Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কল্লিদার , কলিদার Bengali definition [কোল্‌লিদার্‌, কোলিদার্‌] (বিশেষণ) কলির আকারের ছোট বস্ত্রখণ্ড দ্বারা সজ্জিত বা কারুখচিত (খদ্দরের কল্লিদার কোর্তা-আবুল মনসুর আহমদ)। {(বাংলা) কলি(কল্লি)+( ফারসি) দার=কলিদার>কল্লিদার}
  • Bengali Word কল্লোল Bengali definition [কল্‌লোল্‌] (বিশেষ্য) ১ জলস্রোতের কলকল শব্দ; মহতরঙ্গ (পঙ্কিল যত পল্বলে, আজ শোনো কল্লোল বন্যা জলে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ পরম আনন্দ। ৩ শব্দ; ধ্বনি; কোলাহল (জনকল্লোল)। কল্লোলিত (বিশেষণ) কলধ্বনিতে মুখরিত; কোলাহলমুখর (নানা পাখীনাদে যেন বন কল্লোলিত-কাজী দৌলত)। কল্লোলিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ কলধ্বনিতে মুখরিত। □ (বিশেষ্য) নদী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কল্ল্‌+ওল(ওলট্‌) অথবা, কলরোপ>কল্লোল}
  • Bengali Word কশ ২ , কস Bengali definition [কশ] (বিশেষ্য) ১ ওষ্ঠাধরের দুই কোণ (ফেনা লেগে থাকে কশের কাছটাতে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ কোণ; কোণা। {(ফারসি) কাশ }
  • Bengali Word কশফ Bengali definition [কশ্‌ফ্‌] (বিশেষ্য) প্রকাশ; স্বর্গীয় প্রেরণা; প্রকাশিত সত্য। {(আরবি) কাশ্‌ফ্‌ }
  • Bengali Word কশব , কশবি Bengali definition কসব
  • Bengali Word কশা ১ , কসা (বিরল), কষা (বিরল) Bengali definition [কশা] (বিশেষ্য) চাবুক; কোড়া। কষাঘাত (বিশেষ্য) চাবুকের আঘাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কশ্‌+অ(অচ্‌)+ আ(টাপ্‌)(ছান্দস-অশ্বতাড়নী)}
  • Bengali Word কশা ২ , কশানো Bengali definition [কশা, কশানো] (ক্রিয়া) ১ চাবুকের দ্বারা আঘাত করা। ২ মারা; আঘাত করা (চড়কশানো)। □ (বিশেষ্য) আঘাত; চাবুকের আঘাত। □ (বিশেষণ) কশে এঁটে ধরে এমন; আঁটা (কশা জামা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ছান্দস ‘কশ’ ‘কশা’ (অশ্বতাড়নী)+ (বাংলা) আ, আনো=কশা, কশানো}
  • Bengali Word কশাকশি Bengali definition [কশাকোশি] (বিশেষ্য) টানাটানি (⇒কষাকষি), আঁটাআঁটি (লয়ে রশারশি, করি কশাকশি (কশাকষি), পোঁটলা পুঁটলি বাঁধি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) কশাকিশ ; ব্যতিহার (বহুব্রীহি সমাস )}
  • Bengali Word কশাড় , কসাড় Bengali definition [কশাড়্‌] (বিশেষ্য) তৃণবিশেষ; খড় জাতীয় কাশতৃণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কশেরু>}
  • Bengali Word কশি , কষি Bengali definition [কোশি] (বিশেষ্য) ১ সরল দেখা (একটা সোজা কসির মধ্যে প্রাণ কি অনিমেষভাবে জ্বলছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ দাঁড়ি। ৩ ফলের আঁটি (পাকা ফলের বুকের মাঝে যেমন শক্ত কষি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ কোমরের বাঁধন; কোমর সংলগ্ন বস্ত্রের গ্রন্থি। দাগকষি (বিশেষ্য) সরলরেখা টানার ruler বা মাপনী] {(ফারসি) কাশীদন্‌ কাশিশ্‌ }
  • Bengali Word কশুর Bengali definition কসূর
  • Bengali Word কশেরু , কসেরু Bengali definition [কশেরু] (বিশেষ্য) ১ মেরুদণ্ড। ২ কেশুর। কসেরুক (বিশেষণ) ১ মেরুদণ্ডী। □ (বিশেষ্য) ১ মেরুদণ্ড। ২ কেশুর। কশেরুকা (বিশেষ্য) ১ মেরুদণ্ড। ২ মেরুদণ্ডের এক একটি অংশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√শৃ+উ}
  • Bengali Word কশ্যপ Bengali definition [কশ্‌শোপ্‌] (বিশেষ্য) ১ মুনিবিশেষ। ২ সপ্তর্ষি মণ্ডলের অন্যতম তারকা। কশ্যপনন্দন (বিশেষ্য ) ১ কশ্যপের পুত্র। ২ গরুড়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কশ্য+√পা+অ(ক)}
  • Bengali Word কষ ১ Bengali definition [কশ্‌] (বিশেষ্য) ১ কষায় রস; ফল বা গাছের কটু রসবিশেষ। ২ কষায় রসের ছোট। ৩ ক্বাথ বিশেষ; উদ্ভিজ্জসার; পশুর চামড়া পাকিয়ে কার্যোপযোগী করার কষায় রস; tannin । {(তৎসম বা সংস্কৃত শব্দ) কষায়>; √কষ্‌+অ(ঘ)}
  • Bengali Word কষ ২ Bengali definition [কশ্‌] (বিশেষ্য) কৃষ্ণবর্ণ প্রস্তর বিশেষ; কষ্টিপাথর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কষ্টি>কষটি>কষই>কষ?; √কষ্‌+অ(ঘ)}
  • Bengali Word কষণ , কষন ২ Bengali definition [কশোন্‌] (বিশেষ্য) ১ বন্ধন; কাঁধাবাঁধি (নিয়মের চাপের কষণের ইতরা বিশেষ হওয়ার দরুন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ আঁটন; বাঁধন; দৃঢ় বন্ধন (কবরী ভূষণ কাঁচুলী কষণ কটির বসন খসে অমনি-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (ক্রিয়া) কষানো; মাছমাংস জ্বাল দিয়ে সাঁতলানো। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্‌+অন}
  • Bengali Word কষন ১ Bengali definition [কশোন্‌] (বিশেষ্য) কষ্টিপাথরে ঘষে পরীক্ষা করা; স্বর্ণাদি যাচাই করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্‌+অন}
  • Bengali Word কষন ৩ Bengali definition [কশোন্‌] (বিশেষ্য) চামড়ায় কষ দেওয়া; tanning। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ+অন}
  • Bengali Word কষা ১ Bengali definition [কশা] (বিশেষণ) ১ কষায় রসবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কষায়}
  • Bengali Word কষা ২ Bengali definition [কশা] (ক্রিয়া-বিশেষ্য) ১ কষ্টিপাথরে ঘষে সোনা যাচাই করা। ২ অঙ্ক করা; গণনা করা (আঁক কষা)। ৩ নির্ণয় করা; স্থির করা (হিসাব কষা, দর কষা)। {(ফারসি) কাশীদান }
  • Bengali Word কষা ৩ Bengali definition [কশা] (ক্রিয়া) রস মারা; সাঁতলানো। □ (ক্রিয়াবিশেষণ) ১ আঁট করে বাঁধা। □ (বিশেষণ) ১ কৃপণ। ২ বদ্ধকোষ্ঠ। ৩ রুক্ষ; কড়া (শরীর কষে যাওয়া) ৪ আক্রা। কষণ বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্‌+(বাংলা) আ}
  • Bengali Word কষা ৪ , কষানো Bengali definition [কশা, কশানো] (ক্রিয়াবিশেষণ) চামড়ায় কষ দেওয়া। {কষা+আনো}
  • Bengali Word কষাকষি , কশাকশি Bengali definition [কশাকোশি] (বিশেষ্য) ১ কোনো বিষয়ে দুই পক্ষের বাদানুবাদ; টানাটানি; তর্কবিতর্ক (দর কষাকষি)। ২ দুই পক্ষে অসন্তোষজনিত বিরূপভাব (মন কষাকষি)। {(ফারসি) কশাকশী }
  • Bengali Word কষানি Bengali definition [কশানি] (বিশেষ্য) ১ কষ-ধোয়া পানি। ২ পুঁজ; ঘায়ের কষ। {কষ+পানি >আনি}
  • Bengali Word কষায় Bengali definition [কশায়্‌] (বিশেষ্য) ১ কটু বা তিক্ত রস। ২ কষ। ৩ লালচে রং। ৪ ক্বাথ। □ (বিশেষণ) ১ কটুস্বাদ; তিক্ত (যে অল্প প্রমাণ জল থাকে তাহাও বৃক্ষের গলিত পত্র সকল অনবরত পতিতি হওয়াতে অত্যন্ত কটু ও কষায় হইয়া উঠে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ লোহিত; আরক্ত (ফাটলে ফাটলে কষায় নয়ন ভ্রূকুটি করেছে ক্রটিরে মম-সুধীন্দ্রনাথ দত্ত)।কষায়িত (বিশেষণ) রক্তিম; লাল হওয়া; রঞ্জিত (রোষ-কষায়িত লোচন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষায়+অ(অক্‌)}
  • Bengali Word কষি Bengali definition কশি
  • Bengali Word কষিত Bengali definition [কোশিতো] (বিশেষণ) ১ কষ্টি পাথরে পরীক্ষিত। ২ খাঁটি; নিখাদ (কষিত কনক কান্তি-(বিদ্যাপতি))। {( তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্‌+ ত(ক্ত)}
  • Bengali Word কষ্ট Bengali definition [কশ্‌টো] (বিশেষ্য) ১ দুঃখ; ক্লেশ; বেদনা। ২ শ্রম; বিশেষ যত্ন; মেহনত; দুঃখসাধ্য চেষ্টা (কষ্টসাধ্য)। □ ( বিশেষণ) ক্লিষ্ট; স্বতঃস্ফূর্ত নয় এমন(কষ্টকল্পনা)। কষ্টক্লিষ্ট (বিশেষণ) যন্ত্রণা-পীড়িত; দুঃখ-তাপিত (কষ্টক্লিষ্ট প্রাণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। কষ্টেসৃষ্টে (ক্রিয়াবিশেষণ) দুঃখের মধ্য দিয়ে কোনো মতে; কটিন চেষ্টায় (কষ্টেসৃষ্টে দিন চলে যায়-সুকুমার রায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্‌+ত(ক্ত)}
  • Bengali Word কষ্টি Bengali definition [কোশ্‌টি] স্বর্ণাদি যাচাই করার প্রস্তর বিশেষ; নিকষপাথর। কষ্টি পাথর (বিশেষ্য) নিকষপাথর (সে রসের কষ্টিপাথর হচ্ছে পাঠকের মন-মুহম্মদ মনসুরউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কষ্‌+তি(ক্তি)}
  • Bengali Word কস ১ Bengali definition কশ