Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word হারাহারি Bengali definition হার১
  • Bengali Word হারি Bengali definition [হারি] (বিশেষ্য) পরাভব; হার; পরাজয় (দুর্বল মনুষ্য হইলে এ অত্যাচার হারি মানিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ¨ (বিশেষণ) মনোহর; রুচির। হারিকন্ঠ (ক্রিয়া) কোকিল। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+ই(ইঞ্)}
  • Bengali Word হারিকেন Bengali definition [হারিকেন্‌] (বিশেষ্য) বাতাস ও পানি হতে সুরক্ষিত কাচের আবরণযুক্ত এক প্রকার তেলের লন্ঠন; ঘূর্ণিঝড়। {(ইংরেজি) hurricane}
  • Bengali Word হারিণ (বিরল) Bengali definition [হারিন্‌] (বিশেষণ) হরিণসন্বন্ধীয়।¨ (বিশেষ্য) হরিণের মাংস। হারিণিক (বিরল) (বিশেষ্য) হরিণঘাতক; ব্যাধ। {(তৎসম বা সংস্কৃত) হরিণ+অ(অণ্‌)}
  • Bengali Word হারিত ১ Bengali definition [হারিতো] (বিশেষণ) ১ অপহারিত। ২ পরাজিত। {স.√হৃ+ই(ণিচ্‌)+ত(ক্ত)}
  • Bengali Word হারিত ২ Bengali definition [হারিত্‌] (বিশেষণ) সবুজবর্ণবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) হরিত+অ(অণ্‌)}
  • Bengali Word হারিদ্র Bengali definition [হারিদ্‌দ্রো] (বিশেষণ) হারিদ্রাবর্ণবিশিষ্ট; হলদে। {(তৎসম বা সংস্কৃত) হরিদ্রা+অ(অণ্‌)}
  • Bengali Word হারী(-রিন্‌) Bengali definition [হারি্‌] (বিশেষণ) ১ হারশোভিত; হারযুক্ত। হারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+ইন্‌(ণিনি)}
  • Bengali Word হারীত Bengali definition [হারিত্‌] (বিশেষ্য) ১ শুকপাখি। ২ স্মৃতিশাস্ত্র প্রণেতা হিন্দু ঋষিবিশেষ (হারীতের বরে সূতা ধরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। { (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) হারিত>}
  • Bengali Word হারুয়া Bengali definition হেরো
  • Bengali Word হারেম Bengali definition [হারেম্‌] (বিশেষ্য) অন্তঃপুর; অন্দরমহল; নিষিদ্ধ বা পবিত্রস্থান। হারেম শরিফ (বিশেষ্য) কাবাগৃহ সংলগ্ন পবিত্রস্থান। {(আরবি) হ’রম}
  • Bengali Word হার্ট Bengali definition [হার্‌ট] (বিশেষ্য) হৃদয়। {(ইংরেজি) heart}
  • Bengali Word হার্টফেল Bengali definition [হার্‌ট্‌ফেল] (বিশেষ্য) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যাওয়া (যদি হার্টফেল হয়ে মরি-ওবায়েদুল হক)। {(ইংরেজি) heartfail}
  • Bengali Word হার্দ, হার্দ্য Bengali definition [হার্‌দো] (বিশেষ্য) প্রণয়; প্রীতি; হৃদ্যতা; স্নেহ। ¨ (বিশেষণ) ১ হৃদ্‌গত; আন্তরিক; অন্তরজাত (তখন কোনও রকম হার্দ্য বাদানুবাদে জড়িয়ে-সুধীন্দ্রনাথ দত্ত)। ২ মনোজ্ঞ; মনোহর। {(তৎসম বা সংস্কৃত) হৃদয়>হৃদ্‌+অ(অণ্‌),য}
  • Bengali Word হার্দিক Bengali definition [হার্‌দিক্‌] (বিশেষণ) ১ আন্তরিক; হৃদয়জাত; হৃদ্‌গত (ইতিমধ্যেই আবদুর রহমানের সঙ্গে আমার রীতিমত হার্দিক সম্পর্ক স্থাপিত হয়ে গিয়েছে-সৈয়দ মুজতবা আলী)। ২ হৃদয় সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) হার্দ+ইক(ঠক্‌)}
  • Bengali Word হার্দী (-দিন্‌) Bengali definition [হার্‌দি] (বিশেষণ) স্নেহযুক্ত; সহৃদয়; স্নেহবান। {(তৎসম বা সংস্কৃত) হার্দ+ইন(ইনি)}
  • Bengali Word হার্দ্য Bengali definition হার্দ
  • Bengali Word হার্য Bengali definition [হার্‌জো] (বিশেষণ) ১ মরণযোগ্য; অপহরণীয়। ২ গ্রহণীয়। ৩ বহনযোগ্য। ৪ (গণিত.) বিভাজ্য; ভাগযোগ্য; ভাগ করার উপযুক্ত; divisible। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+য(ণ্যৎ)}
  • Bengali Word হাল ১ Bengali definition [হাল্‌] (বিশেষ্য) ১ লাঙ্গল। ২ গাড়ির চাকার লৌহবেড়। হালিক (বিশেষ্য) (বিশেষণ) হালসন্বন্ধীয়; হালচাষকারী; হালিয়া। {(তৎসম বা সংস্কৃত) √হল্‌+অ(অণ্‌), ইক(ঠক্‌)}
  • Bengali Word হাল ২, হালি, হাইল Bengali definition [হাল্‌, হালি, হাইল্‌] (বিশেষ্য) ১ নৌকা চালানোর বা ঘোরানোর কাঠের যন্ত্রবিশেষ। ২ (আলঙ্কারিক) আশা; ভরসা (তবু হাল ছাড়ে না গফুর-শামসুল হক)। { (তুলনীয়) (ইংরেজি) helm}
  • Bengali Word হাল ৩ Bengali definition [হাল্‌] (বিশেষ্য) ১ অবস্থা; দশা (বিবি সাহেব তোমার এ হাল কে করিল-রবীন্দ্রনাথ ঠাকুর; আল্লা যে হালে রাখেন সে হালেই থাকি-সরদার জয়েনউদ্দীন)। ২ বর্তমান কাল (সাহিত্যের এই রকম হাতে ঠেলাঠেলি আরম্ভ হয়েছে হালে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ¨ (বিশেষণ) বর্তমান; উপস্থিত; আধুনিক; চলতি (হাল ফ্যাশন)। হাল আইনে (ক্রিয়াবিশেষণ) বর্তমান মতে; বর্তমান আইনে (অন্যের ন্যায় ঈশ্বর গুপ্ত ও হাল আইনে অনেক স্থানে ধরা পড়েন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। হাল আমল (বিশেষ্য) বর্তমান জমানা। হালখাতা (ক্রিয়াবিশেষণ) নতুন বছরের হিসাব-নিকাশের জন্য নতুন খাতা ও নতুন খাতা আরম্ভের উৎসব। হালচাল (বিশেষ্য) ১ অবস্থা; দশা (কিন্তু আজকের আমাদের হালচাল দেখে কেউ বলবে আমরাই -অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ আচার-ব্যবহার। ৩ ভাবভঙ্গি। হালত, হালৎ (বিশেষ্য) দুর্দশা; অবস্থা; হাল (বেকার ও কন্যাদায়ে হালতের পরিচয় দিচ্ছেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। হাল ফ্যাশন (বিশেষ্য) আধুনিক রীতি; চলতি নিয়ম (মস্তবড় হালফ্যাশনের হোটেল-হেমায়েত হোসেন)। হাল হকিকত, হাল হকীকত (বিশেষ্য) প্রকৃত অবস্থা (হাতেমের হাল-হকিকত-সৈয়দ হামজা; বন্ধুর হাল-হকিকত আমার জানা-শওকত ওসমানকত ওসমান)। {(আরবি) হাল}
  • Bengali Word হালকা, হাল্কা Bengali definition [হাল্‌কা] (বিশেষণ) ১ অল্প ভারযুক্ত; পাতলা (হালকা দেহের জন্য বলকা দুধ)। ২ লঘু। ৩ মৃদু (হাল্কা হাসি হাসছে কেবল-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ ফিকা (জলের মত হাল্কা রঙ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৫ গুরুত্বশূন্য (হালকা কথা)। ৬ চিন্তাশূন্য (হালকা মন)। ৭ আলতো (হালকা হাত)। ৮ কর্মহীনা (হাত হালকা হাওয়া)। হালকাপনা, হালকামি (বিশেষ্য) লঘুতা; ছেলেমানুষি; অর্বাচীনতা (পিতামাতাও তেমনি অবাধ্য ছেলের নিন্দা করে নিজেদের হালকামির পরিচয় দেন-লুর)। {(আরবি) হলকান; (তৎসম বা সংস্কৃত) লঘুক>}
  • Bengali Word হালখাতা, হালচাল, হালত, হালত Bengali definition হাল
  • Bengali Word হালট Bengali definition [হালোট্‌] (বিশেষ্য) ১ হালের গরু চলাচলের পথ; গোপাট। ২ গ্রামাঞ্চলের নিচু কাঁচা রাস্তা (শম্মানের ঘাট পেরিয়েই দেবে শিমূলতলীর হালটে পাড়ি-জসীমউদ্‌দীন)। {হাল+ট}
  • Bengali Word হালদার, হাওলাদার Bengali definition [হাল্‌দার্‌, হাওলাদার] (বিশেষ্য) ১ পদবি বিশেষ। ২ পুলিশ বা সামরিক কর্মচারী; তত্ত্বাবধায়ক; সংরক্ষক। {(আরবি) হারালাহ + (ফারসি) দার}
  • Bengali Word হালফিল Bengali definition [হাল্‌ফিল্‌] ক্রিবিন ১ বর্তমান; সম্প্রতি; অধুনা (আর হারফিলের ঐ একটি বৃহৎ ব্যাপার-মনোজ বসু)। ২ সর্বদা (বেতাল মাতালগুলা খায় হালফিল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) ফিল্‌হাল্‌}
  • Bengali Word হালাক, হাল্লাক Bengali definition [হালাক্‌, হাল্‌লাক্‌] (বিশেষ্য) ১ সর্বনাশ। ২ বধ; হত্যা (হালাল না করিয়া করে এক হালাক-ভারতচন্দ্র রায়গুণাকর)। ¨ (বিশেষণ) ১ পরিশ্রান্ত; হয়রান (অনর্থক হালাক হয়ে ফিরে যাবে-কাজী নজরুল ইসলাম)। ২ প্রাণান্ত (মাঝে মাঝে গাছের ছায়ায় বসি, পানি খাই আরও হাল্লাক হয়ে পড়ি-শওকত ওসমানকত ওসমান)। {(আরবি) হালাক}
  • Bengali Word হালাল Bengali definition [হালাল্‌] (বিশেষণ) ইসলাম ধর্মানুসারে বৈধ ও পবিত্র (যেমন নিমক খালি হালাল করিলি ভালি-ভারতচন্দ্র রায়গুণাকর)। ¨ (বিশেষ্য) ১ বৈধ কাজ। ২ মুসলমানধর্মের নিয়মানুযায়ী বৈধ পশুপাখি জবেহ। হালালি (বিশেষণ) বৈধ (খেয়ো না এ-কদন্ন হালালী অন্ন খাও-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) হালাল্‌}
  • Bengali Word হালি ১ Bengali definition [হালি্‌] (বিশেষণ) ১ যে ব্যক্তি লাঙ্গল চালনা করে; কৃষক; চাষি। {হাল+ই}
  • Bengali Word হালি ২ Bengali definition [হালী] (বিশেষ্য) যিনি নৌকার হাল ধরেন; মাঝি। {হাল+ই}