ক পৃষ্ঠা ৪৯
- Bengali Word কানাত , কানাৎ English definition [কানাত্] (বিশেষ্য) ১ তাঁবুর পর্দা বা দেয়াল (তাম্বু কানাত সাজে উট পৃষ্ঠে দিয়া-হেয়াত মাহমুদ; তবে তাম্বু কানাৎ তৈনাত চলে ডেরা-ঘনরাম চক্রবর্তী; কিঙ্খাপ দ্বারা চতুর্দিকের কানাৎ রচিত হইল- ইহো)। ২ তাঁবু; বস্ত্রগৃহ (মখমল ঝলমল পড়ে না কানাৎ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) কনাত্ (তাঁবুর দেয়াল)}
- Bengali Word কানামাছি English definition ⇒ কানা১
- Bengali Word কানাড়া , কানড়া , কানড় English definition [কানাড়া, কানোড়া, কানোড়] (বিশেষ্য) ১ সংগীতের রাগবিশেষ; কর্ণাট রাগিণী (কানাড়া রাগিণীর কোমল গান্ধারে-(কাজী নজরুল ইসলাম))। ২ স্ত্রীলোকের কেশবিন্যাসের ধারাবিশেষ; কর্ণাটদেশ প্রসিদ্ধ কুণ্ডলাকৃতি খোঁপা (কানাড়া ছন্দে বাঁধিব কি বেণী -(জসীমউদ্দীন); কানড়া ছাঁদে খোঁপা বাঁধে-সত্যেন্দ্রনাথ দত্ত; কানড় খোঁপায়; কনকচাঁপা পাটের খোপা দোলে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ৩ কর্ণাট দেশীয় (কাপড় কাণ্ডার আড়ে কানড়া রূপসী-ঘনরাম চক্রবর্তী)। কানাড়ি (বিশেষণ ) কর্ণাট দেশীয়; কর্ণাট দেশে জাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্ণাট> (প্রাকৃত) কন্নাড>কনাড়, কানাড়+আ=কনাড়া, কানাড়া, কানড়া}
- Bengali Word কানায় কানায় English definition ⇒ কানা২
- Bengali Word কানি English definition ⇒ কানা১
- Bengali Word কানি ১ , কাণি (অশুদ্ধ) English definition [কানি] (বিশেষ্য) ১ ন্যাকড়া; ছেঁড়া বস্ত্রখণ্ড (পাট কাপড়ের কানি দিয়া গা গলা মুছাইয়া-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ বস্ত্রের প্রান্ত; ছিন্নপ্রান্ত। {(আঞ্চলিক); (তৎসম বা সংস্কৃত শব্দ) নক্তক> (বাংলা) ন্যাকরা>কানি}
- Bengali Word কানি ২ English definition [কানি] (বিশেষ্য) কানের সাহায্যে চলন (উজানের কই যেমন কানি বেয়ে যায় -(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কর্ণ>কণ্ন>কান+ (বাংলা) ই}
- Bengali Word কানি ৩ English definition [কানি] (বিশেষ্য) কান্না; কিনারা (উঠানের কানিতে জায়নামাজ পেতে বাবা নামাজ পড়ছেন-ইব্রাহীম খাঁ , প্রিন্সিপাল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্কন্ধ>কন্ধ>কাঁধ>কান+ই}
- Bengali Word কানীন English definition [কানিন্] (বিশেষ্য) অনূঢ়ার পুত্র; অবিবাহিতার সন্তান; কুমারী কন্যার গর্ভজাত সন্তান। কানীনী (স্ত্রীলিঙ্গ )। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্যা+অ(অণ্)=কানীন (অপত্যার্থে নিপাতনে সিদ্ধ)}
- Bengali Word কানু English definition ⇒ কানাই
- Bengali Word কানুন ১ English definition [কানুন] (বিশেষ্য) ১ আইন; রাজ্য শাসনের ব্যবস্থা (চিরস্থায়ী বন্দোবস্তের কানুনে সরকার প্রজাকে যে কথা দিয়েছিলেন-প্রথম চৌধুরী)। ২ নিয়ম; বিধিব্যবস্থা (বাহিরে যা পাই সমাজে নেব তারি আইন কানুন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) কানূন }
- Bengali Word কানুনগো , কানুনগোই English definition [কানুন্গো, কানুন্গোই] (বিশেষ্য) ১ জমি জরিপকারী বা জমির হিসাবরক্ষক সরকারি কর্মচারী। ২ রাজস্ববিভাগীয় হিসাব পরীক্ষক। {( আরবি) কানূন + (ফারসি) গো}
- Bengali Word কানেস্তারা , ক্যানেস্তারা English definition [কানেস্তারা, ক্যানেস্তারা] (বিশেষ্য) তেল ঘি ইত্যাদি রাখার টিনের বড় পাত্রবিশেষ (ফায়ারপ্লেসেরে উপরে কানেস্তারাকে বলে mantel piece-মুহাম্মদ আবদুল হাই)। {(ইংরেজি) ক্যানিস্তার=canister}
- Bengali Word কান্ত English definition কান্তো] (বিশেষ্য) ১ স্বামী; পতি (সুখে নিদ্রা যাও তুমি নিজ কান্ত সঙ্গে-দৌলত উজির বাহরাম খান)। ২ প্রণয়ী; বল্লভ (কান্ত ও কামিনী কৌতুকে যামিনী যাপন করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ মণি; পাথর (সূর্যকান্ত)। □ (বিশেষণ) ১ সুন্দর; মনোরম; কমনীয়। ২ প্রিয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম&+ত(ক্ত)}
- Bengali Word কান্তলৌহ , কান্তায়স্ , কান্তিক , কান্তিলৌহ English definition [কান্তোলোউহো, কান্তায়শ্, কান্তিক্, কান্তিলোউহো] (বিশেষ্য) ১ অয়স্কান্ত মণি। ২ চুম্বক; magnet। ৩ বিশুদ্ধ লোহা; পেটা লোহা বা ইস্পাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কান্ত+লৌহ, অয়স, ইক,+ই(ক্তি)+লৌহ}
- Bengali Word কান্তা English definition [কানতা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ পত্নী; ভার্যা; স্ত্রী (স্কশানশায়ী কান্ত হেরি কান্তা যাবে ভুলে-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ২ প্রিয়া; প্রণয়িনী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কান্ত+আ(টাপ্)}
- Bengali Word কান্তার English definition [কান্তার] (বিশেষণ) ১ নিবিড়; বন; গহীন জঙ্গল (দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কান্ত+√ঋ+অ(অণ্)}
- Bengali Word কান্তায়স্ English definition ⇒ কান্তলোহ
- Bengali Word কান্তি English definition [কান্তি] (বিশেষ্য) ১ লাবণ্য; সৌন্দর্য; ঔজ্জ্বল্য (বিশুদ্ধ কাঞ্চনকান্তি কত মনোহর-মাইকেল মধুসূদন দত্ত)। ২ দীপ্ত; শোভা (জ্যোতির কান্তি মেলে দেয়-মুনীর চৌধুরী)।কান্তিবিদ্যা (বিশেষ্য) সৌন্দর্য বিদ্যা; aesthetics। কান্তিমতী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) লাবণ্যময়ী; সুন্দরী; কান্তিযুক্তা (ভৈরবী তুই সুন্দরী তুই কান্তিমতী রাজরাণী-সত্যেন্দ্রনাথ দত্ত)। কান্তিমান (বিশেষণ) কান্তিবিশিষ্ট; লাবণ্যময়; সুন্দর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্+তি(ক্তিন্)}
- Bengali Word কান্দ English definition [কান্দো] (বিশেষণ) ১ কন্দজাত। ২ কন্দসম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্দ+অ(অণ্)}