ক্রোড়স্থ।কক্ষান্তর (বিশেষ্য) ভিন্ন প্রকোষ্ঠ; অন্য কামরা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্+স}
- Bengali Word কক্ষভ্রষ্ঠ , কক্ষস্থ , কক্ষান্তর English definition ⇒ কক্ষ
- Bengali Word কখন English definition [কখোন্] (অব্যয়) ১ কোন সময়-এই প্রশ্নবাচক। ২ বহুক্ষণ; অনেকক্ষণ (কখন থেকে বসে আছি)। {বাংলা তখন (তৎক্ষণ) শব্দের অনুকরণে ‘কখন’; কিম্ + ক্ষণ>কিক্ষণ >কখন; (তৎসম বা সংস্কৃত শব্দ) কস্মিন>কখন}
- Bengali Word কখনই English definition [কখোনোই] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) কোনো অবস্থাতে (কখনই যাবো না)। {কখন্ + ই}
- Bengali Word কখনো , কখনও English definition [কখোনো] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) কোনো সময়ে বা উপায়ে বা কারণে কোনো অবস্থাতেই। কখনও কখনও (অব্যয়) কোনো কোনো সময়ে। কখনো সখনো (অব্যয়) ১ কালে ভদ্রে; কদাচিৎ। ২ মাঝে মাঝে। কখনো সখনো ( অব্যয়) (ক্রিয়াবিশেষণ) ক্বচিৎ; মাঝে মাঝে (কখনো সখনো যাই)। {কখন+ও}
- Bengali Word কঙ্ক English definition [কঙ্কো] (বিশেষ্য) ১ কাঁক নামক পাখি; হাড়গিলা (তোর মাংস গৃধ্র কঙ্কে ভক্ষিব কাননে-কাজী দৌলত)। ২ বিরাটনগরে যুধিষ্ঠিরের অজ্ঞাত বাসকালীন ছদ্মনাম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কঙ্ক্ + অ(অচ্)}
- Bengali Word কঙ্কট , কঙ্কটক English definition [কঙ্কট্, কঙ্কোটক্] (বিশেষ্য) যুদ্ধ সজ্জা; বর্ম; সাঁজোয়া (গলদেশে প্রতিমুক্ত, উরুকঙ্কটযুক্ত-রঙ্গলাল সেন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কঙ্ক্ + অট(অটন্) +ক(কন্)}
- Bengali Word কঙ্কণ English definition [কঙ্কন্, কঙ্কোন্] (বিশেষ্য) ১ কাঁকন; বলয়; খাড়ু, কংকং শব্দকারী অলঙ্কার বিশেষ। ২ শ্রেষ্ঠত্ববাচক। (কবিকঙ্কণ মুকুন্দরাম’)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) কম্ +√কণ্ +অ(অচ্)}
- Bengali Word কঙ্কণী English definition [কঙ্কোনি] (বিশেষ্য) নুপূর; ছোট ঘুঙুর; কিঙ্কিণী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্কণ +ঈ}
- Bengali Word কঙ্কমুখ English definition [কঙ্কোমুখ্] (বিশেষ্য) চিমটা; সাঁড়াশি। {সকঙ্ক+মুখ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word কঙ্কর English definition [কঙ্কর্] (বিশেষ্য) ১ কাঁকর; অতি ক্ষুদ্র প্রস্তর খণ্ড। ২ তত্রূ; ঘোল। ৩ কর্কশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্কর>প্রাকৃত কক্কর>বাংলা কংকর>কাঁকর}