Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কহব (মধ্যযুগীয় বাংলা, ব্রজবুলি) Bengali definition [কহব] (ক্রিয়া) বলব (কি কহব তোয়-(বিদ্যাপতি))। কহবি (ব্রজবুলি) (ক্রিয়া) বলবি (কহবি মোয়-(বিদ্যাপতি))।কহয়ে(ব্রজবুলি) (ক্রিয়া) বলে (কহয়ে গদগদ ভাষ-(বিদ্যাপতি))। {( বাংলা) √কহ্‌}
  • Bengali Word কহর ২ Bengali definition [কহোর্‌] (বিশেষ্য) ১ অভিশাপ (খোদার কহরে পড়ি হইবা নিধন-হেয়াত মাহমুদ)। ২ বিপদ; প্রাকৃতিক দুর্যোগ (এয়ছাই কহর হইল গিরিল আকার-ফকির গরীবুল্লাহ)। ৩ অত্যাচার; উপদ্রব; জুলুম (শহরে কহর এত আপনি করিলা- ভারতচন্দ্র রায় গুণাকর)। {(আরবি) কহ্‌র্‌ }
  • Bengali Word কহলম (ব্রজবুলি), কহলহি(ব্রজবুলি), কহলু(ব্রজবুলি), কহলুঁ(ব্রজবুলি) Bengali definition [কহলম্‌, কহলহি, কহলু, কহলুঁ] (ক্রিয়া) বললাম (কহলম তোয়; কহলু তোহে সুন্দরী-(বিদ্যাপতি))। {( বাংলা) √কহ্‌}
  • Bengali Word কহসি (ব্রজবুলি) Bengali definition [কহসি] (ক্রিয়া) বলে (বচন কহসি হসি-(বিদ্যাপতি))। {(বাংলা ) √কহ্‌}
  • Bengali Word কহহি (ব্রজবুলি) Bengali definition [কহহি] অক্রি বলতে (কহই ন পারিঅ দেখনি জহিনী-(বিদ্যাপতি))। {(বাংলা) √কহ্‌}
  • Bengali Word কহা Bengali definition [কহা] (প্রাপ্র.) (ক্রিয়া) বলা। কহাকহি (বিশেষ্য) বলাবলি (কহাকহির প্রয়োজন নেই)। কহানো (ক্রিয়া) বলানো (সাক্ষীকে দিয়ে কহাতে হবে)। কহায়সি (ক্রিয়া) বলাও (অনাদিনাথ কহায়সি-(বিদ্যাপতি))। {(বাংলা) √কহ; (বাংলা) √কহ্‌+√ণিচ্‌}
  • Bengali Word কহি , কহিঁ , কহী (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [কোহি, কোহিঁ, কোহি্‌] (অব্যয়) কোথায়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কস্মিন্‌>(প্রাকৃত) কহি> (বাংলা) কহি; (তৎসম বা সংস্কৃত শব্দ) কুত্র>}
  • Bengali Word কহিতুর Bengali definition [কোহিতুর্‌] (বিশেষ্য) কুহিতুর-এর বিকৃতি রূপ; তুর পাহাড় (কহিতুর চূর্ণ চূর্ণ হয়ে ছড়িয়েছিল প্রাণপ্রার্থী প্রান্তরে প্রান্তরে-হাহা)। {(ফারসি) কোহেতূর }
  • Bengali Word কহিনী (ব্রজবুলি) Bengali definition [কোহিনি] (বিশেষ্য) কাহিনী (কি কহব সজনি তাহেরি কহিনী-(বিদ্যাপতি))। ⇒ কাহিনী
  • Bengali Word কহির (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [কোহির] (অব্যয়) কোথাকার; কোন জায়গার (কহির কহির তাম্বুল বড়ায়ি-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কস্মিন্‌> কসিঁ> কহিঁ> কহি}
  • Bengali Word কহিয়ে , কইয়ে , বলিয়ে , কিইয়ে - বলিয়ে Bengali definition [কোহিয়ে, কোইয়ে, বোলিয়ে, কোইয়ে বোলিয়ে] (বিশেষণ) বাকপটু; বাগ্মী; যে বেশ বলতে কইতে পারে। {(বাংলা) √ক+ইয়ে, (বাংলা) √বল্‌+ইয়ে}
  • Bengali Word কহু ((মধ্যযুগীয় বাংলা) ব্রজবুলি) Bengali definition [কোহু] (ক্রিয়া) কহে; বলে(কো কহু-(বিদ্যাপতি))। {(বাংলা) √কহ্‌}
  • Bengali Word কহুয়া Bengali definition [কোহুয়া] (বিশেষণ) অনর্গল কথা বলতে পারে এমন; বাকপটু। {(বাংলা) √কহ্‌+উয়া=কহুয়া}
  • Bengali Word কহে Bengali definition [কহে] (ক্রিয়া) বলে। {√কহ্‌}
  • Bengali Word কহোঁ (ব্রজবুলি) Bengali definition [কহোঁ] (ক্রিয়া) বলতাম (সব দুঃখ কহোঁ-(বিদ্যাপতি))। {(বাংলা ) কহ্‌}
  • Bengali Word কহ্লার Bengali definition [কল্‌হার] (বিশেষ্য) ১ শ্বেতপদ্ম; শ্বেতোৎপল; (সুগভীর কাল জলে কুমুদ কহ্লার শোভিত-কায়কোবাদ)। ২ (বিশেষ্য) শালুক; সুঁদি(তোলে কহ্লার কেবল কালা-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√হ্লাদি+অ(অণ্‌)}
  • Bengali Word কা Bengali definition [কা] (সর্বনাম) ১ কে; কোন জন। ২ কী; কোনো বস্তু বা বিষয় (কা হতে জনমিল জগতের যাতনা-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঃ>( প্রাকৃত) কো>বা, ক+আ=কা ((তৎসম বা সংস্কৃত শব্দ) ‘কা’ শব্দের প্রভাবে)}
  • Bengali Word কা - কা Bengali definition [কাকা] (বিশেষণ) কাকের ডাক। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word কাঁইবিচি , কাঁইবীচি Bengali definition [কাঁইবিচি] (বিশেষ্য) তেঁতুলের বীজ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্বাথ>কাঁই+বিচি; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কাঁইমাই Bengali definition [কাঁইমাই] (বিশেষণ) অস্পষ্ট; দুর্বোধ্য কথা (শুনিয়াছি সে দেশের কাঁই মাই কথা। হায় বিধি সে কি দেশ গঙ্গা নাই যথা- ভারতচন্দ্র রায় গুণাকর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word কাঁক ১ Bengali definition [কাঁক্‌] (বিশেষ্য) বকজাতীয় পাখি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্ক>কাঁক}
  • Bengali Word কাঁক ২ , কাঁখ Bengali definition [কাঁক্‌, কাঁখ্‌] (বিশেষ্য) ১ কাটিদেশে; কোমর; কাঁকাল (ছেলেটাকে কোলে কাঁধে করে মানুষ করেছি)। ২ বগল; কক্ষ (হাতে লড়ি কাঁখে ঝুড়ি বলে ব্রহ্মময়ী-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষ>(প্রাকৃত) কক্‌খ>কাখ, কংখ>কাঁখ}
  • Bengali Word কাঁকই , কাঁকুই , কাকই Bengali definition [কাঁকোই, কাঁকুই, কাঁকোই] (বিশেষ্য) বড় ও মোটা দাঁড়ার চিরুনি (রাণীর কেশে কাঁকুই টানি-ড. মুহম্মদ শহীদুল্লাহ; ঘরে আছে গন্ধ তৈল আরেচ কাকই দিয়া-ময়মনসিংহ গীতিকা)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্কতিকা>কাঁকইআ>কাঁকই, কাকই}
  • Bengali Word কাঁকতলি Bengali definition কাঁখতালি
  • Bengali Word কাঁকন Bengali definition [কাঁকোন্‌] (বিশেষ্য) কঙ্কণ; হাতের অলঙ্কার বিশেষ (কোন আঙনে কাঁকন বাজে গো-কাজী নজরুল ইসলাম; কেন বাজাও কাঁকন- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্কণ>(প্রাকৃত) কংকণ, কাঁকন}
  • Bengali Word কাঁকবিড়ালি , কাঁখবিড়ালি Bengali definition [কাঁক্‌বিড়ালি, কাঁখ্‌বিড়ালি] (বিশেষ্য) বগলের ফোঁড়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষ>কাঁখ, কাঁক; স.বিড়াল+(বাংলা) ই; (তুলনীয়) কাঠবিড়ালি; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কাঁকর Bengali definition [কাঁকোর্‌] (বিশেষ্য) ছোট প্রস্তরখণ্ড; পাথরের ছোট কুচি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্কর>(পালি) ও (প্রাকৃত) কক্‌কর>কাঁকর}
  • Bengali Word কাঁকরোল Bengali definition [কাঁক্‌রোল্‌] (বিশেষ্য) তরকারিরূপে ব্যবহৃত কাঁটাযু্ক্ত ফলবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্কোটক>(বাংলা) কাঁকরোল}
  • Bengali Word কাঁকলাস Bengali definition [কাঁক্‌লাশ্‌] (বিশেষ্য) ১ গিরগিটি; সরীসৃপ জাতীয় প্রাণী বিশেষ। ২ অত্যন্ত কৃশ লোক; {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃকলাস>(প্রাকৃত) কংকলাস>কাক(কাঁক)লাস; ( বহুব্রীহি সমাস)}
  • Bengali Word কাঁকাল , কাঁকালি Bengali definition [কাঁকাল্‌, কাঁকালি] (বিশেষ্য) মাজা; কোমর; কটি; কাঁক (ক্ষীণ কাঁকালে জড়িয়ে আঁচল-কাজী নজরুল ইসলাম; হেলায়ে কাঁকালি কাঁপায়ে অঙ্গুলি-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঙ্কালিকা> কক্ষতল>কাঁকাল; (তৎসম বা সংস্কৃত শব্দ) কক্ষ> (প্রাকৃত) কক্‌খ>কাঁক+আল, আলি>}