• Bengali Word কান্দা English definition [কান্‌দা] (ক্রিয়া) ক্রন্দন করা; কাঁদা; রোদন করা। □ (বিশেষ্য) ক্রন্দন; রোদন; কান্না।কান্দন বি। কান্দানো (ক্রিয়া) কাঁদানো; ক্রন্দন করানো। □ (বিশেষ্য) ক্রন্দনে প্রবৃত্তকরণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্রন্দ্‌= (বাংলা) √কাঁদ্‌, √কান্দ্‌+আ=কাঁদা, কান্দা}