Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word হেঁসে Bengali definition ⇒ হাঁসিয়া২
  • Bengali Word হেঁসে ২, হেঁসো, হাঁসিয়া Bengali definition [হেঁশে, হেঁশো, হাঁশিয়া] (বিশেষ্য) ১ কণ্ঠের এক প্রকার হার; হাঁসুলি। ২ কাস্তের ন্যায় এক প্রকার অস্ত্র; হাঁসিয়া। {(তৎসম বা সংস্কৃত) হংস>}
  • Bengali Word হেঁড়াল, হেঁড়েল ১ Bengali definition [হেঁড়াল্‌, হেঁড়েল্‌] (বিশেষ্য) ঘড়িয়াল; কুমির জাতীয় জলজন্তু (সেখানে শেয়াল ভালুক হেঁড়েল এরাই যেতে পারে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(হিন্দি) ঘড়িয়াল>}
  • Bengali Word হেঁড়ে, হেঁড়েল ২ Bengali definition [হেঁড়ে, হেঁড়েল্‌] (বিশেষণ) ১ হাঁড়ির মতো চেহারাযুক্ত; হাঁড়ির মতো বড় (নিন্দার্থে হেঁড়ে মুখ)। ২ উচ্চশব্দযুক্ত; মোটা ও কর্কশ (হেঁড়ে গলা)। ৩ অত্যন্ত গম্ভীর। {(তৎসম বা সংস্কৃত) হাণ্ডী> (বাংলা) হাঁড়ি+ইয়া=হাঁড়িয়া>হেঁড়ে; হাঁড়ি + আল= হাঁড়িয়াল>হেঁড়েল}
  • Bengali Word হেঁড়েল Bengali definition ⇒ হেঁড়াল ও হেঁড়ে
  • Bengali Word হেঁয়ালি, হিঁয়ালি Bengali definition [হেঁয়ালি, হিঁয়ালি] (বিশেষ্য) প্রহেলিকা; ধাঁধা; দুরূহ সমস্যা; বুদ্ধিবিভ্রমকারী প্রশ্ন (তুমি বড় হেঁয়ালি সৃষ্টি করে কথা বল)। {(তৎসম বা সংস্কৃত) প্রহেলিকা>}
  • Bengali Word হেকমত Bengali definition ⇒ হিকমত
  • Bengali Word হেকারত, হিকারত Bengali definition [হেকারত্‌, হিকারত্‌] (বিশেষ্য) অবজ্ঞা; তাচ্ছিল্য; ঘৃণা (আমাদের দিকে অবজ্ঞার হেকারতের দৃষ্টিতে দেখেছেন-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) হিকারাত}
  • Bengali Word হেকিম Bengali definition ⇒ হাকিম
  • Bengali Word হেঙ্গল Bengali definition [হেঙ্‌গল্‌] (বিশেষ্য) কুকুর। হেঙ্গলী (স্ত্রীলিঙ্গ)। {হেংলা>}
  • Bengali Word হেঙ্গাম, হেঙ্গামা Bengali definition ⇒ হাঙ্গামা
  • Bengali Word হেট ১ Bengali definition [হেট্‌] (অব্যয়) গরু প্রভৃতি চালানোর শব্দ। হেট হেট (অব্যয়) গরু প্রভৃতি চালানোর সময় দ্রুত চলার জন্য সংকেত বাচক শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হেট ২ Bengali definition ⇒ হেঁট
  • Bengali Word হেড Bengali definition [হেড্‌] (বিশেষ্য) ১ মাথা; মস্তিষ্ক; বুদ্ধি (বেহেড; হেড অফিসে গোলমাল)। ২ মেধা। □ (বিশেষণ) প্রধান (হেড পণ্ডিত)। হেডবাবু (বিশেষ্য) অফিসের প্রধান কেরানি; বড়বাবু। হেড মাস্টার (বিশেষ্য) বিদ্যালয়ের প্রধান শিক্ষক। হেডলাইন (বিশেষ্য) হাতের তালুর প্রধান রেখা; বুদ্ধির রেখা। ২ মোটা হরফে যা মুদ্রিত হয়; শিরোনামা (পত্রিকার হেডলাইন)। {(ইংরেজি) head}
  • Bengali Word হেডিং Bengali definition [হেডিঙ্‌] (বিশেষ্য) শিরোনাম; শিরোলিপি (কিন্তু ইহার একটি হেডিং আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(ইংরেজি) heading}
  • Bengali Word হেতা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition ⇒ হেথা
  • Bengali Word হেতার (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হেতার্‌] (বিশেষ্য) হাতিয়ার; যুদ্ধের অস্ত্র (কোন দেব....দিয়াছে হেতার-ঘনরাম চক্রবর্তী)। {(হিন্দি) হাথিয়ার}
  • Bengali Word হেতাল, হেঁতাল (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হিতাল্‌, হেঁতাল্‌] (বিশেষ্য) হিন্তাল বা হেঁতাল গাছ। হেতাল বাড়ি (বিশেষ্য) হিন্তাল বৃক্ষের লাঠি (হেতাল বাড়ি কাছে করি চলে সদাগর-বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) হিন্তাল>}
  • Bengali Word হেতু Bengali definition [হেতু] (বিশেষ্য) ১ যুক্তি; argument। ২ কারণ; reason; নিমিত্ত; মূল। ৩ প্রয়োজন; দরকার। ৪ উদ্দেশ্য; অভিপ্রায়। হেতুক (বিশেষণ) হেতু সম্পর্কীয়। □ (বিশেষ্য) কারণ। হেতুবাদ (বিশেষ্য) যুক্তিতর্ক; যুক্তিবাদ; হেতু উল্লেখকরণ (বহিঃপ্রকৃতি কোনদিন কাল্পনিক হেতুবাদের তোয়াক্কা রাখে না-সুধীন্দ্রনাথ দত্ত)। হেতুবাদী যুক্তিবাদী। হেতুশাস্ত্র (বিশেষ্য) তর্কশাস্ত্র; logic। {(তৎসম বা সংস্কৃত) √হি+তু}
  • Bengali Word হেতের Bengali definition ⇒ হাতিয়ার
  • Bengali Word হেত্বাভাস Bengali definition [হেত্‌তাভাশ্‌] (বিশেষ্য) ন্যায়ের (শাস্ত্রে) ফাঁকি; হেতু দোষ; কুতর্ক; দুষ্ট বা বাজে যুক্তি; আপাত-দৃষ্টিতে সঠিক প্রতীয়মান হলেও প্রকৃতপক্ষে ভুল এমন যুক্তি; fallacy (তাদের অন্তর বাহিরের মধ্যে যখন হেত্বাভাসটুকুও...-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) হেতু+আভাস; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word হেথা, হেথায় Bengali definition [হেথা, হেথায়] (ক্রিয়াবিশেষণ) এ স্থানে; এ জায়গায়; এখানে (হেথা নয়, হেথা নয়, অন্য কোথা, অন্য কোনখানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অত্র>}
  • Bengali Word হেদাতি, হিদায়তী Bengali definition [হেদাতি, হেদায়োতি] (বিশেষ্য) ১ হিদায়ত বা সৎপথ অবলম্বনকারী (যারা প্রকাশ্যে হেদাতি; অন্দরে বেদাতী গোপনে বজ্জাতি তাদের অসাধ্য কিছু নেই-মীর মশাররফ হোসেন)। {(আরবি) হিদায়াত}
  • Bengali Word হেদানো, হ্যাদানো, হেদনো Bengali definition [হেদানো, হ্যাদানো, হেদোনো] (ক্রিয়া) প্রিয়জনের বিরহে ব্যাকুল বা উৎকণ্ঠিত হওয়া; কোনো ব্যক্তি বা বস্তুর জন্য ব্যাকুলতা বা খেদ প্রকাশ করা (খুকী পর্যন্ত কেমন হেদিয়ে গিয়েছিল-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) খেদ>}
  • Bengali Word হেদায়েত Bengali definition ⇒ হিদায়েত
  • Bengali Word হেদুয়া Bengali definition ⇒ হেদো
  • Bengali Word হেদে, হ্যাদে Bengali definition [হ্যাদে] (অব্যয়) সম্বোধনসূচক শব্দ হ্যালো; ওহে; ওগো; ওলো (হেদে হে নিলাজ বন্ধু লাজ নাহি বাস-বৈষ্ণবপদ)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হেদো, হেদুয়া Bengali definition [হেদো, হেদুয়া] (বিশেষ্য) ১ পুকুর; পুষ্করিণী। ২ হ্রদ। ৩ কলকাতার একটি বিখ্যাত পুকুর। {(তৎসম বা সংস্কৃত) হ্রদ+ (বাংলা) উয়া>}
  • Bengali Word হেন Bengali definition [হেনো/হ্যান] (বিশেষণ) ১ (পদ্যে ব্যবহৃত) এমন; এরূপ। ২ এর ‍তুল্য; অনুরূপ। {(তৎসম বা সংস্কৃত) ইদম্‌>এতৎ(৩য়া বিভক্তির রূপ)>এন>}
  • Bengali Word হেনস্তা, হেনস্থা, হেনেস্তা, হেনেস্থা Bengali definition [হ্যানোস্‌তা, হ্যানোস্‌থা, হেনেস্‌তা, হেনেস্‌থা] (বিশেষ্য) ১ অবজ্ঞা; অপমান; অবহেলা (অবহেলা হেনস্তা সেইতে হয়নি-কাজী নজরুল ইসলাম; মেয়েদের ইজ্জতও তেমনি; নিজে যদি রাখি তবে কার সাধ্য হেনস্তা করে-সরদার জয়েনউদ্দীন)। ২ দুর্দশা; দুরবস্থা; নাকাল অবস্থা (অতিথির হেনস্তা হতে দেবে না-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) হীনাবস্থা>}