Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word হ্রাদ Bengali definition [হ্রাদ, রাদ] (বিশেষ্য) ধ্বনি; নিনাদ। হ্রাদী (-দিন্‌) (বিশেষণ) নিনাদকারী। হ্রাদিনী (স্ত্রীলিঙ্গ)(বিশেষ্য) ১ বজ্র। ২ বিদ্যুৎ। ৩ নদী। □ (বিশেষণ) নিনাদকারিণী। {(তৎসম বা সংস্কৃত) √হ্রাদ্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word হ্রাস Bengali definition [হ্রাশ্‌, রাশ] (বিশেষ্য) ১ হ্রস্বতা; কমতি; ঘাটতি; লাঘব। ২ ক্ষয়; অপচয়। {(তৎসম বা সংস্কৃত) √হ্রস্‌+অ(ঘঞ্‌)}
 • Bengali Word হ্রী Bengali definition [হ্রি] (বিশেষ্য) লজ্জা। {(তৎসম বা সংস্কৃত) √হ্রী+ক্বিপ্‌}
 • Bengali Word হ্রেষা Bengali definition [হ্রেশা] (বিশেষ্য) ঘোড়ার ডাক; অশ্বরব (তুরঙ্গের হ্রেষাবর-কায়কোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) √হ্রেষ্‌+অ+আ(টাপ্‌)}
 • Bengali Word হ্লাদ, হ্লাদন Bengali definition [হ্লাদ্‌, হ্লাদোন্‌] (বিশেষ্য) আনন্দ; হর্ষ। হ্লাদিত বিন আহ্লাদিত; আনন্দিত। {(তৎসম বা সংস্কৃত) √হ্লাদ্‌+অ(ঘঞ্‌),+অন(ল্যুট্‌)}
 • Bengali Word হ্লাদিনী Bengali definition [হ্লাদিনি] (বিশেষ্য) ১ বৈষ্ণব শাস্ত্রমতে ভগবানের স্বরূপশক্তি যা ভগবান ও ভক্তকে আনন্দিত করে। ২ শ্রীরাধিকা। □ (বিশেষণ) ১ আনন্দদানকারিণী। ২ আনন্দময়ী; আহ্লাদযুক্তা। {(তৎসম বা সংস্কৃত) √হ্লাদ্‌+ইন্‌(ণিনি)+ঈ}
 • Bengali Word হ্লাদী (-দিন্‌) Bengali definition [হ্লাদি] (বিশেষণ) ১ আহ্লাদযুক্ত; সহর্ষ; আনন্দিত। ২ আনন্দদায়ক; আনন্দজনক। {(তৎসম বা সংস্কৃত) √হ্লাদ্‌+ইন্‌(ণিনি)}
 • Bengali Word হড়কা Bengali definition [হড়্‌কা] (বিশেষণ) ১ পিচ্ছিল; ঢিলা (হড়কা গেরো)। ২ ঝটকা। {(তৎসম বা সংস্কৃত) সরক>}
 • Bengali Word হড়কা ১, হুড়কো ১ Bengali definition [হুড়্‌কা, হুড়কো] (বিশেষ্য) অর্গল; কপাট বন্ধ রাখার ঠেংগা বা খিল (রাজার হুড়কোতে তো হাত যায় না মনে হচ্ছে যেন আকাশে উঠে গেছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) হুড়ক্ক>}
 • Bengali Word হড়কা ২, হুড়কো ২ Bengali definition [হুড়্‌কা, হুড়কো] (বিশেষণ) পতি-সংসর্গত্যাগিনী; যে স্ত্রী স্বামীর নিকট যেতে অনিচ্ছুক বা আতঙ্কিত (হুড়কো মেয়ে ঝমকে ওঠে খসম কাছে এলে -দীনবন্ধু মিত্র)। {(তৎসম বা সংস্কৃত) উৎকা>উটকা>হুট্‌কা>হুড়কা}
 • Bengali Word হড়কানো Bengali definition [হড়্‌কানো] (ক্রিয়া) ১ পিছলে যাওয়া। ২ স্থানভ্রষ্ট হওয়া। ৩ পিছলানো। {হড়কা+আনো; ক্রিয়ারূপ-হড়কাই, হড়কাও, হড়কায়, হড়কাস, হড়কান; (অসমাপিকা ক্রিয়া)-হড়কাতে, হড়কালে, হড়কিয়ে ইত্যাদি}
 • Bengali Word হড়ঘড় Bengali definition [হর্‌ঘর্‌] (অব্যয়) ১ শুষ্ক চর্ম, টিনের পাত ইত্যাদি নড়াচড়ার শব্দ। ২ মেঘের বা বজ্রের শব্দ। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word হড়পা Bengali definition [হড়্‌পা] (বিশেষ্য) নদীতে হঠাৎ যে বানের আর্বিভাব হয় (বর্ষাকালে হড়পা আসে)। {অজ্ঞাতমূল}
 • Bengali Word হড়পি, হড়পী Bengali definition [হোড়্‌পি] (বিশেষ্য) সাপ রাখার ঝুড়ি বা ঝাঁপি (সুখে নিদ্রা যাও তুমি হড়পি ভিতরে-ক্ষেমানন্দ)। {সাপুড়া>বর্ণবিপর্যয়ে হড়পা>}
 • Bengali Word হড়বড় Bengali definition [হড়্‌বড়্‌] (অব্যয়) অতি দ্রুত কোনো কর্মের ভাব প্রকাশ। □ (বিশেষ্য) অস্পষ্ট দ্রুতকথন। □ (বিশেষণ) বিশৃঙ্খল। হড়বড়ানো (ক্রিয়া) ১ অতিশয় শীঘ্রতা বা ব্যস্ততার ভাব প্রকাশ করা। ২ গোলমাল করে অতি দ্রুত কথা বলা। হড়বড় হড়বড় করে (ক্রিয়াবিশেষণ) মাত্রাতিরিক্ত বা অত্যন্ত দ্রুততা ও ব্যবস্ততার সঙ্গে (হড়বড় হড়বড় করিয়া কোনরূপে নামাযটা শেষ করিয়াই সংসার-সমুদ্রে ঝাঁপিয়ে পড়ি-এয়াকুব আলী চৌধুরী)। হড়বড়ে (বিশেষণ) ব্যস্তবাগীশ; হড়বড় করে এমন। {ধ্বন্যা; হড়বড়িয়া> হড়বড়ে}
 • Bengali Word হড়বড় Bengali definition [হড়্‌বড়্‌] (অব্যয়) ১ পিচ্ছিলতার বা গড়িয়ে পড়ার ভাব প্রকাশক। ২ জোরে টানার শব্দ। হড়হড়ে (বিশেষণ) পিচ্ছিল। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word হড়হড়ানে Bengali definition [হড়্‌হড়ানে] (বিশেষণ) অতিশয় ঢালু; হড়হড় করে গড়িয়ে এমন। {হড়হড়+আনে}
 • Bengali Word হড়া Bengali definition [হড়া] (বিশেষ্য) ছোলা; মটর; অড়হরসহ গাছ। {(হিন্দি) অরহর}
 • Bengali Word হড়াৎ, হড়াস Bengali definition [হড়াত্‌, হড়াশ্‌] (অব্যয়) জোর করে দ্রুত খোলা বা ঢালার শব্দ। {ধ্বন্যাত্মক}
 • Bengali Word হড়িয়াল Bengali definition ⇒ হরিয়াল
 • Bengali Word হয় ১ Bengali definition [হয়্‌] (বিশেষ্য) অশ্ব; ঘোড়া। হয়ী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। হয়গ্রীব (বিশেষণ) অশ্বের গ্রীবার মতো। হয়গ্রীবা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √হয়্‌+অ(অচ্‌)}
 • Bengali Word হয় ২ Bengali definition [হয়্‌] (ক্রিয়া) ১ ঘটে। ২ জন্মে (বাংলা হ ধাতুর নিত্য বর্তমানে প্রথম পুরুষের রূপ)। হয়কে নয় করা (ক্রিয়া) যা ঘটে বা সংঘটিত হয় তাকে ঘটে না বা ঘটেনি বলে প্রতিপন্ন করা; সত্যকে মিথ্যারূপে প্রমাণ করা। হয় হয় (বিশেষণ) অতি আসন্ন; নিতান্ত নিকটবর্তী (মনে করি হয় হয় তবু কেন হয় না)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
 • Bengali Word হয় ৩ Bengali definition [হয়] (অব্যয়) বিকল্পে (হয় তুমি, নয় সে)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
 • Bengali Word হয় ৪ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হয়্‌] (ক্রিয়া) হও। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
 • Bengali Word হয়তো, হয়ত Bengali definition [হয়্‌তো] (ক্রিয়াবিশেষণ) সম্ভবত; হতেও পারে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}
 • Bengali Word হয়রান, হয়রাণ Bengali definition [হয়্‌রান্‌] (বিশেষণ) ক্রান্ত; পরিশ্রান্ত (আমরা বেরঙা বর্ণপরিচয় পড়ে পড়ে হয়রান হতে থাকলাম-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ উত্ত্যক্ত; জ্বালাতন। ৩ উৎপীড়িত; নাকাল। হয়রান পেরেশান, হয়রান পরিশান (বিশেষণ) ১ পরিশ্রম হেতু অতিশয় ক্লান্ত বা অত্যন্ত পরিশ্রান্ত (এই দাখিল- খারিজ সূত্রে প্রজাকে যে কি পর্যন্ত হয়রান-পরিশান করা যায় ও করা হয়-প্রাচৌ)। ২ অতিশয় বিব্রত (তাহাকে হয়রান পেরেশান করিতেন-মোজাম্মেল হক)। হয়রানি, হয়রানী (বিশেষ্য) ১ হয়রান হওয়ার ভাব; নাকালের একশেষ (ধর্ম এ নয় হয়রাণী-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ বিব্রত অবস্থা (জনসাধারণ ভীষণভাবে হয়রাণিতে ভোগতো-মুঃ আবদুর রাজ্জাক)। {(আরবি) হয়রান}
 • Bengali Word হয়ে, হইয়া, হ’য়ে Bengali definition [হোয়ে, হোইয়া, হোয়ে] (অব্যয়) ১ পক্ষে বা প্রতিনিধিরূপে (সে আমার হয়ে বললো)। ২ পথিমধ্যে কোনো স্থান ঘুরে যাওয়া (অফিস থেকে আসার পথে বাজারটা হয়ে এসো)। {(তৎসম বা সংস্কৃত) √ভূ>(বাংলা) √হ>}