Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word হাফ Bengali definition [হাফ্‌] (বিশেষণ) ১ অর্ধ; অর্ধেক (হাফ হাতা)। ২ খাটো; অল্প হ্রস্ব (হাফ প্যান্ট)।হাফ-আখড়াই (বিশেষ্য) ১ আখড়াই অপেক্ষা অল্প সময় স্থায়ী সঙ্গীত-সভাবিশেষ। ২ বাংলার প্রাচীন সঙ্গীতের বৈঠকবিশেষ। হাফ-টাইম (বিশেষ্য) বিরতি; অর্ধেক সময়(হাফ টাইমের পর খেলাটা যদি দেখতেন-সৈয়দ মুজতবা আলী)। হাফটিকিট (বিশেষ্য) অল্পবয়স্ক যাত্রী বা দর্শকের জন্য অর্ধেক বা অপেক্ষাকৃত কম মাশুলে ক্রয়যোগ্য টিকিট। হাফডে, হাফ-হলিডে (বিশেষ্য) কর্মস্থানে বা বিদ্যালয়ে একবেলা ছুটি। {(ইংরেজি) Half}
  • Bengali Word হাফটোন Bengali definition [হাফ্‌টোন্‌] (বিশেষ্য) রং এবং সূক্ষ্ণ রেখা দ্বারা তৈরি আলোকচিত্র। {(ইংরেজি) Halftone}
  • Bengali Word হাফারখানা Bengali definition [হাফার্‌খানা] (বিশেষ্য) নহবৎখাতা (রসুন-চকী বাজায়ে তারা হাফারখানা ঘরে-ময়মনসিংহ গীতিকা)।{অজ্ঞাতমূল}
  • Bengali Word হাব ১ Bengali definition [হাব্‌] (বিশেষ্য) মনোহর লাস্য বা বিলাস -ভঙ্গি। হাবভাব (বিশেষ্য) ১ ছলাকলা (হাববাব করে এসে বলে আমি এই কারণে সুন্দর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ চালচলন। {(তৎসম বা সংস্কৃত) √হেব+অ(ঘঞ্‌)}
  • Bengali Word হাব ২ Bengali definition [হাব্‌] (বিশেষ্য) আহবান। {(তৎসম বা সংস্কৃত) √হেব+অ(ঘঞ্‌)}
  • Bengali Word হাবজা Bengali definition [হাব্‌জা] (বিশেষ্য) জঞ্জাল; আর্বজনা; বাজে বা অসার বস্তু; অকিঞ্চিৎকর জিনিস। হাবগোবজা (বিশেষণ) তুচ্ছ; অকিঞ্চিৎকর অসার বাজে পাঁচমিশালি। {(তৎসম বা সংস্কৃত) আবর্জনা>}
  • Bengali Word হাবলা Bengali definition [হাবলা] (বিশেষণ) ১ হাবা; নির্বোধ; বুদ্ধিহীন। ২ হাবার তুল্য। {(ফারসি) আব্‌লহ্‌}
  • Bengali Word হাবলি Bengali definition হাবেলি
  • Bengali Word হাবশি, হাবসি, হবশী Bengali definition [হাবশি,হাবসি,হব্‌শি্‌] (বিশেষ্য) ১ আবিসিনিয়ার অধিবাসী (হাবসী কালো লোকমানেরে মানে আরব আর ইরানী-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ কাফরি; নিগ্রো। হাবশিখানা (বিশেষ্য) হাফশিদের বাসস্থান (দিলেক হাবসিখানা অন্ন-জলে কৈল মানা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) হবশী}
  • Bengali Word হাবা Bengali definition [হাবা] (বিশেষণ) ১ মূক। ২ অতিশয় নির্বোধ; গোবেচারা; হাবলা (হায় হাবা মেয়ে, সব ভুলে গেলি দয়িতের কাছে এসে-কাজী নজরুল ইসলাম)। ৩ স্থূলবুদ্ধি। ৪ সামান্য বিকৃতমস্তিস্ক। হাবাকালা (বিশেষণ) মূক ও বধির। ২ বুদ্ধি -বিবেচনাহীন। হাবাগঙ্গারাম, হাবাগবা, হাবাগোবা (বিশেষণ) বোকা ও মুখচোরা বা বোবা। {(ফারসি) আব্‌লহ্‌}
  • Bengali Word হাবাত Bengali definition হাভাত
  • Bengali Word হাবাতিয়া,হাবাতে Bengali definition [হাবাতিয়া, হাবাতে] (বিশেষণ) ১ সম্বলহীন; নিঃস্ব। ২ হতভাগ্য। {হাভাতিয়া>হাবাতিয়া>হাবাতে>}
  • Bengali Word হাবালা, হাবাল Bengali definition [হাবালা, হাবাল্‌] (বিশেষ্য) হাওলা; জিন্মা (নাজীরের হাবালে করিল-ভারতচন্দ্র রায়গুণাকর; বড় দুটো তাদের মি্‌উনিসিপ্যালেটির মহিষের হাবালা করে দিতে পারলেই খালাস-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) হারালাহ}
  • Bengali Word হাবিজাবি Bengali definition [হাবিজাবি] (বিশেষণ) আজে-বাজে (ওরে আমার হাবিজাবি ওই মুখে বাতাসা খাবি-জসীমউদ্‌দীন)। {অজ্ঞাতমূল}
  • Bengali Word হাবিব, হাবীব Bengali definition [হাবিব্‌] (বিশেষ্য) (বিশেষণ) প্রিয়; প্রিয়জন (হাবিব বন্ধু হারায়ে পিতায় সে এল ধরা মাঝারে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) হাবীব}
  • Bengali Word হাবিলদার Bengali definition [হাবিল্‌দার্‌] (বিশেষ্য) সিপাহিদের নায়ক; হাওলাদার (আজ আমি হাবিলদার হলুম-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) হারলাহ +(ফারসি) দার}
  • Bengali Word হাবিলাষ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হাবিলাশ্‌] (বিশেষ্য) অভিলাষ; বাসনা (ক্ষুদ্রবুদ্ধি সে গুণ বর্ণিতে হাবিলাষ-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) অভিলাষ>}
  • Bengali Word হাবিয়া Bengali definition [হাবিয়া] (বিশেষ্য) দোজখ; নরকবিশেষ (আমার জন্য হাবিয়া নরকদ্বার উদ্‌ঘাটিত রহিয়াছে-মীর মশাররফ হোসেন)। {(আরবি) হাবিয়াহ}
  • Bengali Word হাবীব Bengali definition হাবিব
  • Bengali Word হাবুজখানা Bengali definition [হাবুজ্‌খানা্‌] (বিশেষ্য) জেলখানা (সে এখন হাবুজকানায় আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) হাবস্‌ +(ফারসি) খান্‌হ}
  • Bengali Word হাবুডুবু Bengali definition [হাবুডুবু] (বিশেষ্য) ১ বারবার ডুবে যাওয়ার জন্য শ্বাসকষ্ট। ২ বারবার পানিতে ডুবে যাওয়া ও ভেসে ওঠা (হাবুডুবু খাওয়া)। ¨ (বিশেষণ) নিমজ্জিত প্রায় (হাবুডুবু অবস্থা)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word হাবেলি, হাবলি Bengali definition [হাবেলি, হাব্‌লি] (বিশেষ্য) ১ পাকাগৃহ; অট্টালিকা (চুপচাপ মেরে হাবলিতে বসেই রহ-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ গ্রহের শ্রেণি; পাড়া। ৩ বাসস্থান; গৃহ। {(আরবি) হরালী; (ফারসি) হরীলী}
  • Bengali Word হাবেশ, হাবাস, হাব্যাস (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [হাবেশ্‌, হাবাশ্‌, হাব্যাশ্‌] (বিশেষ্য) উদ্বেগ; আকুলতা; উৎকন্ঠা (কর্ণধারে ঘন ডাকে উচ্চস্বরে দেশের হাবেশে ধনপতি; মায়ের হাব্যাসে মরি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী; পিতার হাবাসে পুত্র-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) আবেশ>}
  • Bengali Word হাবড়হাটি Bengali definition [হাবোড়্‌হাটি] (বিশেষ্য) ১ কর্দম; পঙ্ক; জলকাদা; কাদামাটি। ২ আজেবাজে কথা (তবে কেন আমি এত হাবড়হাটি লিখিয়া মরি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {বোড়>হাবড়+হাট(বহুলোকের চিৎকার চেঁচামেচিতে পূর্ণ)+ই}
  • Bengali Word হাবড়া Bengali definition [হাব্‌ড়া] (বিশেষণ) অসাড়; অকর্মণ্য; অথর্ব (তোকেও একটা বুড়ো-হাবড়া বর কুটিয়ে দিয়ে নেকা দিয়ে দেব-কাজী নজরুল ইসলাম)। {হা +বুড়া>;(হিন্দি) হাবড়া(খাদ্যলোলুপ)>}
  • Bengali Word হাভাত,হাবাত Bengali definition [হাভাত্‌, হাবাত] (বিশেষ্য) ১ নিরন্ন দশা; অন্নের জন্য হায় হায়; অন্নসংস্থানহীন ব্যক্তি। ২ হতভাগ্য (হাবাতে যদ্যপি চায় সাগর শুকায়ে যায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। হাভাতে (বিশেষণ) ভাতের জন্য হায় হায় করে এমন(এই হাভাতেদের ভাতের কান্না শুনে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {হা+ভাত; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word হাভারস্যাক্‌ Bengali definition [হ্যাভার্‌স্যাক্‌] (বিশেষ্য) সৈন্যদের খাদ্য বহনার্থ ঝোলাবিশেষ (যাক আমার হ্যাভারস্যাক থেকে একটু আঙ্গুর বের করে খাওয়া যাক-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) haver sack}
  • Bengali Word হাম ১ Bengali definition [হাম্‌] (বিশেষ্য) এক প্রকার গুটিকাযুক্ত জ্বর রোগ; মিলমিলে; measles । {(আরবি) হুন্মা}
  • Bengali Word হাম ২, হম ২ Bengali definition [হাম্‌, হম্‌] (সর্বনাম) (মধ্যযুগীয় বাংলা) আমি (আজু রজনী হম ভাগে গমায়ল-বিদ্যাপতি)। হামবড়া, হামবড় (বিশেষণ) ১ আমিই সর্বাপেক্ষা বড়; সর্বেসর্বা। ২ আত্নগর্বী; অহঙ্কারী।হাম বড়াই (বিশেষ্য) আমি বড় এই ভাব; আত্নম্ভরিতা; অহমিকা; অহঙ্কার(হামবড়াই এর সংহিতা কোড বেবাক কাটে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অহং}
  • Bengali Word হাম ৩, হম ২ Bengali definition [হাম্‌, হম্‌] (বিশেষণ) সমান; সম। হামছায়, হামছায়া (বিশেষ্য) প্রতিবেশী (হামছায়া কারো অনাহারে যদি রহে-তালিম হোসেন; মাটির মানুষ সে তবু তার হামছায়া জিবরিল-গোলাম মোস্তফা)। হামদম (বিশেষ্য) ১ বন্ধু। ২ প্রেমিক। ৩ সাথী। হামদর্দি, হমদর্দী (বিশেষ্য) সমবেদনা (মানুষের হামদর্দীতে তার অদেয় কিছুই নাই-তালিম হোসেন)। ¨ (বিশেষণ) সমবেদনাকারী; সমব্যথী; সহানুভূতিশীল। হামদিল (বিশেষ্য) সখা। হামরাহী, হমরাই (বিশেষ্য) (বিশেষণ) সহযাত্রা, সহযাত্রী। {(ফারসি) হম্‌}