Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word হালি ৩ Bengali definition [হালি্‌] (বিশেষণ) ১ নতুন বছরের (হালি চাউল)। ২ টাটকা (হালি ডিম)। ৩ চারটি (এক হালি আম)। {(আরবি) হাল+ই}
  • Bengali Word হালিক Bengali definition হাল১
  • Bengali Word হালিয়া, হালি ৪ Bengali definition [হালিয়া, হালি্‌] (বিশেষ্য) (বিশেষণ) কৃষক; হালচাষকারী। {(তৎসম বা সংস্কৃত) হাল+ইয়া, ই}
  • Bengali Word হালুইকর Bengali definition [হালুইকর্‌] (বিশেষ্য) ময়রা; মিষ্টি প্রস্তুতকারী। {(ফারসি) হাল্‌রা+গর}
  • Bengali Word হালুম Bengali definition [হালুম্‌] (অব্যয়) বাঘের ডাক; ব্যাঘ্র-গর্জন। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হালুয়া Bengali definition [হালুয়া] (বিশেষ্য) মোহনভোগ; ঘি চিনি দুধ দিয়ে বা অন্যান্য বস্তু থেকে প্রস্তুত মিষ্টান্নবিশেষ (চিনি নিয়ে আয় তো খোকা একটু হালুয়া করি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(আরবি) হাল্‌রা}
  • Bengali Word হালে Bengali definition [হালে্‌] বিন সম্প্রতি; ইদানীং। {(আরবি) হাল+ (বাংলা) এ}
  • Bengali Word হাল্কা Bengali definition হালকা
  • Bengali Word হাল্লাক Bengali definition হালাক
  • Bengali Word হাশর Bengali definition [হাশোর্‌] (বিশেষ্য) পুনরুত্থান; কিয়ামত; শেষ বিচারের দিন; আল্লাহর বিচারের দিন (স্বপনে দেখিনু হাশরের ময়দান-মোহিতলাল মজুমদার)। {(আরবি) হাশ্‌র}
  • Bengali Word হাশিশ, হাশীশ Bengali definition [হাশিশ্‌] (বিশেষ্য) ১ ভাং; মাদক দ্রব্যবিশেষ (হাশিশ খাওয়ায়ে অজ্ঞান করে রেখেছিল এতদিন-মোহিতলাল মজুমদার)। ২ ক্লান্তিনাশক; শান্তিদায়ক (বেদনা ও প্রশান্তি হাশিশ ঢেলে দিই নিঃশব্দ সেথায়-বিষ্ণু দে)। {(আরবি) হাশীশ}
  • Bengali Word হাশিয়া Bengali definition [হাশিয়া] (বিশেষ্য) ১ শাড়ি বা শালের ফুলতোলা পাড়বিশেষ। ২ পুস্তকের পার্শ্বে লিখিত টীকা। {(আরবি) হাশিয়াহ}
  • Bengali Word হাস Bengali definition [হাশ্‌] (বিশেষ্য) ১ হাস্য; হাসি (পুস্প সম পূণ্য হাস-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ উপহাস। হাসক (বিশেষণ) হাসায় এমন। হাসিকা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √হস্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word হাসনাহেনা, হাসনুহানা, হাসনোহানা Bengali definition [হাশনাহানা, হাসনুহানা, হাসনোহানা] (বিশেষ্য) এক প্রকার ছোট সাদা সুগন্ধি ফুল। {জা. হাস-উ-নো-হানা}
  • Bengali Word হাসপাতাল Bengali definition [হাশ্‌পাতাল্‌] (বিশেষ্য) রোগীদের চিকিৎসালয়; রুগ্নাবাস; সাধারণের চিকিৎসালয়। {(ইংরেজি) hospital}
  • Bengali Word হাসলি Bengali definition [হাশ্‌লি] (বিশেষ্য) হাঁসুলি; অর্ধচন্দ্রাকার হার (নাকেতে বুলক, গলায় হাসলী, গোল খাড়ু দুটি পায়-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) হাঁসুলি>}
  • Bengali Word হাসা Bengali definition [হাশা] (ক্রিয়া) হাস্য করা। ¨ (বিশেষ্য) হাস্য। হাসানো (ক্রিয়া) হাসতে বাধ্য করা; উপহাস্য হওয়া; লোক হাসানো। হাসাহাসি (বিশেষ্য) পরস্পরের কথায় বা ইঙ্গিতে হাস্য-রহস্য করা। হেসে কুটি কুটি হওয়া (ক্রিয়া) হাসতে হাসতে আত্নহারা হওয়া; প্রচুর পরিমাণে হাসা। {(তৎসম বা সংস্কৃত) হাস+ (বাংলা) আ}
  • Bengali Word হাসি Bengali definition [হাশি] (বিশেষ্য) ১ হাস্য; হাস। ২ উপহাস (হাসির পাত্র হওয়া)। হাসি-কান্না (বিশেষ্য) ১ বিষাদ ও আনন্দের মিশ্রিত ভাব। ২ হাস্য ও ক্রদন। হাসিখুশি (বিশেষণ) হাসি ও আনন্দে পরিপূর্ণ। হাসিঠাট্টা, হাসি তামাশা (বিশেষ্য) রঙ্গরস; রঙ্গরসিকতা; ঠাট্টা-তামাশা। হাসি-মুখ (বিশেষ্য) সহাস্য বদন; হাসিতে পূর্ণ মুখমন্ডল। হাসি হাসি (বিশেষণ) প্রফুল্ল; আনন্দময়; সামান্য হাস্যময়; ঈষৎ হাসিযুক্ত। অট্টহাসি (বিশেষ্য) সশব্দে দীর্ঘ হাস্য। কাস্ঠহাসি (বিশেষ্য) নীরস কৃত্রিম হাস্য। দেঁতো হাসি (বিশেষ্য) দন্ত প্রদর্শনে সীমাবদ্ধ আন্তরিকতাশূন্য কৃত্রিম। দেখনহাসি (বিশেষ্য) দর্শনমাত্র মুখের হাস্যময় অবস্থা। {(তৎসম বা সংস্কৃত) হাস্য> (প্রাকৃত) হস্‌স>হাস+ই}
  • Bengali Word হাসিকা Bengali definition [হাশিকা] (বিশেষ্য) হাস্য সৃষ্টিকারী। {(তৎসম বা সংস্কৃত) √হস্‌+ই(ণিচ্‌)+ক(কন্‌)+আ}
  • Bengali Word হাসিনা, হাসীনা Bengali definition [হাসিনা] (বিশেষ্য) সুন্দরী (ভোরের পেয়ালা কানা ভোর হাতে হাতে দেয় হাসিনা-সাকী-মোহিতলাল মজুমদার)। {(আরবি) হাসিনাহ}
  • Bengali Word হাসিনী Bengali definition [হাশিনি] (বিশেষণ) হাস্যময়ী; হাস্যকারিণী (মধুর হাসিনী)। হাসী(-সিন্‌)(বিরল)(বিশেষণ) পুরুষ হাস্যকারী। {(তৎসম বা সংস্কৃত) √হস্‌+ইন(ণিনি)+ঈ}
  • Bengali Word হাসিল Bengali definition [হাসিল্‌] (বিশেষ্য) ১ (নিন্দার্থে) বুদ্ধি ও কৌশলপূর্বক কার্য উদ্ধার। ২ আদায়; সিদ্ধি; সম্পাদন; অর্জন। ৩ উৎপন্ন দ্রব্য। ৪ কল্যাণ; মঙ্গল; ভালো। ৫ মালের উপর শুল্ক; গরু-ছাগলাদি কেনার জন্য ইজারাদারকে দেয় মাশুল (গরু কিনে বাজারে হাসিলের টাকা দিয়েছি)। ¨ (বিশেষণ) সিদ্ধ; পূর্ণ; লব্ধ; সম্পাদিত (মতলব তার হবে না হাসিল দিল্লীর পথ চেয়ে-আজহারুল ইসলাম; মতলব হাসিল করতে হবে-মনোজ বসু)। {(আরবি) হাসিল}
  • Bengali Word হাসিয়াল, হাসিয়ালি, হাঁসিয়ালি Bengali definition [হাশিয়াল্‌, হাসিয়ালি, হাঁসিয়ালি] (বিশেষ্য) হেঁশেল; রন্ধনশালা; রঁসুইঘর। হাসিয়াল ঘর (বিশেষ্য) রান্নাঘর; রাঁধুইঘর (হাসিয়ালী ঘরত সোন্দাইল-মানিক গাঙ্গুলী)। {(তৎসম বা সংস্কৃত) হান্ডীশাল>হাঁড়িশাল>}
  • Bengali Word হাস্তী Bengali definition [হাস্‌তি] (বিশেষ্য) অস্তিত্ব; সত্তা; স্থিতি (যিনি স্বীয় হাস্তী নষ্ট করিতে পারেন)। {(তৎসম বা সংস্কৃত) অস্তি?>}
  • Bengali Word হাস্য Bengali definition [হাশ্‌শো] (বিশেষ্য) হাসি; হাস। হাস্যকর, হাস্যজনক (বিশেষণ) ১ হাসির উদ্রেক করে এমন। ২ উপহাসের যোগ্য; উপহসনীয়। হাস্য কৌতুক, হাস্য পরিহাস (বিশেষ্য) ১ রসিকতা। ২ ব্যঙ্গ বিদ্রুপ; রঙ্গ-রসিকতা। হাস্যময় (বিশেষণ) সহাস্য; হাসিযুক্ত। হাস্যময়ী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। হাস্যরতি (বিশেষ্য) (বিশেষণ) হাসি এবং স্ফুর্তিতে চঞ্চলমতি (লাস্যগতি, হাস্যরতি সিন্ধু তুমি বন্দনীয়-সত্যেন্দ্রনাথ দত্ত)। হাস্যরসিক (বিশেষ্য) যে লেখক বা অভিনেতা হাস্যরস পরিবেশন করতে পারেন বা হাসাতে পারেন। ¨ (বিশেষণ) পরিহাসপটু; রসিকতায় দক্ষ। হাস্যালাপ (বিশেষ্য) হাসির কথায় পূর্ণ বাক্যালাপ; সরস কথাবার্তা বা কথোপকথন বা আলোচনা। হাস্যোদ্দীপক (বিশেষণ) ১ হাস্যরসের সৃষ্টি করে এমন। ২ উপহসনীয়। {স.√হস্‌+য(ণ্যৎ)}
  • Bengali Word হাহা ১ Bengali definition [হাহা] (অব্যয়) ১ শোক; দুঃখ; বিস্ময়সূচক শব্দ; রোদন ধ্বনি। ২ শূন্যতা প্রকাশ; খাঁ খাঁ। ৩ অট্টহাসির শব্দ। হাহাকার (বিশেষ্য) শোক বা আর্তনাদের ব্যাপক ও উচ্চ হা হা ধ্বনি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হাহা ২ Bengali definition [হাহা] (বিশেষ্য) হিন্দু পুরাণোক্ত গন্ধবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) হাহা}
  • Bengali Word হাড় Bengali definition [হাড়্‌] (বিশেষ্য) ১ অস্থি। ২ (আলঙ্কারিক) মর্ম; শরীরের অন্তরতম বা গভীরতম স্থান (হাড়ে হাড়ে টের পাওয়া)। হাড় কাটে তো মাস কাটে না-অত্যন্ত ভোঁতা অতচ ভারী অস্ত্র; ভারহেতু হাড় ভাঙে কিন্তু ধার না থাকায় মাংস কাটে না। হাড় কালি হওয়া, হাড় ভাজা হওয়া (ক্রিয়া) ১ অত্যন্ত দুঃখ- কষ্ট ভোগ করা। ২ অতিরিক্ত পরিশ্রমে নির্জীব হয়ে পড়া। হাড়কৃপণ, হাড়কিপটে (বিশেষণ) অতি কৃপণ-স্বভাব। হাড় গুঁড়া করা (ক্রিয়া) ভীষণভাবে প্রহার করা। হাড়গোড় (বিশেষ্য) অস্থিপঞ্জরাদি; অস্থি ও উপাস্থি প্রভৃতি। হাড় জিরজিরে (বিশেষণ) কঙ্কালসার। হাড় জুড়ানো (ক্রিয়া) স্বস্তি লাভ করা; শান্তি পাওয়া। হাড় জ্বালানো (ক্রিয়া) অতিশয় জ্বালাতন করা। □ (বিশেষণ) অত্যন্ত জ্বালাতন করে এমন। হাড়বজ্জাত (বিশেষণ) অতি দুষ্ট প্রকৃতির লোক (হাড়-বজ্জাত লড়াইবাজ)। হাড় ভাঙা (ক্রিয়া) খুব মার দেওয়া (পিটিয়ে হাড় ভাঙা); চোট পেয়ে বা দুর্ঘটনায় হাড্‌ডি ভেঙে যাওয়া। □ (বিশেষণ) অতিশয় শ্রমসাধ্য (হাড় ভাঙা খাটুনি)। হাড় ভাজা ভাজা হওয়া (ক্রিয়া) নির্যাতিত হওয়া। হাড় মাটি করা (ক্রিয়া) দেহপাত করা। হাড়মাস (বিশেষ্য) অস্থি ও মাংস (জাহাজে দিনের পরদিন রাতের পর রাত দুঃসহ গরমে হাড়মাস যেন আচার হয়ে গিয়েছিল-সৈয়দ মুজতবা আলী)। হাড়-মাস আলাদা করা (ক্রিয়া) নিদারূণ প্রহার করা। হাড়হদ্দ (বিশেষ্য) শরীরের গভীরতম অস্থিসীমা পর্যন্ত; আদ্যন্ত; নাড়ি-নক্ষত্র (সর্দারজী দেখলুম এদের হাড়হদ্দ সবকিছুই জানেন-সৈয়দ মুজতবা আলী)। হাড়হাবাতে (বিশেষণ) একেবারে নিঃস্ব; লক্ষ্মীছাড়া (ঐ যে হাড়হাবাতে ছোটলোকের ঘরের মেয়ে এনেছিলাম, সংসারটা শুদ্ধ উচ্ছন্ন দিলে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। হাড়ে চটা (বিশেষণ) অত্যন্ত ক্রুদ্ধ; অতিশয় চটা ভাবাপন্ন। হাড়ে বাতাস লাগা (ক্রিয়া) স্বস্তিবোধ করা; বিশ্রাম ও শান্তি ভোগ করা (ওটাকে দূর করিতে পারিলেই আমার হাড়ে আমার হাড়ে বাতাস লাগে-রবীন্দ্রনাথ ঠাকুর)। হাড়ে দূর্বা গজানো (ক্রিয়া) দীর্ঘ বা বিফল প্রতীক্ষা করা। পাকা হাড়, পাকা হাড্ডি (বিশেষ্য) অভিজ্ঞ ব্যক্তি; কুলীন। {(তৎসম বা সংস্কৃত) হড্ড>}
  • Bengali Word হাড়গিলা, হাড়গিলে Bengali definition [হাড়গিলা, হাড়গিলে] (বিশেষ্য) শকুনজাতীয় মাংসাশী পাখি। {হাড়+গিলা} হাড়জিরজিরে, হাড়হদ্দ, হাড়হাবাতে ⇒ হাড়
  • Bengali Word হাড়াই-ডোমাই Bengali definition [হাড়াইডোমাই্‌] (বিশেষ্য) হাড়ি-ডোমের আচরণ; নীচতা; ইতরামো (তাই এমন হাড়াই-ডোমাই করছিলো-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {হাড়ি>+ডোম>}