Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কাইকুতু Bengali definition [কাইকুতু] (বিশেষ্য) কাতুকুতু; সুড়সুড়ি (উঃ কাইকুতু দাও কেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কাতুকুতু>কাউকুতু>কাইকুতু}
  • Bengali Word কাইচা Bengali definition কাঁচি
  • Bengali Word কাইজা Bengali definition কাজিয়া
  • Bengali Word কাইট , কাট Bengali definition [কাইট্‌, কাট্‌] (বিশেষ্য) তৈলাদির গাদ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিট্ট>কাইট (অর্ধতৎসম)}
  • Bengali Word কাইনী Bengali definition [কাইনি] (বিশেষ্য) ঘটনা; ইতিহাস; কিচ্ছা; গল্প (সেই অতি পুরানো কাইনী তুলে ঘায়েল করে দেবে-(জসীমউদ্‌ দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কাহিনী> কাইনী}
  • Bengali Word কাইয়াঁ Bengali definition কাঁইয়া
  • Bengali Word কাউ , কাউয়া Bengali definition [কাউ, কাউয়া] (বিশেষ্য) কাক (শুকানো ডালেতে বসি কু বোলয় কাউ-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কাক+(বাংলা) উয়া=কাকুয়া>কাউয়া, কাউ}
  • Bengali Word কাউন , কাউনি Bengali definition [কাউন্‌, কাউনি] (বিশেষ্য) সর্ষের আকারের এক প্রকার খাদ্যশস্য; কাকুন (ধান কাউনের লিখন লিখি করছে নিতুই পাঠ-(জসীমউদ্‌দীন))। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কঙ্গুনী >কগ্‌গুনী>কাগুনি >কাউনি, কাউন}
  • Bengali Word কাউন্সিল Bengali definition [কাউন্‌সিল্‌] (বিশেষ্য) আইনসভা; পরিষদ, (চরকা কাউন্সিল ভাঙা কিছুর দরকার হত না-রাজশেখর বসু (পরশু))।{(ইংরেজি) council}
  • Bengali Word কাউর Bengali definition [কাউর] (বিশেষ্য) চর্মরোগ বিশেষ। {(আরবি) করহ্‌ }
  • Bengali Word কাউয়া Bengali definition কাউ
  • Bengali Word কাউয়াঠুঁটি Bengali definition [কাউয়াঠুঁটি] (বিশেষ্য) শিশুদের অতি প্রিয় লাল রঙের বনফুল বিশেষ(সাদা দাঁড়কাক ঘুরিতেছে বনে কাউয়াঠুঁটির আশে-( জসীমউদ্‌দীন))। {কাউয়া (<কাকা)+(ঠোঁট>) ঠুঁটি}
  • Bengali Word কাএদা Bengali definition কায়দা
  • Bengali Word কাওরা Bengali definition [কাওরা] (বিশেষ্য) অনুন্নত হিন্দু সম্প্রদায় বিশেষ; কাহার (এদিকে দুলে বেয়ারা, হাড়ি কাওরারা … নেচে বেড়াচ্চে- কালীপসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিরাত>}
  • Bengali Word কাওলি Bengali definition [কায়োলি] (বিশেষ্য) গায়ক (নয়শত কাওলি চলে তেরশত নয়-বিজয় গুপ্ত)। {(আরবি ) করল }
  • Bengali Word কাওস Bengali definition [কায়োস্‌] (বিশেষ্য) ১ দিক্‌চক্রবাল; দিগ্বলয় (দূরে বহুদূরে বন্দর গেছে মিশে দিগ কাওসের কোলে-ফররুখ আহমদ)। (বিশেষ্য) ২ ধনুক। {(আরবি) করস }
  • Bengali Word কাওড়া Bengali definition [কাওড়া] (বিশেষ্য) বাধা; ফ্যাঁকড়া (কাওড়া লাগায় মদন চাঁদ গোঁসাই-পাগলা কানাই)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কপাট>কাউড়>কাওড়া}
  • Bengali Word কাওয়া Bengali definition [কাওয়া] (বিশেষ্য) কফি। {(আরবি) কাহ্‌রাহ }
  • Bengali Word কাওয়াজ Bengali definition [কাওয়াজ্‌] (বিশেষ্য) সৈন্যদের যুদ্ধকৌশল শিক্ষা; parade । কুচকাওয়াজ (বিশেষ্য) যুদ্ধের ব্যায়াম ও রণকৌশল শিক্ষা। {(ফারসি) কোচ +(আরবি) করা‘ইদ= কুচকাওয়াজ; ‘আওয়াজ’ শব্দের প্রভাবে}
  • Bengali Word কাওয়াল Bengali definition [কাওয়াল্‌] (বিশেষ্য) যারা কাওয়ালি গান গায়; হামদ ও নাত শ্রেণির স্তুতিমূলক সংগীত গায়ক। {(আরবি) কারাল }
  • Bengali Word কাওয়ালি , কাওয়ালী Bengali definition [কাওয়ালি] (বিশেষ্য) মুসলমান সমাজে প্রচলিত হামদ ও নাত শ্রেণির স্তুতিমূলক সংগীত; ঐ সঙ্গীতের তাল ও সুর। {(আরবি ) কারালী }
  • Bengali Word কাক ১ Bengali definition কর্ক
  • Bengali Word কাক ১ , কাগ Bengali definition [কাক্‌, কাগ্‌] (বিশেষ্য) ১ বায়স; পক্ষীবিশেষ (শ-দুই কাগ ঝামেলা করছে-রাজশেখর বসু (পরশু))। ২ (বিশেষ্য) কড়ার চতুর্থাংশ; এক কড়ার সিকি ভাগ। কাক-কোকিলে ভেদ - ভালোমন্দ ভেদজ্ঞান। কাকচক্ষু ( বিশেষণ) কাকের চোখের তুল্য স্বচ্ছ ও নির্মল (সে যেন গো কাকচক্ষু স্বচ্ছ দিঘিজল-রবীন্দ্রনাথ ঠাকুর)। কাক-জ্যোৎস্না (বিশেষ্য) রাত্রি-শেষের ম্লান জ্যোৎস্না; যে জ্যোৎস্নায় কাক দিনের আলো ভেবে জেগে ওঠে (প্রভাত ভবিয়া কাক-জ্যোৎস্নায় জাগিয়া যেমন পাখী গান গায়-কাজী নজরুল ইসলাম)। কাকতন্দ্রা, কাকনিদ্রা (বিশেষ্য) ১ অগভীর সতর্ক ঘুম। ২ কপট ঘুম। কাকতাড়ুয়া (বিশেষ্য) কাক ও অন্যান্য পাখিকে ভয় দেখানোর জন্য রক্ষিত মানুষের প্রতিমূর্তি; scarecrow। কাকতালীয় (বিশেষণ) ১ কার্যকারণহীন দুটো ঘটনা; তালগাছে কাক বসামাত্র তালপতনের ন্যায় ঘটনা। ২ হঠাৎ সংঘটিত বা আকস্মিক যোগাযোগজাত কোনো ঘটনা। কাকপক্ষ (বিশেষ্য) ১ কাকের পক্ষের ন্যায় উভয় কানের পাশে ঝুলানো চুলের গোছা; কানপাটা (শুধু কারও মাথায় কাকপক্ষ অবশিষ্ট কারও মাথায় বা শুধু টিকি-প্রথম চৌধুরী)। ২ জুলফি। কাকপদ (বিশেষ্য) ১ উদ্ধার চিহ্ন, “ ” এই চিহ্ন। ২ লেখার মধ্যে পরিত্যক্ত বা শূন্যস্থান বুঝানোর চিহ্ন, xxx এই চিহ্ন। ৩ ভুলক্রমে পরিত্যক্ত অক্ষরাদির স্থানসূচক চিহ্ন; A এই চিহ্ন। কাকপুচ্ছ (বিশেষ্য) কোকিল; কাকের ন্যায় পুচ্ছবিশিষ্ট পক্ষী। কাকপুষ্ট (বিশেষ্য) কাক কর্তৃক প্রতিপালিত; কোকিল। কাকফল ( বিশেষ্য) ১ নিমফল। ২ নিমগাছ। কাকবন্ধ্যা (বিশেষ্য) একগর্ভা; যে নারী একবার মাত্র গর্ভ ধারণ করে; এক সন্তানের মা। কাকবলি-কাককে দেয় অন্নাদি; কাকের আহারের উদ্দেশ্যে উৎসৃষ্ট ভাত(অগ্রে দিয়া কাকবলি, সবান্ধবে কুতূহলী, নূতন তণ্ডুল দেয় মুখে-ভারতচন্দ্র রায় গুণাকর)। কাকভীরু (বিশেষ্য ) পেঁচা। কাক-ভোর (বিশেষ্য) খুব প্রাতঃকাল (সেই কাকভোরে বিছানায় শুয়ে অনেকক্ষণ ঘুমোতে পারিনি আনন্দে-বুদ্ধদেব বসু)। কাকশীর্ষ-বকফুলের গাছ। কাকস্নান (বিশেষ্য) কাকের ন্যায় স্বল্প পানি গায়ে ছিটিয়ে গোসল (যাহাকে কাকস্নান বলে সে ঠিক তাহাই-শেখ হবিবর রহমান সাহিত্যরত্ন)। কাকের ছা বকের ছা, কাকের ঠ্যাং বকের ঠ্যাং-অতি কুৎসিত হস্তাক্ষর। তীর্থের কাক তীর্থ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কৈ+ক,=কাক; বিকৃত উচ্চারণে ‘কাগ’}
  • Bengali Word কাকই Bengali definition কাঁকই
  • Bengali Word কাকল Bengali definition [কাকোল্‌] (বিশেষ্য) ১ দাঁড়কাক। ২ কন্ঠমণি। ৩ টুঁটি।
  • Bengali Word কাকলি , কাকলী Bengali definition [কাকোলি] (বিশেষ্য) ১ কলধ্বনি; মধুর অস্ফুট ধ্বনি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+কলি>কাকালি+ঈ(ঙীপ্‌); (নিত্য সমাস)}
  • Bengali Word কাকলী ২ Bengali definition [কাকোলি] (বিশেষণ) কৃশ (শুকাইয়া হইয়াছে কন্যা চিকন কাকলী-পূর্ববঙ্গ গীতিকা)। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কৃকলাস}
  • Bengali Word কাকা , কাকু ১ (আদরে) Bengali definition [কাকা, কাকু] (বিশেষ্য) চাচা; পিতার ছোট ভাই। কাকী (স্ত্রীলিঙ্গ) {(ফারসি ) কাকা}
  • Bengali Word কাকাতুয়া Bengali definition [কাকাতুয়া] (বিশেষ্য) শুক জাতীয় পাখিবিশেষ। {(মালয়ালম) কাকাতু+ আ>}
  • Bengali Word কাকু ২ Bengali definition [কাকু] (বিশেষ্য) ১ রাগ; ভয়; শোক ইত্যাদির জন্য বিকৃত-কন্ঠস্বর; স্বরবিকৃতি। ২ বক্রোক্তি; বিপরীত অর্থজ্ঞাপক নঞর্থক বাক্য। ৩ কাকুতি মিনতি। কাকুবাদ (বিশেষ্য) কাতর বাক্য; মিনতি। কাকুক্তি (বিশেষ্য) ১ কাতরোক্তি। ২ বক্রোক্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কক্‌ + উ(উণ্‌)}