Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word হুকমত, হুকমৎ Bengali definition হুকুম
  • Bengali Word হুকুম Bengali definition [হুকুম্‌] (বিশেষ্য) ১ আজ্ঞা; আদেশ; নির্দেশ (গৌড়েশ্বর রাজার হুকুম হইল রদ-ঘনরাম চক্রবর্তী)। ২ আদালতাদির নির্দেশ। ৩ অনুমতি। হুকুমজারি (বিশেষ্য) হুকুম প্রচার (তাহার প্রতি হুকুমজারি করে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। হুকুমত, হুকমৎ, হুকুমত, হুকমৎ (বিশেষ্য) ১ প্রভুত্ব (হুকুমত এক আল্লাহর তালিম)। ২ শাসন। ৩ সরকার; গভর্নমেন্ট (হুকমতে ইরাক)। হুকুম তামিল (বিশেষ্য) আদেশ নির্দেশ পালন। হুকুমনামা (বিশেষ্য) আদেশপত্র; পরোয়ানা; নির্দেশযুক্ত পত্র (মহারাজের দস্তখতি হুকুমনামা দপ্তরখানায় রয়েছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। হুকুমবরদার, হুকুমবর্দার (বিশেষ্য) আজ্ঞাবাহক (আমরা হুকুমবর্দার তাঁর পাইয়াছি ফরমান-কাজী নজরুল ইসলাম)। হুকুমবরদারি (বিশেষ্য) হুকুমবরদার বা আজ্ঞাবাহকের কাজ (এই যে হুকুমবরদারী-মোজাম্মেল হক)। হুকুমরদ (বিশেষ্য) হুকুম রহিতকরণ বা স্থগিতকরণ। জোহুকুম (অব্যয়) যে আজ্ঞা বা আদেশ। ¨ (বিশেষ্য) (বিশেষণ) আজ্ঞাবহ; স্তাবক; মোসাহেব (যো হুকুমের দল)। হাকিম নড়েতো হুকুম নড়ে না ð হাকিম১। {(আরবি) হুক্‌ম}
  • Bengali Word হুক্কাহুয়া Bengali definition [হুক্‌কাহুয়া] (বিশেষ্য) শিয়ালের ডাক। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হুঙ্কার, হুংকার Bengali definition [হুঙ্‌কার] (বিশেষ্য) হুম শব্দ; গর্জন; নাদ। হুঙ্কারিত, হুংকারিত (বিশেষণ) ১ গর্জন ধ্বনিতে পূর্ণ। ২ হুঙ্কারপূর্ণ; হুঙ্কারযুক্ত। হুঙ্কৃত; হুংঙ্কৃত (বিশেষণ) গর্জিত। হুঙ্কৃতি (বিশেষ্য) হুঙ্কার; হুঙ্কার ধ্বনি; গর্জন। হুঙ্কারা, হুংঙ্কারা (ক্রিয়া) (পদ্যে ব্যবহৃত)হুঙ্কার করা। {হুম+কার}
  • Bengali Word হুঙ্কারিত, হুঙ্কৃত Bengali definition হুঙ্কার
  • Bengali Word হুজরা Bengali definition [হুজ্‌রা] (বিশেষ্য) ছোট কক্ষ; কামরা; মসজিদের সংলগ্ন ছোট কামরা; কুঠরি (ইউসুফ এমনি দেখে করে হায় হায়; কাঁদেন এয়াকুব নবী বসিয়া হুজরায়-ফকির গরীবুল্লাহ)। হুজরাখানা (বিশেষ্য) মসজিদ ইত্যাদির সংলগ্ন মুয়াজ্জিনের আশ্রয়ের জন্য ছোট কামরা বা কুঠরি (মসজিদের কোণে যে (অব্যয়) বহৃত অপরিস্কার হুজুরখানা ছিল কমরুদ্দীন আসার পর সেটা পরিস্কার করা হয়-আবু জাফর শামসুদ্দীন)। {(আরবি) হুজরাহ}
  • Bengali Word হুজুক, হুজুগ Bengali definition [হুজুক্‌, হুজুগ্‌] (বিশেষ্য) ১ সাময়িক আন্দোলন; আবেগবশ্যতা (নিজের বিরুদ্ধে হুজুগ করা চলে না-প্রমথ চৌধুরী; লড়াইয়ের হুজুগে পল্টন গঠিত হইয়াছিল-মাহবুব-উল-আলম)।২ জনরব; গুজব (হুজুকে মাতা)। ৩ ঝোঁক; ফ্যাশন (পরোয়া করি না, বাঁচি না বাঁচি যুগের হুজুগ কেটে গেলে-কাজী নজরুল ইসলাম)। হুজুকে, হুজুগে (বিশেষণ) ১ হুজুকপ্রিয়। ২ হুজুকে মাতে বা সোৎসাহে যোগদান করে এমন। হুজুগদার (বিশেষণ) হুজুকপ্রিয় (হুজুকদারেরা আজকাল পদ্মলোচনকে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(আরবি) হজো + (ফারসি) গূঈ}
  • Bengali Word হুজুর, হুযুর Bengali definition [হুজুর্‌] (বিশেষ্য) ১ সন্মানসূচক সম্বোধন; মহাশয়। ২ প্রভু; মনিব। ৩ প্রভুর সমীপ; নিকট; সন্মুখ (দেওয়ান কহিল যদি বিবীর হুজুরে-সৈয়দ হামজা)। {(আরবি) হুদুর}
  • Bengali Word হুজ্জত, হুজ্জৎ Bengali definition [হুজ্‌জত্‌] (বিশেষ্য) ১ গোলমাল; হাঙ্গামা (তার ভিতর কত হাঙ্গামা কত হুজ্জত-সৈয়দ মুজতবা আলী)। ২ তর্কাতর্কি; কলহ। ৩ জিদ (দেশকে নতুন করে গড়ে পিটে নিতে চেয়েছে হজ্জত সব জলন্ত জোয়ান-শামসুর রাহমান)। হুজ্জতি (বিশেষণ) ১ কলহকারী; তার্কিক। ২ জেদি। ৩ হজ্জত সংক্রান্ত। {(আরবি) হুজ্জত}
  • Bengali Word হুট Bengali definition [হুট্‌] (অব্যয়) ১ হঠাৎ; সহসা; বিবেচনা না করেই (হুট করে এলো কেন?)। ২ উপেক্ষা ও অবজ্ঞাসূচক শব্দ। ৩ মৃদ্যু হুট শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হুটার (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হুটার্‌] (বিশেষ্য) উছট খেয়ে পড়া (হুতাশে হুটারে হাথী পড়ে ঠায় ঠায়- ঘচ)। {(তৎসম বা সংস্কৃত) উৎসার>}
  • Bengali Word হুটোপুটি Bengali definition [হুটোপুটি] (বিশেষ্য) ১ গোলমাল; চিৎকার; চেঁচামেচি লাফালাফি (তাদের কিচিরমিচির বক্তৃতায় আর…. হুটোপুটির চোটে সারারাত তার ঘুম হয়নি-কাজী নজরুল ইসলাম)। ২ হুড়াহুড়ি; ঠেলাঠেলি ও বিশৃঙ্খলার সৃষ্টি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হুত Bengali definition [হুতো] (বিশেষণ) প্রজ্জ্বলিত হোমাগ্নি বা যজ্ঞাগ্নিতে অর্পিত। {(তৎসম বা সংস্কৃত) √হু+ত(ক্ত)}
  • Bengali Word হুতাশ ১ Bengali definition [হুতাশ্‌] (বিশেষ্য) ১ হতাশা; নৈরাশ্য প্রকাম (কাহার হতাশ দীরঘ নিশা সম-কাজী নজরুল ইসলাম)। ২ চিন্তা দুর্ভাবনা বা আতঙ্কের প্রকাশ। হুতাশী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) হতাশ>}
  • Bengali Word হুতাশ ২ Bengali definition ⇒ হুতাশন
  • Bengali Word হুতাশন, হুতাশ ২ Bengali definition [হুতাশোন, হুতাশ্‌] (বিশেষ্য) ১ অগ্নি (কাঁচা কাষ্ঠেত লাগিল হুতাশন-সৈয়দ আলাওল)। ২ প্রজ্জ্বলিত হোমাগ্নি। {(তৎসম বা সংস্কৃত) হুতাশন}
  • Bengali Word হুতি Bengali definition [হুতি্‌] (বিশেষ্য) হোম; যজ্ঞ; আহুতি। {(তৎসম বা সংস্কৃত) √হু+তি(ক্তি)}
  • Bengali Word হুতুম Bengali definition ⇒ হুতোম
  • Bengali Word হুতোম, হুতুম Bengali definition [হুতোম্‌, হুতুম] (বিশেষ্য) আতঙ্কজনক রবকারী একপ্রকার বড় পেঁচা। হুতোমপেঁচা (বিশেষ্য) ‘হুতোম পেঁচার নক্সা’ গ্রন্হের লেখক কালীপ্রসন্ন সিংহের ছদ্মনাম। হুতোমি ভাষা (বিশেষ্য) যে ভাষা কালীপ্রসন্ন সিংহ তার গ্রন্থে ব্যবহার করেছিলেন। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হুদ্দা, হুদ্দো Bengali definition [হুদ্‌দা, হুদদো] (বিশেষ্য) সীমানা; অধিকার; কর্মক্ষেত্রের এলাকা; jurisdiction। {(আরবি) হদ্দ}
  • Bengali Word হুনর, হুনুর Bengali definition [হুনোর্‌] (বিশেষ্য) ১ গুণ। ২ বিদ্যা; কৌশল; কলাজ্ঞান (অষ্ট বসুর কুলের দুলাল হুনর তোমার সাত বুড়ি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ কর্মদক্ষতা; শ্রমশিল্পে কুশলতা। {(ফারসি) হুনর}
  • Bengali Word হুনুরি, হুনুরি, হুনরী, হুনরি Bengali definition [হুনুরি, হুনুরি, হুনোরী, হুনরি] (বিশেষ্য) নিপুণ বা দক্ষ শিল্পী। □ (বিশেষণ) শিল্পবিষয়ক। হুনুরি কাজ, হুনরি কর্ম (বিশেষ্য) কারিগরি কাজ; শিল্পকর্ম (তাই একটু লেখাপড়া ও হুনরি কর্ম শিখিয়াছি-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ফারসি) হুনরী}
  • Bengali Word হুন্ড Bengali definition [হুন্‌ডো] (বিশেষণ) ১ মূর্খ। ২ গুন্ডা; গোঁয়ার। {(হিন্দি) হুঁড়ার}
  • Bengali Word হুন্ডি Bengali definition [হুন্‌ডি] (বিশেষ্য) ১ দুরবর্তী কারো নিকট নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশ লিপি; bill of exchange (বাঙলায় রাজা শ্রেষ্ঠের হুন্ডি দেখলে বুখরার খান পর্যন্ত চোখ বন্ধ করে কাঁচা টাকা ঢেলে দিতেন-সৈয়দ মুজতবা আলী)। ২ ঋণ-শোধের প্রতিজ্ঞাপত্র হ্যান্ডনোট। {(ফারসি) হুন্ডি}
  • Bengali Word হুপ ১ Bengali definition [হুপ্‌] (অব্যয়) ১ হঠাৎ লাফ দেওয়ার ভাব প্রকাশক। ২ বানরের ডাক বা রব (হুপহাপ দুপদাপ-ভারতচন্দ্র রায়গুণাকর)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হুপ ২ Bengali definition [হুপ্‌] (বিশেষ্য) আশা-ভরসা (যাহার হুপ আর বুক-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(ইংরেজি) hope}
  • Bengali Word হুপো Bengali definition [হুপো] (বিশেষ্য) ১ একজাতীয় ঝুঁটিওয়ালা পক্ষী। {(ইংরেজি) Hoopoe}
  • Bengali Word হুবহু Bengali definition [হুবোহু] (অব্যয়) সঠিক; অবিকল; একেবারে এক (অভিন্ন যথাযথ হুবহু লিখব-মনোজ বসু)। {(আরবি) হ্‌+ (ফারসি) ব + (আরবি) হ্‌}
  • Bengali Word হুমকি Bengali definition [হুম্‌কি] (বিশেষ্য) ভীতি প্রদর্শন; ধমকানি; তর্জন; গর্জন; হুঙ্কার (এ ছেলের হাতের মোয়া নয় যে খাবে হুবকি (হুমকি) দিয়ে-রামপ্রসাদ সেন [বিদ্যাসুন্দর])। {হুম (হুঙ্কার বা ধামক অর্থে)+কি অথবা হুঙ্কার’ এবং ধমকি (ধমক) এর মিলিত রূপ}
  • Bengali Word হুমা, হুমো Bengali definition [হুমা, হুমো] (বিশেষ্য) ১ হুম হুম রবকারী হুমা বা হুমো পাখি (আয়রে পাখি হুমো-ছড়া)। ২ হুতোম প্যাঁচা। ৩ আস অকর্মণ্য গোঁয়ার বালক বা বয়স্ক ব্যক্তি (হুমো ছেলে বা বুড়ো)। {(ফারসি) হুমা ; (তৎসম বা সংস্কৃত) বিহঙ্গমা>হুমা}