Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word হেনা Bengali definition [হেনা] (বিশেষ্য) ১ মেহেদি (হেনা-মাহমুদা খাতুন সিদ্দিকা হাত-কাজী নজরুল ইসলাম)। ২ মেহেদি গাছ। {(আরবি) হিনা}
  • Bengali Word হেনেস্তা, হেনেস্থা Bengali definition ⇒ হেনস্তা
  • Bengali Word হেপা, হ্যাপা Bengali definition [হ্যাপা] (বিশেষ্য) ১ হুজুক; হিড়িক (নারদ তুই এই হেপায় ঘর ভর্তি কর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ ঝক্কি; ঝুঁকি; তাল (কারবারের হেপায় আণ্ডিল হইয়া গেল-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ৩ ঝঞ্ঝাট। ৪ বেগ; ঠেলা; টান (হ্যাপা সামলাবে কে?)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হেপাজত, হেফাজত, হিফাজত Bengali definition [হেপাজত্‌, হেফাজত্‌, হিফাজত্‌] (বিশেষ্য) রক্ষণাবেক্ষণ; জিম্মাদারি; তত্ত্বাবধান; দায়িত্ব; পরিচর্যা (সেই থানার হেফাজতে থাকা অবস্থায় আমার আগমন-সংবাদ পেলেন-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(আরবি) হিফাজত}
  • Bengali Word হেফজ Bengali definition [হেফ্‌জো] (বিশেষ্য) ১ মুখস্থ; কণ্ঠস্থ (আইনের কেতাবগুলি কোরানের মত হেফজ করেছেন-মোঃ ওয়ালিউল্লাহ)। ২ রক্ষণ। {(আরবি) হিফজ}
  • Bengali Word হেবা Bengali definition ⇒ হিবা
  • Bengali Word হেব্‌ভই (প্রাচীন বাংলা) Bengali definition [হেব্‌ভোই] (ক্রিয়া) দেখে; অনুভব করে (জোই ভুসুকু হেব্‌ভই অন্ধ কারা-চর্যাপদ)। {ভাবা>}
  • Bengali Word হেম Bengali definition [হেম্‌] (বিশেষ্য) সোনা; সুবর্ণ; স্বর্ণ। হেমকূট, হেমাদ্রি (বিশেষ্য) সুমেরু পর্বত। হেমচন্দ্র (বিশেষ্য) সোনার চাঁদ। হেমঝারি (বিশেষ্য) স্বর্ণঘট (স্নান সারি ভরি লয়ে হেমঝারি অশথবটের বাটে-সত্যেন্দ্রনাথ দত্ত)। হেমপুষ্প (বিশেষ্য) ১ চম্পক পুষ্প। ২ অশোক ফুল। হেমমুকুলিকা (বিশেষ্য) স্বর্ণনির্মিত পুস্পকলিকা (শ্রবণ উপর দেশে হেম মুকুলিকা ভাসে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। হেমলতা (বিশেষ্য) স্বর্ণলতা। হেমহার (বিশেষ্য) সুবর্ণময় কণ্ঠভূষণ (হেমহার ফেলি শৃঙ্খল পরো-সত্যেন্দ্রনাথ দত্ত)। হেমা (বিশেষ্য) সুন্দরী নারী; অপ্সরাবিশেষ। হেমাঙ্গ (বিশেষণ) স্বর্ণময় দেহযুক্ত। □ (বিশেষ্য) হিন্দুদেবতা ব্রহ্মা। হেমাঙ্গী (স্ত্রীলিঙ্গ)। হেমাঙ্গিনী (স্ত্রীলিঙ্গ)সুন্দরী রমণী (হেমাঙ্গিনী সঙ্গিনী দল সাথে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √হি+মন্‌(মনিন্‌)}
  • Bengali Word হেমন্ত Bengali definition [হেমন্‌তো] (বিশেষ্য) ১ ঋতুবিশেষ; কার্তিক ও অগ্রহায়ণ মাস; শীতের পূর্ববর্তী এবং শরতের পরবর্তী ঋতু। ২ হিমালয় পর্বত (দক্ষ গৃহ ছাড়ি হেমন্তেরই বাড়ী জনমিলা সতী আসি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) হিমবন্ত>}
  • Bengali Word হেমলক Bengali definition [হেম্‌লক্‌] (বিশেষ্য) হেমলক নামক বিষবৃক্ষ এবং এই গাছ থেকে উৎপন্ন বিষ, যা প্রয়োগ করে বিখ্যাত দার্শনিক সক্রেটিসের মৃত্যু বিধান করা হয়। {(ইংরেজি) hemlock}
  • Bengali Word হেমাঙ্গ, হেমাঙ্গি Bengali definition ⇒ হেম
  • Bengali Word হেমাভ Bengali definition [হেমাভো] (বিশেষণ) সোনালি। {(তৎসম বা সংস্কৃত) হেম+আভা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word হেমায়েল শরিফ, হামায়িল শরীফ Bengali definition [হেমায়েল্‌ শোরিফ্‌, হামায়িল্‌ শোরীফ্‌] (বিশেষ্য) খুব ছোট কোরান শরিফ যা সাধারণত গলায় ঝুলিয়ে রাখা হয় (ও একখানা হেমায়েল শরিফ তাবিজ করে দেওয়া হয়েছে-আবু ইসহাক)। {(আরবি) হুমা’ইল; একব হিমালাত}
  • Bengali Word হেরই (ব্রজবুলি) Bengali definition [হেরই] (ক্রিয়া) দেখে (নিরজনে উরজ হেরই-বিদ্যাপতি)। হেরইতে (ব্রজবুলি) (ক্রিয়া) দেখতে (দুহুঁ মুখ হেরইতে-বিদ্যাপতি)। হেরত (ব্রজবুলি) (ক্রিয়া) দেখে। হেরন (ব্রজবুলি) (বিশেষ্য) দর্শন। হেরনু (ক্রিয়া) দেখলাম (স্বপনহি হেরনু-বিদ্যাপতি)। হেরব, দেখবে (কৈছনে হেরব-বিদ্যাপতি)। হেরলি (ব্রজবুলি) (ক্রিয়া) দেখলে (কবরী হেরলি-চণ্ডীদাস)। হেরসি (ব্রজবুলি) (ক্রিয়া) দেখছ (নহি হেরসি তাক বয়ান-বিদ্যাপতি)। হেরহ (ব্রজবুলি), হেরহু (ব্রজবুলি) (ক্রিয়া) দেখ (হেরহু মুরারি-বিদ্যাপতি)। হেরু (ব্রজবুলি), হেরি (ব্রজবুলি) দেখে (গগনমণ্ডল হেরু-চণ্ডীদাস)। হেরিলু (ব্রজবুলি), হেরিলোঁ (ব্রজবুলি) (ক্রিয়া) দেখলাম (হেরিলোঁ অপরূপ গোরী-বিদ্যাপতি)। { (তুলনীয়) (হিন্দি) হের্‌না}
  • Bengali Word হেরনচি Bengali definition ⇒ হেরোইন
  • Bengali Word হেরফের Bengali definition [হের্‌ফের্‌] (বিশেষ্য) ১ অদলবদল (এতটুকু হেরফের না হয়-মনোজ বসু; ভাষা ও কথার হেরফের-রশিদ খাঁন)। ২ অসংগতি (মৌলিক গুরুত্ব আরোপের হেরফের-মজিবর)। {ফের>}
  • Bengali Word হেরম্ব Bengali definition [হেরম্‌বো] (বিশেষ্য) হিন্দুদেবতা গণেশ। {(তৎসম বা সংস্কৃত) হে+রম্ব}
  • Bengali Word হেরা ১ Bengali definition [হেরা] (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) দেখা; নিরীক্ষণ করা; দর্শন করা; তাকানো। হেরি (অসমাপিকা ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত) দেখে (কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে-রজনীকান্ত সেন)। { (তুলনীয়) (হিন্দি) হেরনা}
  • Bengali Word হেরা ২ Bengali definition [হেরা] (বিশেষ্য) মক্কার পর্বতবিশেষ। {(আরবি) হিরা}
  • Bengali Word হেরেম Bengali definition [হেরেম্‌] (বিশেষ্য) ১ অন্দরমহল (একদিন মেয়েদের হেরেম থেকে বের হওয়া ছিল হারাম)। ২ পবিত্র স্থান; নিষিদ্ধ স্থান; সংরক্ষিত পবিত্র স্থান-কাবা)। {(আরবি) হরম}
  • Bengali Word হেরোইন, হিরোইন Bengali definition [হেরোইন্‌, হিরোইন] (বিশেষ্য) মরফিন থেকে প্রস্তুত মাদকদ্রব্য যা নেশা করার জন্য ব্যবহৃত হয়। হেরনচি (বিশেষ্য) হেরোইনে আসক্ত ব্যক্তি। {(ইংরেজি) heroin}
  • Bengali Word হেলা ১ Bengali definition [হেলা, হ্যালা] (ক্রিয়া) ১ ঝোঁকা; একপাশে নত হওয়া; একদিকে কাত হওয়া। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। হেলানো১ (বিশেষ্য) ১ হেলে পড়া। ২ ঝুঁকে পড়া অবস্থা। হেলানো (বিশেষ্য) ১ ঠেসান; কাকেও অবলম্বন (হেলান দেওয়া)। ২ হেলে বা একপাশে নত হয়ে অবস্থান। হেলানো২, হিলানো (ক্রিয়া) ১ ঝোঁকানো। ২ একপাশে নত বা কাত করানো। □ (বিশেষ্য) (বিশেষণ) উক্ত অর্থে। {√হেল্‌+আ; (তুলনীয়) (হিন্দি) হিলনা}
  • Bengali Word হেলা ২ Bengali definition [হ্যালা] (বিশেষ্য) ১ অবজ্ঞা; ঘৃণা; তচ্ছিল্য; অশ্রদ্ধা। ২ অবলীলা; অক্লেশ; সহজে যা করা যায় (হেলায় লঙ্কা করিল জয়-দ্বিজেন্দ্রলাল রায়)। হেলন (বিশেষ্য) ১ অবজ্ঞা; অশ্রদ্ধা। ২ অবহেলা বা তাচ্ছিল্যকরণ। হেলাগোছা (বিশেষ্য) বিশৃঙ্খলা; এলোমেলো (বাক্সের ভিতর আনাড়ি হাতের হেলাগোছা করা থাকে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। হেলাফেলা (বিশেষ্য) অবজ্ঞা; তুচ্ছতাচ্ছিল্য (পাগড়ি নিয়ে হেলাফেলা করতে নেই-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) হেড়্‌+আ}
  • Bengali Word হেলাল, হিলাল Bengali definition [হেলাল্‌, হিলাল্‌] (বিশেষ্য) নব শশিকলা; নতুন চাঁদ। হিলালে-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদীমর (বিশেষ্য) ১ লোহিত বর্ণ অর্ধচন্দ্র। ২ সেবামূলক বিশ্ব-সংস্থা; Red Crescent Society। {(আরবি) হিলাল}
  • Bengali Word হেলায়, হেলে Bengali definition [হেলায়্‌, হেলে] (ক্রিয়াবিশেষণ) সহজে; অনায়াসে; অবহেলায় (বাঙালির ছেলে বিজয়সিংহ হেলায় লঙ্কা করিল জয়-সত্যেন্দ্রনাথ দত্ত; তোমায় আনিয়া দিব হেলে-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) হেলা+৭মী একব, সাধারণত পদ্যে ব্যবহৃত হয়}
  • Bengali Word হেলে ১ Bengali definition [হেলে] (বিশেষ্য) ১ একজাতীয় নির্বিষ সাপ (হেলে ধরতে পারে না কেউটে ধরতে যায়-সহজ কাজ করতে অক্ষম, কঠিন কাজ করার আস্ফালন)। ২ এক প্রকার সর্পাকৃতি হার। {হেলা>}
  • Bengali Word হেলে ২ Bengali definition [হেলে্‌] (বিশেষণ) ১ হালে জোতা হয় এমন (হেলে গোরু)। ২ হালিয়া; চাষি; কৃষক। {হাল+এ}
  • Bengali Word হেলেঞ্চা, হিঞ্চা, হিঞ্চে, হিংচা Bengali definition [হ্যালেন্‌চা, হিন্‌চা, হিন্‌চে, হিঙ্‌চা] (বিশেষ্য) এক প্রকার তিক্ত স্বাদযুক্ত জলজ শাক (হেলেঞ্চার ঝোপ থেকে এক ঝাড় জোনাকি-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) হিলমোচিকা>}
  • Bengali Word হেলেম Bengali definition [হেলেম্‌] (বিশেষ্য) ১ ধৈর্যশীলতা; সহনশীলতা; বুদ্ধিমত্তা; অধ্যবসায়। ২ নম্রতা; ভদ্রতা (যার সত্যিকার এলেম থাকে তার হেলেমও থাকে)। {(আরবি) হিল্‌ম}
  • Bengali Word হেস্তনেস্ত Bengali definition [হ্যাস্‌তোন্যাস্‌তো] (অব্যয়) ১ যে-কোনো রূপ নিষ্পত্তি বা সমাধান; শেষ মীমাংসা। ২ ভালোমন্দ যে-কোনো রূপ মীমাংসা (তারপর যা হয় একটা হেস্তনেস্ত হবে-আকবর আলী)। {(ফারসি) হাস্ত্‌ ও নীস্ত্‌}